Chapter 10 -
স্বাদেশিকতা
অতি সংক্ষিপ্ত উত্তরধারী প্রশ্ন:
রবীন্দ্রনাথের পরিবারের সকলের মধ্যে প্রবল দেশপ্রেম কার অনুপ্রেরণায় সঞ্চারিত হয়েছিল?
উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায়।আমাদের ঘরেই দাদারা চিরকাল ____ চর্চা করে আসছিলেন। (শূন্যস্থান পূরণ করুন)
উত্তর: মাতৃভাষার।রবীন্দ্রনাথের পিতৃদেবকে কে ইংরেজিতে পত্র লিখেছিলেন?
উত্তর: তাঁর এক আত্মীয়।‘হিন্দুমেলা’র অন্যতম কর্তৃত্বশালী ব্যক্তি কে ছিলেন?
উত্তর: নবগোপাল মিত্র মহাশয়।“মিলে সবে ভারতসন্তান” সংগীতটি কে রচনা করেছিলেন?
উত্তর: সত্যেন্দ্রনাথ ঠাকুর।রবীন্দ্রনাথের স্বদেশী সভার সভাপতি কে ছিলেন?
উত্তর: রাজনারায়ণ বসু।কার উদ্যোগে রবীন্দ্রনাথদের স্বদেশী সভা প্রতিষ্ঠিত হয়?
উত্তর: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের।স্বদেশী সভার সদস্যরা আয়ের কত অংশ দান করতেন?
উত্তর: দশমাংশ।স্বদেশী সভার উদ্দেশ্যের অন্যতম লক্ষ্য ছিল স্বদেশ ____ প্রভৃতির কারখানা স্থাপন করা। (শূন্যস্থান পূরণ করুন)
উত্তর: দিয়াশলাই।"আমাদের কালে এই গামছার টুকরা তৈরি হয়েছে"— উক্তিটি কে বলেছিলেন?
উত্তর: ব্রজনাথ দে মহাশয়।রবীন্দ্রনাথদের স্বদেশী সভা কোথায় বসত?
উত্তর: কলকাতার একটি গলির মধ্যে পোড়ো বাড়িতে।
সংক্ষিপ্ত উত্তরধারী প্রশ্ন:
স্বদেশী সভার গঠন কার উদ্যোগে হয়েছিল? সভার সভাপতি কে ছিলেন?
উত্তর: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে গঠিত হয়েছিল, সভাপতি ছিলেন রাজনারায়ণ বসু।স্বদেশী সভার সদস্যরা আয়ের দশমাংশ দান কেন করতেন?
উত্তর: দেশীয় শিল্প ও উদ্যোগ গড়ে তুলতে, যেমন দিয়াশলাই কারখানা স্থাপন করতে।স্বদেশী সভায় কী কী সামগ্রী উৎপাদন করা হতো?
উত্তর: দিয়াশলাই, কাপড় ও গামছা।স্বদেশী সভা কীভাবে ভেঙে পড়ে?
উত্তর: কিছু বুদ্ধিমান লোকের প্রভাবে সদস্যদের দেশপ্রেমের উন্মাদনা লোপ পায়।স্বদেশী সভার অধিবেশনের বর্ণনা দাও।
উত্তর: এটি একটি গোপন সভা ছিল, যেখানে দেশপ্রেমিকরা শপথ নিয়ে আলোচনা করতেন।হিন্দুমেলায় রবীন্দ্রনাথ কী কবিতা পাঠ করেছিলেন?
উত্তর: ‘হিন্দুমেলার উপহার’।"আমাদের মতো অর্বাচীনও সভার সদস্য ছিল"— এখানে কাকে বলা হয়েছে? "অর্বাচীন" শব্দের অর্থ কী?
উত্তর: রবীন্দ্রনাথকে; অর্থ: নবীন বা তরুণ।"এদিকে মাটির মানুষ, কিন্তু তেজে পূর্ণ"— এখানে কার কথা বলা হয়েছে?
উত্তর: রাজনারায়ণ বসুর কথা।"দেশের মঙ্গলের জন্য সকলে কিছু না কিছু করে, কিন্তু সম্পূর্ণ সমর্পিত হওয়া মানুষ কম"— রবীন্দ্রনাথের এই উক্তির অর্থ কী?
উত্তর: দেশপ্রেমিক অনেক থাকলেও, প্রচলিত সমাজের বাধা ভেঙে দেশকে সার্বিকভাবে উৎসর্গ করতে পারা মানুষ কম।
দীর্ঘ উত্তরধারী প্রশ্ন:
জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে দেশপ্রেম কীভাবে সঞ্চারিত হয়েছিল?
উত্তর: মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতৃভাষা ও সংস্কৃতির গুরুত্ব দিতেন, যার ফলে পরিবারে স্বদেশপ্রেমের চেতনা প্রবল হয়।হিন্দুমেলা সম্পর্কে সংক্ষেপে লেখো।
উত্তর: ১৮৬৭ সালে ঠাকুর পরিবার ও নবগোপাল মিত্রের সহায়তায় ‘চৈত্রমেলা’ নামে শুরু হয়, যা পরে ‘হিন্দুমেলা’ নামে পরিচিত হয়। এর উদ্দেশ্য ছিল দেশীয় শিল্প ও দেশপ্রেম প্রচার করা।হিন্দুমেলায় রবীন্দ্রনাথের অংশগ্রহণের বর্ণনা দাও।
উত্তর: ১৮৭৫ সালে, মাত্র ১৩ বছর বয়সে রবীন্দ্রনাথ ‘হিন্দুমেলার উপহার’ কবিতাটি আবৃত্তি করেন।সর্বজনীন পোশাক হিসেবে জ্যোতিরিন্দ্রনাথ কী সৃষ্টি করেছিলেন?
উত্তর: ধুতি ও পায়জামার সংমিশ্রণে একটি নতুন পোশাক তৈরি করেছিলেন।স্বদেশী সভার শিকার যাত্রার বর্ণনা দাও।
উত্তর: প্রতি রবিবার সভার সদস্যরা শিকার যাত্রায় যেতেন, কিন্তু মূলত সেখানে দেশপ্রেমের আলোচনা বেশি হতো, শিকার কম হতো।