Chapter 8 -
একটি সাম্রাজ্যবাদী রাজধানী – বিজয়নগর
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: বিজয়নগর সাম্রাজ্য কোথায় অবস্থিত ছিল?
উত্তর: বিজয়নগর সাম্রাজ্য বর্তমান কর্ণাটক রাজ্যের হাম্পি অঞ্চলে অবস্থিত ছিল।
প্রশ্ন ২: বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কারা ছিলেন?
উত্তর: হরি হরা এবং বুক্কা নামে দুই ভাই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ১৩৩৬ খ্রিস্টাব্দে।
প্রশ্ন ৩: বিজয়নগর রাজ্য কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তর: তুংগভদ্রা নদীর তীরে বিজয়নগর সাম্রাজ্য গড়ে উঠেছিল।
প্রশ্ন ৪: 'রায়সিংহ' শব্দের অর্থ কী?
উত্তর: ‘রায়সিংহ’ শব্দটি বিজয়নগরের রাজাদের এক সম্মানসূচক উপাধি ছিল।
প্রশ্ন ৫: হাম্পির ধ্বংসস্তূপগুলি বর্তমানে কিসের পরিচায়ক?
উত্তর: হাম্পির ধ্বংসাবশেষগুলি বিজয়নগরের সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্য, ও সংস্কৃতির সাক্ষ্য বহন করে।
প্রশ্ন ৬: বিজয়নগরের অর্থনীতির ভিত্তি কী ছিল?
উত্তর: কৃষি, বাণিজ্য ও মন্দিরকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে উঠেছিল।
প্রশ্ন ৭: ভিজয়নগরের গুরুত্বপূর্ণ পর্যটক কারা ছিলেন?
উত্তর: নিকোলো কনটি, আবদুর রাজ্জাক, ও ডোমিঙ্গো পায়েস প্রমুখ বিদেশি পর্যটক বিজয়নগর পরিদর্শন করেন।
প্রশ্ন ৮: মন্দিরগুলি সমাজে কী ভূমিকা পালন করত?
উত্তর: মন্দিরগুলি ধর্মীয় কেন্দ্রের পাশাপাশি অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও কাজ করত।
প্রশ্ন ৯: রায়সমুদ্র খ্যাত জলাধারটি কে নির্মাণ করেন?
উত্তর: কৃষ্ণদেব রায় রায়সমুদ্র খ্যাত বৃহৎ জলাধার নির্মাণ করেন।
প্রশ্ন ১০: বিজয়নগরের পতনের প্রধান কারণ কী ছিল?
উত্তর: ১৫৬৫ খ্রিস্টাব্দে তালিকোটার যুদ্ধে বিজয়নগরের পরাজয় এবং রাজপরিবারের দুর্বলতা এর পতনের প্রধান কারণ।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১১: বিজয়নগর সাম্রাজ্যের শাসনব্যবস্থার বৈশিষ্ট্য কী ছিল?
উত্তর: এটি একটি কেন্দ্রীভূত শাসনব্যবস্থা ছিল, যেখানে রাজা সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন এবং আমলারা প্রশাসনিক দায়িত্ব পালন করতেন।
প্রশ্ন ১২: কৃষ্ণদেব রায় কোন ভাষার পৃষ্ঠপোষক ছিলেন?
উত্তর: কৃষ্ণদেব রায় সংস্কৃত ও তেলুগু ভাষার পৃষ্ঠপোষক ছিলেন।
প্রশ্ন ১৩: হাম্পির মন্দির স্থাপত্যের দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: ১) বিশাল স্তম্ভ ও চিত্রাঙ্কিত দেয়াল।
২) রথাকৃতি মন্দির এবং খোদাই করা ভাস্কর্য।
প্রশ্ন ১৪: বিদেশি পর্যটকদের বিবরণ থেকে আমরা বিজয়নগর সম্পর্কে কী জানতে পারি?
উত্তর: তাদের বিবরণ থেকে বিজয়নগরের সমৃদ্ধ বাণিজ্য, প্রশাসন, সমাজ ও উৎসব সম্পর্কে বিস্তারিত জানা যায়।
প্রশ্ন ১৫: বিজয়নগরের মূল পণ্য রপ্তানি কী ছিল?
উত্তর: মরিচ, তুলা, মসলা, রত্ন, ঘোড়া ইত্যাদি বিজয়নগর থেকে রপ্তানি হতো।
প্রশ্ন ১৬: তলিকোটা যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল?
উত্তর: বিজয়নগর সাম্রাজ্য ও দাক্ষিণাত্যের মুসলিম রাজ্যসমূহ (দাক্ষিণাত্য সুলতানদের) মধ্যে তালিকোটার যুদ্ধ হয়।
প্রশ্ন ১৭: বিজয়নগরের সামাজিক গঠন কেমন ছিল?
উত্তর: সমাজ ছিল বর্ণভিত্তিক, তবে বাণিজ্যিক শ্রেণি ও মন্দিরকেন্দ্রিক কর্মজীবীদের মধ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ছিল।
প্রশ্ন ১৮: বিজয়নগর মন্দিরে সংগীত ও নৃত্যের কী গুরুত্ব ছিল?
উত্তর: সংগীত ও নৃত্য মন্দির পূজার অংশ ছিল এবং রাজদরবারেও এগুলোর বিশেষ স্থান ছিল।
প্রশ্ন ১৯: বিজয়নগর সাম্রাজ্যের প্রধান শাসকদের নাম লিখ।
উত্তর: হরি হরা, বুক্কা, দেব রায়, কৃষ্ণদেব রায়, আলী রায় প্রমুখ।
প্রশ্ন ২০: বিজয়নগরের স্থাপত্যে ড্রাভিড় ও ভারতীয় কোন উপাদানগুলির সংমিশ্রণ দেখা যায়?
উত্তর: ড্রাভিড় মন্দির শৈলীর সঙ্গে স্থানীয় খোদাই, স্তম্ভ নির্মাণ ও জলাশয় নকশা যুক্ত ছিল।