Chapter 12 - 

মন্ত্রের সাধন

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

  1. কোনো চেষ্টাই একেবারে ___ হয় না।
    উত্তর: কোনো চেষ্টাই একেবারে বিফল হয় না।

  2. প্রবাল দ্বীপ যেমন একটু একটু করে আয়তনে বর্ধিত হয়, ___ ও সেইরূপ তিল তিল করে বাড়ছে।
    উত্তর: প্রবাল দ্বীপ যেমন একটু একটু করে আয়তনে বর্ধিত হয়, জ্ঞানরাজ্যও সেইরূপ তিল তিল করে বাড়ছে।

  3. গ্যালভানি কোন দেশের নাগরিক ছিলেন?
    উত্তর: গ্যালভানি ইতালির নাগরিক ছিলেন।

  4. বিজ্ঞানী সোয়ার্জের মৃত্যুর পর তাঁর গবেষণার ফলাফল পরীক্ষার দায়িত্ব কে গ্রহণ করেছিলেন?
    উত্তর: বিজ্ঞানী সোয়ার্জের মৃত্যুর পর তাঁর স্ত্রীর অনুরোধে জার্মান সরকার তাঁর গবেষণার ফলাফল পরীক্ষার দায়িত্ব গ্রহণ করেছিল।

  5. বিজ্ঞানী সোয়ার্জের অবর্তমানে তাঁর বেলুন কল পরিচালনার দায়িত্ব কে গ্রহণ করেছিলেন?
    উত্তর: দর্শকদের মধ্যে থাকা এক ইঞ্জিনিয়ার বিজ্ঞানী সোয়ার্জের অবর্তমানে তাঁর বেলুন কল পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিলেন।

  6. বিজ্ঞানী সোয়ার্জের পর কে ব্যোমযান নির্মাণে সাফল্য অর্জন করেছিলেন?
    উত্তর: বিজ্ঞানী সোয়ার্জের পর জেপেলিন ব্যোমযান নির্মাণে সাফল্য অর্জন করেছিলেন।

  7. পাখাসংযুক্ত ওড়ার কল কে প্রস্তুত করেছিলেন?
    উত্তর: মার্কিন দেশের অধ্যাপক ল্যাঙলি পাখাসংযুক্ত ওড়ার কল প্রস্তুত করেছিলেন।

  8. কার আবিষ্কৃত তত্ত্বের সাহায্যে পরবর্তীকালে ওড়ার কল নির্মাণ করা সম্ভবপর হয়েছিল?
    উত্তর: জার্মান বিজ্ঞানী লিলিয়েনথালের আবিষ্কৃত তত্ত্বের সাহায্যে পরবর্তীকালে ওড়ার কল নির্মাণ করা সম্ভবপর হয়েছিল।

  9. বিজ্ঞানী সোয়ার্জের ধাতুর বেলুন আবিষ্কারের পূর্বে কোন পদার্থ দিয়ে সে ধরনের বেলুন তৈরি করা হত?
    উত্তর: বিজ্ঞানী সোয়ার্জের ধাতুর বেলুন আবিষ্কারের পূর্বে রেশমের আবরণ দিয়ে সে ধরনের বেলুন তৈরি করা হত।

  10. জগদীশ চন্দ্র বসু রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো।
    উত্তর: জগদীশ চন্দ্র বসু রচিত একটি গ্রন্থের নাম ‘অব্যক্ত’।

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন:

  1. মানুষ কিসের বলে বর্তমান কালে পৃথিবীর রাজা হয়েছে?
    উত্তর: মানুষ পূর্বে একান্ত অসহায় ছিল। বহু লোকের ক্ষুদ্র চেষ্টার ফলে অনেক অসাধ্য সাধন হয়েছে। বর্তমানকালে মানুষ তার বুদ্ধি, চেষ্টা ও সহিষ্ণুতার ফলে পৃথিবীর রাজা হয়েছে।

  2. অ্যালুমিনিয়াম ধাতুর বেলুন কে প্রস্তুত করেছিলেন? তিনি কোন দেশের নাগরিক ছিলেন?
    উত্তর: অ্যালুমিনিয়াম ধাতুর বেলুন বিজ্ঞানী সোয়ার্জ প্রস্তুত করেছিলেন। তিনি জার্মান দেশের নাগরিক ছিলেন।

  3. জাহাজ কিভাবে জল কেটে অগ্রসর হয়?
    উত্তর: জলের নিচে থাকা স্ক্রু ঘোরানোর ফলে জাহাজ জল কেটে অগ্রসর হয়।

  4. বিজ্ঞানী লিলিয়েনথাল কোন দেশের নাগরিক ছিলেন? তিনি কোন বিদ্যা আয়ত্ত করতে উৎসাহী ছিলেন? তাঁর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার ফলাফল কী হয়েছিল?
    উত্তর: বিজ্ঞানী লিলিয়েনথাল জার্মান দেশের নাগরিক ছিলেন। তিনি পাখির মতো মানুষও যাতে আকাশে উড়তে পারে, সেই বিদ্যা আয়ত্ত করতে উৎসাহী ছিলেন। পরীক্ষা-নিরীক্ষার সময় তাঁর যন্ত্রের একটি পাখা ভেঙে যায় এবং তিনি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তবে তাঁর তত্ত্ব পরবর্তীকালে বিমান নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  5. বিজ্ঞানী অধ্যাপক ল্যাঙলি কী প্রস্তুত করেছিলেন?
    উত্তর: বিজ্ঞানী অধ্যাপক ল্যাঙলি পাখাসংযুক্ত ওড়ার কল প্রস্তুত করেছিলেন। তবে পরীক্ষার সময় স্ক্রুটি খুলে যাওয়ায় তাঁর যন্ত্রটি ব্যর্থ হয় এবং তিনি ভগ্নহৃদয়ে মৃত্যুবরণ করেন।

  6. ‘মন্ত্রের সাধন’ পাঠটির রচয়িতা কে? কোন প্রবন্ধ গ্রন্থ থেকে এই পাঠটি সংগৃহীত হয়েছে?
    উত্তর: ‘মন্ত্রের সাধন’ পাঠটির রচয়িতা হলেন আচার্য জগদীশচন্দ্র বসু। এটি তাঁর ‘অব্যক্ত’ প্রবন্ধ গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে।

দীর্ঘ প্রশ্নোত্তর:

  1. কার নাম ‘ব্যাং নাচানো’ অধ্যাপক হয়েছিল? কেন?
    উত্তর: ইতালির বিজ্ঞানী গ্যালভানিকে ‘ব্যাং নাচানো’ অধ্যাপক বলা হত। তিনি লক্ষ্য করেছিলেন যে লোহা ও তামার তার দিয়ে মরা ব্যাং ছুঁয়ে দিলে তা নড়ে ওঠে। এই ঘটনা নিয়ে গবেষণায় অনেক সময় ব্যয় করায় লোকে তাঁকে উপহাস করে এই নাম দেয়। তবে তাঁর গবেষণাই বিদ্যুতের নতুন আবিষ্কারের পথ খুলে দেয়।

  2. বিজ্ঞানী সোয়ার্জের ধাতুর বেলুনের পরীক্ষা-নিরীক্ষার প্রসঙ্গে সংক্ষেপে লেখো।
    উত্তর: বিজ্ঞানী সোয়ার্জ অ্যালুমিনিয়াম ধাতুর বেলুন তৈরি করেন, যা বাতাসের প্রতিকূলে চলতে সক্ষম ছিল। তাঁর মৃত্যুর পর পরীক্ষকেরা এটি পরীক্ষা করেন এবং এটি আকাশে উঠলেও দিক পরিবর্তনের জন্য প্রয়োজনীয় যন্ত্র বাদ দেওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়।

  3. বিজ্ঞানী লিলিয়েনথাল কী আবিষ্কার করতে চেয়েছিলেন? তাঁর বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার বর্ণনা দাও।
    উত্তর: বিজ্ঞানী লিলিয়েনথাল মানুষের জন্য আকাশে ওড়ার যন্ত্র আবিষ্কার করতে চেয়েছিলেন। তিনি বিভিন্ন ধরনের পাখা তৈরি করে পরীক্ষা চালান। এক পর্যায়ে একটি পাখা ভেঙে যাওয়ায় তিনি দুর্ঘটনায় মারা যান। তবে তাঁর তত্ত্ব পরবর্তীকালে উড়োজাহাজ তৈরির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

  4. মার্কিন বিজ্ঞানী অধ্যাপক ল্যাঙলি কী আবিষ্কারের আত্মনিয়োগ করেছিলেন? তাঁর গবেষণার ফলাফল কী হয়েছিল?
    উত্তর: অধ্যাপক ল্যাঙলি উড়ার কল আবিষ্কারের কাজে আত্মনিয়োগ করেছিলেন। তবে পরীক্ষার সময় যন্ত্রের স্ক্রু খুলে যাওয়ায় তা ব্যর্থ হয় এবং তিনি হতাশ হয়ে মৃত্যুবরণ করেন।

  5. উইলবার রাইটের বৈজ্ঞানিক আবিষ্কারের বিষয়ে সংক্ষেপে আলোচনা করো।
    উত্তর:
    উইলবার রাইট অধ্যাপক ল্যাঙলির অসমাপ্ত কাজ সমাপ্ত করার চেষ্টা করেন। প্রথম দিকে ব্যর্থ হলেও তিনি ধৈর্য ধরে পরীক্ষা চালিয়ে যান এবং অবশেষে আধুনিক বিমানের প্রাথমিক রূপ আবিষ্কার করেন।