Chapter 11 -

জাতিগঠনের প্রত্যাহ্বান

পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

1. প্রশ্ন: ‘জাতিগঠন’ বলতে কী বোঝায়?
উত্তর: জাতিগঠন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নবস্বাধীন রাষ্ট্র রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে একীভূত হয়ে একটি শক্তিশালী জাতি গঠনের পথে এগিয়ে যায়।

2. প্রশ্ন: স্বাধীনতা পরবর্তী ভারতে জাতিগঠনের প্রধান চ্যালেঞ্জ কী ছিল?
উত্তর: জাতিগঠনের প্রধান চ্যালেঞ্জ ছিল ভাষাগত বৈচিত্র্য, ধর্মীয় বিভাজন, আঞ্চলিকতা, এবং প্রাদেশিক আত্মপরিচয়ের দাবি।

3. প্রশ্ন: কাশ্মীর সমস্যার মূল কারণ কী ছিল?
উত্তর: কাশ্মীর সমস্যার মূল কারণ হল এর বিশেষ সাংবিধানিক মর্যাদা, ৩৭০ অনুচ্ছেদ, ও পাকিস্তানের হস্তক্ষেপ।

4. প্রশ্ন: হায়দ্রাবাদ সমস্যা কীভাবে সমাধান করা হয়?
উত্তর: ভারত সরকার ‘পুলিশ অ্যাকশন’ এর মাধ্যমে ১৯৪৮ সালে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে যুক্ত করে।

5. প্রশ্ন: মণিপুর কবে ভারতের সঙ্গে যুক্ত হয়?
উত্তর:
মণিপুর ১৯৪৯ সালে ভারতের সঙ্গে যুক্ত হয়।

6. প্রশ্ন: ‘স্বত্ব শাসন’ বলতে কী বোঝায়?
উত্তর:
স্বত্ব শাসন বলতে একটি অঞ্চলের জনগণের দ্বারা নিজস্ব সরকার পরিচালনার অধিকার বোঝায়।

7. প্রশ্ন: কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার সময় কী বিশেষ শর্ত রাখা হয়েছিল?
উত্তর:
কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার সময় তাকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অনুযায়ী বিশেষ মর্যাদা প্রদান করা হয়েছিল।

8. প্রশ্ন: ১৯৪৭ সালের দেশভাগের সময় সবচেয়ে বড় সমস্যা কী হয়েছিল?
উত্তর:
সর্বাধিক সমস্যা হয়েছিল শরণার্থী সমস্যা ও সাম্প্রদায়িক দাঙ্গার।

9. প্রশ্ন: কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত হয় কিভাবে?
উত্তর: কাশ্মীরের মহারাজা হরি সিং ‘Instrument of Accession’ স্বাক্ষর করার মাধ্যমে কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করেন।

10. প্রশ্ন: ভারত সরকার হায়দ্রাবাদের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেয়?
উত্তর: ভারত সরকার ১৯৪৮ সালে সামরিক অভিযান চালিয়ে হায়দ্রাবাদকে ভারতের অন্তর্ভুক্ত করে।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

11. প্রশ্ন: জাতিগঠনের চ্যালেঞ্জ মোকাবেলায় ভারত সরকার কী কৌশল গ্রহণ করেছিল?
উত্তর: ভারত সরকার ধর্মনিরপেক্ষতা, ভাষা অনুযায়ী রাজ্য পুনর্গঠন, সংবিধানিক স্বীকৃতি ও বিকেন্দ্রীকরণ নীতি গ্রহণ করে।

12. প্রশ্ন: কাশ্মীর সমস্যা আজও জটিল কেন?
উত্তর: বহিরাগত হস্তক্ষেপ, রাজনৈতিক অনাস্থা, বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদ কাশ্মীর সমস্যাকে আজও জটিল করে রেখেছে।

13. প্রশ্ন: দেশভাগের ফলে জাতিগঠনে কী প্রভাব পড়ে?
উত্তর:
দেশভাগের ফলে দেশজুড়ে বিশৃঙ্খলা, শরণার্থী সমস্যা এবং সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি হয়, যা জাতিগঠনের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়।

14. প্রশ্ন: মণিপুরে গণতন্ত্র কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:
মণিপুরে ১৯৪৮ সালে একটি গণতান্ত্রিক সংবিধানের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

15. প্রশ্ন: কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ সংক্রান্ত সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
উত্তর: অনুচ্ছেদ ৩৭০-এ কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত বিধান ছিল।

16. প্রশ্ন: কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে প্রথম যুদ্ধ কবে হয়?
উত্তর: ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ হয়।

17. প্রশ্ন: হায়দ্রাবাদ রাষ্ট্র কোন ধরনের শাসনাধীন ছিল স্বাধীনতার সময়?
উত্তর: হায়দ্রাবাদ ছিল নিজস্ব শাসক দ্বারা পরিচালিত একটি দেশীয় রাজ্য।

18. প্রশ্ন: জাতিগঠনের সময় উত্তর-পূর্ব ভারতে কোন কোন সমস্যা দেখা দিয়েছিল?
উত্তর:
বিচ্ছিন্নতাবাদ, জাতিগত সংঘাত, এবং স্বশাসনের দাবি ছিল মূল সমস্যা।

19. প্রশ্ন: দেশভাগ পরবর্তী সময়ে ভারতের প্রধান লক্ষ্য কী ছিল?
উত্তর: একটি সংহত, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা।

20. প্রশ্ন: ‘Instrument of Accession’ কী?
উত্তর:
এটি একটি আইনগত দলিল যার মাধ্যমে দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে যুক্ত হয়।