Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Lesson - 1.2

স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল

• পরিচ্ছেদ অনুযায়ী প্রশ্ন ও উত্তর


• অভিকর্ষ ও মহাকর্ষ :


1. সঠিক উত্তর নির্বাচন করো


(ⅰ) দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান নির্ভর করে না-


(a) বস্তু দুটির ভরের ওপর


(b) বস্তুদুটির মধ্যেকার দূরত্বের ওপর


(c) বস্তুদুটির মধ্যেকার মাধ্যমের ওপর


(d) কোনোটিই নয়।


উত্তর: (c) বস্তুদুটির মধ্যেকার মাধ্যমের ওপর


(ii) দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব অর্ধেক করা হলে এদের মধ্যে মহাকর্ষ বলের মান-


(a) অর্ধেক হবে


(b) দ্বিগুণ হবে


(c) অপরিবর্তিত থাকবে


(d) চার গুণ হবে


উত্তর: (d) চার গুণ হবে।


(iii) মহাকর্ষ ধ্রুবকের SI একক হল-


(a) NKg-1


(b) Nm²Kg-2


(c) NKg-2


(d) NmKg-2


উত্তর: (b) Nm²Kg-21


(iv) একক ভরের উপর পৃথিবীর আকর্ষণ বলকে বলা হয়-


(a) অভিকর্ষ


(b) মহাকর্ষ


(c) অভিকর্ষজ ত্বরণ


(d) মহাকর্ষ ধ্রুবক


উত্তর: (c) অভিকর্ষজ ত্বরণ


(v) 6 Kg ভরের একটি বস্তুকে চাঁদে নিয়ে যাওয়া হলে সেখানে বস্তুটির ওজন হবে-


(a) 1 N


(b) 9.8 N


(c) (6 x 9.8) N


(d) 0


উত্তর: (b) 9.8 NI


(vi) পৃথিবীর ভর M ও ব্যাসার্ধ R হলে অভিকর্ষজ ত্বরণ (g) ও মহাকর্ষ ধ্রুবকের (G) অনুপাত হবে-


(a) M/R


(b) MR


(C) M/R


(d) M/R2


উত্তর: (d) M/R2


2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও:


(i) ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে বলা হয়      । (শূন্যস্থান পূরণ করো)


উত্তর: অভিকর্ষ


(ii) 'দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান বস্তু দুটির ভৌত অবস্থার ওপর নির্ভর করে'-সত্য না মিথ্যা লেখো


উত্তর: মিথ্যা


(iii) বাইরের কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল গণনার জন্য এর মোট ভর          জমা আছে ধরা হয়। (শূন্যস্থান পূরণ করো) 


উত্তর: কেন্দ্রে


(iv) 'মহাকর্ষ ধ্রুবকের মান মহাবিশ্বের সব জায়গায় একই থাকে'-সত্য না মিথ্যা?


উত্তর: সত্য


(v) মহাকর্ষ ধ্রুবকের SI পদ্ধতিতে মান কত?


উত্তর: 6.7 10-11 Nm2Kg-2


(vi) পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনগুলির মধ্যে মহাকর্ষ বল কাজ করে কি?


উত্তর: না


(vii) দুটি বস্তুর মধ্যেকার দূরত্ব তিনগুণ করা হলে এদের মধ্যে মহাকর্ষ বলের মান পূর্বের কত গুণ হবে?


উত্তর: 1/9  গুণ


সংক্ষিপ্ত উত্তর দাও:


(i) নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো।


(ii) চিহ্নগুলির ব্যাখ্যা সহ নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক রূপটি লেখো


(iii) মহাকর্ষ ধ্রুবকের সংজ্ঞা দাও।


(iv) CGS ও SI পদ্ধতিতে মহাকর্ষ ধ্রুবকের একক সহ মান লেখো


(v) মহাকর্ষ ও অভিকর্ষের মধ্যে পার্থক্য কী?


(vi) মহাকর্ষ ধ্রুবককে 'সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক' বলে কেন?


(vii) দুটি বস্তুকণার মধ্যবর্তী দূরত্ব 20% কমানো হলে এদের মধ্যেকার মহাকর্ষ বলের মানের শতকরা পরিবর্তন কত হবে?


3. নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও:


পৃথিবীপৃষ্ঠে 1m ব্যবধানে থাকা 1 Kg ভরের দুটি বস্তুর মধ্যেকার মহাকর্ষীয় আকর্ষণ বলের মান নির্ণয় করো। দেখাও যে এই বলের মান বস্তু দুটির ওজনের তুলনায় নগণ্য


• সঠিক উত্তর নির্বাচন করো:


(i) 2 kg ভরের একটি বস্তুকে কিছুটা উপর থেকে ছেড়ে দেওয়া হলে বস্তুটির নিম্নমুখী ত্বরণ হয়-


(a) 9.8 মিটার/সেকেন্ড


(b) 4.9 মিটার/সেকেন্ড


(c) 19.6 মিটার/সেকেন্ড


(d) 0


উত্তর: (a) 9.8 মিটার/সেকেন্ড


(ii) একটি ঢিলকে পৃথিবীপৃষ্ঠ থেকে কিছুটা কোণ করে ছোঁড়া হলে সর্বোচ্চ বিন্দুতে ঢিলটির বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ হবে-


(a) O° 


(b) 45°


(d) 180°


(c) 90° 


উত্তরঃ (c) 90° 


(iii) একটি বলকে খাড়াভাবে উপরে ছোঁড়া হলে সর্বোচ্চ বিন্দুতে বলটির-


(a) বেগ শূন্য হয়


(b) ত্বরণ শূন্য হয়


(c) বেগ ও ত্বরণ উভয়ই শূন্য হয়


(d) বেগ বা ত্বরণ কোনোটিই শূন্য হয় না


উত্তর: (a) বেগ শূন্য হয়


(iv) একটি বল খাড়াভাবে উপরে উঠার সময় এর বেগ ও ত্বরণের অভিমুখের মধ্যবর্তী কোণ হয়-


(a) 0° 


(b) 45° 


(c) 90° 


(d) 180° 


উত্তর: (d) 180°


(v) একটি কয়েন ও একটি পালককে একসঙ্গে একই উচ্চতা থেকে বায়ুতে ছেড়ে দেওয়া হলে কোল্টিন্ট আগে মাটিতে পড়বে?


(a) কয়েনটি


(b) পালকটি


(c) দুটি একই সঙ্গে


(d) বলা সম্ভব নয়


উত্তর: (a) কয়েনটি।


2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও:


(i) পৃথিবীর অভিকর্ষের ক্রিয়ায় পতনশীল বস্তুর ত্বরণকে কী বলা হয়?


(ii) অভিকর্ষজ ত্বরণের মান কত (SI পদ্ধতিতে)?


(iii) বায়ুতে একটি ভারী ও একটি হালকা বস্তুকে একসঙ্গে একই উচ্চতা থেকে ছেড়ে দিলে তারা একসঙ্গে মাটি স্পর্শ করে না। এর কারণ হল                (শূন্যস্থান পূরণ করো)


(iv) স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল একটি বস্তুর 1 সেকেন্ড পরে বেগ যা হয় 2 সেকেন্ড পরে বেগ তার                   (শূন্যস্থান পূরণ করো)


(v) একটি বস্তুকে পৃথিবীপৃষ্ঠ থেকে ন্যূনতম কত বেগে ছুঁড়লে বস্তুটি আর পৃথিবীর পৃষ্ঠে ফিরে আসবে না?


(vi) 4 Kg ও 5 Kg ভরের দুটি বস্তুর মধ্যে কোল্টির অভিকর্ষজ ত্বরণের মান বেশি?


(vii) স্থিতাবস্থা থেকে অবাধে পতনশীল বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা পতনকালের                 সমানুপাতিক। (শূন্যস্থান পূরণ করো) 


3. সংক্ষিপ্ত উত্তর দাও:


(i) অভিকর্ষজ ত্বরণ কাকে বলে?


(ii) দেখাও যে, অবাধে পতনশীল বস্তুর ত্বরণ বস্তুটির ভরের ওপর নির্ভর করে না


(iii) কোনো বস্তুর বেগ ছাড়া ত্বরণ থাকতে পারে কি? উদাহরণ সহ লেখো।


(iv) স্থিরাবস্থা থেকে অবাধে পতনশীল কোনো বস্তুর পতন শুরুর 2 সেকেন্ড পরে বেগ V হলে 5 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত হবে?


(v) স্থিরাবস্থা থেকে অবাধে পড়ার সময় কোনো বস্তু 1 সেকেন্ডে 4.9 মিটার উচ্চতা নামলে, ও সেকেন্ডে বস্তুটি কতটা উচ্চতা নামবে?


4. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ


(i) একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে কিছুটা কোণ করে ছোঁড়া হলে বস্তুটির বেগের অভিমুখ এবং এর উপর ক্রিয়াশীল অভিকর্ষ বলের অভিমুখ চিহ্নিত করো। এই দুই অভিমুখের মধ্য়বর্তী কোণ কত?


(ii) পতনশীল বস্তুর সূত্রগুলি লেখো


1 সঠিক উত্তর নির্বাচন করো।


(i) দুটি সমজাতীয় আধানের মধ্যে ক্রিয়া করে-


(a) আকর্ষণ


(b) বিকর্ষণ


(c) আকর্ষণ ও বিকর্ষণ উভয়ই


(d) আকর্ষণ বা বিকর্ষণ কোনোটিই নয়


উত্তর: (b) বিকর্ষণ


(ii) একটি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তু আকর্ষণ করে-


(a) ঋণাত্মক আধানে আহিত বস্তুকে


(b) নিস্তড়িৎ বস্তুকে


(c) ঋণাত্মক আধানে আহিত বস্তু ও নিস্তড়িৎ বস্তুকে


(d) ধনাত্মক আধানে আহিত বস্তুকে


উত্তর: (c) ঋণাত্মক আধানে আহিত বস্তু ও নিস্তড়িৎ বস্তুকে


(iii) দুটি তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ভর করে-


(a) আধান দুটির মানের ওপর


(b) আধান দুটির মধ্যেকার দূরত্বের ওপর


(c) আধান দুটির মধ্যেকার মাধ্যমের উপর


(d) সবকটির উপর


উত্তর: (d) সবকটির উপর।


(iv) স্থির তড়িৎ সারণিতে এবোনাইটের অবস্থান পশম, কাচ ও রেশমের নীচে। এবোনাইটের একটি দণ্ডকে পশমের টুপি দিয়ে ঘষলে ধনাত্মক আধান সৃষ্টি হবে-


(a) এবোনাইট দণ্ডে


(b) পশমের টুপিতে


(c) দুটিতেই


(d) কোনোটিতেই নয়


উত্তর: (b) পশমের টুপিতে


(v) দুটি 1 স্ট্যাটকুলম্ব আধানকে শূন্যস্থানে (বা বায়ুতে) 1 সেমি ব্যবধানে রাখা হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হয়-


(a) 1 ডাইন


(b) 1 নিউটন


(c) 109 নিউটন


(d) 0


উত্তর: (a) 1 ডাইন


(vi) ইলেকট্রনের আধান -1.6 × 10-19 কুলম্ব হলে কোন্টি একটি বস্তুর আধানের পরিমাণ হতে পারে না?


(a) + 3.2 × 10-19 কুলম্ব


(b) - 4.8 × 10-19 কুলম্ব


(c) - 5.2 × 10-19 কুলম্ব


(d) + 6.4 × 10-19 কুলম্ব


উত্তর: (c) - 5.2 × 10-19 কুলম্ব


2. অতিসংক্ষিপ্ত উত্তর দাও:


(i) একটি বস্তু ইলেকট্রন বর্জন করলে বস্তুটি কোন্ প্রকার তড়িৎ আধান লাভ করে?


(ii) একটি প্রোটনের আধানের মান কত?


(iii) দুটি তড়িৎ আধানকে শূন্য মাধ্যমের পরিবর্তে একই দূরত্বে অন্য কোনো মাধ্যমে রাখা হলে এদের মধ্যেকার তড়িৎ বলের মানের কীরূপ পরিবর্তন হয়?


(iv) কাচকে পশম দিয়ে ঘষলে কাচে কোন্ প্রকার তড়িৎ উৎপন্ন হবে?


(v) দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী দূরত্ব ও গুণ করা হলে, এদের মধ্যবর্তী তড়িৎ বলের মান কতগুণ হবে?


(vi) 1 কুলম্ব কত স্ট্যাট কুলম্বের সমান?


(vii) সেলুলয়েডের চিরুণি দিয়ে চুল আঁচড়ে চিরুনিটিকে ছোটো ছোটো কাগজের টুকরোর সামনে ধরলে চিরুনিটি কাগজের টুকরোগুলিকে আকর্ষণ করে। এর কারণ হল                (শূন্যস্থান পূরণ করো)


(viii) তড়িৎ আবেশের ফলে দূরতম প্রান্তে সৃষ্টি হয়                   আধান। (শূন্যস্থান পূরণ করো)


(ix) চিত্রানুযায়ী একটি ধনাত্মক আধানে আহিত বায়ুকে একটি নিস্তড়িৎ বস্তুর (AB) সামনে আনলে, A প্রান্তে সৃষ্টি হবে                     আধান। (শূন্যস্থান পূরণ করো)


(x) দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎবল এদের যোগকারী              বরাবর ক্রিয়া করে। (শূন্যস্থান পূরণ করো)


3. সংক্ষিপ্ত উত্তর দাও:


(i) তড়িৎ আধান কয় প্রকার ও কী কী?


(ii) দুই প্রকার তড়িৎ আধানের পারস্পরিক ক্রিয়া উল্লেখ করো


(iii) একটি প্রোটন ও একটি ইলেকট্রনের পারস্পরিক ক্রিয়া কীরূপ হয়?


(iv) কুলম্বের সূত্রটি লেখো


(v) ব্যবহৃত চিহ্নগুলির ব্যাখ্যা সহ কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো


(vi) দুটি তড়িৎ আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের (আকর্ষণ বা বিকর্ষণ) মান কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে? 


(vii) 10 সেমি ব্যাসার্ধের দুটি আহিত গোলককে 2 সেমি ব্যবধানে রাখা হলে কুলম্বের সূত্র প্রয়োগ করে গোলক দুটির মধ্যেকার তড়িৎ বল সঠিকভাবে নির্ণয় করা যাবে কি?


(viii) 'আকর্ষণের পূর্বে আবেশ ঘটে' কথাটি ঠিক কি না ব্যাখ্যা করো


(ix) রেশম দিয়ে ঘষা একটি কাচদণ্ড ও পশম দিয়ে ঘষা একটি এবোনাইট দণ্ডকে পাশাপাশি সুতোর সাহায্যে ঝুলানো হলে কী ঘটবে ও কেন?


(x) 1 কুলম্ব মানের দুটি বিন্দু আধানকে শূন্যস্থানে 3 মিটার ব্যবধানে রাখা হলে এদের মধ্যে তড়িৎ বলের মান কত হবে?


(xi) তড়িৎ বল ও মহাকর্ষ বলের মধ্যে দুটি পার্থক্য লেখো


(xii) দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের মান F₁। এখন আধান দুটির প্রতিটির মান দ্বিগুণ ও এদের মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হলে তড়িৎ বলের মান হয় F2 F₁ ও  F2 এর অনুপাত নির্ণয় করো।





1. সঠিক উত্তর নির্বাচন করো।


(i) পরমাণুর নিউক্লিয়াসের চতুর্দিকে ঘূর্ণায়মান ইলেকট্রনের উপর নিউক্লিয়াস দ্বারা প্রযুক্ত হয়-


(a) তড়িৎ আকর্ষণ বল


(b) তড়িৎ বিকর্ষণ বল


(c) মহাকর্ষ বল


(d) কোনোটিই নয়


উত্তর: (a) তড়িৎ আকর্ষণ বল।


(ii) নির্দিষ্ট কক্ষে ঘূর্ণায়মান কোনো ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে ইলেকট্রনটির বেগের-


(a) শুধু মান পরিবর্তিত হয়


(b) শুধু অভিমুখ পরিবর্তিত হয়


(c) মান ও অভিমুখ উভয়ই পরিবর্তিত হয়


(d) মান বা অভিমুখ কোনোটিই পরিবর্তিত হয় না


উত্তর: (b) শুধু অভিমুখ পরিবর্তিত হয়।


(iii) পরমাণুর নিউক্লিয়াসের তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের


(a) বেগ স্থির থাকে


(b) ত্বরণ স্থির থাকে


(c) বেগ ও ত্বরণ উভয়ই স্থির থাকে


(d) বেগ বা ত্বরণ কোনোটিই স্থির থাকে না


উত্তর: (d) বেগ বা ত্বরণ কোনোটিই স্থির থাকে না।


2. অভিসংক্ষিপ্ত উত্তর দাও:


(i) তড়িৎ বলের প্রভাবে তড়িৎগ্রস্ত কণার                       সৃষ্টি হয়। (শূন্যস্থান পূরণ করো।)


(ii) 'তড়িৎ বল সর্বদাই আকর্ষণধর্মী'-সত্য না মিথ্যা লেখো


(iii) দুটি সমান্তরাল পাত A এবং B যথাক্রমে ধনাত্মক ও সমান্তরালে এদের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করলে ঋণাত্মক আধানে আহিত। একটি ইলেকট্রন পাত দুটির ইলেকট্রনটির গতিপথ কোন্ দিকে বাঁকবে?


3. সংক্ষিপ্ত উত্তর দাও:


(i) পরমাণুর নিউক্লিয়াসের তড়িৎ আকর্ষণ বলের প্রভাবে ইলেকট্রন বৃত্তাকার কক্ষপথে ঘোরে কীভাবে?



উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন