Chapter 6 -
আন্তর্জাতিক সংস্থাসমূহ
পাঠ্যপুস্তক ভিত্তিক প্ৰশ্নোত্তর (Textbook Questions & Answers)
1. প্রশ্ন: “যুদ্ধ অপেক্ষা বিজ্ঞ বক্তৃতা অনেক ভালো।” এই মন্তব্যটি কে করেছিলেন?
উত্তর: উইনস্টন চার্চিল এই মন্তব্যটি করেছিলেন।
2. প্রশ্ন: রাষ্ট্রসংঘের সনদ স্বাক্ষরকালে কয়টি রাষ্ট্র এতে স্বাক্ষর করেছিল?
উত্তর: রাষ্ট্রসংঘের সনদ স্বাক্ষরকালে ৫১টি রাষ্ট্র এতে স্বাক্ষর করেছিল।
3. প্রশ্ন: রাষ্ট্রসংঘের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: রাষ্ট্রসংঘের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বশান্তি রক্ষা করা।
4. প্রশ্ন: বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা কত?
উত্তর: বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা ১৯৩টি রাষ্ট্র।
5. প্রশ্ন: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত?
উত্তর: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা ৫টি।
6. প্রশ্ন: রাষ্ট্রসংঘের বর্তমান সচিব-প্রধান কে?
উত্তর: রাষ্ট্রসংঘের বর্তমান সচিব-প্রধান হলেন অ্যান্টোনিও গুতেরেস।
7. প্রশ্ন: IAEA-এর সম্পূর্ণ নাম কি?
উত্তর: IAEA-এর সম্পূর্ণ নাম হলো International Atomic Energy Agency।
8. প্রশ্ন: ‘ভেটো’ প্রয়োগ বলতে কি বোঝায়?
উত্তর: কোনো একটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাধাদান প্রক্রিয়াকে ‘ভেটো’ প্রয়োগ বলে।
9. প্রশ্ন: রাষ্ট্রসংঘের প্রথম সচিব-প্রধান কে ছিলেন?
উত্তর: রাষ্ট্রসংঘের প্রথম সচিব-প্রধান ছিলেন ট্রাইগভী লাই।
10. প্রশ্ন: কোন্ দেশ রাষ্ট্রসংঘের সর্বাধিক খরচের যোগান দেয়?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রসংঘের সর্বাধিক খরচের যোগান দেয় (২২%)।
11. প্রশ্ন: কোন্ তারিখটিকে রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয়?
উত্তর: ২৪শে অক্টোবর তারিখটিকে রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হয়।
12. প্রশ্ন: রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা অধ্যক্ষা কে ছিলেন?
উত্তর: শ্রীমতি বিজয় লক্ষ্মী পণ্ডিত রাষ্ট্রসংঘের সাধারণ সভার প্রথম মহিলা অধ্যক্ষা ছিলেন।
13. প্রশ্ন: শান্তি রক্ষা আয়োগ কখন গঠন করা হয়েছিল?
উত্তর: শান্তি রক্ষা আয়োগ ২০০৫ সালে গঠন করা হয়েছিল।
14. প্রশ্ন: রাষ্ট্রসংঘের সহস্রাব্দ ঘোষণাপত্র কখন অনুমোদিত হয়েছিল?
উত্তর: রাষ্ট্রসংঘের সহস্রাব্দ ঘোষণাপত্র ২০০০ সালের সেপ্টেম্বর মাসে অনুমোদিত হয়েছিল।
15. প্রশ্ন: রাষ্ট্রসংঘের মহাসচিবের কার্যকাল কত বছরের জন্য হয়?
উত্তর: রাষ্ট্রসংঘের মহাসচিবের কার্যকাল পাঁচ বছরের জন্য হয়।