Chapter 1 - 

বিশ্ব রাজনীতিতে শীতল যুদ্ধের যুগ

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তর (Textbook Question Answers):

প্রশ্ন ১: শীতল যুদ্ধ বলতে কি বোঝো?
উত্তর
শীতল যুদ্ধ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র (USA) ও সোভিয়েত ইউনিয়নের (USSR) মধ্যে 1945-1991 সাল পর্যন্ত চলা একটি আদর্শিক, কূটনৈতিক ও রাজনৈতিক সংঘাত। এই যুদ্ধে সরাসরি সামরিক যুদ্ধ না হয়ে প্রতিযোগিতা ও প্রভাব বিস্তারের মাধ্যমে বিশ্বে আধিপত্য কায়েমের চেষ্টা করা হয়।

প্রশ্ন ২: দ্বিপাক্ষিক সামরিক জোট কাকে বলে?
উত্তর: দ্বিপাক্ষিক সামরিক জোট হল এমন একটি চুক্তি, যেখানে দুই বা ততোধিক দেশ পরস্পরের সামরিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে জোট গঠন করে। যেমন – NATO, WARSAW Pact।

প্রশ্ন ৩: NAM বা গুটিবদ্ধ না হওয়া আন্দোলনের গুরুত্ব কী ছিল?
উত্তর: NAM বা গুটিবদ্ধ না হওয়া আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল শীতল যুদ্ধের সময় কোনও একটি শক্তিশালী গোষ্ঠীর পক্ষে না দাঁড়িয়ে স্বতন্ত্র পররাষ্ট্রনীতি বজায় রাখা। এটি তৃতীয় বিশ্বের দেশগুলির জন্য আত্মনির্ভরতা, অর্থনৈতিক বিকাশ এবং সার্বভৌমত্ব রক্ষার সুযোগ করে দেয়।

প্রশ্ন ৪: কিউবান মিসাইল সংকট কেন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল?
উত্তর: ১৯৬২ সালের কিউবান মিসাইল সংকট ছিল শীতল যুদ্ধের সময়কার সবচেয়ে সংকটপূর্ণ সময়, যেখানে সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে এবং আমেরিকা সামরিক হস্তক্ষেপের হুমকি দেয়। এটি পরমাণু যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি করেছিল এবং পরবর্তীকালে উভয় দেশ শান্তিপূর্ণ সমঝোতায় পৌঁছেছিল।

প্রশ্ন ৫: শীতল যুদ্ধের ফলে বিশ্বে কী কী পরিবর্তন এসেছিল?
উত্তর:

  • বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে।

  • বহু সামরিক জোট গঠিত হয়।

  • অস্ত্র প্রতিযোগিতা বাড়ে।

  • NAM গঠিত হয়।

  • বিকাশশীল দেশগুলি নতুন কূটনৈতিক নীতি গ্রহণ করে।

 অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers):

প্রশ্ন ১: শীতল যুদ্ধ কখন শুরু ও শেষ হয়?
উত্তর: শীতল যুদ্ধ শুরু হয় ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে এবং শেষ হয় ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে।

প্রশ্ন ২: শীতল যুদ্ধের সময় প্রধান দুই শক্তি কারা ছিল?
উত্তর:

প্রধান দুই শক্তি ছিল –

  1. মার্কিন যুক্তরাষ্ট্র (USA)

  2. সোভিয়েত ইউনিয়ন (USSR)

প্রশ্ন ৩: NATO ও Warsaw Pact-এর মধ্যে পার্থক্য লেখ।
উত্তর:

NATO (1949)Warsaw Pact (1955)
মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দান করে।সোভিয়েত ইউনিয়ন নেতৃত্ব দান করে।
পশ্চিম ইউরোপীয় দেশগুলি অন্তর্ভুক্ত।পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশগুলি অন্তর্ভুক্ত।
পুঁজিবাদী আদর্শে বিশ্বাসী।সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী।

প্রশ্ন ৪: গুটিবদ্ধ না হওয়া আন্দোলনের তিনটি উদ্দেশ্য লেখ।
উত্তর:

  1. কোনও সামরিক জোটে যোগ না দিয়ে নিরপেক্ষ থাকা।

  2. সার্বভৌমত্ব ও আত্মনির্ভরতা বজায় রাখা।

  3. বিকাশশীল দেশগুলির স্বার্থ রক্ষা করা।

প্রশ্ন ৫: শীতল যুদ্ধ কীভাবে তৃতীয় বিশ্বের দেশগুলিকে প্রভাবিত করে?
উত্তর: 
তৃতীয় বিশ্বের দেশগুলি বিভিন্ন সামরিক ও আর্থিক সহায়তার জন্য সুপার পাওয়ারদের সঙ্গে জোট বাঁধে। অনেক দেশ গুটিবদ্ধ না থেকে পরোক্ষভাবে কোনও একটি শক্তির প্রতি নির্ভরশীল হয়ে পড়ে।