Chapter 6 - 

বৈদেশিক বাণিজ্যযুক্ত সমষ্টিবাদী অর্থনীতি

পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: খোলা অর্থনীতি কাকে বলে?
উত্তর: যে অর্থনীতি বিদেশের সাথে পণ্য, পরিষেবা ও মূলধনের লেনদেন করে তাকে খোলা অর্থনীতি (Open Economy) বলে।

প্রশ্ন ২: বৈদেশিক বাণিজ্যের প্রধান উপাদান কী কী?
উত্তর:

  1. রপ্তানি (Export)

  2. আমদানি (Import)

  3. বৈদেশিক বিনিয়োগ

  4. বৈদেশিক সাহায্য

প্রশ্ন ৩: চলতি হিসাব ও মূলধন হিসাবের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর:

  • চলতি হিসাব: পণ্য ও পরিষেবার লেনদেন সংক্রান্ত।

  • মূলধন হিসাব: সম্পদ, ঋণ ও বিনিয়োগ সংক্রান্ত।

প্রশ্ন ৪: চলতি হিসাবে ঘাটতি কাকে বলে?
উত্তর:
চলতি হিসাবে ঘাটতি ঘটে যখন একটি দেশের আমদানি রপ্তানির চেয়ে বেশি হয়।

প্রশ্ন ৫: রপ্তানি বৃদ্ধির প্রভাব কী?
উত্তর:

  • বৈদেশিক মুদ্রা বৃদ্ধি পায়

  • অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে

  • কর্মসংস্থান বাড়ে

প্রশ্ন ৬: ডলারের মূল্যবৃদ্ধি রপ্তানির উপর কী প্রভাব ফেলে?
উত্তর:
রপ্তানি প্রতিযোগিতামূলক হয়, কারণ দেশীয় পণ্য বিদেশে সস্তা হয়।

প্রশ্ন ৭: ফিক্সড এক্সচেঞ্জ রেট কাকে বলে?
উত্তর: যখন একটি দেশের মুদ্রার মূল্য সরকার নির্ধারিত থাকে, তখন তাকে ফিক্সড এক্সচেঞ্জ রেট বলে।

প্রশ্ন ৮: ফ্লোটিং এক্সচেঞ্জ রেট কাকে বলে?
উত্তর: যখন মুদ্রার মূল্য বাজারের চাহিদা ও যোগানের উপর নির্ভর করে, তখন তাকে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বলে।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ৯: রুপির অবমূল্যায়ন বলতে কী বোঝায়?
উত্তর:
রুপির বিনিময় হার কমে গেলে, অর্থাৎ বিদেশি মুদ্রার তুলনায় রুপির মান কমলে, তাকে অবমূল্যায়ন বলে।

প্রশ্ন ১০: আমদানি বৃদ্ধির ফলে কী ধরনের প্রভাব পড়ে?
উত্তর:

  • বাণিজ্য ঘাটতি বৃদ্ধি পায়

  • দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়

  • বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে

প্রশ্ন ১১: বৈদেশিক লেনদেনের দুইটি প্রধান অংশ কী কী?
উত্তর:

  1. চলতি হিসাব (Current Account)

  2. মূলধন হিসাব (Capital Account)

প্রশ্ন ১২: বিনিময় হারের পরিবর্তন কীভাবে মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে?
উত্তর: মুদ্রার অবমূল্যায়নের ফলে আমদানি ব্যয়বহুল হয়ে ওঠে, যা মুদ্রাস্ফীতি সৃষ্টি করে।

প্রশ্ন ১৩: প্রধান প্রধান আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলি নাম লেখো।
উত্তর:

  1. আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)

  2. বিশ্বব্যাংক (World Bank)

  3. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)

প্রশ্ন ১৪: ভারতের বৈদেশিক বাণিজ্যের প্রধান পণ্য কী কী?
উত্তর:

  • রপ্তানির পণ্য: গয়না, ঔষধ, চা, কটন গার্মেন্টস

  • আমদানির পণ্য: খনিজ তেল, সোনা, ইলেকট্রনিক সামগ্রী

প্রশ্ন ১৫: বহির্বাণিজ্য নীতি পরিবর্তনের কারণে ভারতের অর্থনীতিতে কী প্রভাব পড়েছে?
উত্তর:

  • বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে

  • প্রতিযোগিতা বেড়েছে

  • প্রযুক্তি ও দক্ষতা উন্নত হয়েছে

  • বাজার বিশ্বায়িত হয়েছে