Chapter 5 - 

সরকারি বাজেট এবং অর্থনীতি

পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: বাজেট কাকে বলে?
উত্তর: বাজেট হল একটি সরকার কর্তৃক প্রস্তুতকৃত বাৎসরিক পরিকল্পনা, যেখানে আগামী অর্থবছরের জন্য সম্ভাব্য আয় ও ব্যয় নির্ধারণ করা হয়।

প্রশ্ন ২: বাজেটের প্রধান উপাদান দুটি কী কী?
উত্তর:

  1. রাজস্ব হিসাব (Revenue Account)

  2. মূলধন হিসাব (Capital Account)

প্রশ্ন ৩: বাজেট ঘাটতি (Budget Deficit) কাকে বলে?
উত্তর:
বাজেট ঘাটতি হল মোট ব্যয় ও মোট রাজস্বের মধ্যে পার্থক্য।
সূত্র: বাজেট ঘাটতি = মোট ব্যয় – মোট প্রাপ্তি

প্রশ্ন ৪: রাজস্ব ঘাটতি (Revenue Deficit) কাকে বলে?
উত্তর: রাজস্ব ঘাটতি হল রাজস্ব ব্যয় ও রাজস্ব আয়ের মধ্যে পার্থক্য।
সূত্র: রাজস্ব ঘাটতি = রাজস্ব ব্যয় – রাজস্ব আয়

প্রশ্ন ৫: রাজস্ব আয় কত প্রকার?
উত্তর: রাজস্ব আয় প্রধানত দুই প্রকার –

  1. কর-ভিত্তিক আয় (Tax Revenue)

  2. অকর-ভিত্তিক আয় (Non-Tax Revenue)

প্রশ্ন ৬: পরোক্ষ কর ও প্রত্যক্ষ করের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:

  • প্রত্যক্ষ কর: করদাতা ও করভার বহনকারী একই ব্যক্তি (যেমন: আয়কর)।

  • পরোক্ষ কর: করদাতা ও করভার বহনকারী আলাদা ব্যক্তি (যেমন: GST)।

প্রশ্ন ৭: মূলধন ব্যয় বলতে কী বোঝায়?
উত্তর: যে ব্যয় ভবিষ্যতে উৎপাদন ক্ষমতা বাড়ায় এবং সম্পদ সৃষ্টি করে, তাকে মূলধন ব্যয় বলে। যেমন: রাস্তা নির্মাণ, বিদ্যালয় গঠন ইত্যাদি।

প্রশ্ন ৮: উন্নয়ন ব্যয় ও অনুন্নয়ন ব্যয়ের মধ্যে পার্থক্য কী?
উত্তর:

  • উন্নয়ন ব্যয়: যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য করা হয়।

  • অনুন্নয়ন ব্যয়: প্রতিরক্ষা, প্রশাসন, সুদ প্রদানের মতো ব্যয়।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ৯: মৌলিক তিনটি বাজেট ঘাটতির নাম লেখো।
উত্তর:

  1. বাজেট ঘাটতি

  2. রাজস্ব ঘাটতি

  3. মৌলিক ঘাটতি (Primary Deficit)

প্রশ্ন ১০: মৌলিক ঘাটতি (Primary Deficit) কাকে বলে?
উত্তর: মোট বাজেট ঘাটতি থেকে সুদ প্রদানের ব্যয় বাদ দিলে যেটি থাকে সেটিকে মৌলিক ঘাটতি বলে।
সূত্র: মৌলিক ঘাটতি = বাজেট ঘাটতি – সুদ প্রদানের ব্যয়

প্রশ্ন ১১: ব্যালান্স বাজেট (Balanced Budget) কী?
উত্তর: যখন সরকারের মোট আয় এবং মোট ব্যয় সমান হয় তখন তাকে ব্যালান্স বাজেট বলে।

প্রশ্ন ১২: সরকার কেন ব্যয় বাজেট করে?
উত্তর: সরকার উন্নয়নমূলক কাজ, সামাজিক সুরক্ষা, অবকাঠামো নির্মাণ, বেকার সমস্যা দূরীকরণ ইত্যাদির জন্য ব্যয় বাজেট করে।

প্রশ্ন ১৩: অপ্রত্যক্ষ কর কীভাবে প্রগতিশীল নয়?
উত্তর: কারণ এটি ধনী ও দরিদ্র সবার উপর সমান হারে আরোপ করা হয়, তাই এটি দরিদ্রের উপর বেশি প্রভাব ফেলে।

প্রশ্ন ১৪: অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বাজেটের ভূমিকা কী?
উত্তর: বাজেটের মাধ্যমে মন্দা বা মুদ্রাস্ফীতির সময় সরকার ব্যয় বৃদ্ধি বা হ্রাস করে অর্থনীতির ভারসাম্য বজায় রাখে।

প্রশ্ন ১৫: আর্থ-সামাজিক ন্যায়বিচারে বাজেটের ভূমিকা কী?
উত্তর: বাজেট প্রগতিশীল কর ব্যবস্থার মাধ্যমে ধনীদের থেকে কর নিয়ে গরীবদের জন্য উন্নয়ন প্রকল্প চালিয়ে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করে।