Chapter-9

আরোহ অনুমানের স্ব



MCQs

1. কার্যকারণ নিয়মের অর্থ কী?


(a) কার্য থাকলে কারণ থাকবে


(b) কার্য না থাকলে কারণ থাকবে


(c) কারণের অভাবে কার্য থাকে


(d) কারণ ও কার্য হল আকস্মিক


উত্তর: (a) কার্য থাকলে কারণ থাকবে



2. পর্যবেক্ষণ বলতে কী বোঝায়?


(a) ঘটনাকে অনুমান করা


(b) ঘটনাসমূহকে ঘটতে দেখা


(c) ঘটনাসমূহকে কৃত্রিমভাবে দেখা


(d) ঘটনার বিবরণ দেওয়া


উত্তর: (b) ঘটনাসমূহকে ঘটতে দেখা



3. পরীক্ষণ কাকে বলে?


(a) ঘটনাকে এলোমেলোভাবে দেখা


(b) দেখা ঘটনাকে সুনিয়ন্ত্রিতভাবে দেখা


(c) ঘটনাকে যেমন খুশি দেখা


(d) ঘটনাকে অনিয়ন্ত্রিতভাবে


উত্তর: (b) দেখা ঘটনাকে সুনিয়ন্ত্রিতভাবে দেখা


4. সমস্ত প্রকার আরোহ অনুমানের সাধারণ বৈশিষ্ট্য কী?


(a) সামান্য থেকে বিশেষে যাওয়া 


(b) বিশেষ থেকে সামান্যে যাওয়া


(c)  বিশেষ থেকে বিশেষে যাওয়া


(d) সামান্য থেকে সামানে। যাওয়া 


উত্তর: (b) বিশেষ থেকে সামান্যে যাওয়া



5. বৈধতার বিষয়টি কোন অনুমানের বিষয়।


(a) আরোহ অনুমানের


(b) অবরোহ অনুমানের


(c) সাদৃশ্য অনুমানের


(d) লৌকিক অনুমানের


উত্তর: (b) অবরোহ অনুমানের


6. সম্ভাব্যতার বিষয়টি কোন্ অনুমানের বিষয়।


(a) আরোহ অনুমানের


(b) অবরোহ অনুমানের


(c) মাধ্যম অনুমানের


(d) অমাধ্যম অনুমানের


উত্তর: (a) আরোহ অনুমানের



7. আরোহ অনুমানের সিদ্ধান্তে কী ধরনের বচন প্রতিষ্ঠিত হয়?


(a) সামান্য ধরনের বচন প্রতিষ্ঠিত হয়


(b) বিশেষ ধরনের বচন প্রতিষ্ঠিত হয়


(c) সামান্য সংশ্লেষক ধরনের বচন প্রতিষ্ঠিত হয়


(d) সামান্য বিশ্লেষক ধরনের বচন প্রতিষ্ঠিত হয় হয় 


উত্তর: (c) সামান্য সংশ্লেষক ধরনের বচন প্রতিষ্ঠিত হয়



8. "আরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা যুক্তিবাক্যের সত্যতার ওপর নির্ভরশীল”-এরূপ অভিমতটি হল–


(a) সত্য


(b) মিথ্যা


(c) সংশয়াহুর


(d) আপতিক


উত্তর: (b) মিথ্যা



9. "অবরোহ অনুমানের সিদ্ধান্তের সত্যতা যুক্তিবাক্যের সত্যতার ওপর নির্ভরশীল”-এরূপ অভিমতটি হল-


(a) সত্য


(b) মিথ্যা 


(c) সন্দেহজনক


(d) আপত্তির


উত্তর: (a) সত্য



10. কোন্ যুক্তিতে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ স্বীকৃত হয়েছে?


(a) আরোহ যুক্তিতে


(b) অবরোহ যুক্তিতে


(c) উপমা যুক্তিতে


(d) অবৈজ্ঞানিক আরোহ যুক্তিতে


উত্তর: (b) অবরোহ যুক্তিতে



11. যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে কী ধরনের সম্বন্ধ স্বীকৃত হয়েছে আরোহ যুক্তিতে?


(a) প্রসক্তি


(b) অপ্রসক্তি


(c) অনিবার্য


(d) আবশ্যিক


উত্তর: (b) অপ্রসক্তি



12. জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়াই হল আরোহমূলক–


(a) নিশ্চয়তা


(b) অনিবার্যতা


(c) উল্লম্ফন 


(d) সত্যতা


উত্তর: (c) উল্লম্ফন 



13. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানে কীরূপ দৃষ্টান্তের গণনা করা হয়।


(a) সমস্ত দৃষ্টান্ডের গণনা করা হয়


 (b) কয়েকটি অবাধ অভিজ্ঞতায় পাওয়া দৃষ্টান্তের গণনা করা হয়


(c) পাঁচ থেকে দশটি দৃষ্টান্ডের গণনা করা হয়


(d) অসংখ্য দৃষ্টান্ডের গণনা করা হয়


উত্তর:  (b) কয়েকটি অবাধ অভিজ্ঞতায় পাওয়া দৃষ্টান্তের গণনা করা হয়



14. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কীরূপ?


(a) সিদ্ধান্তটি নিশ্চিতরূপে গণ্য


(b) সিদ্ধান্তটি বৈধরূপে গণ্য


(c) সিদ্ধান্তটি অবৈষরূপে গণ্য


(d) সিদ্ধান্তটি সম্ভাব্যরূপে গণ্য


উত্তর: (c) সিদ্ধান্তটি অবৈষরূপে গণ্য



15. বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল উদ্দেশ্য কী?


(a) যুক্তির আকারকে ঠিক রাখা


(b) যুক্তির অর্থকে ঠিক রাখা যুক্তির


(c) যুক্তির যুক্তিবাক্যকে প্রতিপাদন করা


(d) কার্যকারণ সম্বন্ধকে নির্ণয় করা


উত্তর: (d) কার্যকারণ সম্বন্ধকে নির্ণয় করা



16. বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কি নিশ্চিত হয়।


(a) নিশ্চিত হয় না


(b) নিশ্চিত হয়


(c) বৈধ হয়


(d) অবৈধ হয়


উত্তর: (a) নিশ্চিত হয় না



17. অবৈজ্ঞানিক আরোহ অনুমান সাধারণত গঠন করে থাকেন- 


(a) সাধারণ মানুষ


(b) বিজ্ঞানমনস্ক মানুষ


(c) নির্বোধ মানুষ


(d) ধর্মান্ধ মানুষ


উত্তর: (a) সাধারণ মানুষ



18. কয়েকটি কাককে কালো দেখে সব কাককে কালো বলে সিদ্ধান্ত গ্রহণ করা হল-


(a) বৈজ্ঞানিক আরোহ অনুমান


(b) অবৈজ্ঞানিক আরোহ অনুমা


(c) সাদৃশ্য অনুমান


(d) প্রকৃত আরোহ অনুমান 


উত্তর: (b) অবৈজ্ঞানিক আরোহ অনুমা



19. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি হয়-


(a) সামান্য বিশ্লেষক বচন


(b) সামান্য সংশ্লেষক বচন


(c) বিশেষ বিশ্লেষক বচন


(d) বিশেষ সংশ্লেষক বচন


উত্তর: (b) সামান্য সংশ্লেষক বচন



20. অবাধ অভিজ্ঞতা হল-


(a) বৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি


(b) কার্যকারণ নিয়মের ভিত্তি


(c) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি


(d) সাদৃশ্য অনুমানের


উত্তর: (c) অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি



Short Answer Question


1. অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়?


উত্তর: অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মূল ভিত্তি হল 'অবাধ অভিজ্ঞতা'-আরোহ অনুমানের ক্ষেত্রে যার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সে কারণেই অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কখনোই মূল্যহীন বলা যায় না।


2. আরোহ অনুমানের স্তর বিভাগগুলি উল্লেখ করো।

উত্তর: সংজ্ঞা প্রদান, বিশ্লেষণ, অপসারণ, প্রকল্প গঠন এবং সামান্যীকরণ প্রভৃতি হল আরোহ অনুমানের স্তর বিভাগ।


3. ভালো ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য করো।

উত্তর: যে উপমা যুক্তিতে উপমেয় বিষয় দুটি প্রাসঙ্গিক তাকে বলো ভালো উপমা যুক্তি (Good analogy), আর যে উপমা যুক্তিতে উপমেয় বিষয় দুটি অপ্রাসঙ্গিক তাকে বলে মন্দ উপমা যুক্তি (Bad analogy)।


4. সিদ্ধান্ত বলতে কী বোঝ?

উত্তর: যুক্তিবাক্য থেকে যে বচনে উপনীত হওয়া যায়, তাকেই বলা হয় সিদ্ধান্ত।


5. অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায়?

উত্তর: না, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না। কারণ, এখানেও C আমরা জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হই এবং এরূপ প্রক্রিয়াটিই হল বৈজ্ঞানিক আরোহ অনুমানের মূলভিত্তি।


6. ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও।

উত্তর: ভালো বা উত্তম উপমা যুক্তির একটি দৃষ্টান্ত হল-রাম, শ্যাম, যদু ও মধু সকলেই ভালো ছাত্র, অধ্যবসায়ী, পরিশ্রমী ও ভালো ফল করে।

রাম পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে।

.. শ্যাম, যদু ও মধু সকলেই পরীক্ষা দিয়ে ডাক্তারি পড়ার সুযোগ পাবে।


7. উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ডের উল্লেখ করো।

উত্তর: উপমা যুক্তির মূল্যায়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদণ্ড হল-সাদৃশ্যের বিষয়বস্তুগুলির প্রাসঙ্গিকতা। অর্থাৎ, উপমেয় বিষয়গুলি প্রাসঙ্গিক হলে উপমা যুক্তির গুরুত্ব বেড়ে যায়।


8. উপমা যুক্তির ভিত্তি কী?

উত্তর: দৃষ্টান্তগুচ্ছের মধ্যে সাদৃশ্যই হল উপমা যুক্তির মূলভিত্তি।


9. উপমা যুক্তি কাকে বলে?

উত্তর:আরোহ অনুমানে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য দেখে, অন্য কোনো বিষয়ে যদি তাদের মধ্যে সাদৃশ্য অনুমান করা হয়, তবে তাকে বলা হয় সাদৃশ্য বা উপমা যুক্তি।


10. সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে?

উত্তর: যে আরোহ আনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ করে অন্য কোনো একটি বিষয়ে তাদের মধ্যে সাদৃশ্য আছে বলে অনুমান করা হয়, তখন তাকে বলা হয় সাদৃশ্য আরোহ অনুমান বা উপমা যুক্তি।


11. মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও।

উত্তর:মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ হল- গোরু ও চেয়ার উভয়েরই চারটি পা আছে। গোরু দুধ দেয়।.. চেয়ারও দুধ দেয়।


12. উপমা যুক্তি কাকে বলে?

উত্তর: যে আরোহ অনুমানে দৃষ্টান্তগুলির মূল ভিত্তি হল সাদৃশ্য বা উপমা এবং যার ভিত্তিতে অপর একটি সাদৃশ্যের অনুমান করা হয় তাকে বলে উপমা যুক্তি।


13. সাদৃশ্য বা উপমার বিষয়টি কোন্ ধরনের অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য?

উত্তর: সাদৃশ্য বা উপমার বিষয়টি উপমা যুক্তির ক্ষেত্রে প্রযোজ্য।


14. উপমা যুক্তির সিদ্ধান্ত কি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়?

উত্তর: না, উপমা যুক্তির সিদ্ধান্ত কখনোই যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না।


15. উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো।

উত্তর:দৃষ্টান্তগুলির প্রাসঙ্গিকতাই হল উপমা যুক্তির মূল্যায়নের একটি অন্যতম মানদণ্ড।


16. উপমা যুক্তির মূল্যায়নে প্রাসঙ্গিকতার মানদণ্ডটি উল্লেখ করো।

উত্তর: উপমা যুক্তির মূল্যায়নে প্রাসঙ্গিকতার মানদণ্ডটি হল উপমা যুক্তির ক্ষেত্রে উপমা তথা সাদৃশ্যগুলি অবশ্যই যুক্তিযুক্ত ও প্রাসঙ্গিক হবে।


17. উপমা যুক্তির ভিত্তি কী?

উত্তর: উপমা যুক্তির ভিত্তি হল দৃষ্টান্তগুলির সাদৃশ্য বা উপমা।


18. উপমা যুক্তি কি বৈধ বা অবৈধ হতে পারে?

উত্তর: না, উপমা যুক্তি বৈধ বা অবৈধ হতে পারে না।


19. উপমা যুক্তির সিদ্ধান্তটি কীরূপ?

উত্তর: উপমা যুক্তির সিদ্ধান্তটি সবসময়ই সম্ভাব্যরূপে গণ্য।


20. মন্দ উপমা কাকে বলে?

উত্তর: যে উপমা যুক্তিতে সাদৃশ্য বা উপমা প্রাসঙ্গিক নয়, তাকে বলে মন্দ উপমা।


21. বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও।

অথবা, বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে?

উত্তর: যে আরোহ অনুমানে বিশেষ বিশেষ কয়েকটি ঘটনা পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে, প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নিয়মের সাহায্যে সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়, তাকে বলে বৈজ্ঞানিক আরোেহ অনুমান।


22. অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী?

উত্তর:অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি হল অবাধ অভিজ্ঞতা।


23. অবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে ভিত্তিগত কোনো পার্থক্য আছে কি?

উত্তর:হ্যাঁ, অবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের ক্ষেত্রে ভিত্তিগত পার্থক্য আছে।


24. "অবৈজ্ঞানিক ও বৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে কোনো নিশ্চয়তাগত পার্থক্য নেই"-এই উক্তি কি ঠিক?

উত্তর:না, প্রদত্ত উক্তিটি কখনোই ঠিক নয়।


25. জ্ঞানিক আরোহ অনুমান কারা গঠন করে থাকেন?

উত্তর: সাধারণ মানুষ অবৈজ্ঞানিক আরোহ অনুমান গঠন করে থাকেন।


26. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে কি প্রকৃত আরোহ অনুমান বলা যায়?

উত্তর:হ্যাঁ, অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে প্রকৃত আরোহ অনুমান বলা যায়।


27. অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে কেন প্রকৃত আরোহ অনুমানের মর্যাদা দেওয়া হয়?

উত্তর: অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে প্রকৃত আরোহ অনুমানের মর্যাদা দেওয়া হয় কারণ, এখানেও আরোহমূলক ঝুঁকি বা লাফ বজায় থাকে।


28. লৌকিক আরোহ অনুমান কী?

উত্তর: কার্যকারণ সম্পর্কের ওপর নির্ভর না করে, শুধু অবাধ অভিজ্ঞতায় সিদ্ধান্তে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার প্রক্রিয়াকেই বলা হয় লৌকিক আরোহ অনুমান।


29. "লৌকিক আরোহ অনুমান কার্যকারণ নিয়মের ওপর প্রতিষ্ঠিত”-এ কথা কি সত্য?

উত্তর: না, প্রদত্ত উক্তিটি সত্য নয়।


30. "আমি এ পর্যন্ত যত কাক দেখেছি সবই কালো, অতএব সব কাকই কালো"-এটি কোন্ ধরনের অনুমান?

উত্তর: প্রদত্ত অনুমানটি একটি লৌকিক আরোহ অনুমান।


31. পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে পার্থক্যের বিষয় কী হতে পারে?

উত্তর: উদ্দেশ্যগত ও পদ্ধতিগত বিষয়গুলি পর্যবেক্ষণ ও পরীক্ষণের মধ্যে পার্থক্যের বিষয় হতে পারে।


32. "আরোহমূলক ঝুঁকি বা লাফ হল এমন একটি বৈশিষ্ট্য যার সাহায্যে প্রকৃত আরোহ অনুমানকে অপ্রকৃত আরোহ থেকে পৃথক করা যায়”-এটা কি ঠিক?

উত্তর: হ্যাঁ, উদ্ধৃতিটি একেবারেই ঠিক।


33. বস্তুগত সত্যতার দিকে লক্ষ রাখা হয় কোন্ ধরনের অনুমানে?

উত্তর: বস্তুগত সত্যতার দিকে লক্ষ রাখা হয় আরোহ অনুমানে।


34. প্রত্যক্ষ বিষয়ের অতিক্রমণ যোগ্যতার লক্ষণটি কোন্ যুক্তির লক্ষণ?

উত্তর:প্রত্যক্ষ বিষয়ের অতিক্রমণ যোগ্যতার লক্ষণটি আরোহ যুক্তির লক্ষণ।


35. প্রসক্তিযোগ্যতা কোন্ ধরনের যুক্তির লক্ষণ রূপে গণ্য হয়?

উত্তর: প্রসক্তিযোগ্যতা অবরোহ যুক্তির লক্ষণরূপে গণ্য হয়।


36. যুক্তিবাক্য দ্বারা সিদ্ধান্তের অপ্রসক্তিযোগ্যতা কোন্ যুক্তির লক্ষণ?

উত্তর:যুক্তিবাক্য দ্বারা সিদ্ধান্তের অপ্রসক্তিযোগ্যতা হল আরোহ যুক্তির লক্ষণ।


37. আরোহমূলক ঝুঁকির মাধ্যমে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি কি বিশেষ হয়?

উত্তর: না, আরোহমূলক ঝুঁকির মাধ্যমে প্রতিষ্ঠিত সিদ্ধান্তটি কখনোই বিশেষ হয় না।


38. আরোহ অনুমান কি বৈধ হতে পারে?

উত্তর: না, আরোহ অনুমান বৈধ হতে পারে না।


39. আরোহ যুক্তির সিদ্ধান্তটি কি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়?

উত্তর: না, আরোহ যুক্তির সিদ্ধান্তটি যুক্তিবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না।


40. আরোহ অনুমানে কোন্ ধরনের সত্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়?

উত্তর:আরোহ অনুমানে বস্তুগত সত্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়।


41. অবরোহ অনুমানে কোন্ ধরনের সত্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়?

উত্তর: অবরোহ অনুমানে আকারগত সত্যতার ওপর গুরুত্ব দেওয়া হয়।


42. আরোহ অনুমানের সিদ্ধান্তটি কি নিশ্চিত?

উত্তর: না, আরোহ অনুমানের সিদ্ধান্তটি নিশ্চিত নয়, তা হল সম্ভাব্য।


43. সামান্য বচন কাকে বলে?

উত্তর: কোনো শ্রেণির অন্তর্গত সকল সদস্য সম্পর্কে কোনো বিষয় প্রযুক্ত হলে, তাকে সামান্য বচন বলা হয়। অর্থাৎ, সার্বিক পরিমাণযুক্ত বচনকেই বলা হয় সামান্য বচন।


44. সংশ্লেষক বচন কী?

উত্তর:যে বচনে বিধেয় উদ্দেশ্যের মধ্যে নিহিত না থেকে নতুন কিছু নির্দেশ করে, তাকে বলা হয় সংশ্লেষক বচন।


    👉Paid Answer (For Membership User)

Editing by- Rita Moni Bora