Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Chapter 2.3

রাসায়নিক বিক্রিয়া

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন:


(i) হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ার প্রভাবক হল-


(a) তাপ


(b) তড়িৎ


(c) আলো


(d) দ্রাবক


উত্তর : (c) আলো।


(ii) খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর সময় প্রভাবক হল-


(a) চাপ


(b) তাপ


(c) শব্দ


(d) আলো


উত্তর : (a) চাপ।


(iii) জৈব যৌগের বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহার হয়-


(a) জল


(b) মিথানল


(c) বেঞ্জিন


(d) কোনোটিই নয়।


উত্তর: (c) বেঞ্জিন।


(iv) বেশির ভাগ ক্ষেত্রে অজৈব যৌগের বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়-


(a) ইথার


(b) ক্লোরোফর্ম


(c) জল


(d) বেঞ্জিন।


উত্তর: (c) জল।


(v) কিউপ্রিক নাইট্রেটের বিয়োজন বিক্রিয়ায় প্রভাবক হল-


(a) আলো


(b) তাপ


(c) চাপ


(d) তড়িৎ।


উত্তর: (b) তাপ।


(vi) উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রভাবক হল-


(a) চাপ


(b) তাপ


(c) আলো


(d) তড়িৎ।


উত্তর: (c) আলো।


(vii), 6CO2 + 6H2O → C6H12O6 + ?


(a) 6O2


(b) 6N2


(c) 6C


(d) 6H2


উত্তর: (a) 6O2


(viii) অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে-


(a) সিনেমা হলে


(b) স্টুডিওর ডার্করুমে


(c) বাজারে


(d) প্লেনে।


উত্তর: (a) স্টুডিওর ডার্করুমে।


(i) অজৈব অনুঘটকটি হল-


(a) ক্যাটালেজ


(b) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড


(c) ইউরিয়েজ


(d) কোনোটিই নয়।


উত্তর: (b) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড।


(ii) 'ক্যাটালেজ' একটি-


(a) জৈব অনুঘটক


(b) অজৈব অনুঘটক


(c) উদ্দীপক


(d) প্রভাবক।


উত্তর: (a) জৈব অনুঘটক।


(iii) জৈব অনুঘটকগুলি প্রধানত-


(a) শর্করা জাতীয় পদার্থ


(b) ফ্যাটজাতীয় পদার্থ


(c) প্রোটিন জাতীয় পদার্থ


(d) কোনোটিই নয়।


উত্তর: (c) প্রোটিন জাতীয় পদার্থ।


(iv) নিম্নলিখিতগুলির মধ্যে জীবদেহে কোন্টি অনুঘটকের উপস্থিতিতে ঘটে?


(a) প্রোটিন তৈরি


(b) DNA তৈরি


(c) খাদ্য পরিপাক


(d) সবগুলিই।


উত্তর: (d) সবগুলিই।






উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন


Editing By- Lipi Medhi