Chapter- 7
বুলীয় ব্যাখ্যা ও ভেন্চিত্র
-----------------
MCQ
1. পদ কী?
(a) বচনের উদ্দেশ্য
(b) বচনের বিধেয়
(c) বচনের উদ্দেশ্য অথবা বিধেয়
(d) বচনের যে-কোনো অংশ
উত্তর: (c) বচনের উদ্দেশ্য অথবা বিধেয়
2. আধুনিক যুক্তিবিজ্ঞানে পদকে কী বলা হয়?
(a) শব্দ
(b) বাক্য
(c) বচন
(d) শ্রেণি
উত্তর: (d) শ্রেণি
3. পদ কয় প্রকার?
(a) একপ্রকার
(b) দু-প্রকার
(c) তিন প্রকার
(d) চার প্রকার
উত্তর: (b) দু-প্রকার
4. শূন্য শ্রেণি কাকে বলে?
(a) নেই যে শ্রেণির কোনো গুণ নেই
(b) যে শ্রেণির কোনো পরিমাণ নেই
(c) যে শ্রেণির কোনো সদস্য নেই
(d) যে শ্রেণির কোনে
উত্তর: (c) যে শ্রেণির কোনো সদস্য নেই
5. অশূন্য শ্রেণি কাকে বলে?
(a) যার কোনো সদস্য নেই
(b) যার কোনো মূল্য নেই
(c) যার কোনো অস্তিত্ব নেই
(d) যার কমপক্ষে একজন সদস্য আছে
উত্তর: (d) যার কমপক্ষে একজন সদস্য আছে
6. শূন্য শ্রেণির বুলীয় ব্যাখ্যা কী?
(a) S = 0
(b) S 0
(c) S = P
(d) S P
উত্তর: (a) S = 0
7. অশূন্য শ্রেণির বুলীয় ভাষ্য হল—
(a) S = 0
(b) S 0
(c) S P
(d) S = P
উত্তর: (b) S 0
8. প্রদত্ত শ্রেণিগুলির মধ্যে শূন্য শ্রেণি কোন্ন্টি?
(a) মানুষ
(b) টেবিল
(c) গর্দভ
(d) পরি
উত্তর: (d) পরি
9. প্রদত্ত শ্রেণিগুলির মধ্যে অশূন্য শ্রেণি কোন্ন্টি?
(a) উজবুক
(b) সোনার পাথরবাটি
(c) বন্ধ্যাপুত্র
(d) আকাশকুসুম
উত্তর: (a) উজবুক
10. আধুনিক যুক্তিবিজ্ঞানে একটি শ্রেণির মাধ্যমে কয়টি শ্রেণিকে বোঝানো যায়?
(a) একটি
(b) দুটি
(c) তিনটি
(d) চারটি
উত্তর: (b) দুটি
11 . বুলকে অনুসরণ করে কোন্ দার্শনিক নিরপেক্ষ বচনগুলির চিত্ররূপ দিয়েছেন।
(a) স্পেনসার
(b) জেফরি
(c) জন লক
(d) জন ভেন্
উত্তর: (d) জন ভেন্
12. বুলের মতে, যে শ্রেণির কোনো সদস্য নেই, সেই শ্রেণিটি হল-
(a) অশূন্য শ্রেণি
(b) শূন্য শ্রেণি
(c) সদর্থক শ্রেণি
(d) নঞর্থক শ্রেণি
উত্তর: (b) শূন্য শ্রেণি
13. যে শ্রেণির কমপক্ষে একজন সদস্য আছে, তাকে যে শ্রেণি বলা হয়।
(a) শূন্য
(b) অশূন্য
(c) বাস্তব
(d) কাল্পনিক
উত্তর: (b) অশূন্য
14. পক্ষীরাজ ঘোড়ার ধারণার কোনো—---অস্তিত্ব নেই।
(a) বাস্তব
(b) অবাস্তব
(c) কাল্পনিক
(d) ধারণাগত
উত্তর: (a) বাস্তব
15. সাবেকি যুক্তিবিজ্ঞানে নিরপেক্ষ বচনের—-স্বীকার করা হয়নি।
(a) অনস্তিত্বমূলক তাৎপর্যকে
(b) অস্তিত্বমূলক তাৎপর্যকে
(c) তাৎপর্যায়
(d) অস্তিত্বকে
উত্তর: (b) অস্তিত্বমূলক তাৎপর্যকে
16. বচনের অস্তিত্বমূলক তাৎপর্যকে স্বীকার করা হয়েছে—---
(a) সাবেকি মতে
(b) নব্য মতে
(c) প্রাচীন মতে
(d) অ্যারিস্টটলের মতে
উত্তর: (b) নব্য মতে
16. বুলের মতে, বচনের বিরোধিতা কত প্রকারের।
(a) দুই
(b) তিন
(c) এক
(d) চার
উত্তর: (c) এক
17. বুল শুধুমাত্র কোন্ বিরোধিতাকে স্বীকার করেছেন?
(a) বিপরীত
(c) অধীন-বিপরীত
(d) অসম
(d) বিরুদ্ধ
উত্তর: (d) বিরুদ্ধ
18. বুলীয় ধারণায় অস্তিত্বমূলক তাৎপর্য—
(a) স্বীকৃত
(b) অস্বীকৃত
(c) উপেক্ষিত
(d) কল্পিত
উত্তর: (a) স্বীকৃত
19. প্রথাগত যুক্তিবিজ্ঞানকে—বলা হয়।
(a) শব্দবাচক
(b) অর্থবাচক
(c) ব্যক্তিবাচক
(d) শ্রেণিবাচক
উত্তর: (c) ব্যক্তিবাচক
19. নব্য যুক্তিবিজ্ঞানকে বলা হয়—
(a) শব্দবাচক
(b) অর্থবাচক
(c) ব্যক্তিবাচক
(d) শ্রেণিবাচক
উত্তর: (d) শ্রেণিবাচক
20. সকল S হয় P-এর বুলীয় ভাষ্যটি হল—
(a) Sp = 0
(b) s p = 0
(c) SP = 0
(d) sp = 0
উত্তর: (a) Sp = 0
উত্তর: বুলীয় বিরোধ-চতুষ্কোণটি হল নিম্নরূপ:
(A) SP = 0 —---- (O) Sp 0
(E) SP = 0 —----- (I) SP 0
2. দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত কয়টি শ্রেণিকে নির্দেশ করে?
উত্তর: দুটি পরস্পরচ্ছেদী বৃত্ত চারটি শ্রেণিকে নির্দেশ করে।
3. 'ভূত নেই'-এর বুলীয় ব্যাখ্যা কী?
উত্তর: বুলীয় ব্যাখ্যা হল 'ভূত = ০'বা'S = 0'।
4. 'পরি আছে'-এর বুলীয় ব্যাখ্যা কী?
উত্তর: 'পরি আছে'-এর বুলীয় ব্যাখ্যা হল "পরি ≠0" বা "S≠0"।
5. 'S শ্রেণির অন্তত একজন সদস্য আছেন যিনি P শ্রেণির সদস্য'-বাক্যটিকে বুলীয় লিপিতে প্রতীকায়িত করো।
উত্তর:বুলীয় লিপি হল SP≠0।
6. নিম্নোক্ত বচনটিকে সমীকরণ অথবা অসমীকরণের আকারে প্রকাশ করো-
'সকল সৎ ব্যক্তি নন সুখী।'
উত্তর: সমীকরণ অথবা অসমীকরণের আকার হল "SP≠0"।
7. অস্তিত্বমূলক দোষ কাকে বলে?
উত্তর:দুটি সামান্য যুক্তিবাক্য থেকে যদি একটি বিশেষ সিদ্ধান্ত নিঃসৃত হয়, তবে তাকে বলে অস্তিত্বমূলক দোষ।
8. নিঃশূন্য বচন কাকে বলে?
উত্তর:যে বচনে কমপক্ষে একজন সদস্যের অস্তিত্বকে সূচিত করা হয়, তাকেই বলা হয় নিঃশূন্য বা অশূন্য বচন।
9. অস্তিত্বমূলক তাৎপর্য কাকে বলে?
উত্তর: কোনো বচনের মাধ্যমে যদি কমপক্ষে একটি বস্তু বা ব্যক্তির বাস্তব অস্তিত্বকে ঘোষণা করা হয়, তবে তাকে বলে অস্তিত্বমূলক তাৎপর্য।
10. 'শূন্যগর্ভ শ্রেণি' বলতে কী বোঝ?
উত্তর: যে শ্রেণির মধ্যে কোনো সদস্যই নেই তাকে বলে শূন্যগর্ভ শ্রেণি। যেমন, আকাশকুসুম।
11. বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই-এটা কি সত্য?
উত্তর: না, এটা সত্য নয়।
12. A বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে-বিবৃতিটি কি সত্য?
উত্তর: না, বিবৃতিটি সত্য নয়।
13. E বচনের কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই-বিবৃতিটি কি সত্য?
উত্তর: হ্যাঁ, বিবৃতিটি সত্য।
14. I বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে-এটা কি সত্য?
উত্তর: হ্যাঁ, এটা সত্য।
15. কোন্ কোন্ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে?
উত্তর: I এবং ০ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য আছে।
16. কোন্ বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই?
উত্তর:A এবং E বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই।
17. দু-জন নব্যযুক্তি বিজ্ঞানীর নাম লেখো।
উত্তর:জর্জ বুল ও জন ভেন্ হলেন দুজন নব্য যুক্তিবিজ্ঞানী।
18. নব্যযুক্তি বিজ্ঞানে বচনের ব্যাখ্যা কীসের ওপর নির্ভর করে?
উত্তর: নব্যযুক্তি বিজ্ঞানে বচনের ব্যাখ্যা শ্রেণির ধারণার সম্বন্ধের ওপর নির্ভর করে।
19. আকাশকুসুম পদটি কোন্ শ্রেণিকে নির্দেশ করে?
উত্তর: আকাশকুসুম পদটি শূন্য শ্রেণিকে নির্দেশ করে।
20. বজ্জাৎছাত্র-পদটি কোন্ শ্রেণিকে নির্দেশ করে?
উত্তর: বজ্জাৎছাত্র-পদটি অশূন্য শ্রেণিকে নির্দেশ করে।
👉Paid Answer (For Membership User)
Editing by- Rita Moni Bora