Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Chapter 1.4

আলো

1 সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন:


(i) সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বটি-


(a) সদ্‌ ও অবশীর্ষ


(b) সদ্‌ ও সমশীর্ষ


(c) অসদ্‌ ও সমশীর্ষ


(d) অসদ ও অবশীর্ষ


উত্তর: (c) অসদ ও সমশীর্ষ।


(ii) একটি কাগজে নীচের কোন্ Letter টি লিখে, সমতল দর্পণের সামনে ধরলে পার্শ্বীয় পরিবর্তন ঘটবে না?


(a) A


(b) B


(c) C


(d) D


উত্তর: (a) A।


(iii) দুটি সমতল দর্পণকে মুখোমুখি সমান্তরালভাবে রেখে এদের মাঝে কোনো বস্তু রাখলে প্রতিবিম্বের সংখ্যা হবে-


(a) 1টি


(b) ২টি


(c) 4টি


(d) অসংখ্য


উত্তর: (d) অসংখ্য।


(iv) পেরিস্কোপে দুটি সমতল দর্পণের মধ্যবর্তী কোণের মান হল-


(a) 0° 


(b) 30° 


(c) 90° 


(d) 60° 


উত্তর: (a) 0° 


(v) দুটি সমতল দর্পণকে পরস্পরের সঙ্গে 90 deg কোণে রাখা হলে গঠিত প্রতিবিম্বের সংখ্যা হবে-


(a) 1


(b) 2


(c) 3


(d) 4


উত্তর: (c) 3।


(vi) পরস্পরের সহিত আনত দুটি সমতল দর্পণের মাঝে রাখা কোনো বস্তুর 5টি প্রতিবিম্ব গঠিত হলে দর্পণ দুটির মধ্যবর্তী কোণের মান-


(a) 30° 


(b) 45° 


(c) 60° 


(d) 90° 


উত্তর: (c) 60° 


(vii) একটি সমতল দর্পণ থেকে বস্তু দূরত্ব 20 cm হলে বস্তুটি থেকে প্রতিবিম্বের দূরত্ব হবে-


(a) 20 cm


(b) 10 cm


(c) 30 cm


(d) 40 cm


উত্তর: (d) 40 cm


(viii) আতস কাচ প্রকৃতপক্ষে একটি-


(a) উত্তল লেন্স


(b) অবতল লেন্স


(c) উত্তল দর্পণ


(d) সমতল দর্পণ


উত্তর: (a) উত্তল লেন্স।


(ix) সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায়-


(a) বড়ো হয়


(b) ছোটো হয়


(c) সমান হয়


(d) দ্বিগুণ হয়


উত্তর: (c) সমান হয়।


(x) পেরিস্কোপে প্রতিটি দর্পণকে নলের অক্ষের সঙ্গে কত কোণে রাখা হয়?


(a) 0° 


(b) 30° 


(c) 45° 


(d) 60° 


উত্তর: (c) 45° 


(x) সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব হল-


(a) সদ্বিম্ব


(b) অসদ্বিম্ব


(c) প্রতিবিম্ব


(d) সবগুলিই


উত্তর: (a) সদ্বিম্ব।



সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন:


(i) প্রতিসরাঙ্কের মান কোল্টির উপর নির্ভর করে না?


(a) মাধ্যমের প্রকৃতি


(b) আলোর বর্ণ


(c) আপতন কোণ


(d) কোনোটিই নয়


উত্তর: (c) আপতন কোণ।


(ii) ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আলোকরশ্মির আপতন কোণ। এবং প্রতিসরণ কোণ হলে, বিচ্যুতি কোণ-


(a) (i - r)


(b) (r - i)


(c) 2(i - r)


(d) 2(r - i)


উত্তর: (b) (r - i) 1


(iii) প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি (স্নেলের সূত্র) কোন্ আপতন কোণের জন্য প্রযোজ্য নয়?


(a) 0°


(b) 30°


(c) 45° 


(d) 60° 


উত্তর: (a) 0° ।


(iv) ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ সংকট কোণের সমান হলে, প্রতিসরণ কোণের মান হবে-


(a) 0°


(b) 45° 


(c) 60°


(d) 90° 


উত্তর: (d) 90° ।


(v) নিম্নলিখিতগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমটি হল-


(a) বায়ু


(b) জল


(c) কাচ


(d) হিরে


উত্তর: (d) হিরে।


(vi) জল ও বায়ুর বিভেদ তলের সংকট কোণ ic। একটি আলোকরশ্মি জল থেকে বায়ুতে যাওয়ার সময় আপতন কোণ । হলে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য যেটি ঠিক হবে-


(a) i = ic


(b) i > Oc


(c) i < ic


(d) i = 1/2ic


উত্তর: (b) i > 0c1


(vii) মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ হল-


(a) সাধারণ প্রতিফলন


(b) প্রতিসরণ


(c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন


(d) বিক্ষেপণ


উত্তর: (c) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।


(viii) প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ বাড়লে প্রতিসরণ কোণ-


(a) বাড়ে


(b) কমে


(c) একই থাকে


(d) দ্বিগুণ হয়


উত্তর: (a) বাড়ে।


(ix) সংকট কোণে (ic) আপতনের ক্ষেত্রে, আপতিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণের মান-


(a) ic


(b) 90°


(c) (90°-ic)


(d) (90° + ic) 1


উত্তর: (d) (90° + ic) 1.


(x) লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের সময় আপতন কোণ। ও প্রতিসরণ কোণ। হলে-


(a) ir


(b) i<r


(c) i = r


(d) r = 0


উত্তর: (a) ir





উত্তর পেতে সদস্যপদ প্রয়োজন



Editing By- Lipi Medhi