Chapter 14 -

হাত্মা গান্ধী ও জাতীয় আন্দোলন

পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: মহাত্মা গান্ধীর প্রকৃত নাম কী ছিল?
উত্তর: মোহনদাস করমচাঁদ গান্ধী।

প্রশ্ন ২: গান্ধীজী কোন দেশে আইন পড়েছিলেন?
উত্তর: ইংল্যান্ডে।

প্রশ্ন ৩: গান্ধীজী প্রথম কোথায় সত্যাগ্রহ আন্দোলন করেন?
উত্তর: দক্ষিণ আফ্রিকায়।

প্রশ্ন ৪: ভারতের প্রথম গণআন্দোলনে গান্ধীজীর অংশগ্রহণ কখন হয়?
উত্তর: ১৯১৭ সালে চম্পারণ সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে।

প্রশ্ন ৫: গান্ধীজীর নেতৃত্বে প্রথম বৃহৎ আন্দোলন কোনটি ছিল?
উত্তর: অসহযোগ আন্দোলন (১৯২০-২২)।

প্রশ্ন ৬: গান্ধীজী কবে ও কোথায় অহিংস নীতির প্রচার করেন?
উত্তর: দক্ষিণ আফ্রিকায়, ১৯০৬ সালে।

প্রশ্ন ৭: ডান্ডি অভিযান কখন এবং কেন হয়েছিল?
উত্তর:
১২ মার্চ, ১৯৩০ সালে লবণ করের প্রতিবাদে।

প্রশ্ন ৮: গান্ধী-ইরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর:
১৯৩১ সালের মার্চ মাসে।

প্রশ্ন ৯: গান্ধীজীর ‘হিন্দ স্বরাজ’ কী?
উত্তর:
এটি তাঁর রচিত একটি গ্রন্থ, যেখানে তিনি স্বরাজ, আধুনিকতা ও পাশ্চাত্য সভ্যতার সমালোচনা করেছেন।

প্রশ্ন ১০: গান্ধীজী কবে কংগ্রেসের নেতৃত্বে আসেন?
উত্তর: ১৯২০ সালে।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১১: গান্ধীজী ‘ব্রহ্মচর্য’ জীবন কবে থেকে পালন শুরু করেন?
উত্তর: ১৯০৬ সাল থেকে।

প্রশ্ন ১২: গান্ধীজী কাকে ‘হারিজন’ বলে অভিহিত করতেন?
উত্তর: অস্পৃশ্য বা দলিত সম্প্রদায়ের মানুষকে।

প্রশ্ন ১৩: গান্ধীজীর নেতৃত্বে ‘ভারত ছাড়ো আন্দোলন’ কবে শুরু হয়?
উত্তর: ৮ আগস্ট, ১৯৪২।

প্রশ্ন ১৪: গান্ধীজীর “নয় কাজের প্রকল্প” (Constructive Programme) কী ছিল?
উত্তর: খদ্দর প্রচার, জাতীয় শিক্ষা, অস্পৃশ্যতা দূরীকরণ, গ্রামীণ উন্নয়ন ইত্যাদি।

প্রশ্ন ১৫: গান্ধীজীর মতে স্বরাজের প্রকৃত অর্থ কী?
উত্তর: আত্মনির্ভরতা, নৈতিক উন্নতি ও নিজস্ব শাসন ব্যবস্থা।

প্রশ্ন ১৬: গান্ধীজী কীভাবে গণআন্দোলনকে অহিংস পথে পরিচালিত করতেন?
উত্তর: অহিংস সত্যাগ্রহ, হরতাল, সভা, মিছিল, এবং বর্জন আন্দোলনের মাধ্যমে।

প্রশ্ন ১৭: গান্ধীজী ও সুভাষচন্দ্র বসুর মধ্যে কী মতপার্থক্য ছিল?
উত্তর: গান্ধীজী অহিংস পন্থায় স্বাধীনতা চাইতেন, কিন্তু সুভাষচন্দ্র ছিলেন সশস্ত্র সংগ্রামের পক্ষে।

প্রশ্ন ১৮: গান্ধীজী কবে ‘সাবরমতী আশ্রম’ প্রতিষ্ঠা করেন?
উত্তর: ১৯১৭ সালে আহমেদাবাদে।

প্রশ্ন ১৯: গান্ধীজীর ডান্ডি অভিযানে মোট কতজন অংশ নিয়েছিলেন?
উত্তর: প্রাথমিকভাবে ৭৮ জন অনুসারী।

প্রশ্ন ২০: গান্ধীজীর প্রয়াণ কবে হয়?
উত্তর: ৩০ জানুয়ারি, ১৯৪৮।

প্রশ্ন ২১: গান্ধীজী কিসের মাধ্যমে ভারতবাসীর মধ্যে ঐক্য স্থাপন করতে চেয়েছিলেন?
উত্তর: ধর্মনিরপেক্ষতা, সম্প্রীতি ও অহিংসার মাধ্যমে।

প্রশ্ন ২২: গান্ধীজী কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: ‘ইয়ং ইন্ডিয়া’, ‘নবজীবন’ ও ‘হরিজন’।

প্রশ্ন ২৩: গান্ধীজী ‘রামরাজ্য’ বলতে কী বোঝাতেন?
উত্তর:
ন্যায়, শান্তি, সাম্য ও নৈতিকতাভিত্তিক একটি আদর্শ সমাজব্যবস্থা।