Chapter-10
কারণ
------------
MCQs
1. কারণ থেকে যা অনুমান করা হয়.
(a) কার্যকে
(b) একটি ঘটনাক
(c) একটি বিচ্ছিন্ন ঘটনাকে
(d) যে-কোনো বিষয়কে
উত্তর: (a) কার্যকে
2. কারণের সংজ্ঞায় বলা যায়-
(a) কারণ হল কার্যের এক পূর্ববর্তী ঘটনা
(b) কার্যের অব্যবহিত এক পূর্ববর্তী ঘটনা
(c) কারণ হল কার্যের অব্যবহিত নিয়ত পূর্ববর্তী এক ঘটনা
(d) কার্যের শর্তান্তরহীন অব্যবহিত নিয়ত পূর্ববর্তী এক ঘটনা
উত্তর: (d) কার্যের শর্তান্তরহীন অব্যবহিত নিয়ত পূর্ববর্তী এক ঘটনা
3. কার্য হল-
(a) যা কারণ ঘটায়
(b) যা কারণের আগে আসে
(c) যা কারণের সঙ্গে হঠাৎ আসে
(d) যা কারণকে উপেক্ষা করে
উত্তর: (a) যা কারণ ঘটায়
4. "গুণের দিক থেকে কারণ হল কার্যের অপরিবর্তনীয় শর্তান্তরহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা"-এ কথাটি বলেছেন-
(a) মিল
(b) কার্ডেথ রিড
(c) হিউম
(d) কান্ট
উত্তর: (a) মিল
5. শক্তির অবিনশ্বরতার সূত্রটি হল-
(a) কারণের পরিমাণগত লক্ষণ
(b) কারণের গুণগত লক্ষণ
(c) পর্যাপ্ত শর্তরূপে কারণ
(d) আবশ্যিক শর্তরূপে কারণ
উত্তর: (a) কারণের পরিমাণগত লক্ষণ
6. কারণের গুণগত ও পরিমাণগত লক্ষণের উল্লেখ করেছেন-
(a) কার্ডেথ রিড
(b) কান্ট
(c)হিউম
(d) মিল
উত্তর: (a) কার্ডেথ রিড
7. কোন্ দিক থেকে কার্য ও কারণ পারস্পরিকভাবে সমান?
(a) গুণের দিক থেকে
(b) পরিমাণের দিক থেকে
(c) গুণ ও পরিমাণ উভয় দিক থেকে
(d) এদের কোনোটিই নয়
উত্তর: (b) পরিমাণের দিক থেকে
8. পর্যাপ্ত শর্তের প্রয়োজনীয়তা হল-
(a) অনুধাবন অপ্রয়োজনীয় ঘটনার সৃষ্টি
(b) প্রয়োজনীয় ঘটনার সৃষ্টি
(c) প্রয়োজনীয় ঘটনার গ্রহণ
(d) অপ্রয়োজনীয় ঘটনার
উত্তর: (b) প্রয়োজনীয় ঘটনার সৃষ্টি
9. পর্যাপ্ত-আবশ্যিক শর্তের উপযোগিতা হল-
(a) অপ্রয়োজনীয় ঘটনার বর্জন
(b) প্রয়োজনীয় ঘটনার গ্রহণ
(c) অপ্রয়োজনীয় ঘটনার সৃষ্টি
(d) অপ্রয়োজনীয় ঘটনার বর্জন ও প্রয়োজনীয় সৃষ্টি
উত্তর: (d) অপ্রয়োজনীয় ঘটনার বর্জন ও প্রয়োজনীয় সৃষ্টি
10. পর্যাপ্ত-আবশ্যিক শর্ত হিসেবে যে কারণবাদ স্বীকৃত, সেটি হল-
(a) বহুকারণবাদ
(b) এককারণবাদ
(c) দ্বি-কারণবাদ
(d) অ-কারণবাদ
উত্তর: (b) এককারণবাদ
11. আবশ্যিক শর্ত যেরূপ বাক্যে প্রকাশিত হয়-
(a) না-বাচক বাক্যে
(b) হ্যাঁ-বাচক বাক্যে
(c) সম্মতিসূচক বাক্যে
(d) বিস্ময়সূচক বাক্যে
উত্তর: (a) না-বাচক বাক্যে
12. পর্যাপ্ত শর্ত প্রকাশিত হয়-
(a) না-বাচক বাক্যে
(b) হ্যাঁ-বাচক বাক্যে
(b) জিজ্ঞাসাসূচক বাক্যে
(d) ঘোষক বাক্যে
উত্তর: (b) হ্যাঁ-বাচক বাক্যে
13. 'মৃত্যু' নামক ঘটনায় 'বিষপান' গণ্য হয়-
(a) আবশ্যিক শর্তরূপে
(b) পর্যাপ্ত-আবশ্যিক শর্তরূপে
(c) পর্যাপ্ত শর্তরূপে
(d) যে-কোনো শর্তরূপে
উত্তর: (c) পর্যাপ্ত শর্তরূপে
14. 'মৃত্যু' নামক ঘটনায় 'হৃৎপিন্ডের ক্রিয়া বন্ধ' যেরূপ শর্ত, সেটি হল-
(a) আবশ্যিক শর্ত
(b) পর্যাপ্ত শর্ত
(c) পর্যাপ্ত-আবশ্যিক শর্ত
(d) যে-কোনো শর্ত
উত্তর: (a) আবশ্যিক শর্ত
(a) আবশ্যিক শর্ত
(b) পর্যাপ্ত শর্ত
(c) পর্যাপ্ত-আবশ্যিক শর্ত
(d) যে-কোনো শর্ত
16. "কারণ হল কার্যের আবশ্যিক শর্ত"-এ কথা বলেন-
(a) অভিজ্ঞতাবাদীরা
(b) বুদ্ধিবাদীরা
(c) সংশয়বাদীরা
(d) সংবেদনবাদীরা
17. যে শর্তে কারণকে অনুমান করা যায়, তা হল—--শর্ত।
(b) পর্যাপ্ত
(c) অপর্যাপ্ত
(d) পর্যাপ্ত-আবশ্যিক
18. যে শর্তে কার্যকে অনুমান করা যায়, তা হল—শর্ত।
(a) আবশ্যিক
(b) পর্যাপ্ত
(c) অপর্যাপ্ত
(d) পর্যাপ্ত-আবশ্যিক
19. যে শর্তে কারণ এবং কার্য উভয়কেই অনুমান করা যায়,
তাকে—শর্ত বলে।
(a) আবশ্যিক
(b) পর্যাপ্ত
(c) অপর্যাপ্ত
(d) পর্যাপ্ত-আবশ্যিক
20. পর্যাপ্ত-আবশ্যিক শর্তে কারণের অভাব থেকে—অনুমান করা যায়।
(a) ঘটনাকে
(b) কার্যকে
(c) কার্যের অভাবকে
(d) কারণের অংশকে
Short Answer Question
উত্তর: এখানে A কে B-এর আবশ্যিক শর্ত বলা যায়।
উত্তর: বহুকারণবাদ নীতিতে উল্লেখ করা হয়েছে যে, একই কাজের একাধিক কারণ থাকে। আর বহুকারণ সমন্বয়ের
নীতিতে দাবি করা যায় যে,
একাধিক কারণের সমন্বয়ে একটি মিশ্রকার্য সংগঠিত হয়। যেমন-হাইড্রোজেন ও
অক্সিজেনের সমন্বয়ে জল তৈরি হয়।
উত্তর: প্রদত্ত উক্তিটি সত্য।
উত্তর:হ্যাঁ, প্রদত্ত উক্তিটি সত্য।
উত্তর: হ্যাঁ, প্রদত্ত উক্তিটি সত্য।
উত্তর: প্রদত্ত উক্তিটি মিথ্যা।
উত্তর: প্রদত্ত উক্তিটি একেবারেই মিথ্যা।
উত্তর: 'বহুকারণবাদ' শব্দটির অর্থ হল একই কার্যের বহু কারণ আছে।
উত্তর: বহুকারণবাদের দোষে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও শর্তান্তরহীনরূপে গণ্য করা যায় না।
Editing by- Rita Moni Bora