Chapter 17

মূল্যবোধ শিক্ষা – ড° সুজিত বর্ধন

১। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

(ক) মূল্যবোধ শিক্ষা পাঠটির লেখক কে?
উত্তর: মূল্যবোধ শিক্ষা পাঠটির লেখক ড. সুজিত বর্ধন।

(খ) মূল্যবোধ বলতে কী বোঝ?
উত্তর: সামাজিকভাবে সমর্থিত যেসব আচরণ, কর্ম বা বিষয়কে গুরুত্ব ও সম্মানের সঙ্গে মানুষ আয়ত্ত করতে চেষ্টা করে, সেই সকল আচরণ, কর্ম বা বিষয়কে মূল্যবোধ বলা হয়।

(গ) মূল্যবোধ কোনো ____ গুণ নয়। (শূন্যস্থান পূর্ণ করো)
উত্তর: মূল্যবোধ কোনো জন্মগত গুণ নয়।

(ঘ) কত সালে জাতীয় শিক্ষা এবং গবেষণা পরিষদ চুরাশি প্রকার মূল্যবোধের তালিকা প্রস্তুত করেছে?
উত্তর: ১৯৭৯ সালে।

২। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

(ক) মূল্যবোধ কীভাবে আহরণ করা যায়?
উত্তর: মূল্যবোধ জন্মগত নয়; এটি পারিবারিক, বিদ্যালয় ও সামাজিক পরিবেশ থেকে আহরণ করা যায়।

(খ) টীকা লেখো:

  1. সামাজিক মূল্যবোধ: সামাজিক মূল্যবোধ ব্যক্তিকে সঠিক পথে চলতে সাহায্য করে। উদাহরণ: সহযোগিতা, বন্ধুত্ব, সংযম, দয়া, ক্ষমা ইত্যাদি।

  2. আবেগিক মূল্যবোধ: এটি সমাজের অন্যদের প্রতি সহানুভূতি জাগ্রত করে এবং মানবিক সম্পর্ক টিকিয়ে রাখে।

  3. নন্দনতাত্ত্বিক মূল্যবোধ: এটি ব্যক্তির সৌন্দর্যবোধ ও শিল্পকলার প্রতি আগ্রহ বৃদ্ধি করে।

  4. আধ্যাত্মিক মূল্যবোধ: এটি আত্মার বিকাশের উপর গুরুত্ব দেয় এবং ধর্মীয় ভাবনার সাথে জড়িত।

  5. নৈতিক মূল্যবোধ: এটি সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধ জাগ্রত করে।

৩। দীর্ঘ উত্তরধর্মী প্রশ্ন:

(ক) পাঠে উল্লিখিত যে কোনো দুটি মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত লেখো।
উত্তর: (১) নৈতিক মূল্যবোধ, (২) আধ্যাত্মিক মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা।

(খ) মূল্যবোধ শিক্ষা আমাদের কী প্রয়োজন সাধন করে? বিস্তারিত লেখো।
উত্তর: মূল্যবোধ শিক্ষা মানুষকে নৈতিক, সামাজিক ও আত্মশৃঙ্খলাবদ্ধ জীবন যাপনে সাহায্য করে। এটি জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তৈরি করে।

(গ) মূল্যবোধ শিক্ষা কী আবশ্যক বলে তোমার মনে হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: হ্যাঁ, মূল্যবোধ শিক্ষা আবশ্যক। এটি সামাজিক বন্ধন দৃঢ় করে, নৈতিক চরিত্র গঠন করে এবং শৃঙ্খলাবোধ সৃষ্টি করে।

অতিরিক্ত প্রশ্নোত্তর:

  1. ভারতবর্ষের প্রাচীন শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধের ধারণা কীসের উপর প্রতিষ্ঠিত ছিল?
    উত্তর: মূল্যবোধের আদর্শের উপর।

  2. পাঁচ প্রকার মূল্যবোধের নাম লেখো।
    উত্তর: সামাজিক, আবেগিক, নন্দনতাত্ত্বিক, আধ্যাত্মিক, নৈতিক মূল্যবোধ।

  3. দৈনন্দিন জীবনে মূল্যবোধ আমাদের কীভাবে সাহায্য করে?
    উত্তর: এটি আমাদের সামাজিক জীবন পরিচালনা ও নৈতিকভাবে সঠিক পথে চলতে সাহায্য করে।

  4. কোন মূল্যবোধের উপর মানবিক সম্পর্কগুলি টিকে থাকে?
    উত্তর: আবেগিক মূল্যবোধ।

  5. প্লেটোর মতে আমাদের শিক্ষার লক্ষ্য কী হওয়া উচিত?
    উত্তর: আধ্যাত্মিকতার উপলব্ধি।

  6. শূন্যস্থান পূরণ করো:

    • (ক) সামাজিক বন্ধন অটুট রাখতে আবেগিক মূল্যবোধ অত্যন্ত জরুরী।

    • (খ) আধ্যাত্মিক মূল্যবোধ অনেকটা ধর্মভাবের সঙ্গে জড়িত।

    • (গ) মূল্যবোধের অবক্ষয়ের জন্যই আজকের প্রজন্মের মধ্যে শিষ্টাচারের অভাব দেখা দিয়েছে।

  7. মানব সমাজে মূল্যবোধের কী প্রয়োজন?
    উত্তর: মূল্যবোধ মানুষকে নৈতিকতা শেখায়, সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে।

  8. আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের বিভিন্নতার কারণ কী?
    উত্তর: বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও পারিবারিক পরিবেশের কারণে।

  9. মূল্যবোধের সঙ্গে ভালো-খারাপ বা উচ্চ-নীচের প্রশ্ন থাকে কি?
    উত্তর: না, মূল্যবোধ সর্বজনীন এবং সার্বিক কল্যাণের জন্য।

  10. “ব্যক্তি জীবন ও সমাজ জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে মূল্যবোধের একটি অতি মূল্যবান ভূমিকা রয়েছে” – এই মন্তব্যের পক্ষে বা বিপক্ষে মতামত দাও।
    উত্তর: আমি এই মন্তব্যের পক্ষে। মূল্যবোধ ব্যক্তি ও সমাজকে সুস্থ ও নৈতিকভাবে পরিচালিত করতে সাহায্য করে। এটি মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে, মানবিক সম্পর্ক দৃঢ় করে এবং উন্নত সমাজ গঠনে সাহায্য করে।