Chapter 1 -

ইট, মনি ও হাড়

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর:

প্রশ্ন ১: ‘ইট, মনি ও হাড়’ অধ্যায়ের মাধ্যমে কোন সভ্যতার কথা বলা হয়েছে?
উত্তর:
এই অধ্যায়ে সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার বিষয়ে আলোচনা করা হয়েছে।

প্রশ্ন ২: হরপ্পা সভ্যতার প্রধান নগরদ্বয় কোনগুলি?
উত্তর:
হরপ্পা সভ্যতার প্রধান নগরদ্বয় হলো হরপ্পা ও মহেঞ্জোদারো।

প্রশ্ন ৩: হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়?
উত্তর: হরপ্পা সভ্যতা ১৯২১ সালে আবিষ্কৃত হয়।

প্রশ্ন ৪: মহেঞ্জোদারো কী অর্থ বহন করে?
উত্তর:
মহেঞ্জোদারো শব্দের অর্থ হলো "মৃতের নগর"।

প্রশ্ন ৫: হরপ্পা সভ্যতায় কোন ধরণের গৃহ নির্মাণ হতো?
উত্তর: ইটের তৈরি সুসংগঠিত ঘরবাড়ি, পাকা রাস্তা, নিকাশি ব্যবস্থা ছিল।

প্রশ্ন ৬: হরপ্পা সভ্যতায় অর্থনৈতিক জীবনের প্রধান উপাদান কী ছিল?
উত্তর: কৃষি, শিল্প, বাণিজ্য এবং কারুশিল্প ছিল হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবনের প্রধান উপাদান।

প্রশ্ন ৭: হরপ্পাবাসীরা প্রধানত কোন ফসল উৎপন্ন করত?
উত্তর: গম, যব, তুলা প্রভৃতি ফসল উৎপন্ন করত।

প্রশ্ন ৮: হরপ্পা সভ্যতার বিখ্যাত স্নানাগারের নাম কী?
উত্তর: মহেঞ্জোদারোর ‘গ্রেট বাথ’ বা ‘বিশাল স্নানাগার’ বিখ্যাত।

প্রশ্ন ৯: হরপ্পা সভ্যতায় ব্যবহৃত লেখার ধরণ কী ছিল?
উত্তর: হরপ্পা সভ্যতায় চিত্রলিপি বা প্রতীকলিপি ব্যবহার করা হতো।

প্রশ্ন ১০: হরপ্পা সভ্যতার পতনের কারণ কী হতে পারে বলে ধারণা করা হয়?
উত্তর: নদীর পথ পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ পরিবর্তন, আক্রমণ ইত্যাদি কারণে হরপ্পা সভ্যতার পতন হয়েছে বলে অনেকে মনে করেন।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer):

প্রশ্ন ১১: হরপ্পা সভ্যতার মানুষ কেমন শিল্পকলায় পারদর্শী ছিল?
উত্তর: তারা মৃৎশিল্প, ধাতব শিল্প, মুদ্রা তৈরি, অলংকার নির্মাণে পারদর্শী ছিল।

প্রশ্ন ১২: হরপ্পা সভ্যতার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে কী জানা যায়?
উত্তর: প্রকৃতি পূজা, মাতৃদেবীর পূজা এবং পশুপতি রূপে শিবের উপাসনার প্রমাণ পাওয়া যায়।

প্রশ্ন ১৩: হরপ্পা সভ্যতায় সেচ ব্যবস্থা কেমন ছিল?
উত্তর: জলাধার ও কূপের মাধ্যমে জল সংরক্ষণ ও সেচ ব্যবস্থার ব্যবহার ছিল।

প্রশ্ন ১৪: হরপ্পা সভ্যতার বাণিজ্য কাদের সঙ্গে হয়েছিল?
উত্তর: মেসোপটেমিয়া, পারস্য, আফগানিস্তান প্রভৃতি দেশের সঙ্গে বাণিজ্য হত।

প্রশ্ন ১৫: হরপ্পা সভ্যতার অন্যতম আবিষ্কৃত খেলনা কী?
উত্তর:
চাকার সাহায্যে চলা ছোট ছোট গাড়ি ও পশুর আকৃতির খেলনা।

প্রশ্ন ১৬: মহেঞ্জোদারো শহরের রাস্তাগুলি কেমন ছিল?
উত্তর: মহেঞ্জোদারোর রাস্তাগুলি সোজা, প্রশস্ত ও একে অপরকে সমকোণে ছেদ করে নির্মিত ছিল।

প্রশ্ন ১৭: হরপ্পা সভ্যতায় কোন ধাতুগুলি ব্যবহৃত হতো?
উত্তর: তামা, কাঁসা, সোনা, রূপা প্রভৃতি ধাতু ব্যবহৃত হতো।

প্রশ্ন ১৮: হরপ্পা সভ্যতার খনন কাজ কোন কোন স্থানে হয়েছে?
উত্তর:
হরপ্পা, মহেঞ্জোদারো, চাহুন্দারো, কালীবানগান, রোপর, লোথাল, ধোলাভিরা প্রভৃতি স্থানে।

প্রশ্ন ১৯: লোথাল নগরটি কোন কারণে বিখ্যাত?
উত্তর: লোথাল বিখ্যাত তার প্রাচীন বন্দর এবং নৌবাণিজ্যের জন্য।

প্রশ্ন ২০: ধোলাভিরা নগরটির একটি বিশেষ বৈশিষ্ট্য কী?
উত্তর:
ধোলাভিরার জনপদের নির্মাণ কাঠামো তিনটি ভাগে বিভক্ত ছিল – অভ্যন্তরীণ শহর, মধ্য শহর ও নিম্ন শহর।