Chapter 9 -
কৃষক, জমিদার ও রাষ্ট্র
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: মোঘল আমলে ভূমির প্রধান মালিক কে ছিল?
উত্তর: মোঘল আমলে ভূমির প্রধান মালিক ছিলেন সম্রাট।
প্রশ্ন ২: জমিদার বলতে কাদের বোঝানো হতো?
উত্তর: জমিদাররা ভূমির উপর কর আদায়ের অধিকারপ্রাপ্ত মধ্যস্থ ব্যক্তি ছিলেন। তারা কৃষকদের থেকে কর আদায় করে রাজস্ব হিসাবে রাষ্ট্রের কাছে দিতেন।
প্রশ্ন ৩: মোঘল শাসনকালে কৃষকদের কী অবস্থা ছিল?
উত্তর: কৃষকরা ভূমি চাষ করত, কিন্তু রাজস্বের ভারে তারা প্রায়শই অত্যন্ত কষ্টকর অবস্থায় জীবনযাপন করত।
প্রশ্ন ৪: ‘আইন-ই-আকবরি’ কী?
উত্তর: ‘আইন-ই-আকবরি’ ছিল আকবরের শাসনকালে লেখা প্রশাসনিক ও অর্থনৈতিক নীতিনির্ধারণ সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ দলিল, যেটি আবুল ফজল রচনা করেছিলেন।
প্রশ্ন ৫: মোঘল আমলে রাজস্ব ব্যবস্থা কী নামে পরিচিত ছিল?
উত্তর: ‘জমাবন্দি’ বা ‘দহসালা’ নামে মোঘল আমলের রাজস্ব ব্যবস্থা পরিচিত ছিল।
প্রশ্ন ৬: মোঘল যুগে কৃষি উৎপাদনের প্রধান উৎস কী ছিল?
উত্তর: প্রধান কৃষিপণ্য ছিল ধান, গম, বার্লি, গম, আখ, তুলা ইত্যাদি।
প্রশ্ন ৭: জমিদাররা কীভাবে তাদের কর্তৃত্ব বজায় রাখত?
উত্তর: জমিদাররা স্থানীয়ভাবে শক্তিশালী ভূমিপতি ছিলেন। তারা কৃষকদের কাছ থেকে কর আদায় করতেন এবং অস্ত্রশস্ত্র ও ব্যক্তিগত সৈন্যবাহিনীও রাখতেন।
প্রশ্ন ৮: মোঘল আমলে কৃষকদের কর প্রদানের পদ্ধতি কী ছিল?
উত্তর: কৃষকদের নির্দিষ্ট হারে ফসলের ভাগ বা নগদ অর্থ হিসাবে রাজস্ব দিতে হতো। এর পরিমাণ নির্ধারিত হতো জমির উর্বরতা ও ফসল উৎপাদনের ভিত্তিতে।
প্রশ্ন ৯: ‘জমা’ ও ‘হাসিল’ বলতে কী বোঝানো হয়?
উত্তর: ‘জমা’ ছিল সরকার নির্ধারিত রাজস্বের পরিমাণ, আর ‘হাসিল’ ছিল বাস্তবে আদায়কৃত রাজস্বের পরিমাণ।
প্রশ্ন ১০: মোঘল আমলে জমিদারদের দুটি দায়িত্ব কী ছিল?
উত্তর: ১. রাজস্ব আদায় করে সরকারের কাছে প্রদান।
২. কৃষক ও চাষযোগ্য জমির ব্যবস্থাপনা করা।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১১: ‘খলসা’ জমি কী?
উত্তর: ‘খলসা’ জমি ছিল সরাসরি রাজস্ব বিভাগের আওতাধীন জমি, যেখান থেকে রাজস্ব রাজকোষে সরাসরি জমা পড়ত।
প্রশ্ন ১২: ‘মালিকানা হক’ বলতে কী বোঝানো হয়?
উত্তর: এটি ছিল জমিদারদের জমির উপর কিছু নির্দিষ্ট অধিকার, যার মাধ্যমে তারা জমি ভোগ করত ও রাজস্ব আদায় করত।
প্রশ্ন ১৩: মোঘল আমলে কৃষকদের সামাজিক অবস্থান কেমন ছিল?
উত্তর: কৃষকরা সমাজে নিম্নস্থানে অবস্থান করত। তারা ছিল অর্থনৈতিকভাবে দুর্বল ও জমিদারদের উপর নির্ভরশীল।
প্রশ্ন ১৪: কৃষকদের কেমন ধরনের কর দিতে হতো?
উত্তর: ফসলভিত্তিক রাজস্ব ছাড়াও কৃষকদের মাঝে মাঝে forced labour (বেগার) করতেও বাধ্য করা হতো।
প্রশ্ন ১৫: মোঘল আমলে জমিদারদের মধ্যে সংঘর্ষ কেন হতো?
উত্তর: জমির দখল ও রাজস্ব আদায়ের অধিকার নিয়ে জমিদারদের মধ্যে প্রায়শই সংঘর্ষ হতো।
প্রশ্ন ১৬: মোঘল আমলের কৃষি ব্যবস্থায় কত ধরনের জমি ছিল?
উত্তর: তিন ধরনের — পলাজ (চাষযোগ্য জমি), পরতি (অচাষযোগ্য), ও বনভূমি।
প্রশ্ন ১৭: আবুল ফজল কে ছিলেন?
উত্তর: আবুল ফজল ছিলেন সম্রাট আকবরের দরবারের ঐতিহাসিক ও ‘আকবরনামা’ ও ‘আইন-ই-আকবরি’র রচয়িতা।
প্রশ্ন ১৮: কৃষকদের মাঝে বিদ্রোহ কেন ঘটত?
উত্তর: অতিরিক্ত কর, দুর্ভিক্ষ, ও জমিদারদের অত্যাচার কৃষকদের বিদ্রোহে উদ্বুদ্ধ করত।
প্রশ্ন ১৯: মোঘল শাসনের সময় রাজস্ব আদায়ের তিনটি গুরুত্বপূর্ণ অঞ্চল কী কী ছিল?
উত্তর: বাংলার সুবা, দাক্ষিণাত্য, ও পাঞ্জাব।
প্রশ্ন ২০: মোঘল আমলে মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠান জমি পেত কীভাবে?
উত্তর: ‘ওয়াকফ’ বা ‘মাফি’ জমি হিসাবে বিনামূল্যে জমি প্রদান করা হতো ধর্মীয় প্রতিষ্ঠানকে।