Class 8 Paribesh O Bigyan (WBBSE)
• সঠিক উত্তর নির্বাচন করো
(i) বস্তুর উয়তা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ নির্ভর করে না-
(a) বস্তুর ভরের ওপর
(b) বস্তুর উপাদানের ওপর
(c) বস্তুর আকারের ওপর
(d) উন্নতা বৃদ্ধির পরিমাণের ওপর
উত্তর: (c) বস্তুর আকারের উপর।
(ii) m ভরের তামার উন্নতা t°C বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপ H হলে 2m ভরের তামার উন্নতা 21°C বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপের পরিমাণ হবে-
(a) H
(b) 2H
(c) 3H
(d) 4H
উত্তর: (d) 4H।
(iii) কোন্ পদার্থটির আপেক্ষিক তাপের মান সর্বাধিক?
(a) পারদ
(b) তামা
(c) জল
(d) সিসা
উত্তর: (c) জল।
(iv) 1 গ্রাম বিশুদ্ধ জলের উন্নতা 1°C বৃদ্ধি করার জন্য প্রয়োজনীয় তাপের মান-
(a) 1 ক্যালরি
(b) 1 জুল
(c) 100 ক্যালরি
(d) 100 জুল
উত্তর: (a) 1 ক্যালোরি।
(v) কোন্টি তাপের একক নয়?
(a) ক্যালরি (b) জুল (c) কেলভিন (d) থার্ম
উত্তর: (c) কেলভিন।
1. সঠিক উত্তর নির্বাচন করো।
(i) যে স্থির উন্নতায় কোনো তরল পদার্থ জমে কঠিনে পরিণত হতে শুরু করে তাকে বলা হয় ওই তরল পদার্থের-
(a) গলনাঙ্ক
(b) হিমাঙ্ক
(c) স্ফুটনাঙ্ক
(d) ঘনীভবনাঙ্ক
উত্তর: (b) হিমাঙ্ক
(ii) বরফের সহিত নুন মেশানো হলে গলনাঙ্কের মান-
(a) কমে
(c) একই থাকে
(b) বাড়ে
(d) দ্বিগুণ হয়
উত্তর: (a) কমে।
(iii) নিম্নলিখিত কোন্ কঠিন পদার্থের গলনের ফলে আয়তন বাড়ে?
(a) বরফ
(c) ঢালাই লোহা
(b) মোম
(d) কোনোটিই নয়।
উত্তর: (b) মোম।
(iv) তরলের স্ফুটনাঙ্কের মান কোল্টির ওপর নির্ভর করে?
(a) চাপ
(b) ভূপৃষ্ঠ থেকে উচ্চতা
(c) অপদ্রব্য
(d) সবকটি
উত্তর: (d) সবকটি।
(v) বরফ গলনের লীনতাপ-
(a) ৪০ ক্যালরি
(b) ৪০ ক্যালরি/গ্রাম
(c) ৪০ ক্যালরি/কেজি
(d) ৪০ জুল/কেজি
উত্তর: (b) ৪০ ক্যালরি/গ্রাম।
(vi) নিম্নলিখিতগুলির মধ্যে কোন্ন্টি বায়ুর জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে সৃষ্টি হয়?
(a) কুয়াশা
(b) শিশির
(c) মেঘ
(d) সবকটিই
উত্তর: (d) সবকটিই।
(vii) প্রেসার কুকারে জলের স্ফুটনাঙ্ক-
(a) 100°C
(b) 100°C অপেক্ষা বেশি
(c) 100°C অপেক্ষা কম
(d) 50°C
উত্তর: (b) 100°C অপেক্ষা বেশি।
(viii) 100°C উন্নতার 1 গ্রাম স্টিম জলে পরিণত হলে বর্জিত তাপের পরিমাণ হয়
(a) 100 ক্যালরি
(b) 0
(c) 540 ক্যালরি
(d) 1 ক্যালরি
উত্তর: (c) 540 ক্যালরি।
1. সঠিক উত্তর নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান - 1)
(i) কোল্টিন্ট তাপের কুপরিবাহী পদার্থ?
(a) তামা
(b) অ্যালুমিনিয়াম
(c) গ্রাফাইট
(d) কাচ
উত্তর: (d) কাচ।
(ii) অভিকর্ষহীন স্থানে তাপ সঞ্চালন কোন্ পদ্ধতিতে সম্ভব নয়?
(a) পরিবহণ
(b) পরিচলন
(c) বিকিরণ
(d) সবকটিই
উত্তর: (c) বিকিরণ।
(iii) কোন্ পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না?
(a) পরিবহণ
(b) পরিচলন
(c) বিকিরণ
উত্তর: (a) পরিবহণ।
(iv) কোন্ পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের কণাগুলির স্থানান্তর হয় না?
(a) পরিবহণ
(b) পরিচলন
(c) বিকিরণ
(d) কোনোটিই নয়
উত্তর: (a) পরিবহণ।
(v) নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোল্টির তাপ পরিবাহিতা সর্বাধিক?
(a) তামা
(b) ইস্পাত
(c) সিসা
(d) হিরে
উত্তর: (d) হিরে।
(vi) সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন্ পদ্ধতিতে?
(a) পরিবহণ
(b) পরিচলন
(c) বিকিরণ
(d) সবকটিই।
উত্তর: (c) বিকিরণ।
(vii) তাপের উত্তম কুপরিবাহী পদার্থটি হল-
(a) ফেল্ট
(c) বায়ু
(b) কাঠ
(d) কাগজ
উত্তর: (c) বায়ু।
(viii) থার্মোফ্লাস্কে কোন্ পদ্ধতিতে তাপক্ষয় রোধ করা হয়?
(a) পরিবহণ
(b) পরিচলন
(c) বিকিরণ
(d) সবকটি
উত্তর: (d) সবকটি।