Chapter 11 -
উপনিবেশবাদ ও গ্রামাঞ্চল
পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: উপনিবেশবাদ বলতে কী বোঝায়?
উত্তর: উপনিবেশবাদ হল এক রাষ্ট্র কর্তৃক অপর রাষ্ট্র বা ভূখণ্ডের উপর রাজনৈতিক, আর্থিক এবং সামাজিক আধিপত্য স্থাপন।
প্রশ্ন ২: ব্রিটিশ সরকার ভারতের কৃষিতে কীভাবে প্রভাব ফেলেছিল?
উত্তর: ব্রিটিশ সরকার রাজস্ব ব্যবস্থা, নগদ অর্থপ্রথা ও একফসলি চাষের মাধ্যমে ভারতের কৃষিকে গভীরভাবে প্রভাবিত করেছিল।
প্রশ্ন ৩: রায়তওয়ারি প্রথা কোথায় চালু ছিল?
উত্তর: রায়তওয়ারি প্রথা মাদ্রাজ ও বম্বে প্রেসিডেন্সিতে চালু ছিল।
প্রশ্ন ৪: স্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা কে প্রবর্তন করেন?
উত্তর: লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ সালে স্থায়ী বন্দোবস্ত চালু করেন।
প্রশ্ন ৫: মহাজনী প্রথা কাকে বোঝায়?
উত্তর: কৃষকদের ঋণদানে লিপ্ত সুদখোর অর্থলাভী শ্রেণিকে মহাজন বলা হয়, যারা কৃষকদের জমি দখল করে নিত।
প্রশ্ন ৬: উপনিবেশিক আমলে গ্রামীণ সমাজে জমিদারদের ভূমিকা কী ছিল?
উত্তর: জমিদাররা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করত এবং রাজস্ব সংগ্রহ করে ব্রিটিশ সরকারকে দিত, এতে কৃষকের উপর শোষণ বেড়ে যায়।
প্রশ্ন ৭: নিখিল ভারত কৃষক সভা কবে গঠিত হয়?
উত্তর: নিখিল ভারত কৃষক সভা ১৯৩৬ সালে গঠিত হয়।
প্রশ্ন ৮: চাম্পারন আন্দোলনের নেতৃত্ব কে দেন?
উত্তর: মহাত্মা গান্ধী চাম্পারন আন্দোলনের নেতৃত্ব দেন।
প্রশ্ন ৯: ব্রিটিশ শাসনে ভারতের কৃষকরা কোন সমস্যাগুলির সম্মুখীন হন?
উত্তর: কৃষকরা অতিরিক্ত রাজস্ব, ঋণের বোঝা, জমি হানি, দারিদ্র্য ও দুর্ভিক্ষের সম্মুখীন হন।
প্রশ্ন ১০: দহ-বিখন্ডন আইন কী?
উত্তর: এটি ছিল জমিদারদের জমি উত্তরাধিকারসূত্রে বিভক্তির আইন, যার ফলে ছোট ছোট খণ্ডে জমি ভাগ হয়ে কৃষি ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১১: উপনিবেশিক ভারতে তিনটি রাজস্ব ব্যবস্থার নাম লেখ।
উত্তর: স্থায়ী বন্দোবস্ত, রায়তওয়ারি প্রথা, মহালওয়ারি ব্যবস্থা।
প্রশ্ন ১২: চাম্পারন আন্দোলনের পটভূমি কী ছিল?
উত্তর: নীলচাষ বাধ্যতামূলক হওয়ায় কৃষকদের উপর অত্যাচার বেড়ে যায়, যার প্রতিবাদে এই আন্দোলন হয়।
প্রশ্ন ১৩: মহালওয়ারি ব্যবস্থার বৈশিষ্ট্য কী?
উত্তর: এই ব্যবস্থায় গোটা গ্রাম বা মহালকে করদাতা ধরা হতো এবং গ্রামপ্রধান কর আদায় করত।
প্রশ্ন ১৪: উপনিবেশিক শাসনে গ্রামীণ অর্থনীতি কীভাবে দুর্বল হয়?
উত্তর: কৃষকরা পণ্যের সঠিক দাম পেত না, ঋণের বোঝায় জর্জরিত হতো এবং জমি হারিয়ে ভূমিহীন শ্রমিকে পরিণত হতো।
প্রশ্ন ১৫: চাষের জন্য অর্থকরী ফসল বাধ্যতামূলক করার ফলে কী সমস্যা সৃষ্টি হয়েছিল?
উত্তর: খাদ্যশস্যের অভাব, দুর্ভিক্ষ ও কৃষকদের দারিদ্র্য বেড়ে যায়।
প্রশ্ন ১৬: কিসানের সঙ্গঠন ও বিদ্রোহগুলি কীভাবে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে?
উত্তর: এসব আন্দোলনের মাধ্যমে কৃষকরা সংগঠিত হয়ে শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং স্বাধীনতা আন্দোলনের ভিত্তি শক্তিশালী করে।
প্রশ্ন ১৭: উপনিবেশিক যুগে ‘নীল বিদ্রোহ’ কেন ঘটেছিল?
উত্তর: নীলচাষ বাধ্যতামূলক এবং কৃষকদের উপর অত্যাচার হওয়ায় ১৮৫৯-৬০ সালে এই বিদ্রোহ ঘটে।
প্রশ্ন ১৮: উপনিবেশিক শাসনের ফলে কেমন ভূমিসংস্কার হয়?
উত্তর: ব্রিটিশরা ভূমির মালিকানা কেড়ে নিয়ে জমিদার, মহাজন বা বড় কৃষকদের হাতে কেন্দ্রীভূত করে, যা প্রজাদের অবস্থা দুর্বল করে।
প্রশ্ন ১৯: কৃষকদের ওপর ঋণের প্রভাব কী ছিল?
উত্তর: কৃষকরা বারবার মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে দেনার দায়ে পড়ত এবং জমি হারাত।
প্রশ্ন ২০: কৃষি উৎপাদনের পরিবর্তন কীভাবে গ্রামীণ সমাজকে প্রভাবিত করে?
উত্তর: খাদ্যশস্য থেকে অর্থকরী ফসলে স্থানান্তরের ফলে গ্রামীণ খাদ্য নিরাপত্তা হ্রাস পায় এবং দারিদ্র্য বৃদ্ধি পায়।