Chapter 15 - 

গণতান্ত্রিক ব্যবস্থার সংকট

পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Questions & Answers)

1. প্রশ্ন: ১৯৭৫ সালে ভারতের কোন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা ঘটে?
উত্তর: ১৯৭৫ সালের ২৫ জুন দেশে জাতীয় জরুরি অবস্থা (Emergency) জারি করা হয়।

2. প্রশ্ন: জরুরি অবস্থার কারণ কী ছিল?
উত্তর: অভ্যন্তরীণ গোলযোগ ও আইন শৃঙ্খলার অবনতির অজুহাতে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেন।

3. প্রশ্ন: জরুরি অবস্থার সময় গণতন্ত্র কীভাবে প্রভাবিত হয়েছিল?
উত্তর: মৌলিক অধিকার স্থগিত হয়, সংবাদপত্রে সেন্সরশিপ আরোপ হয় এবং বিরোধী নেতাদের গ্রেফতার করা হয়।

4. প্রশ্ন: ১৯৭৫ সালে জরুরি অবস্থার পেছনে আসল কারণ কী ছিল?
উত্তর: এলাহাবাদ হাইকোর্টে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে জালিয়াতির রায় এবং রাজনৈতিক চাপে ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেন।

5. প্রশ্ন: জরুরি অবস্থায় গণমাধ্যমের অবস্থা কেমন ছিল?
উত্তর: সংবাদপত্রে সেন্সরশিপ আরোপ হয়, অনেক সংবাদপত্র বন্ধ করা হয় এবং মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয়।

6. প্রশ্ন: ১৯৭৭ সালের নির্বাচন জরুরি অবস্থার পর কেন গুরুত্বপূর্ণ ছিল?
উত্তর: এই নির্বাচন ছিল ভারতের প্রথম বৃহৎ গণতান্ত্রিক প্রতিক্রিয়া যেখানে কংগ্রেস পরাজিত হয় এবং জনতা দল ক্ষমতায় আসে।

7. প্রশ্ন: জরুরি অবস্থার সময় কোন গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করা হয়?
উত্তর: ৪২তম সংবিধান সংশোধনী আইন, যার মাধ্যমে সংবিধানে ব্যাপক পরিবর্তন আনা হয়।

8. প্রশ্ন: ‘জনতা দল’ কিভাবে গঠিত হয়েছিল?
উত্তর: বিভিন্ন বিরোধী দল একত্রিত হয়ে ১৯৭৭ সালে জনতা দল গঠন করে কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনে অংশ নেয়।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Questions & Answers)

9. প্রশ্ন: ৪২তম সংবিধান সংশোধনীতে কী কী অন্তর্ভুক্ত হয়েছিল?
উত্তর:
মৌলিক কর্তব্য, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ সংযোজন, বিচার বিভাগের ক্ষমতা হ্রাস ইত্যাদি।

10. প্রশ্ন: ‘ইলাহাবাদ রায়’ কী ছিল?
উত্তর: ১৯৭৫ সালে এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীর নির্বাচনে দুর্নীতির অভিযোগে তার জয় অকার্যকর ঘোষণা করে।

11. প্রশ্ন: জরুরি অবস্থায় কোন মৌলিক অধিকারগুলি স্থগিত করা হয়েছিল?
উত্তর: ১৯, ২১ এবং ২২ নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার স্থগিত হয়।

12. প্রশ্ন: জরুরি অবস্থার সময় কে রাষ্ট্রপতি ছিলেন?
উত্তর:
ফকরুদ্দিন আলি আহমেদ।

13. প্রশ্ন: জরুরি অবস্থার ঘোষণায় সংসদের ভূমিকা কী ছিল?
উত্তর: সংসদে তেমন আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়া হয়। কার্যত প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার নির্দেশেই রাষ্ট্রপতি অনুমোদন দেন।

14. প্রশ্ন: ইন্দিরা গান্ধী কবে এবং কেন নির্বাচন ঘোষণা করেন?
উত্তর:
১৯৭৭ সালে জনগণের প্রতিক্রিয়া বোঝার জন্য তিনি নির্বাচন ঘোষণা করেন।

15. প্রশ্ন: জনতা দলের বিজয়ের কারণ কী ছিল?
উত্তর: জনগণের মধ্যে জরুরি অবস্থার প্রতি অসন্তোষ, নাগরিক অধিকার হরণ ও গণতন্ত্রের দমন।

16. প্রশ্ন: ১৯৭৭ সালের নির্বাচনে কংগ্রেস কোথায় হার মানে?
উত্তর: উত্তর ভারত ও অন্যান্য প্রধান রাজ্যে কংগ্রেস বিপর্যস্ত হয়, যদিও দক্ষিণ ভারতে কিছু আসনে জয় পায়।

17. প্রশ্ন: জরুরি অবস্থার সবচেয়ে বড় শিক্ষা কী?
উত্তর: গণতন্ত্রে নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও বিচার ব্যবস্থার স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

18. প্রশ্ন: জরুরি অবস্থার সময় কাদের গ্রেফতার করা হয়েছিল?
উত্তর: জয়প্রকাশ নারায়ণ, মোরারজি দেশাই, অটল বিহারী বাজপেয়ীসহ হাজার হাজার বিরোধী নেতাকে গ্রেফতার করা হয়।

19. প্রশ্ন: সংবিধান অনুযায়ী কত দিন পর্যন্ত জরুরি অবস্থা বহাল রাখা যায়?
উত্তর:
ছয় মাস করে সময় বাড়ানো যায়, তবে সংসদের অনুমোদন প্রয়োজন।

20. প্রশ্ন: ‘গণতন্ত্রের কালো অধ্যায়’ কাকে বলা হয়?
উত্তর: ১৯৭৫-১৯৭৭ সালের জরুরি অবস্থা।