Chapter 16 - 

সংবিধান প্রণয়ন

পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: ভারতের সংবিধান কবে প্রণীত হয়?
উত্তর:
১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতের সংবিধান প্রণীত হয় এবং ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকর হয়।

প্রশ্ন ২: সংবিধান প্রণয়নের জন্য গঠিত সভার নাম কী ছিল?
উত্তর: সংবিধান সভা (Constituent Assembly)।

প্রশ্ন ৩: সংবিধান সভার সভাপতি কে ছিলেন?
উত্তর: ডঃ রাজেন্দ্র প্রসাদ।

প্রশ্ন ৪: সংবিধান রচনার জন্য খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর: ডঃ বি. আর. আম্বেদকর।

প্রশ্ন ৫: সংবিধান রচনার কাজ কত দিন স্থায়ী হয়েছিল?
উত্তর: প্রায় ২ বছর ১১ মাস ১৮ দিন সময় লেগেছিল।

প্রশ্ন ৬: সংবিধানের প্রস্তাবনায় (Preamble) কী কী মৌলিক আদর্শ ব্যক্ত করা হয়েছে?
উত্তর: সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ইত্যাদি।

প্রশ্ন ৭: সংবিধান সভা প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৯ই ডিসেম্বর, ১৯৪৬।

প্রশ্ন ৮: সংবিধান সভায় মোট কতজন সদস্য ছিলেন?
উত্তর:
মোট ৩৮৯ জন সদস্য ছিলেন, তবে দেশবিভাজনের পর সদস্য সংখ্যা কমে যায়।

প্রশ্ন ৯: ভারতীয় সংবিধান কোন দেশের সংবিধানগুলির থেকে প্রভাবিত হয়েছে?
উত্তর: ব্রিটিশ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের সংবিধান থেকে।

প্রশ্ন ১০: সংবিধান সভায় মহিলাদের ভূমিকা কী ছিল?
উত্তর: হংসা মেহতা, দ্রৌপদী বাই, রাজকুমারী অমৃতকৌর প্রমুখ মহিলা সদস্যগণ গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১১: সংবিধান সভা গঠনের প্রস্তাব প্রথম কবে দেওয়া হয়?
উত্তর: ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে।

প্রশ্ন ১২: সংবিধান সভা কতটি ভাষায় কাজ করেছিল?
উত্তর:
হিন্দি ও ইংরেজি ভাষায়।

প্রশ্ন ১৩: সংবিধানে কতটি অনুচ্ছেদ এবং তফসিল আছে?
উত্তর:
মূল সংবিধানে ৩৯৫টি অনুচ্ছেদ ও ৮টি তফসিল ছিল (বর্তমানে পরিবর্তিত হয়েছে)।

প্রশ্ন ১৪: সংবিধান প্রণয়নের সময় কোন বড় বড় প্রশ্ন নিয়ে বিতর্ক হয়?
উত্তর: ধর্মনিরপেক্ষতা, ভাষা, সংরক্ষণ, রাজ্য ও কেন্দ্রের ক্ষমতার ভাগ, নাগরিক অধিকার ইত্যাদি।

প্রশ্ন ১৫: সংবিধানের মৌলিক অধিকারগুলির নাম লেখ।
উত্তর:

১. সমতার অধিকার
২. স্বাধীনতার অধিকার
৩. শোষণ বিরোধী অধিকার
৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার
৫. সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার
৬. সাংবিধানিক প্রতিকার অধিকার

প্রশ্ন ১৬: সংবিধান সভা কতবার বৈঠক করেছিল?
উত্তর: সংবিধান সভার মোট ১১টি অধিবেশন হয়েছিল এবং ১১৫ দিন ধরে সভা চলে।

প্রশ্ন ১৭: সংবিধান প্রণয়নে গান্ধীজীর চিন্তার প্রভাব কেমন ছিল?
উত্তর:
যদিও গান্ধীজী সরাসরি প্রণয়নে অংশ নেননি, তবুও তাঁর সমাজকল্যাণ, গ্রামোন্নয়ন ও অস্পৃশ্যতা দূরীকরণের ভাবনা প্রভাব ফেলেছিল।

প্রশ্ন ১৮: সংবিধানের বৈশিষ্ট্য কী কী?
উত্তর: লিখিত, দীর্ঘতম সংবিধান, গণতান্ত্রিক কাঠামো, মৌলিক অধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা, কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, ইত্যাদি।

প্রশ্ন ১৯: সংবিধান সভার লক্ষ্য কী ছিল?
উত্তর: একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সার্বভৌম রাষ্ট্রের ভিত্তি রচনা করা।

প্রশ্ন ২০: সংবিধান কীভাবে ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষা করে?
উত্তর: সংবিধান কেন্দ্রীয় শাসন, মৌলিক অধিকার ও দায়িত্ব, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ভারতের ঐক্য বজায় রাখে।

প্রশ্ন ২১: ‘ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব’ এই আদর্শগুলি কোথা থেকে এসেছে?
উত্তর:
ফরাসি বিপ্লবের ‘Liberty, Equality, Fraternity’ মতবাদ থেকে।

প্রশ্ন ২২: সংবিধান সভার গুরুত্বপূর্ণ মহিলা সদস্যদের নাম লেখ।
উত্তর: হংসা মেহতা, দ্রৌপদী বাই, দুড়গাবাই দেশমুখ, রাজকুমারী অমৃতকৌর প্রমুখ।