১.(ভাগ)
৮.১অধ্য়ায়
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ
------------------------------------------------
1. ডোবেরাইনারের
ত্রয়ীসূত্রটি কী? মৌলের শ্রেণিবিন্যাসে এই সূত্রটি | বিশেষ সহায়ক হয়নি কেন?অনুরূপ প্রশ্ন, ডোবেরাইনারের ত্রয়ী সূত্রটি লেখো।
উত্তর: ডোবেরাইনারের ত্রয়ীসূত্র: রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে এমন তিনটি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে এক-একটি শ্রেণি গঠন করলে মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অন্য দুটির পারমাণবিক ভরের গড় মানের সমান হয়।
উদাহরণ: রাসায়নিক ধর্মে মিল আছে এমন তিনটি মৌল Li, Na ও K- এর পারমাণবিক ভর (পূর্ণসংখ্যায় প্রকাশিত) যথাক্রমে 7, 23 ও 39।
সুতরাং, Li ও K -এর গড় পারমাণবিক ভর = 7 + 392 = 23 Na -এর পারমাণবিক ভর।
ডোবেরাইনারের আরও কয়েকটি ত্রয়ী হল—---
উত্তর: ডোবেরাইনারের ত্রয়ীসূত্র: রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে এমন তিনটি করে মৌলকে পারমাণবিক ভরের ক্রমানুযায়ী সাজিয়ে এক-একটি শ্রেণি গঠন করলে মাঝের মৌলটির পারমাণবিক ভর মোটামুটিভাবে অন্য দুটির পারমাণবিক ভরের গড় মানের সমান হয়।
উদাহরণ: রাসায়নিক ধর্মে মিল আছে এমন তিনটি মৌল Li, Na ও K- এর পারমাণবিক ভর (পূর্ণসংখ্যায় প্রকাশিত) যথাক্রমে 7, 23 ও 39।
সুতরাং, Li ও K -এর গড় পারমাণবিক ভর = 7 + 392 = 23 Na -এর পারমাণবিক ভর।
ডোবেরাইনারের আরও কয়েকটি ত্রয়ী হল—---
মৌল
|
Ca [Sr] Ba
|
CI [Br] I
|
S [Se] Te
|
পারমাণবিক ভর
|
40 [88] 137
|
35.5 [80] 127
|
32 [79] 128
|
সীমাবদ্ধতা: ত্রয়ীসূত্রের প্রয়োেগ মাত্র কয়েকটি মৌলের (বিশেষ করে
হালকা মৌলগুলির) ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল, সমস্ত
মৌলের ক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা যায় না। তাই মৌলের শ্রেণিবিন্যাসে এই সূত্র
বিশেষ সহায়ক হয়নি।
2. নিউল্যাক্সের অষ্টক
সূত্রটি লেখো ও উদাহরণ দাও। এই সূত্রটি পরিত্যক্ত হয় কেন?
উত্তর: নিউল্যাক্সের অষ্টক সূত্র: মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয়। অর্থাৎ প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে।
উদাহরণ: নীচের সারণিতে Li থেকে Ca পর্যন্ত মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছে।
উত্তর: নিউল্যাক্সের অষ্টক সূত্র: মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজালে কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলটির ধর্ম প্রথম মৌলটির অনুরূপ হয়। অর্থাৎ প্রতি অষ্টম মৌলে প্রথম মৌলের ধর্মের পুনরাবৃত্তি ঘটে।
উদাহরণ: নীচের সারণিতে Li থেকে Ca পর্যন্ত মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছে।
Li (6.94) |
Be (9.01) |
B (10.82) |
C (12.01) |
N (14.01) |
O (16) |
F (19) |
Na (22.99) |
Mg (24.32) |
Ai (26.98) |
Si (28.09) |
p (30.97) |
S (32.06) |
CI (35.45) |
K (39.1) |
Ca (40.08) |
বন্ধনী-মধ্যস্থ সংখ্যাগুলি পারমাণবিক ভর নির্দেশ করে]
সারণিতে প্রদত্ত যে-কোনো মৌলের সঙ্গে পরবর্তী অষ্টম মৌলের ধর্মের মিল আছে। যেমন—---Li থেকে শুরু করলে অষ্টম মৌল হয় Na। আবার, Na থেকে শুরু করলে অষ্টম মৌল হয় K। Li, Na ও K-এর রাসায়নিক ধর্মে মিল লক্ষ করা যায়।
সীমাবদ্ধতা: হাইড্রোজেন থেকে ক্যালশিয়াম পর্যন্ত হালকা মৌল- গুলির ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হলেও ভারী মৌলের ক্ষেত্রে এই সূত্রটি অচল হওয়ায় এটি পরিত্যক্ত হয়।
সারণিতে প্রদত্ত যে-কোনো মৌলের সঙ্গে পরবর্তী অষ্টম মৌলের ধর্মের মিল আছে। যেমন—---Li থেকে শুরু করলে অষ্টম মৌল হয় Na। আবার, Na থেকে শুরু করলে অষ্টম মৌল হয় K। Li, Na ও K-এর রাসায়নিক ধর্মে মিল লক্ষ করা যায়।
সীমাবদ্ধতা: হাইড্রোজেন থেকে ক্যালশিয়াম পর্যন্ত হালকা মৌল- গুলির ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য হলেও ভারী মৌলের ক্ষেত্রে এই সূত্রটি অচল হওয়ায় এটি পরিত্যক্ত হয়।
3. [i] মেন্ডেলিভের
পর্যায়-সূত্রটি বিবৃত করো। [ii] মেন্ডেলিভ কীসের ভিত্তিতে
তাঁর পর্যায়-সূত্র প্রকাশ করেছিলেন?
উত্তর: [i] মেন্ডেলিভের পর্যায়-সূত্র (Mendeleev's periodic law): বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
ii] পর্যায়-সূত্রের ভিত্তি: বিজ্ঞানী মেন্ডেলিভ বিভিন্ন মৌল ও তাদের যৌগগুলির ভৌত ধর্ম (যেমন-গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, পারমাণবিক ভর) এবং রাসায়নিক ধর্ম-সংক্রান্ত নানাবিধ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজান। এক্ষেত্রে তিনি লক্ষ করেন মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় কিন্তু নির্দিষ্ট সংখ্যক মৌলের ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এই পর্যবেক্ষণের ভিত্তিতে মেন্ডেলিভ তাঁর পর্যায়-সূত্র প্রকাশ করেছিলেন।
উত্তর: [i] মেন্ডেলিভের পর্যায়-সূত্র (Mendeleev's periodic law): বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
ii] পর্যায়-সূত্রের ভিত্তি: বিজ্ঞানী মেন্ডেলিভ বিভিন্ন মৌল ও তাদের যৌগগুলির ভৌত ধর্ম (যেমন-গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, পারমাণবিক ভর) এবং রাসায়নিক ধর্ম-সংক্রান্ত নানাবিধ পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজান। এক্ষেত্রে তিনি লক্ষ করেন মৌলের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় কিন্তু নির্দিষ্ট সংখ্যক মৌলের ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। এই পর্যবেক্ষণের ভিত্তিতে মেন্ডেলিভ তাঁর পর্যায়-সূত্র প্রকাশ করেছিলেন।
4. লোথার মেয়ারের
পর্যায়-সূত্রটি বিবৃত করো। মৌলের শ্রেণিবিন্যাসে বিজ্ঞানী লোথার মেয়ারের অবদান
মূল্যায়ন করো।
উত্তর: লোথার মেয়ারের পর্যায়-সূত্র: বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি (যেমন-পারমাণবিক আয়তন, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি) তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
মৌলের শ্রেণিবিন্যাসে লোথার মেয়ারের অবদান: জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার মৌলসমূহের পারমাণবিক ভরের সঙ্গে বিভিন্ন ভৌত ধর্মের (যেমন—---পারমাণবিক আয়তন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি) পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি সম্পর্কে গবেষণা করেন। তিনি স্বতন্ত্রভাবে একটি পর্যায়-সূত্র প্রকাশ করেছিলেন যা মেন্ডেলিভের পর্যায়-সূত্রের অনুরূপ। মেন্ডেলিভ ও লোথার মেয়ার দুজনেই পর্যায়-সূত্রের বিষয়ে গবেষণার জন্য স্বীকৃতি পেলেও মেন্ডেলিভের সূত্রটি সামান্য আগে প্রকাশিত হওয়ায় পর্যায়-সূত্রের সঙ্গে মেন্ডেলিভের নামই সচরাচর উচ্চারিত হয়। কিন্তু মৌলের ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি সম্পর্কে ধারণা প্রদান এবং এই ধারণা অনুসারে মৌলের শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে লোথার মেয়ারের অবদান অনস্বীকার্য।
উত্তর: লোথার মেয়ারের পর্যায়-সূত্র: বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি (যেমন-পারমাণবিক আয়তন, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি) তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
মৌলের শ্রেণিবিন্যাসে লোথার মেয়ারের অবদান: জার্মান বিজ্ঞানী লোথার মেয়ার মৌলসমূহের পারমাণবিক ভরের সঙ্গে বিভিন্ন ভৌত ধর্মের (যেমন—---পারমাণবিক আয়তন, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক ইত্যাদি) পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি সম্পর্কে গবেষণা করেন। তিনি স্বতন্ত্রভাবে একটি পর্যায়-সূত্র প্রকাশ করেছিলেন যা মেন্ডেলিভের পর্যায়-সূত্রের অনুরূপ। মেন্ডেলিভ ও লোথার মেয়ার দুজনেই পর্যায়-সূত্রের বিষয়ে গবেষণার জন্য স্বীকৃতি পেলেও মেন্ডেলিভের সূত্রটি সামান্য আগে প্রকাশিত হওয়ায় পর্যায়-সূত্রের সঙ্গে মেন্ডেলিভের নামই সচরাচর উচ্চারিত হয়। কিন্তু মৌলের ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তি সম্পর্কে ধারণা প্রদান এবং এই ধারণা অনুসারে মৌলের শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে লোথার মেয়ারের অবদান অনস্বীকার্য।
5. পর্যায় সারণির পর্যায়
ও শ্রেণি বলতে কী বোঝ? 1871 সালে প্রকাশিত মেন্ডেলিভের
পর্যায়-সারণিতে কয়টি শ্রেণি ও কয়টি পর্যায় ছিল?
উত্তর: পর্যায়-সারণির অনুভূমিক সারিগুলিকে পর্যায় বা পিরিয়ড এবং উল্লম্ব সারিগুলিকে শ্রেণি বা গ্রুপ বলে।
1871 সালে প্রকাশিত মেন্ডেলিভের মূল পর্যায় সারণিতে 7 টি পর্যায় (1, 2, 3, 4, 5, 6, 7) ও ৪টি শ্রেণি (I-VIII) ছিল।
6. মেন্ডেলিভের পর্যায় সারণির মূল সংস্করণে (প্রকাশকাল 1871) ক-টি মৌল ছিল? এই পর্যায় সারণিতে কোন্ শ্রেণিটি অনুপস্থিত ছিল এবং কেন?
উত্তর: মেন্ডেলিভের পর্যায়-সারণির মূল সংস্করণে (1871খ্রিস্টাব্দে) 63 টি মৌল ছিল।
মেন্ডেলিভের মূল পর্যায়-সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণি বা শূন্য (0) শ্রেণিটি অনুপস্থিত ছিল। কারণ এই পার্যায় সারণিটি প্রকাশের সময় নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কৃত হয়নি।
উত্তর: পর্যায়-সারণির অনুভূমিক সারিগুলিকে পর্যায় বা পিরিয়ড এবং উল্লম্ব সারিগুলিকে শ্রেণি বা গ্রুপ বলে।
1871 সালে প্রকাশিত মেন্ডেলিভের মূল পর্যায় সারণিতে 7 টি পর্যায় (1, 2, 3, 4, 5, 6, 7) ও ৪টি শ্রেণি (I-VIII) ছিল।
6. মেন্ডেলিভের পর্যায় সারণির মূল সংস্করণে (প্রকাশকাল 1871) ক-টি মৌল ছিল? এই পর্যায় সারণিতে কোন্ শ্রেণিটি অনুপস্থিত ছিল এবং কেন?
উত্তর: মেন্ডেলিভের পর্যায়-সারণির মূল সংস্করণে (1871খ্রিস্টাব্দে) 63 টি মৌল ছিল।
মেন্ডেলিভের মূল পর্যায়-সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণি বা শূন্য (0) শ্রেণিটি অনুপস্থিত ছিল। কারণ এই পার্যায় সারণিটি প্রকাশের সময় নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কৃত হয়নি।
7. উপশ্রেণি কী?
উত্তর: মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক বা সংশোধিত সংস্করণে শূন্য (০) শ্রেণি এবং অষ্টম (VIII) শ্রেণি ছাড়া প্রথম (1) থেকে সপ্তম (VII) শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিকে A ও B দুটি অংশে ভাগ করা হয়েছে। এগুলিকে উপশ্রেণি বলে। I-VII প্রতিটি শ্রেণির বামদিকের সারিকে উপশ্রেণি A ও ডানদিকের সারিকে উপশ্রেণি B বলে। একই শ্রেণির অন্তর্গত। উপশ্রেণি A ও উপশ্রেণি B -এর মৌলগুলির মধ্যে যোজ্যতা ছাড়া আর অন্য কোনো ধর্মের সাদৃশ্য দেখা যায় না।
৪. মেন্ডেলিভের পর্যায়-সারণিতে
উপশ্রেণির প্রয়োজন হয়েছিল কেন?
উত্তর: মেন্ডেলিভ তাঁর পর্যায়-সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানোর সময় সমধর্মসম্পন্ন মৌলগুলিকে একই শ্রেণিতে অন্তর্ভুক্ত করার পদ্ধতি অনুসরণ করেছিলেন। কোনো একটি শ্রেণির অন্তর্ভুক্ত মৌলসমূহের ধর্মাবলি একই রকমের হবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল ০ (শূন্য) এবং VIII নং শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির কোনো কোনো মৌলকে ভিন্নধর্মী অন্য মৌলসমূহের সাথে একই শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে। এই অসামঞ্জস্য দূর করার জন্য I থেকে VII নং শ্রেণিগুলির প্রত্যেকটিকে A ও B উপশ্রেণিতে ভাগ করা হয়। একটি নির্দিষ্ট শ্রেণির অন্তর্ভুক্ত একই উপশ্রেণির মৌলগুলি সমধর্মী হয় কিন্তু একই শ্রেণিভুক্ত ভিন্ন উপশ্রেণির মৌলগুলি শুধুমাত্র যোজ্যতা ছাড়া আর কোনো দিক থেকেই সমধর্মী হয় না।
উত্তর: মেন্ডেলিভ তাঁর পর্যায়-সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানোর সময় সমধর্মসম্পন্ন মৌলগুলিকে একই শ্রেণিতে অন্তর্ভুক্ত করার পদ্ধতি অনুসরণ করেছিলেন। কোনো একটি শ্রেণির অন্তর্ভুক্ত মৌলসমূহের ধর্মাবলি একই রকমের হবে বলে প্রত্যাশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল ০ (শূন্য) এবং VIII নং শ্রেণি ছাড়া অন্যান্য শ্রেণির কোনো কোনো মৌলকে ভিন্নধর্মী অন্য মৌলসমূহের সাথে একই শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে। এই অসামঞ্জস্য দূর করার জন্য I থেকে VII নং শ্রেণিগুলির প্রত্যেকটিকে A ও B উপশ্রেণিতে ভাগ করা হয়। একটি নির্দিষ্ট শ্রেণির অন্তর্ভুক্ত একই উপশ্রেণির মৌলগুলি সমধর্মী হয় কিন্তু একই শ্রেণিভুক্ত ভিন্ন উপশ্রেণির মৌলগুলি শুধুমাত্র যোজ্যতা ছাড়া আর কোনো দিক থেকেই সমধর্মী হয় না।
যেমন—------IA শ্রেণিতে
অবস্থিত Li, Na, K, Rb, Cs ইত্যাদি মৌল এবং IB শ্রেণির Cu, Ag, Au মৌলের মধ্যে কেবলমাত্র যোজ্যতা (1)
ছাড়া আর কোনো ধর্মের বিশেষ মিল নেই।
9. 'পর্যায় সারণি'
রচনায় মেন্ডেলিভের অবদান লেখো।
উত্তর: মেন্ডেলিভ বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফলকে বিশ্লেষণ করার সময় লক্ষ করেছিলেন, পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলিকে পরপর সাজানো হলে, নিয়মিত ও নির্দিষ্ট সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তিনি একে মৌলের 'পর্যাবৃত্ত ধর্ম' বলে আখ্যা দেন।
উত্তর: মেন্ডেলিভ বিভিন্ন পরীক্ষালব্ধ ফলাফলকে বিশ্লেষণ করার সময় লক্ষ করেছিলেন, পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলিকে পরপর সাজানো হলে, নিয়মিত ও নির্দিষ্ট সংখ্যার ব্যবধানে তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তিনি একে মৌলের 'পর্যাবৃত্ত ধর্ম' বলে আখ্যা দেন।
1869 খ্রিস্টাব্দে মেন্ডেলিভ মৌলের ধর্মের ওপর ভিত্তি করে বিখ্যাত 'পর্যায়- সূত্র'টি প্রকাশ করেন। পর্যায়-সূত্র অনুসারে, মৌলগুলির বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়-সূত্রকে অবলম্বন করে, তখনও পর্যন্ত আবিষ্কৃত 63 টি মৌলকে মেন্ডেলিভ অনুভূমিক ও উল্লম্ব সারিতে এমনভাবে সাজান যাতে একই উল্লম্ব শ্রেণিতে অনুরূপ ধর্মের মৌলগুলি স্থান পায়। এই সজ্জাকেই 'মেন্ডেলিভের পর্যায় সারণি' বলে। কেবল পর্যায়-সারণি তৈরি করাই নয়, বেশ কিছু অনাবিষ্কৃত মৌল সম্পর্কেও তিনি অগ্রিম ধারণা দিয়েছিলেন, যেগুলি পরবর্তীকালে আবিষ্কৃত হয় ও পর্যায় সারণির অন্তর্ভুক্ত হয়।
10. মেন্ডেলিভের
পর্যায়-সারণির প্রয়োজনীয়তা বা গুরুত্ব উল্লেখ করো।
উত্তর: পর্যায় সারণি তৈরির সময় অনাবিষ্কৃত কিছু মৌলের জন্য মেন্ডেলিভ পর্যায় সারণিতে কতকগুলি স্থান ফাঁকা রেখেছিলেন। তিনি এই সব অনাবিষ্কৃত মৌলের ধর্ম সম্বন্ধেও ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই ঘটনা পরবর্তী সময়ে বিজ্ঞানীদের নতুন মৌল আবিষ্কারের অনুপ্রেরণা জুগিয়েছিল। ② পর্যায়-সারণির একই শ্রেণির অন্তর্গত মৌলগুলির ধর্মে সাদৃশ্য লক্ষ করা যায়। এই কারণে কোনো একটি শ্রেণির যে-কোনো একটি মৌল ও তার যৌগসমূহের ধর্ম জানা থাকলে ওই শ্রেণির অন্তর্ভুক্ত বাকি মৌল এবং তাদের যৌগের ধর্ম সম্পর্কেও অনেকখানি ধারণা লাভ করা যায়। ③ মেন্ডেলিভের সময় বেশ কিছু মৌলের পারমাণবিক ভর ত্রুটিপূর্ণ ছিল। পর্যায় সারণির সাহায্যে এইসব মৌলের পারমাণবিক ভর সংশোধন করা সম্ভব হয়েছে।
উত্তর: পর্যায় সারণি তৈরির সময় অনাবিষ্কৃত কিছু মৌলের জন্য মেন্ডেলিভ পর্যায় সারণিতে কতকগুলি স্থান ফাঁকা রেখেছিলেন। তিনি এই সব অনাবিষ্কৃত মৌলের ধর্ম সম্বন্ধেও ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই ঘটনা পরবর্তী সময়ে বিজ্ঞানীদের নতুন মৌল আবিষ্কারের অনুপ্রেরণা জুগিয়েছিল। ② পর্যায়-সারণির একই শ্রেণির অন্তর্গত মৌলগুলির ধর্মে সাদৃশ্য লক্ষ করা যায়। এই কারণে কোনো একটি শ্রেণির যে-কোনো একটি মৌল ও তার যৌগসমূহের ধর্ম জানা থাকলে ওই শ্রেণির অন্তর্ভুক্ত বাকি মৌল এবং তাদের যৌগের ধর্ম সম্পর্কেও অনেকখানি ধারণা লাভ করা যায়। ③ মেন্ডেলিভের সময় বেশ কিছু মৌলের পারমাণবিক ভর ত্রুটিপূর্ণ ছিল। পর্যায় সারণির সাহায্যে এইসব মৌলের পারমাণবিক ভর সংশোধন করা সম্ভব হয়েছে।
11. মেন্ডেলিভের পর্যায়
সারণি কীভাবে নতুন মৌল আবিষ্কারের প্রেরণা জুগিয়েছিল? উদাহরণ
দাও।
উত্তর: পর্যায় সারণি প্রস্তুতির সময় মেন্ডেলিভ সেই সময় পর্যন্ত অনাবিষ্কৃত কিছু মৌলের জন্য পর্যায়-সারণিতে কয়েকটি স্থান ফাঁকা রেখেছিলেন। অনাবিষ্কৃত এইসব মৌলের ধর্ম সম্পর্কে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই ফাঁকা স্থানগুলি বৈজ্ঞানিকদের নতুন নতুন মৌল আবিষ্কারের প্রেরণা জুগিয়েছিল। মেন্ডেলিভ একা-বোরন, একা-অ্যালুমিনিয়াম ও একা-সিলিকন নামে তিনটি মৌলের অস্তিত্ব ও তাদের বিভিন্ন ধর্ম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর জীবদ্দশাতেই এই মৌলগুলি আবিষ্কৃত হয় এবং এদের নাম দেওয়া হয় যথাক্রমে স্ক্যান্ডিয়াম (21Sc), গ্যালিয়াম (31Ga) ও জার্মেনিয়াম (32Ge)। আশ্চর্যজনকভাবে মেন্ডেলিভের করা ভবিষ্যদ্বাণীর সঙ্গে এই মৌলগুলির ধর্ম প্রায় অক্ষরে অক্ষরে মিলে যায়।
উত্তর: পর্যায় সারণি প্রস্তুতির সময় মেন্ডেলিভ সেই সময় পর্যন্ত অনাবিষ্কৃত কিছু মৌলের জন্য পর্যায়-সারণিতে কয়েকটি স্থান ফাঁকা রেখেছিলেন। অনাবিষ্কৃত এইসব মৌলের ধর্ম সম্পর্কে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন। এই ফাঁকা স্থানগুলি বৈজ্ঞানিকদের নতুন নতুন মৌল আবিষ্কারের প্রেরণা জুগিয়েছিল। মেন্ডেলিভ একা-বোরন, একা-অ্যালুমিনিয়াম ও একা-সিলিকন নামে তিনটি মৌলের অস্তিত্ব ও তাদের বিভিন্ন ধর্ম সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাঁর জীবদ্দশাতেই এই মৌলগুলি আবিষ্কৃত হয় এবং এদের নাম দেওয়া হয় যথাক্রমে স্ক্যান্ডিয়াম (21Sc), গ্যালিয়াম (31Ga) ও জার্মেনিয়াম (32Ge)। আশ্চর্যজনকভাবে মেন্ডেলিভের করা ভবিষ্যদ্বাণীর সঙ্গে এই মৌলগুলির ধর্ম প্রায় অক্ষরে অক্ষরে মিলে যায়।
12. মেন্ডেলিভের
পর্যায়-সারণির ত্রুটিগুলি উল্লেখ করো।
উত্তর: মেন্ডেলিভের পর্যায়-সারণির ত্রুটিগুলি হল ① মেন্ডেলিভের পর্যায় সারণিতে কোনো কোনো ক্ষেত্রে বেশি পারমাণবিক ভরবিশিষ্ট মৌলকে কম পারমাণবিক ভরবিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে। যেমন- Ar (পারমাণবিক ভর 39.94)-এর স্থান K (পারমাণবিক ভর 39.1)-এর আগে। মেন্ডেলিভের পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কারণ IA ও VIIB উভয় গ্রুপের মৌলের সাথে হাইড্রোজেনের বেশ কিছু ধর্মগত মিল আছে। ও মেন্ডেলিভের পর্যায় সারণিতে কিছু ক্ষেত্রে সমধর্মী মৌলকে ভিন্ন গ্রুপে এবং কয়েকটি ভিন্নধর্মী মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। যেমন-ধর্মে যথেষ্ট মিল থাকলেও বেরিয়াম ও লেডকে আলাদা গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আবার Li, Na, K প্রভৃতি তীব্র ক্ষারধর্মী ধাতুর সঙ্গে Cu, Ag, Au প্রভৃতি মুদ্রা ধাতুকে একই গ্রুপে রাখা হয়েছে। ④ পারমাণবিক ভর ভিন্ন হওয়া সত্ত্বেও একটি মৌলের সমস্ত আইসোটোপ বা সমস্থানিকগুলিকে মেন্ডেলিভের পর্যায়-সারণিতে একই স্থানে রাখা হয়েছে। আইসোবারগুলির পারমাণবিক ভর একই হলেও তাদের পৃথক স্থানে রাখা হয়েছে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের অষ্টম শ্রেণিতে ওটি করে মৌলকে একইসাথে একই শ্রেণিতে রাখা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে গ্রুপ IIIA-তে 14 টি করে (ল্যান্থানাইট্স ও অ্যাকটিনাইট্স) মৌলকে একইসাথে একই শ্রেণিতে রাখা হয়েছে।
উত্তর: মেন্ডেলিভের পর্যায়-সারণির ত্রুটিগুলি হল ① মেন্ডেলিভের পর্যায় সারণিতে কোনো কোনো ক্ষেত্রে বেশি পারমাণবিক ভরবিশিষ্ট মৌলকে কম পারমাণবিক ভরবিশিষ্ট মৌলের আগে স্থান দেওয়া হয়েছে। যেমন- Ar (পারমাণবিক ভর 39.94)-এর স্থান K (পারমাণবিক ভর 39.1)-এর আগে। মেন্ডেলিভের পর্যায় সারণিতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কারণ IA ও VIIB উভয় গ্রুপের মৌলের সাথে হাইড্রোজেনের বেশ কিছু ধর্মগত মিল আছে। ও মেন্ডেলিভের পর্যায় সারণিতে কিছু ক্ষেত্রে সমধর্মী মৌলকে ভিন্ন গ্রুপে এবং কয়েকটি ভিন্নধর্মী মৌলকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। যেমন-ধর্মে যথেষ্ট মিল থাকলেও বেরিয়াম ও লেডকে আলাদা গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আবার Li, Na, K প্রভৃতি তীব্র ক্ষারধর্মী ধাতুর সঙ্গে Cu, Ag, Au প্রভৃতি মুদ্রা ধাতুকে একই গ্রুপে রাখা হয়েছে। ④ পারমাণবিক ভর ভিন্ন হওয়া সত্ত্বেও একটি মৌলের সমস্ত আইসোটোপ বা সমস্থানিকগুলিকে মেন্ডেলিভের পর্যায়-সারণিতে একই স্থানে রাখা হয়েছে। আইসোবারগুলির পারমাণবিক ভর একই হলেও তাদের পৃথক স্থানে রাখা হয়েছে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের অষ্টম শ্রেণিতে ওটি করে মৌলকে একইসাথে একই শ্রেণিতে রাখা হয়েছে। ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে গ্রুপ IIIA-তে 14 টি করে (ল্যান্থানাইট্স ও অ্যাকটিনাইট্স) মৌলকে একইসাথে একই শ্রেণিতে রাখা হয়েছে।
13. আর্গনের পারমাণবিক ভর
(39.94) পটাশিয়ামের পারমাণবিক ভরের (39.1) তুলনায় বেশি হলেও মেন্ডেলিভ তাঁর পর্যায় সারণিতে পটাশিয়ামের আগে আর্গনকে
স্থান দিয়েছেন কেন?
উত্তর: মেন্ডেলিভের পর্যায় সারণি গঠনের সময় মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করা হলেও মেন্ডেলিভের মূল উদ্দেশ্য ছিল একই রকম ধর্মবিশিষ্ট মৌলগুলিকে একই শ্রেণিভুক্ত করা। তাই আর্গনের (Ar) পারমাণবিক গুরুত্ব (39.94) পটাশিয়ামের (K) পারমাণবিক গুরুত্বের (39.1) তুলনায় বেশি হলেও রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ওপর অধিক গুরুত্ব আরোপ করতে গিয়ে আর্গনকে পটাশিয়ামের আগে নিষ্ক্রিয় মৌলগুলির সঙ্গে একই শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে।
উত্তর: মেন্ডেলিভের পর্যায় সারণি গঠনের সময় মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর নীতি গ্রহণ করা হলেও মেন্ডেলিভের মূল উদ্দেশ্য ছিল একই রকম ধর্মবিশিষ্ট মৌলগুলিকে একই শ্রেণিভুক্ত করা। তাই আর্গনের (Ar) পারমাণবিক গুরুত্ব (39.94) পটাশিয়ামের (K) পারমাণবিক গুরুত্বের (39.1) তুলনায় বেশি হলেও রাসায়নিক ধর্মের সাদৃশ্যের ওপর অধিক গুরুত্ব আরোপ করতে গিয়ে আর্গনকে পটাশিয়ামের আগে নিষ্ক্রিয় মৌলগুলির সঙ্গে একই শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে।
14 .মেন্ডেলিভের
পর্যায়-সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হলেও যে চার
জোড়া মৌলের ক্ষেত্রে এই রীতি লঙ্ঘিত হয়েছে তাদের নাম উল্লেখ করো।
উত্তর: আর্গনের পারমাণবিক ভর (39.94), পটাশিয়ামের (39.1) থেকে বেশি হলেও মেন্ডেলিভের সারণিতে আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছে। একইভাবে কোবাল্টকে (পারমাণবিক ভর 58.94) নিকেলের (পারমাণবিক ভর 58.69) আগে, টেলুরিয়ামকে (পারমাণবিক ভর 127.61) আয়োডিনের (পারমাণবিক ভর 126.91) পূর্বে ও থোরিয়ামকে (পারমাণবিক ভর 232.12) প্রোট্যাক্টিনিয়াম (পারমাণবিক ভর 231.03)-এর আগে বসানো হয়েছে। স্পষ্টতই মেন্ডেলিভের পর্যায়- সারণিতে এই চার জোড়া মৌলের ক্ষেত্রে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানোর রীতি লঙ্ঘিত হয়েছে। সায়ে
উত্তর: আর্গনের পারমাণবিক ভর (39.94), পটাশিয়ামের (39.1) থেকে বেশি হলেও মেন্ডেলিভের সারণিতে আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছে। একইভাবে কোবাল্টকে (পারমাণবিক ভর 58.94) নিকেলের (পারমাণবিক ভর 58.69) আগে, টেলুরিয়ামকে (পারমাণবিক ভর 127.61) আয়োডিনের (পারমাণবিক ভর 126.91) পূর্বে ও থোরিয়ামকে (পারমাণবিক ভর 232.12) প্রোট্যাক্টিনিয়াম (পারমাণবিক ভর 231.03)-এর আগে বসানো হয়েছে। স্পষ্টতই মেন্ডেলিভের পর্যায়- সারণিতে এই চার জোড়া মৌলের ক্ষেত্রে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানোর রীতি লঙ্ঘিত হয়েছে। সায়ে
15. মেন্ডেলিভের পর্যায়
সারণিতে VIII নং শ্রেণির প্রতিটি ঘরে ও টি করে মৌল রাখা
হয়েছে কেন? এই মৌলগুলিকে কোন্ বিশেষ নামে অভিহিত করা হয়েছে?
অনুরূপ প্রশ্ন, ত্রয়ী মৌল কী এবং এদের এরূপ
নামকরণের কারণ কী?
উত্তর: মেন্ডেলিভের পর্যায় সারণিতে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলিকে সাজানোর সময় যাতে একইরকম ধর্মবিশিষ্ট মৌলগুলি একই শ্রেণিতে অবস্থান করে সেই দিকে লক্ষ রাখা হয়েছিল। এই কারণেই পর্যায় সারণির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের VIII নং শ্রেণির প্রতিটি ঘরে তিনটি করে মৌল যথাক্রমে (Fe, Co, Ni), (Ru, Rh, Pd) ও (Os, Ir, Pt) রাখা হয়েছে। এদের ধর্মগত সাদৃশ্য খুব বেশি ও পারমাণবিক ভর খুব কাছাকাছি। এরূপ তিনটি করে মৌলের গুচ্ছকে মেন্ডেলিভের ত্রয়ী মৌল বলা হয়।
উত্তর: মেন্ডেলিভের পর্যায় সারণিতে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলিকে সাজানোর সময় যাতে একইরকম ধর্মবিশিষ্ট মৌলগুলি একই শ্রেণিতে অবস্থান করে সেই দিকে লক্ষ রাখা হয়েছিল। এই কারণেই পর্যায় সারণির চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পর্যায়ের VIII নং শ্রেণির প্রতিটি ঘরে তিনটি করে মৌল যথাক্রমে (Fe, Co, Ni), (Ru, Rh, Pd) ও (Os, Ir, Pt) রাখা হয়েছে। এদের ধর্মগত সাদৃশ্য খুব বেশি ও পারমাণবিক ভর খুব কাছাকাছি। এরূপ তিনটি করে মৌলের গুচ্ছকে মেন্ডেলিভের ত্রয়ী মৌল বলা হয়।
16. মোজলের পরীক্ষার
গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী? পর্যায় সারণির ক্ষেত্রে এই
সিদ্ধান্তের গুরুত্ব কী? অনুরূপ প্রশ্ন, মোজলের পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কী ছিল?
উত্তর: 1913-14 সালে বিজ্ঞানী মোজলে বিভিন্ন মৌলের ওপর তীব্র গতিসম্পন্ন ইলেকট্রনের স্রোত অর্থাৎ ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করে X রশ্মির বর্ণালি উৎপন্ন করেন। এভাবে সৃষ্ট X -রশ্মির বর্ণালির ওপর তিনি নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা করেন। এই পরীক্ষা থেকে মোজলে সিদ্ধান্তে আসেন, পরমাণু-ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, পারমাণবিক ভর নয়। অর্থাৎ, কোনো মৌলের বিভিন্ন ধর্ম ও বৈশিষ্ট্য তার পরমাণু-ক্রমাঙ্কের ওপর নির্ভর করে। এই সিদ্ধান্তের ফলস্বরূপ মৌলুগলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্ক অনুসারে পর্যায় সারণিতে সাজিয়ে মেন্ডেলিভের পর্যায়-সূত্রের সংশোধন করা হয়েছে। এই সংশোধিত পর্যায়-সূত্রের ওপর ভিত্তি করে মেন্ডেলিভের পর্যায় সারণির আধুনিক সংস্করণ ও দীর্ঘ পর্যায় সারণি প্রকাশিত হয়।
উত্তর: 1913-14 সালে বিজ্ঞানী মোজলে বিভিন্ন মৌলের ওপর তীব্র গতিসম্পন্ন ইলেকট্রনের স্রোত অর্থাৎ ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করে X রশ্মির বর্ণালি উৎপন্ন করেন। এভাবে সৃষ্ট X -রশ্মির বর্ণালির ওপর তিনি নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা করেন। এই পরীক্ষা থেকে মোজলে সিদ্ধান্তে আসেন, পরমাণু-ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক, পারমাণবিক ভর নয়। অর্থাৎ, কোনো মৌলের বিভিন্ন ধর্ম ও বৈশিষ্ট্য তার পরমাণু-ক্রমাঙ্কের ওপর নির্ভর করে। এই সিদ্ধান্তের ফলস্বরূপ মৌলুগলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্ক অনুসারে পর্যায় সারণিতে সাজিয়ে মেন্ডেলিভের পর্যায়-সূত্রের সংশোধন করা হয়েছে। এই সংশোধিত পর্যায়-সূত্রের ওপর ভিত্তি করে মেন্ডেলিভের পর্যায় সারণির আধুনিক সংস্করণ ও দীর্ঘ পর্যায় সারণি প্রকাশিত হয়।
17. [i] মেন্ডেলিভের
পর্যায়-সূত্রের সংশোধিত রূপটি লেখো।অনুরূপ প্রশ্ন, আধুনিক
পর্যায়-সূত্রটি লেখো।
[ii] মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক সংস্করণে শ্রেণি এবং পর্যায়
সংখ্যা কয়টি?
উত্তর: [i] বিভিন্ন মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু- ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়-এটিই মেন্ডেলিভের পর্যায়-সূত্রের সংশোধিত রূপ। এটি আধুনিক পর্যায়-সূত্র (Modern periodic law) নামেও পরিচিত।
ii] মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক সংস্করণে 7 টি পর্যায় (1, 2, 3, 4, 5, 6, 7) এবং 9 টি শ্রেণি (I-VIII ও ০) বর্তমান।
[ii] মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক সংস্করণে শ্রেণি এবং পর্যায়
সংখ্যা কয়টি?
উত্তর: [i] বিভিন্ন মৌলে ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পরমাণু- ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়-এটিই মেন্ডেলিভের পর্যায়-সূত্রের সংশোধিত রূপ। এটি আধুনিক পর্যায়-সূত্র (Modern periodic law) নামেও পরিচিত।
ii] মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক সংস্করণে 7 টি পর্যায় (1, 2, 3, 4, 5, 6, 7) এবং 9 টি শ্রেণি (I-VIII ও ০) বর্তমান।
18. কোনো মৌলের
সমস্থানিকগুলিকে পর্যায় সারণির একই ঘরে স্থান দেওয়া মেন্ডেলিভের পর্যায় সারণির
অন্যতম ত্রুটি। তবে মেন্ডেলিভের পর্যায় সারণির পরিমার্জিত সংস্করণে এটি ত্রুটি
হিসেবে গণ্য হয় না-ব্যাখ্যা করো।
উত্তর: মেন্ডেলিভের পর্যায়-সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে পরপর সাজানো হয়েছে। কিন্তু একই মৌলের বিভিন্ন সমস্থানিকগুলির পারমাণবিক ভর ভিন্ন হওয়া সত্ত্বেও একটি মৌলের সমস্ত সমস্থানিকগুলিকে একই স্থানে (একই পর্যায়ে ও একই গ্রুপে) রাখা হয়েছে যা মেন্ডেলিভের পর্যায় সারণির মূলনীতি অনুসরণ করে না। তাই একে মেন্ডেলিভের পর্যায়-সারণির ত্রুটি বলা যায়। আধুনিক পর্যায়-সূত্রই অনুসারে পর্যায় সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়। যেহেতু কোনো মৌলের বিভিন্ন সমস্থানিকের পরমাণু-ক্রমাঙ্ক একই হয়, তাই মেন্ডেলিভের পর্যায় সারণির পরিমার্জিত বা আধুনিক সংস্করণে একই মৌলের বিভিন্ন সমস্থানিকগুলির একই ঘরে অবস্থানকে আর ত্রুটি বলা যায় না।
উত্তর: মেন্ডেলিভের পর্যায়-সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে পরপর সাজানো হয়েছে। কিন্তু একই মৌলের বিভিন্ন সমস্থানিকগুলির পারমাণবিক ভর ভিন্ন হওয়া সত্ত্বেও একটি মৌলের সমস্ত সমস্থানিকগুলিকে একই স্থানে (একই পর্যায়ে ও একই গ্রুপে) রাখা হয়েছে যা মেন্ডেলিভের পর্যায় সারণির মূলনীতি অনুসরণ করে না। তাই একে মেন্ডেলিভের পর্যায়-সারণির ত্রুটি বলা যায়। আধুনিক পর্যায়-সূত্রই অনুসারে পর্যায় সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়। যেহেতু কোনো মৌলের বিভিন্ন সমস্থানিকের পরমাণু-ক্রমাঙ্ক একই হয়, তাই মেন্ডেলিভের পর্যায় সারণির পরিমার্জিত বা আধুনিক সংস্করণে একই মৌলের বিভিন্ন সমস্থানিকগুলির একই ঘরে অবস্থানকে আর ত্রুটি বলা যায় না।
19. আধুনিক দীর্ঘ পর্যায়
সারণির সংক্ষিপ্ত বিবরণ দাও। অনুরূপ প্রশ্ন, আধুনিক দীর্ঘ
পর্যায় সারণি কাকে বলে? আধুনিক দীর্ঘ পর্যায়- সারণিতে ক-টি
পর্যায় ও ক-টি শ্রেণি বর্তমান? 2+1
উত্তর: মেন্ডেলিভের পর্যায় সারণির আধুনিক সংস্করণের অনুসরণে পরমাণুর ইলেকট্রন-বিন্যাস তথা পরমাণু-ক্রমাঙ্কের ভিত্তিতে বিজ্ঞানী নিল্স বোর যে পর্যায় সারণি প্রকাশ করেন তার সর্বাধুনিক সংস্করণই হল আধুনিক দীর্ঘ পর্যায় সারণি (বা সংক্ষেপে দীর্ঘ পর্যায় সারণি)। ② মেন্ডেলিভের পর্যায় সারণির মতো এই পর্যায়-সারণিতেও 7 টি পর্যায় (1-7) আছে। ③ 1 থেকে 7 নং পর্যন্ত পর্যায়গুলিতে মোট মৌলের সংখ্যা যথাক্রমে 2,8,8, 18, 18, 32, 321 ④ আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে 18 টি শ্রেণি আছে। এই শ্রেণিগুলিকে পর্যায় সারণির বাম থেকে ডানদিকে 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা দিয়ে সূচিত করে পরপর সাজানো হয়। ⑤ 1 নং শ্রেণির মৌলগুলিকে ক্ষার ধাতু, ২ নং শ্রেণির মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু ও 17 নং শ্রেণির মৌলগুলিকে হ্যালোজেন বলা হয়। ⑥ আধুনিক দীর্ঘ পর্যায় সারণির 1, 2, 13, 14, 15, 16, 17 নং শ্রেণির মৌলগুলিকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলে। আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 3-12 নং শ্রেণির মৌলগুলিকে সন্ধিগত মৌল বলা হয়। যে-কোনো পর্যায়ের প্রথম মৌলটি হল ক্ষার ধাতু (ব্যতিক্রম: 1 নং পর্যায়ের হাইড্রোজেন) এবং শেষ মৌলটি হল নিষ্ক্রিয় গ্যাস বা নোব্ল্ গ্যাস।
উত্তর: মেন্ডেলিভের পর্যায় সারণির আধুনিক সংস্করণের অনুসরণে পরমাণুর ইলেকট্রন-বিন্যাস তথা পরমাণু-ক্রমাঙ্কের ভিত্তিতে বিজ্ঞানী নিল্স বোর যে পর্যায় সারণি প্রকাশ করেন তার সর্বাধুনিক সংস্করণই হল আধুনিক দীর্ঘ পর্যায় সারণি (বা সংক্ষেপে দীর্ঘ পর্যায় সারণি)। ② মেন্ডেলিভের পর্যায় সারণির মতো এই পর্যায়-সারণিতেও 7 টি পর্যায় (1-7) আছে। ③ 1 থেকে 7 নং পর্যন্ত পর্যায়গুলিতে মোট মৌলের সংখ্যা যথাক্রমে 2,8,8, 18, 18, 32, 321 ④ আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে 18 টি শ্রেণি আছে। এই শ্রেণিগুলিকে পর্যায় সারণির বাম থেকে ডানদিকে 1 থেকে 18 পর্যন্ত সংখ্যা দিয়ে সূচিত করে পরপর সাজানো হয়। ⑤ 1 নং শ্রেণির মৌলগুলিকে ক্ষার ধাতু, ২ নং শ্রেণির মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু ও 17 নং শ্রেণির মৌলগুলিকে হ্যালোজেন বলা হয়। ⑥ আধুনিক দীর্ঘ পর্যায় সারণির 1, 2, 13, 14, 15, 16, 17 নং শ্রেণির মৌলগুলিকে আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল বলে। আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 3-12 নং শ্রেণির মৌলগুলিকে সন্ধিগত মৌল বলা হয়। যে-কোনো পর্যায়ের প্রথম মৌলটি হল ক্ষার ধাতু (ব্যতিক্রম: 1 নং পর্যায়ের হাইড্রোজেন) এবং শেষ মৌলটি হল নিষ্ক্রিয় গ্যাস বা নোব্ল্ গ্যাস।
20. আধুনিক দীর্ঘ
পর্যায়-সারণিতে মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্ক
অনুসারে সাজানো হয়েছে কেন? অনুরূপ প্রশ্ন, পর্যায় সারণি রচনা করার ক্ষেত্রে পারমাণবিক ভরের তুলনায় পরমাণু-ক্রমাঙ্ক
অধিক কার্যকর কেন?
উত্তর: বিজ্ঞানী মোজলে পরমাণুর X -রশ্মি বর্ণালির ওপর নানা পরীক্ষা- নিরীক্ষা করে প্রমাণ করেন পারমাণবিক ভর অপেক্ষা মৌলের পরমাণু- ক্রমাঙ্ক মৌলকে চিহ্নিত করার ক্ষেত্রে বেশি কার্যকারী। পরমাণু-ক্রমাঙ্ক মৌলের পরমাণুর ইলেকট্রন সংখ্যার সমান এবং কোনো মৌলের রাসায়নিক ধর্ম তার পরমাণুর ইলেকট্রন-বিন্যাস তথা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যার ওপর নির্ভরশীল। তাই তিনি সিদ্ধান্ত করেন পরমাণু-ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। অপরপক্ষে কোনো মৌলকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার ক্ষেত্রে পারমাণবিক ভর যথেষ্ট নয় কারণ আইসোটোপ আবিষ্কারের পর জানা যায় যে, একই মৌলের ভিন্ন পারমাণবিক ভরবিশিষ্ট একাধিক পরমাণু থাকতে পারে। সুতরাং, পারমাণবিক ভর মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক নয়। এই কারণে আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে।
উত্তর: বিজ্ঞানী মোজলে পরমাণুর X -রশ্মি বর্ণালির ওপর নানা পরীক্ষা- নিরীক্ষা করে প্রমাণ করেন পারমাণবিক ভর অপেক্ষা মৌলের পরমাণু- ক্রমাঙ্ক মৌলকে চিহ্নিত করার ক্ষেত্রে বেশি কার্যকারী। পরমাণু-ক্রমাঙ্ক মৌলের পরমাণুর ইলেকট্রন সংখ্যার সমান এবং কোনো মৌলের রাসায়নিক ধর্ম তার পরমাণুর ইলেকট্রন-বিন্যাস তথা সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যার ওপর নির্ভরশীল। তাই তিনি সিদ্ধান্ত করেন পরমাণু-ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক। অপরপক্ষে কোনো মৌলকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার ক্ষেত্রে পারমাণবিক ভর যথেষ্ট নয় কারণ আইসোটোপ আবিষ্কারের পর জানা যায় যে, একই মৌলের ভিন্ন পারমাণবিক ভরবিশিষ্ট একাধিক পরমাণু থাকতে পারে। সুতরাং, পারমাণবিক ভর মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক নয়। এই কারণে আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে পারমাণবিক ভরের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্ক অনুসারে সাজানো হয়েছে।
23. একই পর্যায়ে অবস্থিত
সব মৌলের রাসায়নিক ধর্ম একই হয় না অথচ একই শ্রেণিতে অবস্থিত মৌলগুলির রাসায়নিক
ধর্ম সদৃশ হয়- ব্যাখ্যা করো।
উত্তর: মৌলের রাসায়নিক ধর্ম মৌলগুলির পরমাণু-ক্রমাঙ্ক তথা মৌলের পরমাণুর ইলেকট্রন-বিন্যাসের ওপর নির্ভর করে। যেহেতু একই পর্যায়ের মৌলগুলির পরমাণু-ক্রমাঙ্ক তথা ইলেকট্রন-বিন্যাস আলাদা হয়, তাই মৌলগুলির রাসায়নিক ধর্মও আলাদা হয়। অপরপক্ষে, একই শ্রেণির অন্তর্গত বিভিন্ন মৌলের পরমাণু-ক্রমাঙ্ক আলাদা হলেও এদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন-বিন্যাস একই রকমের। তাই একই শ্রেণিভুক্ত মৌলগুলির রাসায়নিক ধর্ম সদৃশ হয়।
উত্তর: মৌলের রাসায়নিক ধর্ম মৌলগুলির পরমাণু-ক্রমাঙ্ক তথা মৌলের পরমাণুর ইলেকট্রন-বিন্যাসের ওপর নির্ভর করে। যেহেতু একই পর্যায়ের মৌলগুলির পরমাণু-ক্রমাঙ্ক তথা ইলেকট্রন-বিন্যাস আলাদা হয়, তাই মৌলগুলির রাসায়নিক ধর্মও আলাদা হয়। অপরপক্ষে, একই শ্রেণির অন্তর্গত বিভিন্ন মৌলের পরমাণু-ক্রমাঙ্ক আলাদা হলেও এদের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন-বিন্যাস একই রকমের। তাই একই শ্রেণিভুক্ত মৌলগুলির রাসায়নিক ধর্ম সদৃশ হয়।
24. মেন্ডেলিভের
পর্যায়-সারণি অপেক্ষা দীর্ঘ পর্যায়-সারণি অধিক গ্রহণযোগ্য কেন? অনুরূপ প্রশ্ন, মেন্ডেলিভের পর্যায় সারণির তুলনায়
দীর্ঘ পর্যায় সারণির অধিক গ্রহণযোগ্যতার 3 টি কারণ উল্লেখ
করো।
উত্তর: মেন্ডেলিভের পর্যায় সারণির তুলনায় দীর্ঘ পর্যায়-সারণির অধিক গ্রহণযোগ্যতার কারণগুলি হল-① মেন্ডেলিভের পর্যায়-সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছিল। কিন্তু দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে তাদের পরমাণুর ইলেকট্রন-বিন্যাস তথা পরমাণু-ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়েছে। এরূপ সজ্জায় প্রতিটি শ্রেণির মৌলগুলির বহিস্তম কক্ষের ইলেকট্রন-বিন্যাস একই রকম হয়। তাই মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও একই শ্রেণির মৌলগুলির সাদৃশ্য ব্যাখ্যা করতে দীর্ঘ পর্যায় সারণি অধিকতর কার্যকারী। ② মেন্ডেলিভের পর্যায়-সারণিতে একই শ্রেণির অন্তর্গত বিভিন্ন উপশ্রেণির মৌলগুলির ধর্মগত মিল খুবই কম। দীর্ঘ পর্যায়-সারণিতে উপশ্রেণিগুলির বিলোপ ঘটিয়ে 1 থেকে 18 পর্যন্ত শ্রেণিতে মৌলগুলিকে সাজিয়ে মেন্ডেলিভের পর্যায় সারণির এই অসংগতি দূর করা গেছে। ③ মেন্ডেলিভের পর্যায়- সারণিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ের VIII নং শ্রেণির প্রতিটি ঘরে তিনটি করে মৌলকে স্থান দেওয়া হয়েছিল, যেমন- (Fe, Co, Ni), (Ru, Rh, Pd) ও (Os, Ir, Pt) যা পর্যায়-সারণির মূলনীতিকে অনুসরণ করে না। দীর্ঘ পর্যায় সারণিতে এই মৌলগুলি পৃথক পৃথক শ্রেণিতে স্থান পেয়েছে। ④ মেন্ডেলিভের পর্যায়-সারণিতে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে মৌলগুলিকে সাজানোর নীতি অনুসরণ করা হলেও রাসায়নিক ধর্মকে অগ্রাধিকার দেওয়ার তাগিদে বেশ কিছু মৌলের ক্ষেত্রে এই নীতি মানা যায়নি। যেমন-K-এর পারমাণবিক ভর Ar অপেক্ষা কম হলেও মেন্ডেলিভের সারণিতে K-এর স্থান Ar-এর পরে। কিন্তু দীর্ঘ পর্যায়- সারণিতে ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্ক অনুসারে মৌলগুলি সাজানোর ফলে এই অসংগতি দূর করা গেছে। যেমন-K-এর পরমাণু-ক্রমাঙ্ক Ar-এর চেয়ে বেশি হওয়ায় Ar -এর পরে K-কে স্থান দেওয়া যুক্তিপূর্ণ। ⑤ কোনো একটি মৌলের বিভিন্ন আইসোটোপের পারমাণবিক ভর আলাদা আলাদা হলেও মেন্ডেলিভের পর্যায়-সারণিতে এদের একই ঘরে স্থান দেওয়া এই সারণির অন্যতম ত্রুটি। যেহেতু কোনো একটি মৌলের সমস্ত আইসোটোপের পরমাণু-ক্রমাঙ্ক সমান, তাই দীর্ঘ পর্যায় সারণিতে আইসোটোপগুলিকে একই ঘরে স্থান দেওয়া যুক্তিসংগত।
উত্তর: মেন্ডেলিভের পর্যায় সারণির তুলনায় দীর্ঘ পর্যায়-সারণির অধিক গ্রহণযোগ্যতার কারণগুলি হল-① মেন্ডেলিভের পর্যায়-সারণিতে মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছিল। কিন্তু দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে তাদের পরমাণুর ইলেকট্রন-বিন্যাস তথা পরমাণু-ক্রমাঙ্ক অনুযায়ী সাজানো হয়েছে। এরূপ সজ্জায় প্রতিটি শ্রেণির মৌলগুলির বহিস্তম কক্ষের ইলেকট্রন-বিন্যাস একই রকম হয়। তাই মৌলসমূহের রাসায়নিক ধর্ম ও একই শ্রেণির মৌলগুলির সাদৃশ্য ব্যাখ্যা করতে দীর্ঘ পর্যায় সারণি অধিকতর কার্যকারী। ② মেন্ডেলিভের পর্যায়-সারণিতে একই শ্রেণির অন্তর্গত বিভিন্ন উপশ্রেণির মৌলগুলির ধর্মগত মিল খুবই কম। দীর্ঘ পর্যায়-সারণিতে উপশ্রেণিগুলির বিলোপ ঘটিয়ে 1 থেকে 18 পর্যন্ত শ্রেণিতে মৌলগুলিকে সাজিয়ে মেন্ডেলিভের পর্যায় সারণির এই অসংগতি দূর করা গেছে। ③ মেন্ডেলিভের পর্যায়- সারণিতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ের VIII নং শ্রেণির প্রতিটি ঘরে তিনটি করে মৌলকে স্থান দেওয়া হয়েছিল, যেমন- (Fe, Co, Ni), (Ru, Rh, Pd) ও (Os, Ir, Pt) যা পর্যায়-সারণির মূলনীতিকে অনুসরণ করে না। দীর্ঘ পর্যায় সারণিতে এই মৌলগুলি পৃথক পৃথক শ্রেণিতে স্থান পেয়েছে। ④ মেন্ডেলিভের পর্যায়-সারণিতে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে মৌলগুলিকে সাজানোর নীতি অনুসরণ করা হলেও রাসায়নিক ধর্মকে অগ্রাধিকার দেওয়ার তাগিদে বেশ কিছু মৌলের ক্ষেত্রে এই নীতি মানা যায়নি। যেমন-K-এর পারমাণবিক ভর Ar অপেক্ষা কম হলেও মেন্ডেলিভের সারণিতে K-এর স্থান Ar-এর পরে। কিন্তু দীর্ঘ পর্যায়- সারণিতে ক্রমবর্ধমান পরমাণু-ক্রমাঙ্ক অনুসারে মৌলগুলি সাজানোর ফলে এই অসংগতি দূর করা গেছে। যেমন-K-এর পরমাণু-ক্রমাঙ্ক Ar-এর চেয়ে বেশি হওয়ায় Ar -এর পরে K-কে স্থান দেওয়া যুক্তিপূর্ণ। ⑤ কোনো একটি মৌলের বিভিন্ন আইসোটোপের পারমাণবিক ভর আলাদা আলাদা হলেও মেন্ডেলিভের পর্যায়-সারণিতে এদের একই ঘরে স্থান দেওয়া এই সারণির অন্যতম ত্রুটি। যেহেতু কোনো একটি মৌলের সমস্ত আইসোটোপের পরমাণু-ক্রমাঙ্ক সমান, তাই দীর্ঘ পর্যায় সারণিতে আইসোটোপগুলিকে একই ঘরে স্থান দেওয়া যুক্তিসংগত।
25. পর্যায়-সারণির অতি
হ্রস্ব পর্যায় কোন্টি? অতি হ্রস্ব পর্যায়ের মৌলগুলি কোন্ কোন্ শ্রেণিতে অবস্থান করে?
উত্তর: সারণির প্রথম পর্যায়টি হল অতি হ্রস্ব পর্যায়। অতি হ্রস্ব পর্যায়ের দুটি মৌলের মধ্যে হাইড্রোজেন (H), IA শ্রেণিতে (আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 1 নং শ্রেণি) এবং He শূন্য শ্রেণিতে (আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 18 নং শ্রেণি) অবস্থিত।
উত্তর: সারণির প্রথম পর্যায়টি হল অতি হ্রস্ব পর্যায়। অতি হ্রস্ব পর্যায়ের দুটি মৌলের মধ্যে হাইড্রোজেন (H), IA শ্রেণিতে (আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 1 নং শ্রেণি) এবং He শূন্য শ্রেণিতে (আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 18 নং শ্রেণি) অবস্থিত।
26. পর্যায় সারণির প্রথম ও দ্বিতীয় হ্রস্ব পর্যায় কাকে বলে? এই পর্যায়গুলিতে মৌলের সংখ্যা কত? প্রথম ও দ্বিতীয় হ্রস্ব পর্যায়ের প্রথম ও অন্তিম মৌল কী এবং এরা কোন্ কোন্ গ্রুপে অবস্থিত? অথবা, দীর্ঘ পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে ক-টি মৌল আছে? এই পর্যায়ের শেষ মৌলটির নাম কী? এটি কোন্ গ্রুপে অবস্থিত? 1+1+1
উত্তর: পর্যায়-সারণির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়কে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলে। প্রতিটি হ্রস্ব পর্যায়ে ৪ টি করে মৌল আছে। প্রথম হ্রস্ব পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম (Li) এবং অন্তিম মৌল নিয়ন (Ne)। দ্বিতীয় হ্রস্ব পর্যায়ের প্রথম মৌল সোডিয়াম (Na) এবং অন্তিম মৌল আর্গন (Ar)। লিথিয়াম ও সোডিয়াম উভয়ই IA শ্রেণিতে (আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির 1 নং শ্রেণি) এবং নিয়ম ও আর্গন উভয়ই শূন্য শ্রেণিতে (আধুনিক দীর্ঘ পর্যায় সারণির 18 নং শ্রেণি) অবস্থিত।
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে ভোবেরাইনার মৌলগুলির শ্রেণিবিন্যাসের প্রথম চেষ্টা করেন বিজ্ঞানী—-------
(a) ডালটন
(b) অ্যাভোগাড্রো
(c) ডোবেরাইনার
(d) মেন্ডেলিভ
উত্তর: ডোবেরাইনার
1. পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে ভোবেরাইনার মৌলগুলির শ্রেণিবিন্যাসের প্রথম চেষ্টা করেন বিজ্ঞানী—-------
(a) ডালটন
(b) অ্যাভোগাড্রো
(c) ডোবেরাইনার
(d) মেন্ডেলিভ
উত্তর: ডোবেরাইনার
2. কোন্ তিনটি মৌল ত্রয়ী
গঠন করে?
(a) As, Sb, Bi
(b) Cl, Br, I
(c) N, P, As
(d) O, S, Se
উত্তর: Cl, Br, I
3. আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে শ্রেণি সংখ্যা কত? অথবা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল—-----
(a) 7
(b) 8
(c) 9
(d) 18
উত্তর: 18
(a) As, Sb, Bi
(b) Cl, Br, I
(c) N, P, As
(d) O, S, Se
উত্তর: Cl, Br, I
3. আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে শ্রেণি সংখ্যা কত? অথবা, আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা হল—-----
(a) 7
উত্তর: 18
4. প্রথম অতি দীর্ঘ
পর্যায় ও দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়ে স্বীকৃত মৌলের সংখ্যা যথাক্রমে—-------------
(a) 28. 32
(b) 32,28
(c) 32, 32
(d) 18, 28
উত্তর: 32,28
5. লোথার মেয়ার মৌলের পারমাণবিক গুরুত্বের সাথে মৌলের কোন্ ধর্মের পর্যাবৃত্তির কথা বলেন?
(a) ভৌত ধর্মের
(b) রাসায়নিক ধর্মের
(c) ভৌত রাসায়নিক ধর্মের
(d) কোনোটিই সঠিক নয়
উত্তর: ভৌত ধর্মের
6. কাকে 'পর্যায়-সূত্রের জনক' বলা হয়?
(a) ডোবেরাইনার
(b) নিউল্যান্স
(c) অ্যাভোগাড্রো
(d) মেন্ডেলিভ
উত্তর: মেন্ডেলিভ
(a) 28. 32
উত্তর: 32,28
5. লোথার মেয়ার মৌলের পারমাণবিক গুরুত্বের সাথে মৌলের কোন্ ধর্মের পর্যাবৃত্তির কথা বলেন?
(a) ভৌত ধর্মের
(b) রাসায়নিক ধর্মের
(c) ভৌত রাসায়নিক ধর্মের
(d) কোনোটিই সঠিক নয়
উত্তর: ভৌত ধর্মের
6. কাকে 'পর্যায়-সূত্রের জনক' বলা হয়?
(a) ডোবেরাইনার
(b) নিউল্যান্স
(c) অ্যাভোগাড্রো
(d) মেন্ডেলিভ
উত্তর: মেন্ডেলিভ
7. আধুনিক পর্যায় সূত্রের
ধারণা দেন—--
(a) মেন্ডেলিভ
(b) বোর
(c) মোজ্লে
(d) লোথার মেয়ার
উত্তর: মোজ্লে
8. 1871 সালে প্রকাশিত মেন্ডেলিভের আদি পর্যায়-সারণিতে মৌলের সংখ্যা ছিল—--------
(a) 63
(b) 73
(c) 53
(d) 83
উত্তর: 63
9. দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত?
(a) শ্রেণি1
(b) শ্রেণি 16
(c) শ্রেণি 17
(d) শ্রেণি 2
উত্তর: শ্রেণি 17
(a) মেন্ডেলিভ
(b) বোর
(c) মোজ্লে
(d) লোথার মেয়ার
উত্তর: মোজ্লে
8. 1871 সালে প্রকাশিত মেন্ডেলিভের আদি পর্যায়-সারণিতে মৌলের সংখ্যা ছিল—--------
(a) 63
উত্তর: 63
9. দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত?
(a) শ্রেণি1
(b) শ্রেণি 16
(c) শ্রেণি 17
(d) শ্রেণি 2
উত্তর: শ্রেণি 17
10. 1871 সালে প্রকাশিত
মেন্ডেলিভের আদি পর্যায় সারণিতে কোন্ মৌলগুলির অস্তিত্ব ছিল না?
(a) সন্ধিগত মৌল
(b) ক্ষার ধাতু
(c) নিষ্ক্রিয় গ্যাস
(d) হ্যালোজেন মৌল
উত্তর: নিষ্ক্রিয় গ্যাস
11. মেন্ডেলিভের মূল পর্যায় সারণিতে পর্যায়ের সংখ্যা ছিল—---------
(a) 9
(b) 7
(c) 8
(d) 6
উত্তর: 7
12. মেন্ডেলিভের পর্যায়-সারণিতে প্রদত্ত কোন্ শ্রেণির উপশ্রেণি নেই?
(a) শ্রেণি II
(b) শ্রেণি VIII
(c) শ্রেণি VII
(d) শ্রেণি V
উত্তর: শ্রেণি VIII
13. মেন্ডেলিভের
পর্যায়-সারণির কোন্ শ্রেণির একই ঘরে একের অধিক মৌল পাওয়া যায়?
(a) শ্রেণি II
(b) III শ্রেণি
(c) শ্রেণি 0
(d) শ্রেণি VIII
উত্তর: শ্রেণি VIII
(a) সন্ধিগত মৌল
(b) ক্ষার ধাতু
(c) নিষ্ক্রিয় গ্যাস
(d) হ্যালোজেন মৌল
উত্তর: নিষ্ক্রিয় গ্যাস
11. মেন্ডেলিভের মূল পর্যায় সারণিতে পর্যায়ের সংখ্যা ছিল—---------
(a) 9
উত্তর: 7
12. মেন্ডেলিভের পর্যায়-সারণিতে প্রদত্ত কোন্ শ্রেণির উপশ্রেণি নেই?
(a) শ্রেণি II
(b) শ্রেণি VIII
(c) শ্রেণি VII
(d) শ্রেণি V
উত্তর: শ্রেণি VIII
(a) শ্রেণি II
(b) III শ্রেণি
(c) শ্রেণি 0
(d) শ্রেণি VIII
উত্তর: শ্রেণি VIII
14. দীর্ঘ সারণিতে নোবল্
গ্যাস মৌলগুলি যে শ্রেণিতে আছে সেটি হল—----------------
(a) 17
(b) 18
(c) 16
(d) 15
উত্তর: 18
15. কোন্ মৌল-জোড়টি নিকটোজেন গ্রুপের অন্তর্গত?
(a) N,P
(b) P,O
(c) F,
(d) Na , k
উত্তর: N,P
16. আধুনিক পর্যায়-সূত্রের ভিত্তি হল মৌলের—----------
(a) পারমাণবিক পুরুত্ব
(b) পরমাণু-ক্রমাঙ্ক
(c) ভরসংখ্যা
(d) নিউট্রন সংখ্যা
উত্তর: পরমাণু-ক্রমাঙ্ক
17. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে সাজানো হয়েছে মৌলগুলির—-----
(a) পারমাণবিক ভরের ভিত্তিতে
(b) ভরসংখ্যার ভিত্তিতে
(c) ইলেকট্রন-বিন্যাসের ভিত্তিতে
(d) নিউট্রন সংখ্যার ভিত্তিতে
উত্তর: নিউট্রন সংখ্যার ভিত্তিতে
(a) 17
উত্তর: 18
15. কোন্ মৌল-জোড়টি নিকটোজেন গ্রুপের অন্তর্গত?
(a) N,P
উত্তর: N,P
16. আধুনিক পর্যায়-সূত্রের ভিত্তি হল মৌলের—----------
(a) পারমাণবিক পুরুত্ব
(b) পরমাণু-ক্রমাঙ্ক
(c) ভরসংখ্যা
(d) নিউট্রন সংখ্যা
উত্তর: পরমাণু-ক্রমাঙ্ক
17. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে মৌলগুলিকে সাজানো হয়েছে মৌলগুলির—-----
(a) পারমাণবিক ভরের ভিত্তিতে
(b) ভরসংখ্যার ভিত্তিতে
(c) ইলেকট্রন-বিন্যাসের ভিত্তিতে
(d) নিউট্রন সংখ্যার ভিত্তিতে
উত্তর: নিউট্রন সংখ্যার ভিত্তিতে
18. ক্ষার ধাতুগুলি দীর্ঘ
আধুনিক পর্যায় সারণির কোন্ শ্রেণিতে অবস্থিত?
(a) 1 নং
(b) 2 নং
(c) 3 নং
(d) 4 নং
উত্তর: 1 নং
19. হ্যালোজেনগুলির মধ্যে সাধারণ উয়তায় তরল ও কঠিন হল যথাক্রমে—---
(a) Cl,
(b) Br, I
(c) I, Br
(d) Br,
উত্তর: Br, I
20. মৃত্তিকা ধাতুগুলি আছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণির—-------
(a) 1 নং শ্রেণিতে
(b) 2 নং শ্রেণিতে
(c) 3 নং শ্রেণিতে
(d) কোনোটিই সঠিক নয়
উত্তর: 2 নং শ্রেণিতে
21. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে মুদ্রা ধাতুগুলি কোন্ গ্রুপে অবস্থান করে?
(a) গ্রুপ 11
(b) গ্রুপ 17
(c) গ্রুপ 17
(d) গ্রুপ 1
উত্তর: গ্রুপ 11
22. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে চ্যালকোজেনগুলি কোন্ গ্রুপে অবস্থিত?
(a) গ্রুপ 1
(b) গ্রুপ 17
(c) গ্রুপ 13
(d) গ্রুপ 1
উত্তর: গ্রুপ 16
23. প্রদত্ত মৌলগুলির মধ্যে কোন্ন্টি হ্যালোজেন?
(a) Na
(b) Li
(c) Br
(d) Cd
উত্তর: Br
(a) 1 নং
উত্তর: 1 নং
19. হ্যালোজেনগুলির মধ্যে সাধারণ উয়তায় তরল ও কঠিন হল যথাক্রমে—---
(a) Cl,
উত্তর: Br, I
20. মৃত্তিকা ধাতুগুলি আছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণির—-------
(a) 1 নং শ্রেণিতে
(b) 2 নং শ্রেণিতে
(c) 3 নং শ্রেণিতে
(d) কোনোটিই সঠিক নয়
উত্তর: 2 নং শ্রেণিতে
21. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে মুদ্রা ধাতুগুলি কোন্ গ্রুপে অবস্থান করে?
(a) গ্রুপ 11
(b) গ্রুপ 17
(c) গ্রুপ 17
(d) গ্রুপ 1
উত্তর: গ্রুপ 11
22. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে চ্যালকোজেনগুলি কোন্ গ্রুপে অবস্থিত?
(a) গ্রুপ 1
(b) গ্রুপ 17
(c) গ্রুপ 13
(d) গ্রুপ 1
উত্তর: গ্রুপ 16
23. প্রদত্ত মৌলগুলির মধ্যে কোন্ন্টি হ্যালোজেন?
(a) Na
উত্তর: Br
24. কোন্টি নোবল্ গ্যাস?
(a) Ne
উত্তর: N2
25. প্রদত্ত কোন্টি সন্ধিগত মৌল?
(a) Na
উত্তর: Cu
26. প্রদত্ত ধাতুগুলির কোন্টি একটি মুদ্রা ধাতু?
(a) আয়রন
(b) সিলভার
(c) সোডিয়াম
(d) নিকেল
উত্তর: সিলভার
27. কোনটি ট্রান্স ইউরেনিয়াম মৌল?
(a) Th
উত্তর: Pu
28. দ্বিতীয় পর্যায়ের মৌলসমূহের বাইরের কক্ষটি হল—-----
(a) K-কক্ষ
(b) L-কক্ষ
(c) M-কক্ষ
(d) N-কক্ষ
উত্তর: L-কক্ষ
29. মেন্ডেলিভের পর্যায় সারণির আধুনিক সংস্করণে শ্রেণি সংখ্যা হল—---
(a) 6
উত্তর: 9
30. প্রদত্ত কোন্ জোড়টি
সঠিক নয়?
(a) মুদ্রা ধাতু: Cu
(b) হ্যালোজেন: 1
(c) ক্ষারীয় মৃত্তিকা ধাতু: Fe
(d) নিষ্ক্রিয় মৌল: Ne
উত্তর: ক্ষারীয় মৃত্তিকা ধাতু: Fe
31. 9, 12, 17, 35 পরমাণু-কুমাকবিশিষ্ট মৌলসমূহের মধ্যে কোন্ন্টি অপর তিনটির থেকে ভিন্ন রাসায়নিক ধর্ম প্রদর্শন করে?
(a) 9
(b) 17
(c) 35
(d) 12
উত্তর: 12
32. নিকটোজেন শ্রেণির তৃতীয় মৌল কোন্টি?
(a) P
(b) Sb
(c) As
(d) N
উত্তর: As
33. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা—-----------
(a) 2
(b) 8
(c) 18
(d) 32
উত্তর: 32
34. একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল—----
(a) Cu
(b) Na
(c) Mg
(d) Ag
উত্তর: Mg
35. পর্যায় সারণির 15 নং শ্রেণির মৌলগুলিকে বলে—-----
(a) চ্যালকোজেন
(b) নিকটোজেন
(c) হ্যালোজেন
(d) অ্যারোজেন
উত্তর: নিকটোজেন
36. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে 1327X মৌলটি কত নম্বর শ্রেণিতে অবস্থান করে?
(a) 14 নং শ্রেণি
(b) 13 নং শ্রেণি
(c) 15 নং শ্রেণি
(d) 16 নং শ্রেণি
উত্তর: 13 নং শ্রেণি
37. প্রদত্ত কোন্টি ক্ষার ধাতু নয়?
(a) Rb
(b) Cs
(c) Ca
(d) Na
উত্তর: Ca
(a) মুদ্রা ধাতু: Cu
(b) হ্যালোজেন: 1
(c) ক্ষারীয় মৃত্তিকা ধাতু: Fe
(d) নিষ্ক্রিয় মৌল: Ne
উত্তর: ক্ষারীয় মৃত্তিকা ধাতু: Fe
31. 9, 12, 17, 35 পরমাণু-কুমাকবিশিষ্ট মৌলসমূহের মধ্যে কোন্ন্টি অপর তিনটির থেকে ভিন্ন রাসায়নিক ধর্ম প্রদর্শন করে?
উত্তর: 12
32. নিকটোজেন শ্রেণির তৃতীয় মৌল কোন্টি?
(a) P
উত্তর: As
33. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা—-----------
(a) 2
উত্তর: 32
34. একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল—----
(a) Cu
উত্তর: Mg
35. পর্যায় সারণির 15 নং শ্রেণির মৌলগুলিকে বলে—-----
(a) চ্যালকোজেন
(b) নিকটোজেন
(c) হ্যালোজেন
(d) অ্যারোজেন
উত্তর: নিকটোজেন
36. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে 1327X মৌলটি কত নম্বর শ্রেণিতে অবস্থান করে?
(b) 13 নং শ্রেণি
(c) 15 নং শ্রেণি
(d) 16 নং শ্রেণি
উত্তর: 13 নং শ্রেণি
37. প্রদত্ত কোন্টি ক্ষার ধাতু নয়?
(a) Rb
উত্তর: Ca
38. প্রদত্ত মৌলগুলির মধ্যে কোন্টি হ্যালোজেন শ্রেণির নয়?
(a) Cl
উত্তর: Ar
39. একাধিক যোজ্যতা দেখা যায়—-----
(a) ক্ষার ধাতুর
(b) ক্ষারীয় মৃত্তিকা ধাতুর
(c) সন্ধিগত মৌলের
(d) হ্যালোজেনের
উত্তর: সন্ধিগত মৌলের
40. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে মুদ্রা ধাতুগুলি কোন্ গ্রুপে অবস্থান করে?
(a) 11
উত্তর: 11
41. অষ্টক সূত্র প্রবর্তন
করেন—----
(a) ডোবেরাইনার
(b) মেন্ডেলিভ
(c) লোথার মেয়ার
(d) নিউল্যান্স
উত্তর: নিউল্যান্স
42. পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক সংখ্যা মৌলের প্রাথমিক ধর্ম-এটি প্রমাণ করেন—-----
(a) মোজ্লে
(b) লোথার মেয়ার
(c) মেন্ডেলিভ
(d) ডালটন
উত্তর: মোজ্লে
43. সবচেয়ে সক্রিয় অধাতব মৌলটি হল—----
(a) আয়োডিন
(b) সোডিয়াম
(c) ফ্লুরিন
(d) ক্লোরিন
উত্তর: ফ্লুরিন
44. প্রথম সন্ধিগত সারির শেষ মৌলটি হল—---
(a) Cu
(b) Zn
(c) Fe
(d) Ni
উত্তর: Zn
45. মেন্ডেলিভের আদি পর্যায় সারণিতে অনুপস্থিত ছিল যে মৌলটি—---
(a) Zn
(b) As
(c) Mn
(d) Ne
(a) ডোবেরাইনার
(b) মেন্ডেলিভ
(c) লোথার মেয়ার
(d) নিউল্যান্স
উত্তর: নিউল্যান্স
42. পারমাণবিক ভর অপেক্ষা পারমাণবিক সংখ্যা মৌলের প্রাথমিক ধর্ম-এটি প্রমাণ করেন—-----
(a) মোজ্লে
(b) লোথার মেয়ার
(c) মেন্ডেলিভ
(d) ডালটন
উত্তর: মোজ্লে
43. সবচেয়ে সক্রিয় অধাতব মৌলটি হল—----
(a) আয়োডিন
(b) সোডিয়াম
(c) ফ্লুরিন
(d) ক্লোরিন
উত্তর: ফ্লুরিন
44. প্রথম সন্ধিগত সারির শেষ মৌলটি হল—---
(a) Cu
উত্তর: Zn
45. মেন্ডেলিভের আদি পর্যায় সারণিতে অনুপস্থিত ছিল যে মৌলটি—---
(a) Zn
উত্তর: Ne
46. কোন্টি ক্ষার ধাতু?
(a) K
(b) Mg
(c) F
(d) Ne
উত্তর: k
47. কোন্ মৌল-জোড়টি একই শ্রেণির অন্তর্গত?
(a) A ও Sr
(b) Ag ও Cl
(c) Si ও Ca
(d) O ও S
উত্তর: O ও S
48. কোন্ ইলেকট্রন-বিন্যাসটি ক্ষার ধাতুর?
(a) 2,8
(b) 2,8,2
(c) 2,8,1
(d) 2,8,8
উত্তর: 2,8,1
49. নীচের মৌলগুলির মধ্যে কোন্টি সন্ধিগত মৌল নয়?
(a) Fe
(b) Co
(c) Ca
(d) Cr
উত্তর: Ca
50. পর্যায় সারণিতে সন্ধিগত মৌলের সংখ্যা
(a) 30
(b) 14
(c) 28
(d) 10
উত্তর: 30
একটি বা দুটি শব্দে অথবা একটি বাক্য়ে উত্তব দাও
1. সোডিয়াম (Na)-এর পারমাণবিক গুরুত্ব, লিথিয়াম (Li) পটাশিয়াম (K) -এর পারমাণবিক গুরুত্বের গড়। ডোবেরাইনারের ত্রয়ীসূত্র প্রয়োগ করে এক্ষেত্রে কী সিদ্ধান্তে আসা যায়?
উত্তরঃ এক্ষেত্রে সিদ্ধান্তে আসা যায় যে লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামের রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে।
2. নিউল্যাক্সের অষ্টক সূত্রটি কোন্ জাতীয় মৌলের ক্ষেত্রে প্রয্যোজ্য নয়?
উত্তরঃ নিউল্যাক্সের অষ্টক সূত্রটি ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
3. কীসের ভিত্তিতে মেন্ডেলিভ পর্যায়-সারণিতে মৌলসমূহকে বিন্যস্ত করেছিলেন?
উত্তরঃ পারমাণবিক ভরের ভিত্তিতে।
4. মেন্ডেলিভের পর্যায় সারণিতে কোন্ শ্রেণিটি অনুপস্থিত ছিল?
উত্তরঃ শূন্য (০) শ্রেণিটি অনুপস্থিত ছিল।
(a) K
উত্তর: k
47. কোন্ মৌল-জোড়টি একই শ্রেণির অন্তর্গত?
(a) A ও Sr
উত্তর: O ও S
48. কোন্ ইলেকট্রন-বিন্যাসটি ক্ষার ধাতুর?
(a) 2,8
উত্তর: 2,8,1
49. নীচের মৌলগুলির মধ্যে কোন্টি সন্ধিগত মৌল নয়?
(a) Fe
উত্তর: Ca
50. পর্যায় সারণিতে সন্ধিগত মৌলের সংখ্যা
(a) 30
উত্তর: 30
1. সোডিয়াম (Na)-এর পারমাণবিক গুরুত্ব, লিথিয়াম (Li) পটাশিয়াম (K) -এর পারমাণবিক গুরুত্বের গড়। ডোবেরাইনারের ত্রয়ীসূত্র প্রয়োগ করে এক্ষেত্রে কী সিদ্ধান্তে আসা যায়?
উত্তরঃ এক্ষেত্রে সিদ্ধান্তে আসা যায় যে লিথিয়াম, সোডিয়াম ও পটাশিয়ামের রাসায়নিক ধর্মে সাদৃশ্য আছে।
2. নিউল্যাক্সের অষ্টক সূত্রটি কোন্ জাতীয় মৌলের ক্ষেত্রে প্রয্যোজ্য নয়?
উত্তরঃ নিউল্যাক্সের অষ্টক সূত্রটি ভারী মৌলের ক্ষেত্রে প্রযোজ্য নয়।
3. কীসের ভিত্তিতে মেন্ডেলিভ পর্যায়-সারণিতে মৌলসমূহকে বিন্যস্ত করেছিলেন?
উত্তরঃ পারমাণবিক ভরের ভিত্তিতে।
4. মেন্ডেলিভের পর্যায় সারণিতে কোন্ শ্রেণিটি অনুপস্থিত ছিল?
উত্তরঃ শূন্য (০) শ্রেণিটি অনুপস্থিত ছিল।
5. মেন্ডেলিভের
পর্যায়-সারণিতে মোট কতগুলি শ্রেণি A ও B উপশ্রেণিতে বিভক্ত?
উত্তরঃ 7 টি শ্রেণি (I থেকে VII) A ও B উপশ্রেণিতে বিভক্ত।
6. কোনো শ্রেণির অন্তর্গত A ও B উপশ্রেণির মৌলগুলির মধ্যে কোন্ ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ করা যায়?
উত্তরঃ A ও B উপশ্রেণির মৌলগুলির যোজ্যতা সমান হয়।
7. মেন্ডেলিভের পর্যায়-সারণিতে ক্ষার ধাতুগুলি কোন্ শ্রেণিতে অবস্থিত?
উত্তরঃ ক্ষার ধাতুগুলি IA নং শ্রেণিতে অবস্থিত।
8. Na ও Cu মৌলদুটির মধ্যে শ্রেণিগত কী সাদৃশ্য আছে?
উত্তরঃ উভয়েই মেন্ডেলিভের পর্যায় সারণির প্রথম শ্রেণির সদস্য।
9. মেন্ডেলিভের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা ক-টি মৌল বেশি আছে?
উত্তরঃ দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা 6 টি মৌল বেশি আছে।
10. মেন্ডেলিভের সময় কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব ত্রুটিপূর্ণ ছিল কেন?
উত্তরঃ মৌলের যোজ্যতা সম্পর্কে ভুল ধারণা থাকায় মেন্ডেলিভের সময় কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব ত্রুটিপূর্ণ ছিল।
11. মেন্ডেলিভের পর্যায়-সারণির সাহায্যে পারমাণবিক গুরুত্ব সংশোধন করা হয়েছে এমন একটি মৌলের নাম করো।
উত্তরঃ এমন একটি মৌল হল বেরিলিয়াম।
12. মেন্ডেলিভের ভবিষ্যদ্বাণী অনুসারে পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে এমন একটি মৌলের নাম করো।
উত্তরঃ জার্মেনিয়াম (মেন্ডেলিভ নাম রেখেছিলেন একা-সিলিকন)।
13. মেন্ডেলিভ যে মৌলটির নাম রেখেছিলেন একা-অ্যালুমিনিয়াম তার বর্তমান নাম কী?
উত্তরঃ একা-অ্যালুমিনিয়ামের বর্তমান নাম গ্যালিয়াম (Ga)।
14. মেন্ডেলিভের পর্যায়-সারণিতে K ও Ar মৌল দুটির অবস্থানের ক্ষেত্রে কী ব্যতিক্রম ঘটেছে?
উত্তরঃ পটাশিয়ামের পারমাণবিক ভর (39), আর্গনের পারমাণবিক ভর (40) -এর তুলনায় কম হলেও মেন্ডেলিভের পর্যায়-সারণিতে K-কে, Ar -এর পরে স্থান দেওয়া হয়েছে।
15. মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক সংস্করণে নিষ্ক্রিয় মৌলগুলি কোন্ শ্রেণিতে অবস্থিত?
উত্তরঃ নিষ্ক্রিয় মৌলগুলি শূন্য শ্রেণিতে অবস্থিত।
16. মেন্ডেলিভের সংশোধিত পর্যায়-সারণির কোন্ শ্রেণিগুলিতে কোনো উপশ্রেণি নেই?
অথবা, পর্যায় সারণির কোন্ শ্রেণিতে উপশ্রেণি নেই?
উত্তরঃ মেন্ডেলিভের সংশোধিত পর্যায়-সারণির শূন্য (০) ও অষ্টম (VIII) শ্রেণিতে কোনো উপশ্রেণি নেই।
17. পর্যায় সারণির সবচেয়ে ছোটো পর্যায়ে কয়টি মৌল আছে?
উত্তরঃ সবচেয়ে ছোটো পর্যায়ে (প্রথম পর্যায়) 2 টি মৌল আছে।
18. আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে সবচেয়ে বড়ো পর্যায় কয়টি ও কী কী?
উত্তরঃ সবচেয়ে বড়ো পর্যায় দুটি-ষষ্ঠ পর্যায় ও সপ্তম পর্যায়।
19. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির সবচেয়ে বড়ো পর্যায় দুটিতে কয়টি করে মৌল স্থান পেয়েছে?
উত্তরঃ আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির সবচেয়ে বড়ো দুটি পর্যায়ে (ষষ্ঠ ও সপ্তম পর্যায়) 32 টি করে মৌল স্থান পেয়েছে।
20. পর্যায় সারণিতে মৌলসমূহের আইসোটোপের অবস্থান কোথায়?
উত্তরঃ আইসোটোপগুলি মৌলের সাথে একই শ্রেণিতে অবস্থান করে।
21. দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান?
উত্তরঃ 17 নং শ্রেণিতে গ্যাসীয়, তরল ও কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান (F, CI: গ্যাসীয়; Br: তরল; I: কঠিন)।
22. পর্যায় সারণির কোন্ পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান?
উত্তরঃ চতুর্থ পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান (K, Ca প্রভৃতি ধাতু; As ধাতুকল্প; Br অধাতু)।
23. একই শ্রেণির অন্তর্ভুক্ত মৌলগুলির ধর্মে সাদৃশ্য দেখা যায় কেন? অনুরূপ প্রশ্ন, Na ও K -এর ধর্মে সাদৃশ্য দেখা যায় কেন?
উত্তরঃ 7 টি শ্রেণি (I থেকে VII) A ও B উপশ্রেণিতে বিভক্ত।
6. কোনো শ্রেণির অন্তর্গত A ও B উপশ্রেণির মৌলগুলির মধ্যে কোন্ ক্ষেত্রে সাদৃশ্য লক্ষ করা যায়?
উত্তরঃ A ও B উপশ্রেণির মৌলগুলির যোজ্যতা সমান হয়।
7. মেন্ডেলিভের পর্যায়-সারণিতে ক্ষার ধাতুগুলি কোন্ শ্রেণিতে অবস্থিত?
উত্তরঃ ক্ষার ধাতুগুলি IA নং শ্রেণিতে অবস্থিত।
8. Na ও Cu মৌলদুটির মধ্যে শ্রেণিগত কী সাদৃশ্য আছে?
উত্তরঃ উভয়েই মেন্ডেলিভের পর্যায় সারণির প্রথম শ্রেণির সদস্য।
9. মেন্ডেলিভের পর্যায় সারণিতে দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা ক-টি মৌল বেশি আছে?
উত্তরঃ দ্বিতীয় পর্যায়ে প্রথম পর্যায় অপেক্ষা 6 টি মৌল বেশি আছে।
10. মেন্ডেলিভের সময় কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব ত্রুটিপূর্ণ ছিল কেন?
উত্তরঃ মৌলের যোজ্যতা সম্পর্কে ভুল ধারণা থাকায় মেন্ডেলিভের সময় কিছু মৌলের পারমাণবিক গুরুত্ব ত্রুটিপূর্ণ ছিল।
11. মেন্ডেলিভের পর্যায়-সারণির সাহায্যে পারমাণবিক গুরুত্ব সংশোধন করা হয়েছে এমন একটি মৌলের নাম করো।
উত্তরঃ এমন একটি মৌল হল বেরিলিয়াম।
12. মেন্ডেলিভের ভবিষ্যদ্বাণী অনুসারে পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে এমন একটি মৌলের নাম করো।
উত্তরঃ জার্মেনিয়াম (মেন্ডেলিভ নাম রেখেছিলেন একা-সিলিকন)।
13. মেন্ডেলিভ যে মৌলটির নাম রেখেছিলেন একা-অ্যালুমিনিয়াম তার বর্তমান নাম কী?
উত্তরঃ একা-অ্যালুমিনিয়ামের বর্তমান নাম গ্যালিয়াম (Ga)।
14. মেন্ডেলিভের পর্যায়-সারণিতে K ও Ar মৌল দুটির অবস্থানের ক্ষেত্রে কী ব্যতিক্রম ঘটেছে?
উত্তরঃ পটাশিয়ামের পারমাণবিক ভর (39), আর্গনের পারমাণবিক ভর (40) -এর তুলনায় কম হলেও মেন্ডেলিভের পর্যায়-সারণিতে K-কে, Ar -এর পরে স্থান দেওয়া হয়েছে।
15. মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক সংস্করণে নিষ্ক্রিয় মৌলগুলি কোন্ শ্রেণিতে অবস্থিত?
উত্তরঃ নিষ্ক্রিয় মৌলগুলি শূন্য শ্রেণিতে অবস্থিত।
16. মেন্ডেলিভের সংশোধিত পর্যায়-সারণির কোন্ শ্রেণিগুলিতে কোনো উপশ্রেণি নেই?
অথবা, পর্যায় সারণির কোন্ শ্রেণিতে উপশ্রেণি নেই?
উত্তরঃ মেন্ডেলিভের সংশোধিত পর্যায়-সারণির শূন্য (০) ও অষ্টম (VIII) শ্রেণিতে কোনো উপশ্রেণি নেই।
17. পর্যায় সারণির সবচেয়ে ছোটো পর্যায়ে কয়টি মৌল আছে?
উত্তরঃ সবচেয়ে ছোটো পর্যায়ে (প্রথম পর্যায়) 2 টি মৌল আছে।
18. আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে সবচেয়ে বড়ো পর্যায় কয়টি ও কী কী?
উত্তরঃ সবচেয়ে বড়ো পর্যায় দুটি-ষষ্ঠ পর্যায় ও সপ্তম পর্যায়।
19. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির সবচেয়ে বড়ো পর্যায় দুটিতে কয়টি করে মৌল স্থান পেয়েছে?
উত্তরঃ আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির সবচেয়ে বড়ো দুটি পর্যায়ে (ষষ্ঠ ও সপ্তম পর্যায়) 32 টি করে মৌল স্থান পেয়েছে।
20. পর্যায় সারণিতে মৌলসমূহের আইসোটোপের অবস্থান কোথায়?
উত্তরঃ আইসোটোপগুলি মৌলের সাথে একই শ্রেণিতে অবস্থান করে।
21. দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে গ্যাসীয়, তরল এবং কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান?
উত্তরঃ 17 নং শ্রেণিতে গ্যাসীয়, তরল ও কঠিন তিনটি ভৌত অবস্থার মৌলই বর্তমান (F, CI: গ্যাসীয়; Br: তরল; I: কঠিন)।
22. পর্যায় সারণির কোন্ পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান?
উত্তরঃ চতুর্থ পর্যায়ে ধাতু, অধাতু, ধাতুকল্প তিন ধরনের মৌলই বর্তমান (K, Ca প্রভৃতি ধাতু; As ধাতুকল্প; Br অধাতু)।
23. একই শ্রেণির অন্তর্ভুক্ত মৌলগুলির ধর্মে সাদৃশ্য দেখা যায় কেন? অনুরূপ প্রশ্ন, Na ও K -এর ধর্মে সাদৃশ্য দেখা যায় কেন?
উত্তরঃ যোজ্যতা-কক্ষের ইলেকট্রন-বিন্যাস একই রকম
হওয়ায় এদের ধর্মে সাদৃশ্য দেখা যায়।
24. একটি ক্ষার ধাতুর নাম
লেখো
উত্তরঃ একটি ক্ষার ধাতুর নাম হল সোডিয়াম (Na)
25. ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন্ গ্রুপের অন্তর্গত?
উত্তরঃ গ্রুপ-1-এর অন্তর্গত।
26. জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম লেখো।
উত্তরঃ লিথিয়াম জলের চেয়ে হালকা।
27. ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে কোন্ গ্যাস উৎপন্ন করে?
উত্তরঃ ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে H₂ গ্যাস উৎপন্ন করে।
28. চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্ষার ধাতুটির নাম লেখো।
উত্তরঃ চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্ষার ধাতুটি হল পটাশিয়াম (K)।
29. একটি ক্ষার ধাতুর উদাহরণ দাও যা 30°C উয়তায় তরল থাকে।
উত্তরঃ 30°C উয়তায় তরল থাকে এমন ক্ষার ধাতু হল সিজিয়াম (Cs) |
30. কোন্ ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়?
উত্তরঃ ফ্রান্সিয়াম (Fr) নামক ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়।
31. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলিকে আধুনিক পর্যায় সারণির কোন্ শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে?
উত্তরঃ 2 নং শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে।
32. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত?
উত্তরঃ ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা 2।
33. সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন্টি?
উত্তরঃ সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল রেডিয়াম (Ra)।
34. সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন্টি?
উত্তরঃ সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল বেরিলিয়াম (Be)।
35. আধুনিক পর্যায়-সারণির কোন্ গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলে?
উত্তরঃ গ্রুপ-13-এর মৌলগুলিকে বোরন পরিবার বলে।
36. 'হ্যালোজেন' কথাটির অর্থ কী?
উত্তরঃ 'হ্যালোজেন' কথাটির অর্থ 'সামুদ্রিক লবণ উৎপাদক'।
37. একটি হ্যালোজেন মৌলের নাম লেখো।
উত্তরঃ একটি হ্যালোজেন মৌলের নাম হল আয়োডিন।
38. হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোন্টি সাধারণ উন্নতায় তরল?
উত্তরঃ হ্যালোজেন মৌলগুলির মধ্যে ব্রোমিন সাধারণ উয়তায় তরল।
39. সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল কোন্টি?
উত্তরঃ সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল হল ফ্লুরিন (F)।
40. সালফারের সাথে একই পর্যায়ে থাকা হ্যালোজেন মৌল কোন্টি?
উত্তরঃ সালফারের সাথে একই পর্যায়ে থাকা হ্যালোজেনটি হল ক্লোরিন।
41. সাধারণ উয়তায় একটি তরল অধাতব মৌলের নাম লেখো।
উত্তরঃ সাধারণ উয়তায় একটি তরল অধাতব মৌল হল ব্রোমিন।
42. একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো।
উত্তরঃ তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলটি হল অ্যাস্টাটিন (At)।
43. কোন্ হ্যালোজেন মৌল জলের সাথে বিক্রিয়ায় দ্রুত অক্সিজেন গ্যাস
উৎপন্ন করে?
উত্তরঃ ফ্লুরিন (F₂) জলের সাথে বিক্রিয়ায় দ্রুত উৎপন্ন করে।
44. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে নিষ্ক্রিয় মৌলগুলিকে রাখা হয়েছে?
উত্তরঃ 18 নং শ্রেণিতে নিষ্ক্রিয় মৌলগুলিকে রাখা হয়েছে।
45. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটি কী?
উত্তরঃ প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটি হল হিলিয়াম (He)।
46. পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটি কী?
উত্তরঃ দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌল হল নিয়ন (Ne)।
47. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম কী?
উত্তরঃ তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম রেডন (Rn) ।
48. সর্বোচ্চ পরমাণু-ক্রমাঙ্কবিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো।
উত্তরঃ রেডন (Rn; পরমাণু-ক্রমাঙ্ক: 86)।
49. একটি পরিচিত সন্ধিগত ধাতব মৌলের উদাহরণ দাও।
উত্তরঃ একটি পরিচিত সন্ধিগত ধাতব মৌল হল লোহা (Fe)।
50. সন্ধিগত মৌলগুলি ধাতু না অধাতু?
উত্তরঃ একটি ক্ষার ধাতুর নাম হল সোডিয়াম (Na)
25. ক্ষার ধাতুগুলি দীর্ঘ পর্যায় সারণির কোন্ গ্রুপের অন্তর্গত?
উত্তরঃ গ্রুপ-1-এর অন্তর্গত।
26. জলের চেয়ে হালকা একটি ক্ষার ধাতুর নাম লেখো।
উত্তরঃ লিথিয়াম জলের চেয়ে হালকা।
27. ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে কোন্ গ্যাস উৎপন্ন করে?
উত্তরঃ ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়া করে H₂ গ্যাস উৎপন্ন করে।
28. চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্ষার ধাতুটির নাম লেখো।
উত্তরঃ চতুর্থ পর্যায়ে অবস্থিত ক্ষার ধাতুটি হল পটাশিয়াম (K)।
29. একটি ক্ষার ধাতুর উদাহরণ দাও যা 30°C উয়তায় তরল থাকে।
উত্তরঃ 30°C উয়তায় তরল থাকে এমন ক্ষার ধাতু হল সিজিয়াম (Cs) |
30. কোন্ ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়?
উত্তরঃ ফ্রান্সিয়াম (Fr) নামক ক্ষার ধাতুটি তেজস্ক্রিয়।
31. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলিকে আধুনিক পর্যায় সারণির কোন্ শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে?
উত্তরঃ 2 নং শ্রেণিতে স্থান দেওয়া হয়েছে।
32. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত?
উত্তরঃ ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা 2।
33. সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন্টি?
উত্তরঃ সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল রেডিয়াম (Ra)।
34. সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন্টি?
উত্তরঃ সবচেয়ে হালকা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হল বেরিলিয়াম (Be)।
35. আধুনিক পর্যায়-সারণির কোন্ গ্রুপের মৌলগুলিকে বোরন পরিবার বলে?
উত্তরঃ গ্রুপ-13-এর মৌলগুলিকে বোরন পরিবার বলে।
36. 'হ্যালোজেন' কথাটির অর্থ কী?
উত্তরঃ 'হ্যালোজেন' কথাটির অর্থ 'সামুদ্রিক লবণ উৎপাদক'।
37. একটি হ্যালোজেন মৌলের নাম লেখো।
উত্তরঃ একটি হ্যালোজেন মৌলের নাম হল আয়োডিন।
38. হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোন্টি সাধারণ উন্নতায় তরল?
উত্তরঃ হ্যালোজেন মৌলগুলির মধ্যে ব্রোমিন সাধারণ উয়তায় তরল।
39. সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল কোন্টি?
উত্তরঃ সবচেয়ে হালকা হ্যালোজেন মৌল হল ফ্লুরিন (F)।
40. সালফারের সাথে একই পর্যায়ে থাকা হ্যালোজেন মৌল কোন্টি?
উত্তরঃ সালফারের সাথে একই পর্যায়ে থাকা হ্যালোজেনটি হল ক্লোরিন।
41. সাধারণ উয়তায় একটি তরল অধাতব মৌলের নাম লেখো।
উত্তরঃ সাধারণ উয়তায় একটি তরল অধাতব মৌল হল ব্রোমিন।
42. একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলের নাম লেখো।
উত্তরঃ তেজস্ক্রিয় হ্যালোজেন মৌলটি হল অ্যাস্টাটিন (At)।
43. কোন্ হ্যালোজেন মৌল জলের সাথে বিক্রিয়ায় দ্রুত অক্সিজেন গ্যাস
উৎপন্ন করে?
উত্তরঃ ফ্লুরিন (F₂) জলের সাথে বিক্রিয়ায় দ্রুত উৎপন্ন করে।
44. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির কোন্ শ্রেণিতে নিষ্ক্রিয় মৌলগুলিকে রাখা হয়েছে?
উত্তরঃ 18 নং শ্রেণিতে নিষ্ক্রিয় মৌলগুলিকে রাখা হয়েছে।
45. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটি কী?
উত্তরঃ প্রথম পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় গ্যাসটি হল হিলিয়াম (He)।
46. পর্যায় সারণির দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌলটি কী?
উত্তরঃ দ্বিতীয় পর্যায়ে অবস্থিত নিষ্ক্রিয় মৌল হল নিয়ন (Ne)।
47. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম কী?
উত্তরঃ তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌলটির নাম রেডন (Rn) ।
48. সর্বোচ্চ পরমাণু-ক্রমাঙ্কবিশিষ্ট নিষ্ক্রিয় গ্যাসটির নাম লেখো।
উত্তরঃ রেডন (Rn; পরমাণু-ক্রমাঙ্ক: 86)।
49. একটি পরিচিত সন্ধিগত ধাতব মৌলের উদাহরণ দাও।
উত্তরঃ একটি পরিচিত সন্ধিগত ধাতব মৌল হল লোহা (Fe)।
50. সন্ধিগত মৌলগুলি ধাতু না অধাতু?
উত্তরঃ সন্ধিগত মৌলগুলি
ধাতু।
শূন্যস্থান পূরণ
করো
1. CI,------------- ও 1 হল একই ত্রয়ীর সদস্য।
উত্তরঃ Br
2. লোথার মেয়ারের পর্যায়-সূত্রে—------------এর ভিত্তিতে—-------------- মৌলগুলির ধর্মের পুনরাবৃত্তির কথা বলা হয়েছে।
উত্তরঃ পারমাণবিক ভর, ভৌত
3. মেন্ডেলিভের আদি পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা ছিল—------- টি।
উত্তরঃ 8
4. মেন্ডেলিভের মূল পর্যায়-সারণিতে—----- -গ্যাসগুলির কোনো উল্লেখ ছিল না।
উত্তরঃ নিষ্ক্রিয়
5.----- থেকে—----- পর্যন্ত শ্রেণিগুলিকে মেন্ডেলিভ A ও B উপশ্রেণিতে ভাগ করেন।
উত্তরঃ I, VII
6. মেন্ডেলিভের পর্যায়-সারণির কোনো শ্রেণির অন্তর্গত A ও B উপশ্রেণির মৌলগুলির মধ্যে—-------- মিল নেই। ছাড়া অন্য কোনো
উত্তরঃ যোজ্যতা
7. মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক ভাষ্য অনুযায়ী হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণির—--------- শ্রেণিতে অবস্থান করে।
উত্তরঃ VIIB
৪. মোল্লে X রশ্মির পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসেন যে,-------- - হল মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক।
উত্তরঃ পরমাণু-ক্রমাঙ্ক
9. আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে কোনো—-------- নেই।
উত্তরঃ উপশ্রেণি
10. প্রথম পর্যায়কে—---- পর্যায় বলে।
উত্তরঃ অতি হ্রস্ব
11. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে—-- -টি শ্রেণি আছে।
উত্তরঃ 18
12. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রতিটিতে মৌলের সংখ্যা—-------।
উত্তরঃ আট
13. সাধারণ উন্নতায় তরল হ্যালোজেন মৌলটি হল—-------- এবং কঠিন হ্যালোজেন মৌলটি হল
উত্তরঃ ব্রোমিন, আয়োডিন
14. —-----হল একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল।
উত্তরঃ অ্যাস্টাটিন (At)
15. —--------শ্রেণির মৌলগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ায় এদের গ্যাস বা গ্যাস বলা হয়।
উত্তরঃ শূন্য, নিষ্ক্রিয়, নোব্ল্
16. নোব্ল্ গ্যাসগুলি আছে আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির সবচেয়ে—--------- দিকে।
উত্তরঃ ডান
17.------- ছাড়া বাকি সমস্ত সন্ধিগত মৌলই ধাতু।
উত্তরঃ মার্কারি, কঠিন
18. স্ক্যান্ডিয়াম (Sc) হল একটি—------ মৌল।
উত্তরঃ সন্ধিগত
1. CI,------------- ও 1 হল একই ত্রয়ীর সদস্য।
উত্তরঃ Br
2. লোথার মেয়ারের পর্যায়-সূত্রে—------------এর ভিত্তিতে—-------------- মৌলগুলির ধর্মের পুনরাবৃত্তির কথা বলা হয়েছে।
উত্তরঃ পারমাণবিক ভর, ভৌত
3. মেন্ডেলিভের আদি পর্যায় সারণিতে শ্রেণির সংখ্যা ছিল—------- টি।
উত্তরঃ 8
4. মেন্ডেলিভের মূল পর্যায়-সারণিতে—----- -গ্যাসগুলির কোনো উল্লেখ ছিল না।
উত্তরঃ নিষ্ক্রিয়
5.----- থেকে—----- পর্যন্ত শ্রেণিগুলিকে মেন্ডেলিভ A ও B উপশ্রেণিতে ভাগ করেন।
উত্তরঃ I, VII
6. মেন্ডেলিভের পর্যায়-সারণির কোনো শ্রেণির অন্তর্গত A ও B উপশ্রেণির মৌলগুলির মধ্যে—-------- মিল নেই। ছাড়া অন্য কোনো
উত্তরঃ যোজ্যতা
7. মেন্ডেলিভের পর্যায়-সারণির আধুনিক ভাষ্য অনুযায়ী হ্যালোজেন মৌলগুলি পর্যায় সারণির—--------- শ্রেণিতে অবস্থান করে।
উত্তরঃ VIIB
৪. মোল্লে X রশ্মির পরীক্ষা থেকে সিদ্ধান্তে আসেন যে,-------- - হল মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক।
উত্তরঃ পরমাণু-ক্রমাঙ্ক
9. আধুনিক দীর্ঘ পর্যায়-সারণিতে কোনো—-------- নেই।
উত্তরঃ উপশ্রেণি
10. প্রথম পর্যায়কে—---- পর্যায় বলে।
উত্তরঃ অতি হ্রস্ব
11. আধুনিক দীর্ঘ পর্যায় সারণিতে—-- -টি শ্রেণি আছে।
উত্তরঃ 18
12. আধুনিক দীর্ঘ পর্যায় সারণির দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের প্রতিটিতে মৌলের সংখ্যা—-------।
উত্তরঃ আট
13. সাধারণ উন্নতায় তরল হ্যালোজেন মৌলটি হল—-------- এবং কঠিন হ্যালোজেন মৌলটি হল
উত্তরঃ ব্রোমিন, আয়োডিন
14. —-----হল একটি তেজস্ক্রিয় হ্যালোজেন মৌল।
উত্তরঃ অ্যাস্টাটিন (At)
15. —--------শ্রেণির মৌলগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হওয়ায় এদের গ্যাস বা গ্যাস বলা হয়।
উত্তরঃ শূন্য, নিষ্ক্রিয়, নোব্ল্
16. নোব্ল্ গ্যাসগুলি আছে আধুনিক দীর্ঘ পর্যায়-সারণির সবচেয়ে—--------- দিকে।
উত্তরঃ ডান
17.------- ছাড়া বাকি সমস্ত সন্ধিগত মৌলই ধাতু।
উত্তরঃ মার্কারি, কঠিন
18. স্ক্যান্ডিয়াম (Sc) হল একটি—------ মৌল।
উত্তরঃ সন্ধিগত
19. গোল্ড, প্ল্যাটিনাম ও সিলভার হল—------ ধাতু।
উত্তরঃ বর
20. —-----পরমাণু-ক্রমাঙ্ক
থেকে ইউরেনিয়ামোত্তর মৌল শুরু হয়।
উত্তরঃ 93
21. সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল হল—-----।
উত্তরঃ ইউরেনিয়াম
22. একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ হল—-------।
উত্তরঃ নেপচুনিয়াম
23. পোলোনিয়াম একটি—-----মৌল।
উত্তরঃ তেজস্ক্রিয়
24. হাইড্রোজেনের সাথে ধর্মের সাদৃশ্য আছে—---- ও—------ মৌলগুলির।
উত্তরঃ ক্ষার ধাতু, হ্যালোজেন
সত্য/মিথ্যা নির্বাচন করো
1. ত্রয়ীসূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী লোথার মেয়ার।
উত্তরঃ মিথ্যা
2. মেন্ডেলিভ মৌলগুলিকে তাদের পরমাণু-ক্রমাঙ্কের ক্রম অনুসারে শ্রেণিবদ্ধ করেছিলেন।
উত্তরঃ মিথ্যা
3. মেন্ডেলিভের পর্যায়-সারণির VIII শ্রেণিতে কোনো উপশ্রেণি নেই।
উত্তরঃ সত্য
4. মেন্ডেলিভ নিষ্ক্রিয় মৌলগুলিকে 'দুষ্ট মৌল'রূপে অভিহিত করেছিলেন।
উত্তরঃ মিথ্যা
5. মেন্ডেলিভের পর্যায় সারণির VIB শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি ভৌত অবস্থার মৌলই পাওয়া যায়।
উত্তরঃ মিথ্যা
6. বিজ্ঞানী মোজলের পরীক্ষা থেকে জানা যায়, পরমাণু-ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক।
উত্তরঃ সত্য
7. আধুনিক দীর্ঘ পর্যায় সারণি বোরের পর্যায় সারণি নামে পরিচিত।
উত্তরঃ সত্য
৪. ক্যালশিয়াম একটি সন্ধিগত মৌল।
উত্তরঃ মিথ্যা
9. আধুনিক পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলগুলি শূন্য শ্রেণিতে অবস্থিত।
উত্তরঃ মিথ্যা
10. শ্রেণি বরাবর ওপর থেকে নীচে যোজক ইলেকট্রনের সংখ্যা একই থাকে।
উত্তরঃ সত্য
11. হ্যালোজেনগুলির মধ্যে ব্রোমিন হল কঠিন মৌল।
উত্তরঃ মিথ্যা
12. হ্যালোজেন শব্দটির অর্থ হল সামুদ্রিক লবণ উৎপাদক।
উত্তরঃ সত্য
13. প্রথম ল্যান্থানাইড মৌলটি হল সিরিয়াম।
উত্তরঃ সত্য
14. সন্ধিগত মৌলগুলির কেবলমাত্র একটি যোজ্যতা থাকে।
উত্তরঃ মিথ্যা
15. সন্ধিগত মৌলগুলির মধ্যে কিছু মৌল অধাতব প্রকৃতির।
উত্তরঃ মিথ্যা
উত্তরঃ বর
উত্তরঃ 93
21. সবচেয়ে ভারী প্রাকৃতিক মৌল হল—-----।
উত্তরঃ ইউরেনিয়াম
22. একটি ইউরেনিয়ামোত্তর মৌলের উদাহরণ হল—-------।
উত্তরঃ নেপচুনিয়াম
23. পোলোনিয়াম একটি—-----মৌল।
উত্তরঃ তেজস্ক্রিয়
24. হাইড্রোজেনের সাথে ধর্মের সাদৃশ্য আছে—---- ও—------ মৌলগুলির।
উত্তরঃ ক্ষার ধাতু, হ্যালোজেন
সত্য/মিথ্যা নির্বাচন করো
1. ত্রয়ীসূত্রের প্রবক্তা হলেন বিজ্ঞানী লোথার মেয়ার।
উত্তরঃ মিথ্যা
2. মেন্ডেলিভ মৌলগুলিকে তাদের পরমাণু-ক্রমাঙ্কের ক্রম অনুসারে শ্রেণিবদ্ধ করেছিলেন।
উত্তরঃ মিথ্যা
3. মেন্ডেলিভের পর্যায়-সারণির VIII শ্রেণিতে কোনো উপশ্রেণি নেই।
উত্তরঃ সত্য
4. মেন্ডেলিভ নিষ্ক্রিয় মৌলগুলিকে 'দুষ্ট মৌল'রূপে অভিহিত করেছিলেন।
উত্তরঃ মিথ্যা
5. মেন্ডেলিভের পর্যায় সারণির VIB শ্রেণিতে কঠিন, তরল ও গ্যাসীয় তিনটি ভৌত অবস্থার মৌলই পাওয়া যায়।
উত্তরঃ মিথ্যা
6. বিজ্ঞানী মোজলের পরীক্ষা থেকে জানা যায়, পরমাণু-ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক।
উত্তরঃ সত্য
7. আধুনিক দীর্ঘ পর্যায় সারণি বোরের পর্যায় সারণি নামে পরিচিত।
উত্তরঃ সত্য
৪. ক্যালশিয়াম একটি সন্ধিগত মৌল।
উত্তরঃ মিথ্যা
9. আধুনিক পর্যায় সারণিতে হ্যালোজেন মৌলগুলি শূন্য শ্রেণিতে অবস্থিত।
উত্তরঃ মিথ্যা
10. শ্রেণি বরাবর ওপর থেকে নীচে যোজক ইলেকট্রনের সংখ্যা একই থাকে।
উত্তরঃ সত্য
11. হ্যালোজেনগুলির মধ্যে ব্রোমিন হল কঠিন মৌল।
উত্তরঃ মিথ্যা
12. হ্যালোজেন শব্দটির অর্থ হল সামুদ্রিক লবণ উৎপাদক।
উত্তরঃ সত্য
13. প্রথম ল্যান্থানাইড মৌলটি হল সিরিয়াম।
উত্তরঃ সত্য
14. সন্ধিগত মৌলগুলির কেবলমাত্র একটি যোজ্যতা থাকে।
উত্তরঃ মিথ্যা
15. সন্ধিগত মৌলগুলির মধ্যে কিছু মৌল অধাতব প্রকৃতির।
উত্তরঃ মিথ্যা
16. চতুর্থ পর্যায়ে সন্ধিগত মৌলের মোট সংখ্যা 10 টি।
উত্তরঃ সত্য
17. সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠন করতে পারে।
উত্তরঃ সত্য
18. লেড একটি ইউরেনিয়ামোত্তর মৌল।
উত্তরঃ মিথ্যা
19. পর্যায় সারণির ষষ্ঠ পর্যায়ে বিরল মৃত্তিকা মৌলগুলি অবস্থিত।
উত্তরঃ সত্য
সংক্ষিপ্ত / দীর্ঘ প্রশ্নোত্তর
1. পর্যাবৃত্তি ও পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায়? পর্যাবৃত্ত ধর্ম নয় এরূপ কয়েকটি ধর্মের উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝায় একটি উদাহরণসহ লেখো। একটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয়।
উত্তর: ক্রমবর্ধমান পারমাণবিক ভর কিংবা পরমাণু-ক্রমাঙ্ক অনুযায়ী সাজালে মৌলের ধর্মের যে পর্যায়ক্রমিক আবর্তন বা পুনরাবৃত্তি ঘটে, তাকে পর্যাবৃত্তি (periodicity) বলে। অন্যদিকে, মৌলের যেসব ভৌত ও রাসায়নিক ধর্ম, পর্যায় এবং শ্রেণি পরিবর্তিত ও পুনরাবৃত্ত হয় তাদের পর্যাবৃত্ত ধর্ম বা পর্যায়গত ধর্ম (periodic properties) বলে। যেমন-পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীভবন শক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, জারণ ও বিজারণ ধর্ম ইত্যাদি হল পর্যায়গত ধর্ম।
পর্যায় সারণিতে কোনো পর্যায় বরাবর বাম থেকে ডানদিকে গেলে কিংবা কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে মৌলসমূহের মধ্যে এই ধর্মগুলির নিয়মিত পরিবর্তন লক্ষ করা যায়। তেজস্ক্রিয়তা, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা ইত্যাদি পর্যাবৃত্ত ধর্ম নয়।
2. কোনো পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলতে কী বোঝায়?
উত্তর: পরমাণুর আকারকে পারমাণবিক ব্যাসার্ধ দ্বারা প্রকাশ করা হয়। কোনো বিচ্ছিন্ন পরমাণুর নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ ইলেকট্রন কক্ষের দূরত্বকে ওই পরমাণুর পারমাণবিক ব্যাসার্ধ বলে। প্রসঙ্গত উল্লেখ্য, নির্দিষ্ট পরীক্ষার দ্বারা কোনো বিচ্ছিন্ন পরমাণুর ব্যাসার্ধ পরিমাপ করা সম্ভব নয়। তাই পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধের মান মৌলের সমযোজী ব্যাসার্ধ দ্বারা প্রকাশ করা হয়।
3. সমযোজী ব্যাসার্ধ বলতে কী বোঝ? উদাহরণ দাও।
উত্তর: কে দুটি পরমাণু দ্বারা গঠিত অণুর ক্ষেত্রে, পরমাণু দুটি সমযোজী একবন্ধন দ্বারা যুক্ত থাকলে, তাদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে সমযোজী ব্যাসার্ধ বলে। সমযোজী ব্যাসার্ধ পরিমাপ করা হয় পিকোমিটার (pm) [1pm = 10-12 m) বা অ্যাংস্ট্রম (Å) [1A = 10-10 m] এককে।
[H₂ অণুতে সমযোজী এক-বন্ধন দ্বারা যুক্ত H-পরমাণু দুটির নিউক্লিয়াসদ্বয়ের দূরত্ব 74 pm। সুতরাং, এর পারমাণবিক ব্যাসার্ধ 74 (সমযোজী ব্যাসার্ধ) = 742 pm = 37pm |
4. পর্যায় সারনািতে পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়? ওই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পর্যায় সারণিতে যে-কোনো পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। প্রতিনিধি মৌলগুলির ক্ষেত্রে যে-কোনো পর্যায়ে 1 নং শ্রেণির মৌলের পরমাণুর আকার সবচেয়ে বড়ো হয় ও 17 নং শ্রেণির মৌলের পরমাণুর আকার সবচেয়ে ছোটো হয়।
একই পর্যায়ভুক্ত মৌলের পরমাণুগুলির ক্ষেত্রে ইলেকট্রনীয় কক্ষপথ একই হয়। এখন, পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে পরমাণুগুলির সর্ববহিস্থ কক্ষে একটি করে ইলেকট্রন যুক্ত হতে থাকে। আবার পরমাণু-ক্রমাঙ্ক বৃদ্ধি পাওয়ার সাথে সাথে প্রোটন সংখ্যা তথা ধনাত্মক আধান বৃদ্ধি পায়। এর ফলে সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়, যা নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষের দূরত্ব কমিয়ে দেয়। এই কারণে পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে এই কারণে পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ উ কমতে থাকে।
5. পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর মৌলগুলির পরমাণুর আকার তথা পারমাণবিক ব্যাসার্ধ কীভাবে পরিবর্তিত হয়? এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: পর্যায় সারণির যে-কোনো শ্রেণি বরাবর ওপর থেকে যত নীচের দিকে যাওয়া যায় মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
শ্রেণি বরাবর ওপর থেকে নীচের দিকে পরমাণু-ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে একদিকে যেমন পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়, তেমন অন্যদিকে নিউক্লিয়াসের বাইরে নতুন নতুন ইলেকট্রনীয় কক্ষপথের সংযোজন ঘটে। নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পেলে, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে নতুন নতুন কক্ষপথ যুক্ত হওয়ার ফলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্ব ক্রমশ বৃদ্ধি পায়, যা ওই কক্ষপথে থাকা ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ কমিয়ে দেয়। তাই শ্রেণি বরাবর ওপর থেকে নীচের দিকে মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ বৃদ্ধি পায়।
6. [i] ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও: O, C, F, Li
[ii] পরমাণুর আকারের উর্ধ্বক্রমে সাজাও: Br, F, I, CI
উত্তর: [i] প্রদত্ত মৌলগুলি পর্যায়-সারণির দ্বিতীয় পর্যায়ের মৌল। আমরা জানি, কোনো পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ তথা পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়। সুতরাং, প্রদত্ত মৌলগুলিকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজালে পাওয়া যায়- Li, C, O, FI
ii] প্রদত্ত মৌলগুলি মেন্ডেলিভের পর্যায় সারণির VIIB শ্রেণিতে বা দীর্ঘ পর্যায়-সারণির 17 নং শ্রেণিতে অবস্থান করে। কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচের দিকে পরমাণুর আকার ক্রমশ বৃদ্ধি পায়। সুতরাং, প্রদত্ত মৌলগুলির পরমাণুর আকারের ক্রম: F < CI < Br < I
7. [i] মৌলের আয়নন শক্তি বলতে কী বোঝায়?
অনুরূপ প্রশ্ন, কোনো মৌলের পরমাণুর আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝায়?
[ii] আয়নাইজেশন শক্তির একক কী?
8. [1] আয়নন শক্তির মান কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে? [ii] নিষ্ক্রিয় মৌলের আয়নন শক্তি খুব বেশি হয় কিন্তু ক্ষার ধাতুর আয়নন শক্তি খুব কম হয় কেন?
উত্তর: কোনো মৌলের আয়নন শক্তি প্রধানত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে-
① নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ: নিউক্লিয়াসে
ধনাত্মক আধান বৃদ্ধি পেলে আয়নন শক্তির মান বৃদ্ধি পায়।
② পারমাণবিক ব্যাসার্ধ: পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আয়নন শক্তির মান হ্রাস পায়।
③ ইলেকট্রন-বিন্যাসের প্রকৃতি: পরমাণুর ইলেকট্রন-বিন্যাস যত সুস্থিত হয় আয়নন শক্তির মান তত বৃদ্ধি পায়।
i] নিষ্ক্রিয় মৌলগুলির সর্ববহিস্থ কক্ষ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় এদের ইলেকট্রন-বিন্যাস খুব সুস্থিত। ফলে এদের সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারিত করতে বেশি শক্তির প্রয়োজন হয়। তাই নিষ্ক্রিয় মৌলের আয়নন শক্তি খুব বেশি। অন্যদিকে, ক্ষার ধাতুর সর্ববহিস্থ কক্ষে থাকা একমাত্র ইলেকট্রনটি অপসারিত হলে উৎপন্ন ক্যাটায়ন নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের মতো সুস্থিত ইলেকট্রন-বিন্যাস লাভ করে। তাই ক্ষার ধাতুর সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন অপসারণ করতে কম শক্তির প্রয়োজন হয় ও আয়নন শক্তির মান খুব কম হয়।
9. কোনো মৌলের আইসোটোপগুলির আয়নাইজেশন শক্তি কি সমান হবে? যুক্তি দাও।
উত্তর: কোনো মৌলের আইসোটোপগুলির নিউট্রন সংখ্যা তথা ভরসংখ্যা আলাদা হলেও প্রোটন সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যা একই হয়। স্বাভাবিকভাবেই আইসোটোপগুলির ইলেকট্রন-বিন্যাস একই হয়। ফলে কোনো মৌলের প্রতিটি আইসোটোপের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারিত করতে একই পরিমাণ শক্তির প্রয়োজন হয়। অর্থাৎ আইসোটোপগুলির আয়নাইজেশন শক্তি সমান হয়।
10. পর্যায় বরাবর মৌলগুলির 'আয়নন শক্তি' কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো।
উত্তর: কয়েকটি ব্যতিক্রম ছাড়া, সাধারণত একই পর্যায়ের বামদিক থেকে ডানদিকে অগ্রসর হলে মৌলগুলির আয়নন শক্তি বা আয়নন বিভব ক্রমশ বৃদ্ধি পায়।
ব্যাখ্যা: একই পর্যায়ের মৌলসমূহের ক্ষেত্রে সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষপথটি একই হয়। এখন, কোনো পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির পরমাণু-ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিউক্লিয়াসের ধনাত্মক আধান এক একক করে বৃদ্ধি পায় এবং একইসঙ্গে সর্ববহিস্থ কক্ষে একটি করে ইলেকট্রন যুক্ত হতে থাকে। এর ফলে নিউক্লিয়াস ও সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির মধ্যে আকর্ষণ তীব্রতর হতে থাকে। এই অবস্থায় সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন অপসারিত করতে বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয় অর্থাৎ আয়নন শক্তি বৃদ্ধি পায়।
11. পর্যায়-সারণিতে শ্রেণি বরাবর মৌলগুলির আয়নাইজেশন শক্তি কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো।
ব্যাখ্যা: শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে পরমাণু-ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে একদিকে পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় এবং অন্যদিকে নিউক্লিয়াসের বাইরে নতুন নতুন ইলেকট্রনীয় কক্ষপথের সংযোজন ঘটে। এর ফলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্ব বাড়তে থাকে, যা সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ কমিয়ে দেয়। এই অবস্থায় সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন অপসারিত করতে কম শক্তি প্রয়োজন হয় অর্থাৎ, আয়নাইজেশন শক্তি হ্রাস পায়।
12. আয়নন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও: [i] O, Ne, F [ii] Mg, Ca, Be, Ba |
উত্তর: [i] প্রদত্ত মৌলগুলি দ্বিতীয় পর্যায়ের মৌল। আমরা জানি, পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে আয়নন শক্তির মান ক্রমশ বৃদ্ধি পায়। সুতরাং, প্রদত্ত মৌলগুলির আয়নন শক্তির ক্রম: O <F < Ne।
ii] প্রদত্ত মৌলগুলি আধুনিক দীর্ঘ পর্যায় সারণির দ্বিতীয় শ্রেণির মৌল। আমরা জানি, শ্রেণি বরাবর উপর থেকে নীচের দিকে নামলে আয়নন শক্তির মান ক্রমশ হ্রাস পায়। সুতরাং, প্রদত্ত মৌলগুলির আয়নন শক্তির ক্রম: Ba < Ca < Mg < Be |
13. তড়িৎ-ঋণাত্মকতার
সংজ্ঞা দাও। মৌলের তড়িৎ-ঋণাত্মকতার মান কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে? অনুরূপ প্রশ্ন, মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলতে কী বোঝায়?
উত্তর: অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন-জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলটির তড়িৎ- ঋণাত্মকতা বলে।
মৌলের তড়িৎ-ঋণাত্মকতা প্রধানত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে—---
উত্তর: অন্য কোনো মৌলের পরমাণুর সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন-জোড়কে কোনো মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলটির তড়িৎ- ঋণাত্মকতা বলে।
মৌলের তড়িৎ-ঋণাত্মকতা প্রধানত তিনটি বিষয়ের ওপর নির্ভর করে—---
① পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ: মৌলের পরমাণুর আকার যত ছোটো হয়, তড়িৎ-ঋণাত্মকতার মান তত বেশি হয়।
② কক্ষপথের সংখ্যা: পরমাণুতে কক্ষপথের সংখ্যা যত বেশি হয়, তড়িৎ- ঋণাত্মকতার মান তত বেশি হয়।
③ পরমাণু-ক্রমাঙ্ক তথা নিউক্লিয়াসের আধান: পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তড়িৎ-ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়।
14. পর্যায় বরাবর মৌলের তড়িৎ-ঋণাত্মকতা কীভাবে পরিবর্তিত হয় তা কারণসহ লেখো।
উত্তর: পর্যায় সারণিতে কোনো পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে মৌলের তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়।
ব্যাখ্যা: পর্যায় সারণির যে-কোনো পর্যায়ের বামদিক থেকে ডানদিকে গেলে পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক আধান ক্রমশ বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়। এই দুইয়ের মিলিত প্রভাবে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন-জোড়ের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায়। তাই কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে পরমাণুর তড়িৎ- ঋণাত্মকতার মান ক্রমশ বৃদ্ধি পায়।
15. শ্রেণি বরাবর মৌলের তড়িৎ-ঋণাত্মকতার মান কীভাবে পরিবর্তিত হয়?
উত্তর: পর্যায় সারণিতে শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে মৌলের তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়।
ব্যাখ্যা: পর্যায় সারণির যে-কোনো শ্রেণির ওপর থেকে নীচের দিকে গেলে পরমাণু-ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পেলেও নতুন কক্ষপথ সংযুক্ত হওয়ায় পরমাণুর আকার বৃদ্ধি পায়। এর ফলে সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন-জোড় থেকে নিউক্লয়াসের দূরত্ব বৃদ্ধি পায় এবং বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন-জোড়ের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ হ্রাস পায়। তাই শ্রেণি বরাবর ওপর থেকে নীচের দিকে মৌলগুলির তড়িৎ- ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়।
16. [1] তড়িৎ-ঋণাত্মকতার ক্রমানুসারে সাজাও: P, Cl, Si, S।
[ii] হ্যালোজেন মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতার ক্রম হল:
I < Br < Cl < F-ব্যাখ্যা করো। [iii] কোন্ মৌলের তড়িৎ-ঋণাত্মকতা সর্বাধিক ও কোন্ মৌলের তড়িৎ- ঋণাত্মকতা সর্বনিম্ন?
উত্তর: [i] প্রদত্ত মৌলগুলি পর্যায়-সারণির তৃতীয় পর্যায়ের মৌল। আমরা জানি, পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। সুতরাং, প্রদত্ত মৌলগুলির তড়িৎ- ঋণাত্মকতার ক্রম: Si < P < S < CI |
[i] হ্যালোজেন মৌলগুলি (F, Cl, Br, I) আধুনিক দীর্ঘ পর্যায় সারণির 17 নং শ্রেণির মৌল। আমরা জানি, শ্রেণি বরাবর উপর থেকে নীচের দিকে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ হ্রাস পায়। সুতরাং, হ্যালোজেন মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতার ক্রম: I < Br < Cl < F
[ii] ফুরিন (F) মৌলটির তড়িৎ-ঋণাত্মকতা সর্বাধিক এবং সিজিয়াম (Cs) মৌলের তড়িৎ-ঋণাত্মকতা সর্বনিম্ন।
17. মৌলের জারণ ও বিজারণ ধর্ম বলতে কী বোঝ? অনুরূপ প্রশ্ন, জারণ ও বিজারণ ক্ষমতা বলতে কী বোঝায়?
উত্তর: কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বা প্রবণতাকে মৌলটির জারণ ধর্ম বা জারণ ক্ষমতা বলা হয়। যে মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি, সেই মৌলের জারণ ধর্ম অর্থাৎ অন্য পদার্থকে জারিত করার প্রবণতা তত বেশি। অন্যভাবে বলা যায়, মৌলটি তত শক্তিশালী জারক পদার্থ।
অপরপক্ষে, কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বা প্রবণতাকে মৌলটির বিজারণ ধর্ম বা বিজারণ ক্ষমতা বলা হয়। যে মৌলের ইলেকট্রন বর্জনের প্রবণতা যত বেশি, সেই মৌলের বিজারণ ধর্ম অর্থাৎ অন্য পদার্থকে বিজারিত করার প্রবণতা তত বেশি। অন্যভাবে বলা যায়, মৌলটি তত শক্তিশালী বিজারক পদার্থ।
18. [i] পর্যায় বরাবর মৌলের জারণ ও বিজারণ ক্ষমতার কী পরিবর্তন ঘটে? [ii] বিজারণ ক্ষমতা অনুসারে প্রদত্ত মৌলগুলিকে সাজাও:
Na, Al, Si, Mg, P, CI, S
উত্তর: [i] পর্যায় সারণিতে কোনো পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে মৌলসমূহের জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় ও বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়।
ব্যাখ্যা: পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির পরমাণু- ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায় এবং পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। ফলে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ বৃদ্ধি পায় এবং পরমাণুর ইলেকট্রন বর্জন করার ক্ষমতা বা প্রবণতা ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ, বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। অন্যভাবে বলা যায়, পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে গেলে মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তথা জারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়।
ii] প্রদত্ত মৌলগুলি পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের মৌল। আমরা জানি, - পর্যায় বরাবর বামদিক থেকে ডানদিকে মৌলগুলির বিজারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। সুতরাং, প্রদত্ত মৌলগুলির বিজারণ ক্ষমতার ক্রম: Na > Mg > Al > Si > P > S > Cl
19. [i] শ্রেণি বরাবর মৌলের জারণ ও বিজারণ ধর্মের কী পরিবর্তন ঘটে?
[ii] অতেজস্ক্রিয় হ্যালোজেন মৌলগুলিকে জারণ ক্ষমতার ক্রমানুসারে সাজাও।
উত্তর: [i] পর্যায় সারণিতে কোনো শ্রেণি বরাবর ওপর থেকে যত নীচের দিকে যাওয়া যায় ততই বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায় কিন্তু জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়।
ব্যাখ্যা: কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচের দিকে নামলে মৌলগুলির পরমাণু-ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পায়। কিন্তু নতুন কক্ষপথ সংযুক্ত হওয়ার ফলে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষপথের দূরত্ব তথা পরমাণুর আকার ক্রমশ বাড়তে থাকে। এর ফলে সর্ববহিস্থ কক্ষপথে থাকা ইলেকট্রনগুলির ওপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ দুর্বল হয় এবং পরমাণুর ইলেকট্রন বর্জন করার প্রবণতা তথা বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়। অন্যভাবে বলা যায়, পর্যায় সারণির শ্রেণি বরাবর উপর থেকে নীচের দিকে নামলে মৌলের পরমাণুর ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা তথা জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়।
অতেজস্ক্রিয় হ্যালোজেন মৌলগুলি (F. Cl, Br, i) আধুনিক দীর্ঘ পর্যায় সারণির 17 নং শ্রেণির মৌল। আমরা জানি, শ্রেণি বরাবর উপর থেকে নীচের দিকে মৌলগুলির ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। সুতরাং, এদের জারণ ক্ষমতার ক্রম: F > Cl > Br > I