Class 8 Paribesh O Bigyan (WBBSE)

Chapter 2.1

পদার্থের প্রকৃতি

1 সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন:

(i) কোন্ গ্যাসটিকে তার বর্ণ দ্বারা শনাক্ত করা যায়?

(a) 02

(b) NO

(c) N02

(d) No2

উত্তর: (d) No2

(ii) পচা মাছের মতো গন্ধ বিশিষ্ট গ্যাসটি হল-

(a) হাইড্রোজেন সালফাইড

(b) ফসফিন

(c) ওজোন

(d) ক্লোরিন

উত্তর: (b) ফসফিন।

(iii) কোল্টি চুম্বক দ্বারা আকর্ষিত হয় না?

(a) লোহা

(b) নিকেল

(c) কোবাল্ট

(d) তামা

উত্তর: (d) তামা।

(iv) নিম্নলিখিতগুলির মধ্যে কোল্টি চট্টে তরল পদার্থ?

(a) জল

(b) পারদ

(c) গ্লিসারিন

(d) পেট্রোল

উত্তর: (c) গ্লিসারিন।

(v) কেরোসিনে দ্রাব্য পদার্থটি হল-

(a) চিনি

(c) নুন

(b) কপূর

(d) ছুঁতে

উত্তর: (b) কপূর।

(vi) জলের সহিত বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে-

(a) চিনি

(b) তুঁতে

(c) চুন

(d) নুন

উত্তর: (c) চুন।

(vil) লাল বর্ণের তরল পদার্থটি হ

(a) অ্যালকোহল

(b) পারদ

(c) ক্লোরিন

(d) ব্রোমিন

উত্তর: (d) ব্রোমিন।

(viii) তীব্র ঝাঁঝালো গন্ধবিশিষ্ট গ্যাসটি হল-

(a) H2S

(b) NH2

(c) NO2

(d) CO2

উত্তর: (b) NH2

(ix) উত্তপ্ত করলে কালো হয়ে যায়-

(a) নুন

(b) পারদ

(c) চিনি

(d) নিশাদল

উত্তর: (c) চিনি।

(x) ব্লিচিং পাউডারের গন্ধবিশিষ্ট গ্যাসটি হল-

(a) নাইট্রোজেন

(b) হাইড্রোজেন সালফাইড

(c) অ্যামোনিয়া

(d) ক্লোরিন

উত্তর: (d) ক্লোরিন।

(i) ইলেকট্রিক তার তৈরি করতে কোন্ ধাতুটি ব্যবহার করা হয়?

(a) লোহা

(b) তামা

(c) সিসা

(d) পারদ

উত্তর: (b) তামা।

(ii) উজ্জ্বল অধাতুটি হল-

(a) গ্রাফাইট

(b) পারদ

(c) ফসফরাস

(d) সালফার

উত্তর: (a) গ্রাফাইট।

(iii) নীচের পদার্থগুলির মধ্যে কাঠিন্য সবচেয়ে বেশি যার সেটি হল-

(a) অ্যালুমিনিয়াম

(b) সিসা

(c) লোহা

(d) সোডিয়াম

উত্তর: (c) লোহা।

(iv) সবচেয়ে নমনীয় ধাতুটি হল-

(a) তামা

(b) সিসা

(c) রূপো

(d) সোনা

উত্তর: (d) সোনা।

(v) তাপের সুপরিবাহী অধাতব পদার্থটি হল-

(a) সালফার

(c) হিরে

(b) আয়োডিন

(d) ফসফরাস

উত্তর: (c) হিরে।

(vi) তড়িৎ পরিবাহী নয়-

(a) সিসা

(b) গ্রাফাইট

(c) কাঠকয়লা

(d) অ্যালুমিনিয়াম

উত্তর: (c) কাঠকয়লা।

(vii) জলের সহিত বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না-

(a) পটাশিয়াম (b) ক্যালশিয়াম 

(c) জিঙ্ক (d) তামা

উত্তর: (d) তামা।

(viii) সক্রিয়তা শ্রেণিতে হাইড্রোজেনের নীচে অবস্থিত ধাতুটি হল-

(a) Na

(b) Al

(c) Ag

(d) Fe

উত্তর: (c) Ag

(ix) তুঁতের দ্রবণে একটি লোহার পেরেক ডুবিয়ে রাখলে কোন্ ধাতু মুক্ত হয়?

(a) Fe

(b) Pb

(c) Cu

(d) Al

উত্তর: (c) Cul

(x) লঘু অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয়-

(a) হাইড্রোজেন

(b) অক্সিজেন

(c) ক্লোরিন

(d) কোনোটিই নয়

উত্তর: (a) হাইড্রোজেন।

(i) লেড ঘটিত একটি যৌগ হল-

(a) KOH

(b) CuO

(c) CdCl2

(d) PbO

উত্তর: (d) PbO

(ii) রাসায়নিক সারের একটি অত্যাবশ্যকীয় উপাদান হল-

(a) নাইট্রোজেন

(c) ক্লোরিন

(b) অক্সিজেন

(d) তামা

উত্তর: (a) নাইট্রোজেন।

(iii) ফটোগ্রাফিক ফিল্মে কোন্ ধাতুটি যৌগরূপে উপস্থিত থাকে?

(a) তামা

(b) লোহা

(c) অ্যালুমিনিয়াম

(d) সিলভার

উত্তর: (d) সিলভার।

(iv) স্টেইনলেস স্টিলের একটি উপাদান হল-

(a) অ্যালুমিনিয়াম

(b) ক্রোমিয়াম

(c) জিঙ্ক

(d) সিসা

উত্তর: (b) ক্রোমিয়াম।

(v) মানবদেহে কোন্ মৌলটি সর্বাধিক পরিমাণে উপস্থিত থাকে?

(a) হাইড্রোজেন

(b) কার্বন

(c) অক্সিজেন

(d) নাইট্রোজেন

উত্তর: (c) অক্সিজেন।

(vi) মানবদেহে জলের ভারসাম্য রক্ষায় যে ধাতুটির গুরুত্ব আছে সেটি হল-

(a) ক্যালশিয়াম (b) সোডিয়াম 1122  

(c) লোহা (d) নিকেল

উত্তর: (b) সোডিয়াম।

(vii) রক্ততঞ্চনে অংশগ্রহণকারী উপাদানকে সক্রিয় করায় ভূমিকা আছে যার সেটি হল-

(a) পটাশিয়াম

(b) ফসফরাস

(c) ক্যালশিয়াম

(d) কার্বন

উত্তর: (c) ক্যালশিয়াম।

(viii) হিমোগ্লোবিন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে-

(a) নিকেল

(b) কোবাল্ট

(c) লোহা

(d) ম্যাগনেশিয়াম

উত্তর: (b) কোবাল্ট।

(ix) যে মৌলটির মানবদেহে অতিরিক্ত উপস্থিতির জন্য কিডনি বিকল হতে পারে সেটি হল-

(a) ক্যাডমিয়াম

(b) নিকেল

(c) অ্যালুমিনিয়াম

(d) আর্সেনিক

উত্তর: (a) ক্যাডমিয়াম।

(x) মানবদেহে যে মৌলটির অতিরিক্ত উপস্থিতির দরুণ পারকিনসন্ নামক মারাত্মক মস্তিষ্ক ঘটিত রোগের সৃষ্টি হয় সেটি হল-

(a) পারদ

(b) নিকেল

(c) অ্যালুমিনিয়াম

(d) সোডিয়াম

উত্তর: (c) অ্যালুমিনিয়াম।

(xi) স্কিন অ্যালার্জি সৃষ্টি হয় যে মৌলটির মানবদেহে অতিরিক্ত উপস্থিতির জন্য সেটি হল-

(a) লোহা

(b) অ্যালুমিনিয়াম

(c) সিসা

(d) নিকেল

উত্তর: (d) নিকেল।


Editing By- Lipi Medhi