Chapter 5 -
সমসাময়িক দক্ষিণ এশিয়া
পাঠ্যপুস্তক ভিত্তিক প্ৰশ্নোত্তর (Textbook Questions & Answers)
1. প্রশ্ন: দক্ষিণ এশিয়া বলতে কি বোঝায়?
উত্তর: দক্ষিণ এশিয়া বলতে ভারত, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল ও মালদ্বীপ প্রভৃতি রাষ্ট্রকে নিয়ে বিস্তীর্ণ এলাকাকে বোঝায়।
2. প্রশ্ন: চীন কি দক্ষিণ এশিয়ার অংশ?
উত্তর: না, চীন দক্ষিণ এশিয়ার অংশ নয়।
3. প্রশ্ন: SAARC-এর প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে সহযোগিতা স্থাপনের উদ্দেশ্যে SAARC গঠিত হয়।
4. প্রশ্ন: SAARC কখন গঠিত হয়েছিল?
উত্তর: SAARC ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে গঠিত হয়েছিল।
5. প্রশ্ন: SAARC-এর মোট সদস্য সংখ্যা কত?
উত্তর: SAARC-এর মোট সদস্য সংখ্যা ৭টি (আফগানিস্তানসহ ৮টি)।
6. প্রশ্ন: SAFTA কি বোঝায়?
উত্তর: SAFTA-এর পূর্ণরূপ হলো South Asian Free Trade Area (দক্ষিণ এশীয় অবাধ বাণিজ্য এলাকা)।
7. প্রশ্ন: কার্গিল যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল?
উত্তর: কার্গিল যুদ্ধ ১৯৯৯ সালে সংঘটিত হয়েছিল।
8. প্রশ্ন: সিমলা চুক্তি কখন সম্পাদিত হয়?
উত্তর: সিমলা চুক্তি ১৯৭২ সালে সম্পাদিত হয়।
✦ অতিরিক্ত প্ৰশ্নোত্তর (Additional Questions & Answers)
9. প্রশ্ন: দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত চারটি রাষ্ট্রের নাম লেখ।
উত্তর: ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা।
10. প্রশ্ন: শ্রীলঙ্কার রাজনীতিতে কোন জাতিগোষ্ঠী আধিপত্য বিস্তার করে?
উত্তর: শ্রীলঙ্কার রাজনীতিতে সিংহলি জাতিগোষ্ঠী আধিপত্য বিস্তার করে।
11. প্রশ্ন: ভারতের 'Look East Policy'-র অংশীদার কোন রাষ্ট্র ছিল?
উত্তর: শ্রীলঙ্কা।
12. প্রশ্ন: ভারত ১৯৯৮ সালে কোন স্থানে পরমাণু পরীক্ষণ কার্যসূচী রূপায়িত করেছিল?
উত্তর: রাজস্থানের পোখরানে।
13. প্রশ্ন: SAARC-এর দুটি পর্যবেক্ষক রাষ্ট্রের নাম লেখ।
উত্তর: চীন ও জাপান।
14. প্রশ্ন: LTTE-এর পূর্ণরূপ কি?
উত্তর: Liberation Tigers of Tamil Eelam।
15. প্রশ্ন: নেপালে রাজতন্ত্রের অবসান কবে ঘটে?
উত্তর: ২০০৭ সালে নেপালে রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।