Chapter 2 - 

রাজা, কৃষক ও নগরসমূহ

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Questions):

প্রশ্ন ১: 'রাজা, কৃষক ও নগরসমূহ' অধ্যায়ে কোন সময়কালকে কেন্দ্র করে আলোচনা করা হয়েছে?
উত্তর: এই অধ্যায়ে খ্রিষ্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে খ্রিষ্টীয় ৬ষ্ঠ শতাব্দী পর্যন্ত সময়কাল আলোচিত হয়েছে।

প্রশ্ন ২: মহাজনপদ বলতে কী বোঝায়?
উত্তর: খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে যে বৃহৎ রাজনৈতিক একক বা রাজ্য গঠিত হয়েছিল, তাদের মহাজনপদ বলা হয়।

প্রশ্ন ৩: প্রথম মৌর্য সম্রাট কে ছিলেন?
উত্তর: প্রথম মৌর্য সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য।

প্রশ্ন ৪: অশোকের শাসনকালকে কেন গুরুত্বপূর্ণ বলা হয়?
উত্তর: কারণ তিনি কল্যাণমূলক রাষ্ট্রনীতি গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম প্রচার করেন। তার শিলালিপি ও স্তম্ভলিপি থেকে এইসব তথ্য জানা যায়।

প্রশ্ন ৫: 'অর্থশাস্ত্র' গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:
'অর্থশাস্ত্র' গ্রন্থটি কৌটিল্য বা চাণক্য রচনা করেন।

প্রশ্ন ৬: ‘ধর্ম’ বলতে অশোক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর:
নৈতিক জীবন, সহিষ্ণুতা, করুণা, ও আত্মসংযমকেই অশোক 'ধর্ম' বলেছেন।

প্রশ্ন ৭: প্রাচীন ভারতের প্রধান কর কী ছিল?
উত্তর:
ভূমি কর বা ভাগ কর ছিল প্রধান কর।

প্রশ্ন ৮: নগর সভ্যতার বিকাশ কোন সময়ে লক্ষ্য করা যায়?
উত্তর: মোর্য এবং কুষাণ যুগে নগর সভ্যতার ব্যাপক বিকাশ লক্ষ্য করা যায়।

প্রশ্ন ৯: প্রত্নতত্ত্ব ও লিপি বিজ্ঞান ইতিহাস জানার ক্ষেত্রে কীভাবে সহায়ক?
উত্তর: এদের মাধ্যমে আমরা প্রাচীন সমাজ, অর্থনীতি, ধর্ম ও প্রশাসনের বিষয়ে জানতে পারি।

প্রশ্ন ১০: মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র।

 অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Questions):

প্রশ্ন ১১: 'গহপতি' বলতে কাকে বোঝায়?
উত্তর: 'গহপতি' শব্দ দ্বারা পরিবার প্রধান বা জমির মালিককে বোঝানো হয়, যিনি কৃষিকাজ ও শ্রমিকদের তত্ত্বাবধান করতেন।

প্রশ্ন ১২: ভূমি জরিপ বা 'ভূমি পরিমাপ' প্রথম কবে শুরু হয়েছিল?
উত্তর:
মৌর্য যুগে, বিশেষত চাণক্যের 'অর্থশাস্ত্র' অনুসারে, ভূমি পরিমাপ শুরু হয়।

প্রশ্ন ১৩: 'শিলালিপি' বলতে কী বোঝায়?
উত্তর:
পাথরের ওপর খোদাই করা লেখাকে শিলালিপি বলে।

প্রশ্ন ১৪: কৃষকদের অবস্থা প্রাচীন ভারতে কেমন ছিল?
উত্তর: কৃষকদের ওপর করের বোঝা ছিল বেশি এবং তাঁরা জমিদার ও রাজকর্মচারীদের নির্যাতনের শিকার হতেন।

প্রশ্ন ১৫: 'উর' কী ছিল?
উত্তর: 'উর' ছিল একটি গ্রামসভা বা স্থানীয় প্রশাসনিক সংস্থা, যা দক্ষিণ ভারতে প্রচলিত ছিল।

প্রশ্ন ১৬: নগরবাসীদের প্রধান পেশা কী ছিল?
উত্তর: ব্যবসা, হস্তশিল্প, ও কারুশিল্প ছিল তাদের প্রধান পেশা।

প্রশ্ন ১৭: গ্রীক পরিব্রাজক মেগাস্থিনিস কোন ভারতীয় সম্রাটের রাজত্বে ভারতে এসেছিলেন?
উত্তর: মেগাস্থিনিস চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন।

প্রশ্ন ১৮: ‘সুভিক্ষিত’ জমি কী বোঝায়?
উত্তর:
চাষযোগ্য উর্বর জমিকে সুভিক্ষিত জমি বলা হয়।

প্রশ্ন ১৯: মৌর্য আমলে কত প্রকার কর আদায় করা হতো?
উত্তর:
মৌর্য আমলে ২০-৩০ প্রকার কর আদায় করা হতো।

প্রশ্ন ২০: নগর ব্যবস্থাপনায় কোন কোন শ্রেণির মানুষ নিয়োজিত ছিল?
উত্তর:
রাজকর্মচারী, বণিক, শিল্পী, নির্মাণ কর্মী প্রমুখ শ্রেণির মানুষ নগর পরিচালনায় যুক্ত ছিল।