Chapter 13 -
ভারতের বৈদেশিক সম্পর্ক
পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Questions & Answers)
1. প্রশ্ন: ভারতের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য কী?
উত্তর: ভারতের বৈদেশিক নীতির মূল বৈশিষ্ট্য হল – অ-জোটনীতি, শান্তিপূর্ণ সহাবস্থান, সার্বভৌমত্বের শ্রদ্ধা, জাতিসংঘের প্রতি শ্রদ্ধা, এবং অর্থনৈতিক সহযোগিতা।
2. প্রশ্ন: ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে বৈদেশিক নীতির মূল রূপকার ছিলেন?
উত্তর: জওহরলাল নেহেরু।
3. প্রশ্ন: অ-জোট আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?
উত্তর: কোনও সামরিক জোটে যোগ না দিয়ে শান্তি, উন্নয়ন, ও স্বাধীনতা রক্ষা করা।
4. প্রশ্ন: পঞ্চশীল নীতির কয়টি মূলনীতি আছে?
উত্তর: পঞ্চশীল নীতির ৫টি মূলনীতি আছে।
5. প্রশ্ন: পঞ্চশীল নীতির দুটি প্রধান নীতি লেখ।
উত্তর:
১. পারস্পরিক শ্রদ্ধা ও সার্বভৌমত্ব
২. পারস্পরিক অনাক্রমণ
6. প্রশ্ন: ভারতের প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক কেমন?
উত্তর: ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক মিশ্র – কখনো বন্ধুত্বপূর্ণ, কখনো উত্তেজনাপূর্ণ।
7. প্রশ্ন: ভারত-বাংলাদেশ সম্পর্ক কবে থেকে উন্নত হয়?
উত্তর: ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই এই সম্পর্কের সূচনা হয়।
8. প্রশ্ন: ভারত-চীন যুদ্ধ কবে হয়েছিল?
উত্তর: ১৯৬২ সালে।
9. প্রশ্ন: ভারত কোন বছরে পরমাণু পরীক্ষা করে?
উত্তর: প্রথমবার ১৯৭৪ সালে, দ্বিতীয়বার ১৯৯৮ সালে।
10. প্রশ্ন: ভারত জাতিসংঘের কোন কোন শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে?
উত্তর: কঙ্গো, সোমালিয়া, শ্রীলঙ্কা, দক্ষিণ সুদান প্রভৃতি দেশে।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Questions & Answers)
11. প্রশ্ন: ভারতের বৈদেশিক নীতির উদ্দেশ্য কী?
উত্তর: শান্তি প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা লাভ।
12. প্রশ্ন: অ-জোট নীতির প্রতিষ্ঠাতা দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান কেমন?
উত্তর: ভারত ছিল এই নীতির একজন প্রধান রূপকার ও নেতা।
13. প্রশ্ন: ভারত ও আমেরিকার সম্পর্ক কেমন ছিল ঠান্ডা যুদ্ধকালে?
উত্তর: মিশ্র; ভারত অ-জোট থাকলেও, আমেরিকা কখনো সন্দেহভাজনভাবে দেখত।
14. প্রশ্ন: ভারত-রাশিয়া সম্পর্কের বৈশিষ্ট্য কী?
উত্তর: ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ, বিশেষ করে ঠান্ডা যুদ্ধকালীন সময়ে।
15. প্রশ্ন: ভারত-নেপাল সম্পর্কের প্রধান দিক কী?
উত্তর: উন্মুক্ত সীমান্ত, সাংস্কৃতিক ঘনিষ্ঠতা, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা।
16. প্রশ্ন: জাতিসংঘের সাথে ভারতের সম্পর্ক কেমন?
উত্তর: ভারত জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য, শান্তিরক্ষা মিশনে অন্যতম বড় অবদানকারী দেশ।
17. প্রশ্ন: "লুক ইস্ট পলিসি" কী?
উত্তর: ভারতের পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক মজবুত করার উদ্যোগ।
18. প্রশ্ন: SAARC কী এবং ভারতের ভূমিকা কী এতে?
উত্তর: SAARC হল দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। ভারত এই সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা ও গুরুত্বপূর্ণ সদস্য।
19. প্রশ্ন: ভারত-পাকিস্তান সম্পর্কের মূল সমস্যা কী?
উত্তর: জম্মু ও কাশ্মীর সমস্যা, সন্ত্রাসবাদ, এবং রাজনৈতিক উত্তেজনা।
20. প্রশ্ন: ‘গ্লোবাল সাউথ’-এর নেতৃত্বে ভারতের ভূমিকা কেমন?
উত্তর: ভারত গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্ব দিতে সক্রিয় এবং আন্তর্জাতিক মঞ্চে তাদের স্বার্থ রক্ষায় সচেষ্ট।
21. প্রশ্ন: আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের নীতি কেমন হওয়া উচিত?
উত্তর: শান্তিপূর্ণ, বহুপাক্ষিক, স্বার্থরক্ষা ও উন্নয়নমূলক কূটনীতি।