Chapter 4 - 

আয় নির্ধারণ

পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: আয় নির্ধারণ বলতে কী বোঝায়?
উত্তর:
আয় নির্ধারণ হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি অর্থনীতিতে সামগ্রিক চাহিদা ও সামগ্রিক সরবরাহের মধ্যে সাম্যবস্থার ভিত্তিতে জাতীয় আয়ের পরিমাণ নির্ধারিত হয়।

প্রশ্ন ২: AD (Aggregate Demand) কী?
উত্তর: AD বা সামগ্রিক চাহিদা হল একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সামগ্রিক দ্রব্য ও পরিষেবা কেনার ইচ্ছা ও সামর্থ্যের যোগফল।

প্রশ্ন ৩: AS (Aggregate Supply) কী?
উত্তর: AS বা সামগ্রিক সরবরাহ হল একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে উৎপাদকরা যত পরিমাণ দ্রব্য ও পরিষেবা সরবরাহ করতে পারে তার যোগফল।

প্রশ্ন ৪: প্রয়োজনীয় ভোগ (Autonomous Consumption) কী?
উত্তর:
প্রয়োজনীয় ভোগ সেই ভোগ যা আয় শূন্য হলেও মানুষ করে থাকে, অর্থাৎ এটি আয়ের উপর নির্ভর করে না।

প্রশ্ন ৫: সঞ্চয় ফাঁক (Saving Gap) কাকে বলে?
উত্তর:
সঞ্চয় ফাঁক হল প্রত্যাশিত বিনিয়োগ ও সঞ্চয়ের মধ্যে পার্থক্য। যদি সঞ্চয় বিনিয়োগের চেয়ে বেশি হয় তবে তা সঞ্চয় ফাঁক সৃষ্টি করে।

প্রশ্ন ৬: MPC (Marginal Propensity to Consume) কী?
উত্তর:
MPC হল আয়ের এক একক বৃদ্ধি হলে ভোগে যত অংশ ব্যয় হয়, তার পরিমাপ।
সূত্র: MPC = ∆C / ∆Y

প্রশ্ন ৭: MPS (Marginal Propensity to Save) কী?
উত্তর:
MPS হল আয়ের এক একক বৃদ্ধি হলে সঞ্চয়ে যত অংশ রাখা হয়, তার পরিমাপ।
সূত্র: MPS = ∆S / ∆Y

প্রশ্ন ৮: MPC ও MPS-এর মধ্যে সম্পর্ক কী?
উত্তর: MPC + MPS = 1

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ৯: আয়-ব্যয় পদ্ধতিতে সাম্য অবস্থা কিভাবে নির্ধারিত হয়?
উত্তর:
যখন সামগ্রিক ব্যয় (Aggregate Expenditure) জাতীয় আয়ের সমান হয়, তখনই সাম্য অবস্থায় পৌঁছানো যায়। অর্থাৎ, AE = Y

প্রশ্ন ১০: গুণিতক প্রভাব (Multiplier Effect) কাকে বলে?
উত্তর:
একটি প্রাথমিক বিনিয়োগের ফলে জাতীয় আয়ের যে একাধিক গুণ বৃদ্ধি ঘটে, তাকে গুণিতক প্রভাব বলে।

প্রশ্ন ১১: বিনিয়োগ গুণিতক (Investment Multiplier) এর সূত্র কী?
উত্তর: গুণিতক (K) = 1 / (1 - MPC)

প্রশ্ন ১২: স্বয়ংক্রিয় স্থিতিকরণকারী (Automatic Stabilizer) কী?
উত্তর:
এগুলি হল অর্থনৈতিক ব্যবস্থা, যা স্বয়ংক্রিয়ভাবে আয় ও ব্যয়ের ওঠানামা নিয়ন্ত্রণ করে, যেমন – কর ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা।

প্রশ্ন ১৩: প্ররোচিত ভোগ (Induced Consumption) কাকে বলে?
উত্তর:
প্ররোচিত ভোগ হল এমন ভোগ যা আয়ের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়।

প্রশ্ন ১৪: পরিকল্পিত বিনিয়োগ (Planned Investment) ও অপ্রত্যাশিত বিনিয়োগ (Unplanned Investment) মধ্যে পার্থক্য কী?
উত্তর:
পরিকল্পিত বিনিয়োগ হল পূর্ব নির্ধারিত উদ্দেশ্যে করা বিনিয়োগ, আর অপ্রত্যাশিত বিনিয়োগ হল চাহিদা অনুযায়ী উৎপাদিত দ্রব্য বিক্রি না হওয়ার ফলে অবিক্রিত পণ্যে বিনিয়োগ।

প্রশ্ন ১৫: অধিক বা নিম্ন আয়ের অবস্থায় অর্থনীতির প্রতিক্রিয়া কী হয়?
উত্তর:

  • যদি জাতীয় আয় সাম্য আয় অপেক্ষা বেশি হয়, তাহলে মজুত বাড়ে, উৎপাদন কমে যায়।

  • যদি কম হয়, উৎপাদকরা উৎপাদন বাড়ায়।