Chapter 12 -
কর্মসংস্থান
পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: কর্মসংস্থান বলতে কী বোঝায়?
উত্তর: কর্মসংস্থান বলতে এমন একটি অবস্থা বোঝায়, যেখানে ব্যক্তি উৎপাদনমুখী কাজে নিযুক্ত থেকে উপার্জন করতে সক্ষম হয়।
প্রশ্ন ২: পূর্ণ কর্মসংস্থান বলতে কী বোঝায়?
উত্তর: পূর্ণ কর্মসংস্থান বলতে এমন অবস্থা বোঝায়, যেখানে সমস্ত ইচ্ছুক ও সক্ষম শ্রমিককে উপযুক্ত কাজের সুযোগ দেওয়া হয়।
প্রশ্ন ৩: বেকারত্ব কী?
উত্তর: বেকারত্ব হল একটি অবস্থা যেখানে শ্রমক্ষম ও ইচ্ছুক ব্যক্তি কোনো কাজ খুঁজে পায় না।
প্রশ্ন ৪: দুই ধরনের বেকারত্বের নাম লেখ।
উত্তর:
-
মৌসুমি বেকারত্ব
-
অপ্রকট বেকারত্ব (Disguised unemployment)
প্রশ্ন ৫: অপ্রকট বেকারত্ব কী?
উত্তর: এটি এমন এক ধরণের বেকারত্ব যেখানে একাধিক ব্যক্তি একটি কাজ করছে, অথচ প্রকৃতপক্ষে তাদের সকলের দরকার নেই।
প্রশ্ন ৬: শিক্ষিত বেকারত্ব কী?
উত্তর: শিক্ষিত বেকারত্ব হলো এমন বেকারত্ব যেখানে শিক্ষিত ব্যক্তি কর্মক্ষম হলেও উপযুক্ত কাজ পান না।
প্রশ্ন ৭: স্ব-নিযুক্তি বলতে কী বোঝায়?
উত্তর: যখন ব্যক্তি নিজের উদ্যোগে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে নিযুক্ত থাকে, তখন তাকে স্ব-নিযুক্ত বলা হয়।
প্রশ্ন ৮: চাকরিজীবী কর্মসংস্থানের উদাহরণ দাও।
উত্তর: যেমন - শিক্ষক, ডাক্তার, ব্যাঙ্ক কর্মচারী ইত্যাদি।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ৯: কর্মসংস্থানের দুটি রূপ কী কী?
উত্তর:
-
স্বনিযুক্ত কর্মসংস্থান
-
মজুরিভিত্তিক কর্মসংস্থান
প্রশ্ন ১০: গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের প্রধান উৎস কী?
উত্তর: কৃষি, ক্ষুদ্র শিল্প, হস্তশিল্প ও গ্রামীণ প্রকল্পসমূহ।
প্রশ্ন ১১: শহরাঞ্চলে কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র কী?
উত্তর: পরিষেবা খাত, শিল্প, ব্যবসা ও তথ্যপ্রযুক্তি।
প্রশ্ন ১২: শ্রমশক্তি (Labour force) কাকে বলে?
উত্তর: নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকা এবং কাজ করতে ইচ্ছুক বা নিযুক্ত সমস্ত ব্যক্তিকে শ্রমশক্তি বলে।
প্রশ্ন ১৩: ভারতের একটি প্রধান কর্মসংস্থান কর্মসূচির নাম লেখ।
উত্তর: মনরেগা (MGNREGA)
প্রশ্ন ১৪: মনরেগা-র প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: এটি গ্রামীণ জনগণকে বছরে ১০০ দিনের গ্যারান্টিকৃত মজুরিভিত্তিক কাজের সুযোগ দেয়।
প্রশ্ন ১৫: আংশিক বেকারত্ব কী?
উত্তর: যখন কোনো ব্যক্তি সম্পূর্ণ সময় কাজ না পেয়ে আংশিক সময় কাজ পান, তখন তাকে আংশিক বেকার বলা হয়।