Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Chapter 2.4

তড়িতের রাসায়নিক প্রভাব

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন:


(i) কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে না-
(a) গ্রাফাইট
(b) তামা
(c) সোডিয়াম ক্লোরাইড
(d) লোহা
উত্তর : (c) সোডিয়াম ক্লোরাইড।

(ii) যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে রাসায়নিক পরিবর্তন হয় সেটি হল-
(a) নুনজল
(b) অ্যালুমিনিয়াম
(c) তামা
(d) কোনোটিই নয়
উত্তর : (a) নুনজল।

(iii) ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহণ করে-
(a) ইলেকট্রন
(b) ক্যাটায়ন
(c) অ্যানায়ন
(d) প্রোটন
উত্তর: (a) ইলেকট্রন।

(iv) তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ করে-
(a) ইলেকট্রন
(b) ধনাত্মক আয়ন
(c) ঋণাত্মক আয়ন
(d) ধনাত্মক ও ঋণাত্মক আয়ন উভয়ই
উত্তর: (d) ধনাত্মক ও ঋণাত্মক আয়ন উভয়ই।

(v) ব্যাটারির ধনাত্মক মেরুর সহিত যুক্ত তড়িৎদ্বারটি হল-
(a) ক্যাথোড
(b) অ্যানোড
(c) ক্যাটায়ন
(d) অ্যানায়ন
উত্তর: (b) অ্যানোড।

(vi) একটি লোহার চাবির উপর নিকেলের প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসাবে ব্যবহৃত হয়-
(a) নিকেল দণ্ড
(c) লোহার চাবি
(b) লোহার দণ্ড
(d) কোনোটিই নয়
উত্তর: (a) নিকেল দণ্ড।

(vii) জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হল-
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) জলীয় বাষ্প
(d) নাইট্রোজেন
উত্তর: (a) হাইড্রোজেন। 

(viii) জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাস দুটির আয়তনের অনুপাত-
(a) 2:1
(b) 1:2
(c) 8:1
(d) 1:8
উত্তর: (a) 2:11

(ix) কোল্টি তড়িৎ বিশ্লেষ্য নয়?
(a) সামান্য H₂SO₄ মিশ্রিত জল
(b) গলিত সোডিয়াম ক্লোরাইড
(c) চিনির জলীয় দ্রবণ
(d) ভিনিগারের জলীয় দ্রবণ
উত্তর: (c) চিনির জলীয় দ্রবণ। 

(x) তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি হল-
(a) KCI
(b) চিনি
(c) গ্লুকোজ
(d) অ্যালকোহল
উত্তর: (a) KCII






উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন



Editing By- Lipi Medhi