Chapter 13 -
মাস্টার মহাশয়
১। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
(ক) "মাস্টার মহাশয়" ছোট গল্পটির লেখকের নাম কী?
উত্তরঃ "মাস্টার মহাশয়" ছোট গল্পটির লেখক প্রভাতকুমার মুখোপাধ্যায়।
(খ) হীরু দত্ত কে?
উত্তরঃ হীরু দত্ত গোসাইগঞ্জ গ্রামের একজন মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবকতুল্য ব্যক্তি।
(গ) রামচরণ ‘হুস্কুল’ বলতে কী বুঝিয়েছিল?
উত্তরঃ রামচরণ ‘হুস্কুল’ বলতে বিদ্যালয়ের কথা বুঝিয়েছিল।
(ঘ) নন্দীপুর ইস্কুলের মাস্টারের নাম কী?
উত্তরঃ নন্দীপুর ইস্কুলের মাস্টারের নাম হারান চক্রবর্তী।
(ঙ) হীরু দত্ত কোথা থেকে গোসাইগঞ্জের জন্য মাস্টার জোগাড় করেছিলেন?
উত্তরঃ হীরু দত্ত কলকাতা থেকে গোসাইগঞ্জের জন্য মাস্টার জোগাড় করেছিলেন।
(চ) গোসাইগঞ্জ ইস্কুলের মাস্টারের নাম কী ছিল?
উত্তরঃ গোসাইগঞ্জ ইস্কুলের মাস্টারের নাম ছিল ব্রজগোপাল মিত্র।
২। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ
(ক) "উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফল এই হইল, উভয় গ্রামই স্ব স্ব মাস্টারের অসাধারণ পাণ্ডিত্য সম্বন্ধে সন্দিহান হইয়া উঠিল।"
১. উভয় মাস্টার কে কে?
উত্তরঃ উভয় মাস্টার হলেন হারান চক্রবর্তী ও ব্রজগোপাল মিত্র।
২. ‘উভয় গ্রামই’ বলতে কোন কোন গ্রাম বোঝানো হয়েছে?
উত্তরঃ ‘উভয় গ্রামই’ বলতে নন্দীপুর গ্রাম ও গোসাইগঞ্জ গ্রাম বোঝানো হয়েছে।
(খ) "সব খবরই নিয়ে এসেছি" – এখানে ‘সব খবর’ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তরঃ এখানে ‘সব খবর’ বলতে নন্দীপুর গ্রামে নতুন বিদ্যালয় স্থাপনের সংবাদ বোঝানো হয়েছে।
(গ) ব্রজগোপাল মিত্র পূর্বে কোথায় কাজ করতেন?
উত্তরঃ ব্রজগোপাল মিত্র পূর্বে বড়বাজারের এক মহাজনের আড়তে খাতা লেখার কাজ করতেন এবং বিনিময়ে সাত টাকা বেতন পেতেন।
(ঘ) হীরু দত্তের সঙ্গে কারা বারোয়ারি অন্নপূর্ণা পূজা নির্বাহের আলোচনা করছিল?
উত্তরঃ হীরু দত্তের সঙ্গে শ্যামাপদ মুখুজ্যে ও কেনারাম মল্লিক বারোয়ারি অন্নপূর্ণা পূজা নির্বাহের আলোচনা করছিলেন।
(ঙ) হীরু দত্ত গ্রামের লোকদের কাছে কী প্রতিজ্ঞা করেছিলেন এবং সেই অনুযায়ী তিনি কী করেছিলেন?
উত্তরঃ হীরু দত্ত গ্রামের লোকদের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে এক সপ্তাহের মধ্যে গ্রামের চণ্ডীমণ্ডপে বিদ্যালয় স্থাপন করবেন। সেই অনুযায়ী তিনি কলকাতায় গিয়ে চার দিনের মধ্যে মাস্টার ঠিক করে গ্রামে ফিরে আসেন।
৩। রচনাধর্মী প্রশ্নোত্তরঃ
(ক) ব্রজ মাস্টারের ইংরাজি জ্ঞানের পরিচয় দাও।
উত্তরঃ ব্রজ মাস্টার নিজের ইংরাজি জ্ঞানের পরিচয় দিয়েছিলেন তাঁর কথাবার্তায়। তিনি প্রায়শই কথোপকথনের মাঝে ইংরাজি শব্দ ব্যবহার করতেন এবং ইংরাজি না জানা মানুষদের কাছে নিজেকে পণ্ডিত প্রমাণ করতে চাইতেন।
(খ) "কিন্তু উভয় গ্রামের লোকই ইংরাজীতে সম্পূর্ণ অনভিজ্ঞ। সুতরাং যাহাতে জয় পরাজয় সম্বন্ধে কাহারও মনে কিছুমাত্র সংশয় না থাকে, এমন একটি সরল বিচার প্রণালী স্থির করা আবশ্যক।"
এই সরল বিচার প্রণালীটি কী?
উত্তরঃ দুই মাস্টার পরস্পরকে একটি ইংরাজি বাক্যের অর্থ জিজ্ঞাসা করবেন। যে মাস্টার ভুল উত্তর দেবেন, তাঁকে পরাজিত বলা হবে, আর বিজয়ী মাস্টারের গলায় জয়মাল্য পরানো হবে।
(গ) "সৌভাগ্যক্রমে ব্রজ মাস্টার এই কূট প্রশ্নের অর্থ অবগত ছিলেন।"
১. ব্রজ মাস্টার কে?
উত্তরঃ ব্রজ মাস্টার হলেন ব্রজগোপাল মিত্র।
২. এই কূট প্রশ্নটি কী ছিল এবং তার অর্থ কী?
উত্তরঃ হারান মাস্টার ব্রজ মাস্টারকে জিজ্ঞাসা করেছিলেন "Horns of a Dilemma" বাক্যের অর্থ কী? ব্রজ মাস্টার জানতেন এটি "উভয় সংকট" বোঝায়।
(ঘ) দুই গ্রামের দুই মাস্টারের চরিত্রের তুলনামূলক আলোচনা করো।
উত্তরঃ হারান মাস্টার ছিলেন সহজ-সরল ও নীতিবান, কিন্তু ব্রজ মাস্টার ছিলেন কূটবুদ্ধি ও ধূর্ত। ব্রজ মাস্টার কৌশলে হারান মাস্টারকে পরাজিত করে গোসাইগঞ্জের প্রধান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত হন।
(ঙ) "পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া চলিয়া গিয়াছে।" – এই ঘটনার পরিণতি সংক্ষেপে লেখো।
উত্তরঃ ব্রজ মাস্টার প্রতারণার আশ্রয় নিয়ে হারান মাস্টারকে প্রতিযোগিতায় হারিয়ে দেন, যার ফলে অপমানিত হয়ে হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করেন।
৪। অতিরিক্ত প্রশ্নোত্তরঃ
(ক) নন্দীপুর ও গোসাইগঞ্জ গ্রাম দুটি কোথায় অবস্থিত?
উত্তরঃ নন্দীপুর ও গোসাইগঞ্জ গ্রাম দুটি বর্ধমান থেকে ষোলো ক্রোশ দূরে অবস্থিত।
(খ) কোন নদীর তীরে গ্রাম দুটি অবস্থিত?
উত্তরঃ দামোদর নদীর তীরে।
(গ) নন্দীপুর ও গোসাইগঞ্জের মধ্যে কী নিয়ে প্রতিযোগিতা হত?
উত্তরঃ অন্নপূর্ণা পূজা ও শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রতিযোগিতা হত।
(ঘ) অন্নপূর্ণা পূজা কোন মাসে হয়?
উত্তরঃ চৈত্র মাসে।
(ঙ) অন্নপূর্ণা পূজার জন্য অর্থ কীভাবে সংগ্রহ করা হত?
উত্তরঃ গ্রামের লোকেরা চাঁদা তুলে অর্থ সংগ্রহ করত।
(চ) দুই গ্রামের ইংরাজি অনভিজ্ঞ লোকেরা দুই মাস্টারের ইংরাজি জ্ঞানের পরীক্ষা কীভাবে করার সিদ্ধান্ত নিয়েছিলেন?
উত্তরঃ দুই মাস্টার পরস্পরকে ইংরাজি বাক্যের অর্থ জিজ্ঞাসা করবেন। যে ভুল উত্তর দেবে, সে পরাজিত হবে।
(ছ) বিচার সভায় কোন মাস্টার প্রথমে প্রশ্ন করার সুযোগ পেলেন?
উত্তরঃ একটি ছড়ি বাতাসে নিক্ষেপ করা হয়, এবং ছড়িটি যে দিক মুখ করে পড়ে, সেই গ্রামের মাস্টার প্রথমে প্রশ্ন করার সুযোগ পান।