Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Chapter 2.3

রাসায়নিক বিক্রিয়া

সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন:


(i) হাইড্রোজেন ও ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ার প্রভাবক হল-


(a) তাপ


(b) তড়িৎ


(c) আলো


(d) দ্রাবক


উত্তর : (c) আলো।


(ii) খেলনা বন্দুকের ক্যাপ ফাটানোর সময় প্রভাবক হল-


(a) চাপ


(b) তাপ


(c) শব্দ


(d) আলো


উত্তর : (a) চাপ।


(iii) জৈব যৌগের বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহার হয়-


(a) জল


(b) মিথানল


(c) বেঞ্জিন


(d) কোনোটিই নয়।


উত্তর: (c) বেঞ্জিন।


(iv) বেশির ভাগ ক্ষেত্রে অজৈব যৌগের বিক্রিয়ায় দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়-


(a) ইথার


(b) ক্লোরোফর্ম


(c) জল


(d) বেঞ্জিন।


উত্তর: (c) জল।


(v) কিউপ্রিক নাইট্রেটের বিয়োজন বিক্রিয়ায় প্রভাবক হল-


(a) আলো


(b) তাপ


(c) চাপ


(d) তড়িৎ।


উত্তর: (b) তাপ।


(vi) উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়ার প্রভাবক হল-


(a) চাপ


(b) তাপ


(c) আলো


(d) তড়িৎ।


উত্তর: (c) আলো।


(vii), 6CO2 + 6H2OC6H12O6 + ?


(a) 6O2


(b) 6N2


(c) 6C


(d) 6H2


উত্তর: (a) 6O2


(viii) অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে-


(a) সিনেমা হলে


(b) স্টুডিওর ডার্করুমে


(c) বাজারে


(d) প্লেনে।


উত্তর: (a) স্টুডিওর ডার্করুমে।


2. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:


(i) অ্যাসিড মিশ্রিত জলের বিয়োজনে প্রভাবক হল                    | (শূন্যস্থান পূরণ করো)।


(ii) পটাশিয়াম নাইট্রেটের বিয়োজনের জন্য প্রভাবক কোন্টি?


(iii) চাপ বাড়ালে বিক্রিয়ার বেগ                  । (শূন্যস্থান পূরণ করো)।


(iv) খাবার সোডা ও টারটারিক অ্যাসিডের মিশ্রণে জল ঢাললে কোন্ গ্যাস উৎপন্ন হয়?


(v) দ্রাবকের অণুরা বিক্রিয়কের মধ্যে থাকা অণু বা আয়নদের                   করে দেয়। (শূন্যস্থান পূরণ করো)।


(vi) উন্নতা বাড়ালে অণুদের                     বাড়ে, ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে তাড়াতাড়ি। (শূন্যস্থান পূরণ করো)।


(vii) তড়িৎ বিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটতে সাহায্য করে?


(viii) জৈব দ্রাবক                      পদার্থকে দ্রবীভূত করতে পারে না। (শূন্যস্থান পূরণ করো) 


(ix) 'রাসায়নিক বিক্রিয়া শুরু হওয়ার জন্য শক্তি প্রয়োজন'-সত্য না মিথ্যা লেখো।


(x) খাবার সোডা কী প্রকার যৌগ?


(xi) ইলেকট্রো প্লেটিং-এ কীসের আবরণ দেওয়া হয়? 


3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন


(i) রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক কাদের বলে?


(ii) তাপের প্রভাবে রাসায়নিক বিক্রিয়া ঘটে এরূপ একটি উদাহরণ দাও।


(iii) রাসায়নিক বিক্রিয়ার উপর চাপের প্রভাব উল্লেখ করো।


(iv) আলোর প্রভাবে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণসহ একটি উদাহরণ দাও।


(v) সালোকসংশ্লেষ বিক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা ব্যাখ্যা করো। 


(vi) শুকনো খাবার সোডা ও টারটারিক অ্যাসিডের মধ্যে কোনো বিক্রিয়া হয় না কিন্তু মিশ্রণে জল ঢেলে ঝাঁকালে বিক্রিয়া ঘটে কেন?


(vii) জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির নাম লেখো। ইলেকট্রোপ্লেটিং এর সময় তড়িৎশক্তি কোন্ শক্তিতে রূপান্তরিত হয়?


1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন:


(i) অজৈব অনুঘটকটি হল-


(a) ক্যাটালেজ


(b) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড


(c) ইউরিয়েজ


(d) কোনোটিই নয়।


উত্তর: (b) ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড।


(ii) 'ক্যাটালেজ' একটি-


(a) জৈব অনুঘটক


(b) অজৈব অনুঘটক


(c) উদ্দীপক


(d) প্রভাবক।


উত্তর: (a) জৈব অনুঘটক।


(iii) জৈব অনুঘটকগুলি প্রধানত-


(a) শর্করা জাতীয় পদার্থ


(b) ফ্যাটজাতীয় পদার্থ


(c) প্রোটিন জাতীয় পদার্থ


(d) কোনোটিই নয়।


উত্তর: (c) প্রোটিন জাতীয় পদার্থ।


(iv) নিম্নলিখিতগুলির মধ্যে জীবদেহে কোন্টি অনুঘটকের উপস্থিতিতে ঘটে?


(a) প্রোটিন তৈরি


(b) DNA তৈরি


(c) খাদ্য পরিপাক


(d) সবগুলিই।


উত্তর: (d) সবগুলিই।


2. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন।


(i) 2H2O2 2H2O + O2 এই বিক্রিয়াটিকে অনুঘটক হিসেবে কাজ করতে পারে MnO2 -সত্য না মিথ্যা লেখো।


(ii) অনুঘটক রাসায়নিক বিক্রিয়ার বেগ                       । (শূন্যস্থান পূরণ করো)


(iii) অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, কিন্তু বিক্রিয়ার শেষে                    থাকে। (শূন্যস্থান পূরণ করো)


(iv) অনুঘটকের কাজকে কী বলা হয়?


(v) যে সকল পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কী বলা হয়?


(vi) ইউরিয়েজ একটি                 অনুঘটক। (শূন্যস্থান পূরণ করো)


(vii) 'একটি অনুঘটক সকল বিক্রিয়ার বেগ বাড়াতে পারে'।-সত্য না মিথ্যা লেখো।


(viii) মেটে বা লিভারে উপস্থিত এনজাইমটির নাম কী?


(ix) এনজাইম ছাড়া কোনো                      বাঁচে না। (শূন্যস্থান পূরণ করো)


(x) অনুঘটকের                         বাড়লে, এটি দ্রুত কাজ করে। (শূন্যস্থান পূরণ করো)


(xi) জৈব অনুঘটকগুলিকে বলা হয়                   । (শূন্যস্থান পূরণ করো)


(xii) তরমুজের বীজে উপস্থিত এনজাইমটির নাম কী?


(xiii) অড়হর ডালে                      নামক এনজাইম থাকে। (শূন্যস্থান পূরণ করো)


(xiv) 'জৈব অনুঘটকগুলি প্রধানত শর্করা জাতীয় যৌগ'-সত্য না মিথ্যা।


3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:


(i) অনুঘটক কাদের বলে? উদাহরণ দাও।


(ii) অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো।


(iii) দুটি অজৈব অনুঘটক ও দুটি জৈব অনুঘটকের নাম লেখো।


(iv) ইউরিয়েজ এনজাইম কীভাবে ইউরিয়াকে ভাঙতে সাহায্য করে সমীকরণ সহ লেখো।


1. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন।


(i) তাপ বর্জন করে জল বরফে পরিণত হল। এটি কী জাতীয় পরিবর্তন?


(ii) তাপমোচী পরিবর্তনে তাপ                    হয়। (শূন্যস্থান পূরণ করো)


(iii) তাপগ্রাহী পরিবর্তনে                   শোষিত হয়। (শূন্যস্থান পূরণ করো)


(iv) জলে নিশাদল (NH4Cl) দ্রবীভূত করলে জলের                       কমে।(শূন্যস্থান পূরণ করো)


(v) পোড়াচুনে জল দিলে জল ফুটতে থাকে। এটি কী জাতীয় পরিবর্তন?


(vi)  CaCO3 CaO + CO2এই বিক্রিয়াটিতে তাপ উৎপন্ন হয় না শোষিত হয়?


(vii) C + O2 CO2 +                  । (শূন্যস্থান পূরণ করো)


(viii) ওয়েলডিং করার সময় তাপ উৎপন্ন হয় না শোষিত হয়?


(ix) N2 + O2 2NO এই বিক্রিয়াটি তাপগ্রাহী না তাপমোচী?


(x) LPG গ্যাসের দহন একটি                     রাসায়নিক পরিবর্তন। (শূন্যস্থান পূরণ করো)


(xi) পোড়াচুনে জল দিয়ে কী তৈরি হয়?


(xii) ঝালাইয়ের সময় কী কী শক্তি নির্গত হয়?


(xiii) 'নিশাদল' কীসের অপর নাম?


(xiv) ঝালাইয়ে নির্গত কোন্ রশ্মি চোখের পক্ষে ক্ষতিকর?


2. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: (প্রতিটি প্রশ্নের মান- 2)


(i) নীচের পরিবর্তনগুলির কোল্টিন্ট তাপমোচী ও কোল্টি তাপগ্রাহী লেখো।


(1) কয়লা পোড়ানো


(2) চুনে জল দেওয়া


(3) ওয়েলডিং


(ii) তাপমোচী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? একটি উদাহরণ দাও।


(iii) তাপমোচী ভৌত পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও।


(iv) তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও।


(v) তাপগ্রাহী ভৌত পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও।


(vi) জলযুক্ত বেরিয়াম হাইড্রক্সাইডের সহিত অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ার সমীকরণটি লেখো। বিক্রিয়াটি তাপমোচী না তাপগ্রাহী?


(vii) নীচের বিক্রিয়াগুলির কোল্টিতে তাপ উৎপন্ন হচ্ছে এবং কোল্টিতে শোষিত হচ্ছে তা বুঝিয়ে সমীকরণগুলি নতুন করে লেখো।


(1) CaCl3 CaO+ CO2


(2) 2C2H2 + 5O2 4CO2 + 2H2O


(3) N2 + O2 2NO


(4) CaO + H2O Ca(OH)2


(viii) একটি তাপউৎপাদী রাসায়নিক পরিবর্তন ও একটি তাপশোষী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও।


1. সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন: 


(i) নিম্নলিখিতগুলির মধ্যে কোন্টি জারণ নয়?


(a) অক্সিজেন সংযোগ (b) হাইড্রোজেনে সংযোগ 


(c) হাইড্রোজেনের অপসারণ (d) ইলেকট্রন বর্জন


উত্তর: (b) হাইড্রোজেনে সংযোগ।


(ii) বিজারক পদার্থ-


(a) অন্যকে বিজারিত করে


(b) ইলেকট্রন গ্রহণ করে


(c) ইলেকট্রন বর্জন করে


(d) কোনোটিই নয়


উত্তর: (c) ইলেকট্রন বর্জন করে।


(iii) জারণ বিক্রিয়ায়-


(a) হাইড্রোজেন সংযুক্ত হয়


(b) অক্সিজেন অপসারিত হয়।


(c) ইলেকট্রন গৃহীত হয়


(c) ইলেকট্রন বর্জন করে


উত্তর: (d) ইলেকট্রন বর্জিত হয়।


(iv) জারক পদার্থ-


(a) অন্যকে জারিত করে


(b) নিজে জারিত হয়


(c) ইলেকট্রন বর্জিত হয়


(d) কোনোটিই নয়


উত্তর: (a) অন্যকে জারিত করে।


(v) CuO(s) + 2NH3(g) 3Cu(s) + N2(g) + 3H2O(I) এই বিক্রিয়াটিতে বিজারক পদার্থটি হল-


(a) CuO


(b) NH3


(c) Cu


(d) N2


উত্তর: (b) NH3


(vi) ZnO(s) + C(s) Zn(s) + CO(g) এই বিক্রিয়াটিতে জারিত হয়-


(a) ZnO


(b) C


(c) Zn


(d) CO


উত্তর: (b) C


(vii) 2Fe3+ + Sn2+ 2Fe2+ + Sn4+ বিক্রিয়াটিতে বিজারিত হয়-


(a) Fe3+ 


(b) Sn2+


(c) Fe2+


(d) Sn4+


উত্তর: (a) Fe3+ 


(viii) নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে জারক পদার্থ হল-


(a) NH3


(b) H2


(c) H2S 


(d) HNO3


উত্তর:  (d) HNO3


(ix) নিম্নলিখিতগুলির মধ্যে বিজারক পদার্থটি হল-


(a) H2S


(b) O2


(c) H2O2


(d) H2SO4


উত্তর: (a) H2S


(x) জারণে অক্সিজেন ছাড়াও আর কোন্ মৌলের সংযোজন ঘটতে পারে?


(a) ক্লোরিন


(b) লোহা


(c) তামা


(d) রুপো


উত্তর: (a) ক্লোরিন।


2. অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। (প্রতিটি প্রশ্নের মান - 1) 


(i) Fe - 2e Fe2+ হল একটি                  বিক্রিয়া। (শূন্যস্থান পূরণ করো)।


(ii) বিজারক পদার্থ নিজে                   হয়। (শূন্যস্থান পূরণ করো)।


(iii) কোনো পদার্থের সহিত অক্সিজেন সংযুক্ত হওয়াকে কী বলে?


(iv) কোনো পদার্থের সহিত হাইড্রোজেন সংযুক্ত হওয়াকে কী বলা হয়?


(v) 'জারক পদার্থ নিজে বিজারিত হয়'-সত্য না মিথ্যা?


(vi) কোনো মৌলের সহিত ইলেকট্রন যুক্ত হলে মৌলটির                  ঘটে। (শূন্যস্থান পূরণ করো)


(vii) 'জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে'-সত্য না মিথ্যা লেখো।


(viii) 2Mg(s) + O2(g) 2MgO(s) বিক্রিয়াটিতে MgO হল পদার্থ। (শূন্যস্থান পূরণ করো)


(ix) Fe2O3(s) + 3CO(g) 2Fe (s) + 3CO2(g) বিক্রিয়ায় জারক পদার্থ কোন্টি?


(x) C2H4(g) + H2(g) C2H6(g) এই বিক্রিয়াটি জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া?


(xi) 2KI (s) + Cl2(g) C2H6(g) বিক্রিয়াটিতে কোন্ পদার্থটি জারিত হয়েছে?


(xii) 'Sn2+ - 2e Sn4+ একটি বিজারণ বিক্রিয়া'-সত্য না মিথ্যা?


(xiii) 2Fe(S) + 3CI2(g) 2FeCI3(s) বিক্রিয়াটি একটি                   বিক্রিয়া। (শূন্যস্থান পূরণ করো)


(xiii) CuO(s) + H2(g) Cu(s) + H2O (I) বিক্রিয়াটিতে কোন্টি জারিত হয়?


3. সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:


(i) জারণ কাকে বলে?


(ii) উদাহরণ সহ ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারণের সংজ্ঞা দাও।


(iii) বিজারণ কাকে বলে?


(iv) উদাহরণ সহ ইলেক্ট্রনীয় মতবাদ অনুসারে বিজারণের সংজ্ঞা দাও।


(v) জারক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।


(vi) বিজারক পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।


(vii) ইলেকট্রনীয় মতবাদ অনুসারে জারক ও বিজারকের সংজ্ঞা দাও।


(viii) 2Fe3+ + Sn2+ 2Fe2+ + Sn4+ এই বিক্রিয়াটিতে কোল্টিন্ট জারক ও কোন্টি বিজারক পদার্থ ব্যাখ্যা করো।


(ix) একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে।


(x) একটি করে কঠিন, তরল ও গ্যাসীয় জারক পদার্থের নাম লেখো।


(xi) একটি করে কঠিন, তরল ও গ্যাসীয় বিজারক পদার্থের নাম লেখো।


(xii) C + 4HNO3 CO2 + 4NO2 + 2H2O এই বিক্রিয়ায় জারক ও বিজারকে শনাক্ত করো।


(xiii) নীচের ছকটি সম্পূর্ণ করো:


বিক্রিয়ার সমীকরণ

জারক পদার্থ

বিজারক পদার্থ

i) 2FeCI3+H2S2FeCI2+2HC+S

(a).................

(b)................

ii) FeO+COFe+CO2

©……………..

(d)..................


(xiv) Zn+CuSO4ZnSO4+Cu সমীকরণটিতে জারণ ও বিক্রিয়া দুটিকে ইলেকট্রন তত্ত্বের সাহায্যে লেখো।


(xv) MnO2+4HCIMnCI2+CI2+2H2O। এই রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি ইলেকট্রন তত্ত্বের সাহায্যে দেখাও।


(xvi) বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইডের মধ্য দিয়ে ক্লোরিন গ্যাস পাঠালে ব্রোমিন ও হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় কোন্টি জারিত ও কোল্টি বিজারিত হয় সমীকরণ সহ লেখো।




উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন