------------------------------------------
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
1. কাস্ট আয়রন বা ঢালাই লোহার ব্যবহার লেখো।
উত্তর: কাস্ট আয়রন বা ঢালাই লোহার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হল-
(i) পেটা লোহা প্রস্তুতিতে ঢালাই লোহা ব্যবহৃত হয়।
(ii) লোহার নল, ম্যানহোলের ঢাকনা, ইস্ত্রি, রেলিং, কড়াই, আলোকস্তম্ভ প্রভৃতি তৈরিতে ঢালাই লোহা ব্যবহৃত হয়।
2. রট আয়রন বা পেটা লোহার ব্যবহার লেখো।
উত্তর: রট আয়রন বা পেটা লোহার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হল-
(i) তড়িৎচুম্বকের মজ্জা তৈরিতে পেটা লোহা ব্যবহৃত হয়।
(ii) তার, শেকল, পেরেক, রড, নাট-বল্টু প্রভৃতি তৈরিতে পেটা লোহা ব্যবহৃত হয়।
(iii) জাহাজের নোঙর, ক্রেন প্রভৃতি তৈরিতে পেটা লোহা ব্যবহৃত হয়।
3. ইস্পাত বা স্টিলের ব্যবহার লেখো।
উত্তর: ইস্পাত বা স্টিলের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হল-
(i) মোটরগাড়ি, রেলের বগি, ইঞ্জিন, চাকা, রেললাইন, গাড়ির স্প্রিং, জাহাজ ইত্যাদি তৈরিতে ইস্পাত ব্যবহৃত হয়।
(ii) ছুরি, কাঁচি, ব্লেড, অস্ত্রোপচারের যন্ত্রপাতি প্রস্তুতিতে ইস্পাত ব্যবহৃত হয়।
(iii) হাতা, খুন্ডি, থালা, বাটি, গ্লাস ইত্যাদি প্রস্তুতিতে ইস্পাত ব্যবহৃত হয়।
(iv) কৃষিকাজের জন্য লাঙল ও ট্র্যাক্টরের ফলা, জলের পাম্প তৈরিতে স্টিল ব্যবহৃত হয়।
4. কার্বনের পরিমাণের ওপর ভিত্তি করে আয়রন বা লোহাকে কী কী শ্রেণিতে ভাগ করা যায়? এর মধ্যে কোন্টি বিশুদ্ধতম?
উত্তর: কার্বনের পরিমাণের ওপর ভিত্তি করে আয়রনকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়-কাস্ট আয়রন বা ঢালাই লোহা (C: 2-4.5%), রট্ আয়রন বা পেটা লোহা (C: 0.1-0.15%) ও স্টিল বা ইস্পাত (C: 0.15-1.5%)। এই তিন প্রকার আয়রনের মধ্যে রট আয়রন বিশুদ্ধতম।
5. তামার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, কপারের একটি ব্যবহার উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, তড়িৎপরিবাহী তার ও বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে তামা ব্যবহার করা হয় কেন?
উত্তর: তামার গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হল-
(i) তামা নিম্ন রোধসম্পন্ন অর্থাৎ তড়িতের সুপরিবাহী এবং নমনীয় প্রকৃতির ধাতু হওয়ায় টেলিফোনের তার ও তড়িৎ পরিবাহী তার (ওয়্যারিং-এর তার) হিসেবে, মোটর, ডায়ানামো, বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে, তড়িৎকোশের তড়িদ্দ্বার-রূপে এবং তড়িৎ- লেপনের কাজে তামা ব্যবহৃত হয়।
(ii) তাপের সুপরিবাহী হওয়ার জন্য রান্নার বাসনপত্র, ক্যালোরিমিটার, বয়লার প্রভৃতি তৈরিতে তামা ব্যবহৃত হয়।
(iii) মুদ্রা, মূর্তি, ছাঁচ প্রভৃতি প্রস্তুতিতে তামা ব্যবহৃত হয়।
6. তামা তাপের সুপরিবাহী-এই ধর্মটির ব্যাবহারিক প্রয়োগ লেখো।
উত্তর: (i) রান্নার বাসনপত্র তৈরিতে তামা ব্যবহৃত হয়। এর ফলে সহজে খাদ্যবস্তুতে তাপ সরবরাহ হয় ও রান্না দ্রুত সম্পন্ন করা যায়।
(ii) কলকারখানায় বয়লার তৈরিতে তামা ব্যবহৃত হয়। তামা তাপের সুপরিবাহী হওয়ায় বয়লারের জল দ্রুত গরম হয়।
(iii) ক্যালোরিমিটার প্রস্তুতিতে তামা ব্যবহৃত হয়। ফলে পরীক্ষাধীন বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপ সঠিকভাবে পরিমাপ করা যায়।
7. জিংকের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি লেখো। অথবা, দস্তার ব্যবহার উল্লেখ করো।
উত্তর: জিংকের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হল-
(i) পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতির জন্য ও বিজারকরূপে জিংক ব্যবহৃত হয়।
(ii) নির্জল কোশ বা ব্যাটারি তৈরিতে জিংক ব্যবহৃত হয়।
(iii) জিংক হোয়াইট নামক সাদা রং প্রস্তুতিতে জিংক ব্যবহৃত হয়।
(iv) ধাতব সোনা ও রুপো নিষ্কাশনে এবং ছাপার ব্লক তৈরিতে জিংক ব্যবহৃত হয়। লোহার তৈরি জিনিসের ওপর জিংকের প্রলেপ দিয়ে মরচে পড়া প্রতিরোধ করা যায়।
৪. অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, অ্যালুমিনিয়ামের দুটি ধর্ম নীচে উল্লেখ করা হল। ব্যাবহারিক ক্ষেত্রে কোথায় এদের প্রয়োগ করা হয় উল্লেখ করো- [i] Al তড়িতের সুপরিবাহী। [ii] AI একটি হালকা ও ক্ষয়রোধী ধাতু।
উত্তর: অ্যালুমিনিয়ামের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলি হল-
(i) তড়িৎ-এর সুপরিবাহী হওয়ায় বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশ তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়।
(ii) হালকা ও ক্ষয়রোধী ধাতু বলে বিমান ও মোটরগাড়ির কাঠামো, হালকা যন্ত্রাংশ, আসবাবপত্র, সিঁড়ি বা ল্যাডার, বালতি, বাড়ি-ঘরের আচ্ছাদন, বাক্স, জানালা-দরজার ফ্রেম প্রভৃতি প্রস্তুতিতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়।
(iii) অ্যালুমিনিয়াম তাপের সুপরিবাহী। তাই রান্নার বাসনপত্র তৈরির কাজে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়।
(iv) পাতলা পাতে পরিণত করা যায় বলে সিগারেট, চকোলেট, ওষুধ, মিষ্টি প্রভৃতির মোড়ক, রাংতা এবং প্যাকিং ফয়েল তৈরিতে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়।
(v) থার্মিট পদ্ধতিতে ভাঙা লোহা বা রেললাইনের ভাঙা অংশ জোড়া দিতে অ্যালুমিনিয়াম চূর্ণ বা পাউডার ব্যবহৃত হয়।
(vi) লিনসিড তেলের সঙ্গে অ্যালুমিনিয়াম পাউডার মিশিয়ে রুপোলি পেন্টরূপে ব্যবহার করা হয়।
(vii) অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে অ্যালুমিনিয়াম পাউডার মিশিয়ে বিস্ফোরক 'অ্যামোন্যাল' প্রস্তুত করা হয়।
9. সংকর ধাতু কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: দুই বা ততোধিক ধাতু কিংবা কোনো কোনো ক্ষেত্রে ধাতু ও অধাতুর সংমিশ্রণে উপাদানগুলি থেকে পৃথক বৈশিষ্ট্যযুক্ত ও ধাতুর মতো আচরণকারী যে সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ উৎপন্ন হয়, তাকে ধাতু-সংকর বা সংকর ধাতু (alloy) বলে।পিতল একটি পরিচিত সংকর ধাতু যার উপাদান হল কপার (60-80%) এবং জিংক (20-40%)।
10. ধাতু-সংকর ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের দুটি সুবিধা লেখো।
উত্তর: ধাতু-সংকর ব্যবহারের সুবিধাগুলি হল-
(i) উপাদান ধাতুগুলি অপেক্ষা সংকর ধাতুর কাঠিন্য বেশি হয়। যেমন-তামা নরম ধাতু হলেও তার সংকর ধাতু পিতল (Cu + Zn), কাঁসা (Cu + Sn) ইত্যাদির কাঠিন্য তামার তুলনায় অনেক বেশি।
(ii) সংকর ধাতু তৈরির মাধ্যমে ধাতুর জারণ প্রতিরোধ করা যায় এবং ফলস্বরূপ ধাতুকে জলবায়ুর ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করা যায়। যেমন-জলীয় বাষ্প ও অক্সিজেনের প্রভাবে লোহায় মরচে ধরে, কিন্তু লোহার সংকর ধাতু স্টেনলেস স্টিলে (Fe + Ni + Cr + C) মরচে ধরে না।
(iii) সংকর ধাতুর গলনাঙ্ক তার উপাদান ধাতুগুলির গলনাঙ্কের তুলনায় কম হয়। যেমন-টিন ও লেডের সংকর ধাতুর গলনাঙ্ক উপাদান ধাতুগুলির তুলনায় কম হওয়ায় এটি ফিউজ তার তৈরিতে ব্যবহৃত হয়।
(iv) কোনো ধাতুর তাপ ও তড়িৎ পরিবাহিতা প্রয়োজনমতো বাড়ানো বা কমানোর জন্য ওই ধাতুর কোনো সংকর ধাতু ব্যবহার করা হয়। যেমন- Fe, Cr ও Ni-এর সংকর ধাতু নাইক্রোমের রোধাঙ্ক উচ্চমানের হওয়ায় অর্থাৎ তড়িৎ পরিবাহিতা উপাদান ধাতুগুলির তুলনায় কম হওয়ায় এটিকে বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয়।
(v) সংকর ধাতুতে পরিণত হওয়ার ফলে উপাদান ধাতুগুলির রাসায়নিক সক্রিয়তা কমে যায়। যেমন-তামার পাত্রে খাদ্যদ্রব্য রাখলে বিষক্রিয়ার সম্ভাবনা থাকে, কিন্তু কাঁসার (Cu+Sn) পাত্রে এরূপ ঘটে না। ধাতুর নমনীয়তা, সম্প্রসারণশীলতা, ঘাত-সহনশীলতা, ঘনত্ব প্রভৃতি ভৌত ধর্ম নিয়ন্ত্রণের জন্যও ধাতুকে, সংকর ধাতুতে পরিণত করা হয়।
11. সংকর ধাতু প্রস্তুত করা হয় কীভাবে? সংকর ধাতুর কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর: প্রস্তুতি: প্রথমে মুখ্য উপাদান ধাতুটিকে গলিয়ে তরলে পরিণত করা হয়। এরপর ওই গলিত তরল ধাতুর মধ্যে অন্যান্য উপাদান ধাতু বা অধাতুগুলিকে দ্রবীভূত করে ঘরের উন্নতায় ধীরে ধীরে ঠান্ডা হতে দিলে ধাতু-সংকর বা সংকর ধাতু উৎপন্ন হয়।
সংকর ধাতুর কয়েকটি বৈশিষ্ট্য:
(i) সংকর ধাতু সমসত্ত্ব বা অসমসত্ত্ব হতে পারে। সংকর ধাতুর ধর্ম তার উপাদান ধাতুগুলির ধর্ম থেকে ভিন্ন হয়।
(ii) সংকর ধাতুর গলনাঙ্ক তার উপাদান ধাতুগুলির গলনাঙ্কের থেকে কম হয়।
(iii) সংকর ধাতুর কাঠিন্য ওর উপাদান ধাতুগুলির কাঠিন্যের তুলনায় বেশি হয়।
(iv) বেশিরভাগ সংকর ধাতু কঠিন হয়ে থাকে, তবে সংকর ধাতু তরলও হতে পারে।
(v) সংকর ধাতুর মধ্যে অধাতুও থাকতে পারে।
12. [1] স্পাইজেল কী? [ii] এর ভূমিকা উল্লেখ করো।
উত্তর: [i] স্পাইজেল হল কার্বন, ম্যাঙ্গানিজ ও আয়রনের ধাতুসংকর। ii] লোহাকে ইস্পাতে পরিণত করার সময় স্পাইজেল তিনটি ভূমিকা পালন করে-
(i) গলিত আয়রনে মিশে থাকা অক্সিজেন দূর করে,
(ii) আয়রনের কিছুটা অংশ FeO-তে জারিত হলে তাকে বিজারিত করে পুনরায় আয়রনে ফিরিয়ে আনে এবং ও আয়রনকে পরিমাণমতো কার্বন সরবরাহ করে সেটিকে স্টিলে পরিণত করে।
13. কপারের এমন একটি সংকর ধাতুর নাম, সংযুতি ও ব্যবহার উল্লেখ করো যার মধ্যে উপাদান হিসেবে জিংক থাকে না।
উত্তর: কপারের একটি সংকর ধাতু হল কাঁসা বা বেল মেটাল যার মধ্যে উপাদান হিসেবে জিংক থাকে না। কাঁসার সংযুতি হল— Cu:80%, Sn:20%। বাসনপত্র, ঘণ্টা, মূর্তি ইত্যাদি প্রস্তুতিতে কাঁসা ব্যবহৃত হয়।
14. পিতলের প্রধান উপাদানটির নাম লেখো। ওই উপাদান মৌলটির তুলনায় পিতলের বাড়তি সুবিধা কী?
উত্তর: পিতলের প্রধান উপাদানটি হল কপার (Cu: 60-80%, Zn: 20-40%)। কপারের তুলনায় পিতলের বাড়তি সুবিধা হল-
(i) কপার নরম ধাতু হলেও কপারের সংকর ধাতু পিতলের কাঠিন্য কপারের তুলনায় অনেক বেশি।
(ii) কপারের তুলনায় পিতলের রাসায়নিক সক্রিয়তা কম এবং ক্ষয়রোধী ক্ষমতা বেশি।
15. [i] পারদ-সংকর বা অ্যামালগাম কাকে বলে? উদাহরণ দাও। [ii] পারদ-সংকরের কয়েকটি ব্যবহার উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, দুটি পারদ-সংকরের নাম ও তাদের ব্যবহার লেখো।
উত্তর: [i] যে ধাতু-সংকরের একটি উপাদান পারদ তাকে পারদ-সংকর বা অ্যামালগাম বলে।
উদাহরণ: সোডিয়াম অ্যামালগাম (Na-Hg), টিন অ্যামালগাম (Sn-Hg) ইত্যাদি। ii] পারদ-সংকরের ব্যবহারগুলি হল-
(i) টিন অ্যামালগাম বা টিনের পারদ-সংকর (Sn-Hg) আয়না তৈরিতে ব্যবহৃত হয়।
(ii) সোডিয়াম অ্যামালগাম বা Na-এর পারদ-সংকর (Na-Hg) এবং জিংকের পারদ- সংকর বা জিংক অ্যামালগাম (Zn-Hg) জৈব রসায়নে বিজারক-রূপে ব্যবহৃত হয়।
(iii) রুপোর পারদ-সংকর অর্থাৎ সিলভার অ্যামালগাম (Ag-Hg) দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়।
16. খনিজ কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর: ভূগর্ভে বা ভূপৃষ্ঠে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থসমূহ যাদের মধ্যে ধাতুগুলি মুক্ত অবস্থায় বা যৌগরূপে অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত অবস্থায় থাকে, তাদের খনিজ বলে।
উদাহরণ: ① রেড হিমাটাইট (Fe2O3), ম্যাগনেটাইট (Fe3O4), আয়রন পাইরাইট্স্ (FeS₂) প্রভৃতি হল আয়রন ধাতুর খনিজ। বক্সাইট (Al2O3 2H2O), চায়না-ক্লে (Al2O3 2SiO2 2H2O), ক্রায়োলাইট (AlF3 3NaF) প্রভৃতি হল অ্যালুমিনিয়ামের খনিজ।
17. আকরিক কাকে বলে? উদাহরণ দাও। অনুরূপ প্রশ্ন, আকরিকের সংজ্ঞা দাও। জিংকের একটি আকরিকের উদাহরণ দাও।
উত্তর: যে খনিজ পদার্থ থেকে অপেক্ষাকৃত সহজ উপায়ে ও সুলভে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়, সেই খনিজকে সংশ্লিষ্ট ধাতুটির আকরিক বলা হয়।
উদাহরণ: রেড হিমাটাইট (Fe₂O₃) থেকে সুলভে ও সরল রাসায়নিক প্রক্রিয়ায় উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায় বলে একে লোহার আকরিক বলা হয়। একইভাবে ম্যালাকাইট [CuCO3- Cu(OH)2] হল কপারের আকরিক এবং জিংকাইট (ZnO) হল জিংকের আকরিক।
18. সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজই আকরিক নয়-উক্তিটি ব্যাখ্যা করো। অনুরূপ প্রশ্ন, আয়রন পাইরাইট্স্ খনিজ হলেও আকরিক নয়-ব্যাখ্যা করো।
উত্তর: প্রকৃতির মধ্যে বিভিন্ন ধাতব যৌগকে পাথরের মতো কঠিন অবস্থায় কখনো ভূগর্ভে বা কখনো ভূপৃষ্ঠে পাওয়া যায়। এই প্রাকৃতিক পদার্থগুলিই হল খনিজ। আবার, যেসব খনিজ পদার্থ থেকে সহজ উপায়ে এবং সুলভে উচ্চমানের ধাতু নিষ্কাশন করা যায়, তাদের আকরিক বলে। যেমন, বক্সাইট (Al₂O₃-2H₂O) ও চায়না-ক্লে (Al2O3 2SiO2 2H2O) উভয়ই AI -এর খনিজ হলেও বক্সাইট থেকে সহজে ও কম খরচে উচ্চমানের AI নিষ্কাশন করা সম্ভব হয় বলে বক্সাইট হল Al-এর আকরিক। অন্যদিকে, প্রচুর পরিমাণে AI উপস্থিত থাকলেও চায়না-ক্লে থেকে সহজে ও কম খরচে AI নিষ্কাশন সম্ভব নয়। তাই চায়না- ক্লে, Al-এর আকরিক নয়। একই কারণে আয়রন পাইরাইট্স আয়রনের খনিজ হলেও আকরিক নয়। সুতরাং বলা যায়, সব আকরিকই খনিজ পদার্থ, কিন্তু সব খনিজ পদার্থ আকরিক নয়।
19. জিংক ব্লেন্ডকে জিংকের খনিজ ও আকরিক দুই-ই বলা যায় কেন?
উত্তর: জিংক ব্লেন্ড (ZnS) হল প্রকৃতিজাত কঠিন ধাতব যৌগ যা ভূপৃষ্ঠে বা খনিতে পাওয়া যায়। তাই একে জিংকের খনিজ বলা যায়। আবার, জিংক ব্লেন্ড থেকে সহজে ও লাভজনক উপায়ে উচ্চমানের জিংক ধাতু নিষ্কাশন করা যায়। তাই একে জিংকের আকরিক হিসেবে গণ্য করা হয়। সুতরাং, জিংক ব্লেন্ড একাধারে জিংকের খনিজ আবার আকরকিও।
20. আয়রনের গুরুত্বপূর্ণ আকরিকগুলির নাম লেখো। অনুরূপ প্রশ্ন, নীচের তালিকা থেকে আয়রনের আকরিক বেছে নাও। বক্সাইট, রেড হিমাটাইট, ক্রায়োলাইট, কার্নালাইট, ক্যালামাইন, - চ্যালকোপাইরাইস্
উত্তর: আয়রনের গুরুত্বপূর্ণ আকরিকগুলির নাম ও সংকেত হল-রেড হিমাটাইট (Fe2O3) , ম্যাগনেটাইট (Fe2O3) স্প্যাথিক আয়রন বা সিডারাইট (FeCO3 ) ।
সঠিক উত্তরটি নির্বাচন করো
1. তড়িৎচুম্বকের মজ্জা (core) তৈরিতে ব্যবহৃত হয়—---
(a) কাস্ট আয়রন
(b) স্টিল
(c) রট আয়রন
(d) ম্যাগনেটাইট
উত্তর: রট আয়রন
2. ডুরালুমিন ধাতু-সংকরে অনুপস্থিত—---
(a) কপার
(b) ম্যাগনেশিয়াম
(c) ম্যাঙ্গানিজ
(d) নিকেল
উত্তর: নিকেল
3. প্যাকিং ফয়েল তৈরিতে ব্যবহার করা হয়—---
(a) Cu
(b) Zn
(c) Sn
(d) Al
উত্তর: Zn
4. তড়িৎকোশ ও নির্জল ব্যাটারি তৈরিতে ব্যবহৃত হয়—--
(a) Al
(b) Sn
(c) Zn
(d) Cu
উত্তর: Al
5. গিবসাইট (gibbsite) কোন্ ধাতুর আকরিক?
(a) Al
(b) Cu
(c) Zn
(d) Fe
উত্তর: Al
6. কোন্টি আকরিক নয়?
(a) জিংক ব্লেন্ড
(b) রেড হিমাটাইট
(c) ক্যালামাইন
(d) আয়রন পাইরাইট্স্
উত্তর: আয়রন পাইরাইস্
7. ইস্পাতে কার্বন থাকে—---
(a) 0.01-0.2%
(b) 0.15-1.5%
(c) 2-4.5%
(d) 5-5.6%
উত্তর: 0.15-1.5%
৪. পিতলের মধ্যে কোল্টির শতকরা পরিমাণ বেশি?
(a) Cu
(b) Zn
(c) Al
(d) Fe
উত্তর: Cu
9. দুটি ধাতুসম্পন্ন আকরিক হল—----
(a) কপার পাইরাইট্ট্স
(b) আয়রন পাইরাইট্স
(b) জিংক ব্লেন্ড
(d) বক্সাইট
উত্তর: কপার পাইরাইট্ট্স
10. ক্যালামাইন কোন্ ধাতুর আকরিক?
(a) আয়রন
(b) কপার
(c) জিংক
(d) অ্যালুমিনিয়াম
উত্তর: জিংক
11. জার্মান সিলভারের উপাদান—--
(a) Cu, Zn, Sn
(b) Al, Cu, Mg, Mn
(c) Fe, Cr, Ni, C
(d) Cu, Zn, Ni
উত্তর: Cu, Zn, Ni
12. কোন ধাতু-সংকরটিতে উপাদানরূপে নিকেল থাকে না?
(a) স্টেনলেস স্টিল
(b) ম্যাঙ্গানিজ স্টিল
(c) জার্মান
(d) ইনভার
উত্তর: ম্যাঙ্গানিজ স্টিল
13. প্রদত্ত কোন্ন্টি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক?
(a) রেড হিমাটাইট
(b) ম্যালাকাইট
(c) চ্যালকোপাইরাইট্স
(d) বক্সাইট
উত্তর: বক্সাইট
14. ডুরালুমিনের প্রধান উপাদান—--
(a) Al
(b) Mg
(c) Cu
(d) Sn
উত্তর: Al
15. জিংকের অক্সাইড আকরিকের নাম—--
(a) ক্যালামাইন
(b) জিংক ব্লেন্ড
(c) জিংকাইট
(d) উইলিমাইট
উত্তর: জিংকাইট
16. চ্যালকোপাইরাইট্স্ কোন্ ধাতুর আকরিক?
(a) Zn
(b) Fe
(c) Mg
(d) Cu
উত্তর: Cu
17. প্রদত্ত কোন্টি সালফাইড আকরিক?
(a) বক্সাইট
(b) জিংকাইট
(c) হিমাটাইট
(d) জিংক ব্লেন্ড
উত্তর: জিংক ব্লেন্ড
18. পিতলে কোন্ কোন্ উপাদান থাকে?
(a) Cu + Sn
(b) Cu + Ni
(c) Cu + Zn
(d) Cu + Al
উত্তর: Cu + Al
19. প্রদত্ত কোনটি Cu-এর আকরিক নয়?
(a) হিমাটাইট
(b) চ্যালকোসাইট
(c) অ্যাজুরাইট
(d) ম্যালাকাইট
উত্তর: হিমাটাইট
20. কপারের আকরিক হল—--
(a) বক্সাইট
(b) ক্রায়োলাইট
(c) কপার গ্লান্স
(d) ম্যাগনেটাইট
উত্তর: কপার গ্লান্স
একটি বা দুটি শব্দে অথূা একটি বাক্যে উত্তর দাও
1. পেটা লোহা, ইস্পাত ও ঢালাই লোহা-কে এদের মধ্যে উপস্থিত কার্বনের পরিমাণ অনুযায়ী সাজাও।
উত্তরঃ পেটা লোহা ইস্পাত < ঢালাই লোহা।
2. রট আয়রনে কার্বনের পরিমাণ কত?
উত্তরঃ রট আয়রনে কার্বনের পরিমাণ 0.1-0.15% |
3. ইস্ত্রি তৈরিতে কোন্ আয়রন ব্যবহার করা হয়?
উত্তরঃ ইস্ত্রি তৈরিতে কাস্ট আয়রন ব্যবহৃত হয়।
4. ধাতব সোনা ও রুপো নিষ্কাশনে কোন্ ধাতু ব্যবহার করা হয়?
উত্তরঃ ধাতব সোনা ও রুপো নিষ্কাশনে জিংক ধাতু ব্যবহার করা হয়।
5. অ্যামোনিয়াম নাইট্রেটের সঙ্গে কোন্ ধাতুর পাউডার মিশিয়ে 'অ্যামোন্যাল' নামক বিস্ফোরক তৈরি করা হয়?
উত্তরঃ অ্যালুমিনিয়াম পাউডার
৪. তড়িৎকোশের তড়িদ্দ্বার-রূপে কপার ব্যবহৃত হয় কেন?
উত্তরঃ উচ্চ তড়িৎ পরিবাহিতার জন্য।
7. ক্যালোরিমিটার প্রস্তুতিতে কোন্ ধাতু ব্যবহৃত হয় ও কেন?
উত্তরঃ তাপের সুপরিবাহী হওয়ায় ক্যালোরিমিটার প্রস্তুতিতে কপার ধাতু ব্যবহৃত হয়।
৪. ছাপার ব্লক তৈরিতে কোন্ ধাতু ব্যবহৃত হয়?
উত্তরঃ ছাপার ব্লক তৈরিতে জিংক ধাতু ব্যবহৃত হয়।
৪. একটি ধাতু-সংকরের উদাহরণ দাও যার মধ্যে অধাতু বর্তমান।
উত্তরঃ ইস্পাত বা স্টিলে আয়রনের সঙ্গে কার্বন (অধাতু) মিশ্রিত থাকে।
10. আয়রনের দুটি সংকর ধাতুর নাম লেখো।
উত্তরঃ স্টেনলেস স্টিল এবং ইনভার।
11. স্টেনলেস স্টিলের প্রধান উপাদান কী কী?
উত্তরঃ স্টেনলেস স্টিলের প্রধান উপাদানগুলি হল আয়রন (73%), ক্রোমিয়াম (18%), নিকেল (৪%) এবং সামান্য পরিমাণ কার্বন।
12. পিতল, ব্রোঞ্জ ও কাঁসার প্রধান উপাদানটি কী?
উত্তরঃ পিতল, ব্রোপ্ত ও কাঁসার প্রধান উপাদানটি হল কপার।
13. ব্রোঞ্জ, পিতল ও কাঁসা- সংকর ধাতু তিনটির মধ্যে কোন্টিতে উপাদান হিসেবে জিংক থাকে না?
উত্তরঃ ব্রোঞ্জ, পিতল ও কাঁসার মধ্যে কাঁসা-তে জিংক থাকে না।
14. ব্রোঞ্জের ধাতব উপাদানগুলি কী কী?
উত্তরঃ কপার (80%), টিন (18%) ও জিংক (2%)।
15. কোন্ ধাতু জোড়টি ব্রোঞ্জ ও বেল-মেটাল উভয় ধাতু-সংকরেই উপস্থিত?
উত্তরঃ কপার ও টিন।
16. কোন্ ধাতুটি ব্রাস ও বেল-মেটাল উভয় ধাতু-সংকরেই উপস্থিত
উত্তরঃ ব্রাস ও বেল-মেটাল উভয় ধাতু-সংকরেই কপার উপস্থিত থাকে।
17. কোন্ ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতেই থাকে?
উত্তরঃ কপার ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতেই থাকে।
10. কাঁসার মধ্যে থাকা সন্ধিগত মৌল নয়, এমন মৌলটির নাম লেখো।
উত্তরঃ কাঁসার উপাদান মৌল টিন (Sn) সন্ধিগত মৌল নয়।
19. পিতলের কোন উপাদানটির শতকরা পরিমাণ বেশি থাকে?
উত্তরঃ কপার (60-80%)
20.কপার ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোল্টি পিতলে বর্তমান?
উত্তরঃ কপার ও ম্যাগনেশিয়ামের মধ্যে পিতলে কপার বর্তমান।
শূন্যস্থান পূরণ করো
1. খাবার প্যাকিং করতে—-------- ধাতুর ফয়েল ব্যবহৃত হয়।
উত্তরঃ অ্যালুমিনিয়াম
2. —----পাউডারকে লিনসিড তেলের সঙ্গে মিশিয়ে রুপোলি পেন্টরূপে ব্যবহার করা হয়।
উত্তরঃ অ্যালুমিনিয়াম
3. জার্মান সিলভার—----- জিংক ও নিকেলের ধাতু-সংকর।
উত্তরঃ কপার
4. জার্মান সিলভারে সিলভার থাকে—----- শতাংশ।
উত্তরঃ শূন্য
5. 80% Cu 20% Sn-যুক্ত সংকর ধাতু হল—------I
উত্তরঃ কাঁসা
6. ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান —----------I
উত্তরঃ অ্যালুমিনিয়াম
7. এরোপ্লেনের কাঠামো প্রস্তুতিতে—------ ধাতু-সংকর ব্যবহৃত হয়।
উত্তরঃ ডুরালুমিন
৪. কোনো সংকর ধাতুর একটি উপাদান পারদ হলে তাকে—------ বলে।
উত্তরঃ অ্যামালগাম
9. —----ও—------- ধাতুর অ্যামালগাম জৈব যৌগের বিজারণে ব্যবহৃত হয়।
উত্তরঃ সোডিয়াম, জিংক
10. —------হল অ্যালুমিনিয়ামের আকরিক।
উত্তরঃ গিবসাইট/বক্সাইট
11. সব আকরিক খনিজ কিন্তু সব খনিজ—------- নয়।
উত্তরঃ আকরিক
12. আয়রনের কার্বনেট আকরিকটির নাম—----I
উত্তরঃ স্প্যাথিক আয়রন
13. কপারের অক্সাইড আকরিকটির নাম—--------I
উত্তরঃ কিউপ্রাইট
14. Cu-এর সালফাইড আকরিকের নাম হল—----I
উত্তরঃ কপার গ্লান্স (Cu₂S)
15. বক্সাইটের সংকেত হল—----I
উত্তরঃ AI2O3.2H2O
16. দিল্লির কুতুব মিনার নির্মাণে ব্যবহৃত হয়—-।
উত্তরঃ রট আয়রন
17. ডুরালুমিনে AI ধাতুর শতকরা পরিমাণ—---।
উত্তরঃ 95%
সত্য/মিথ্যা নির্বাচন করো
1. তড়িৎকোশের তড়িদ্বার প্রস্তুতিতে জিংক ব্যবহৃত হয়।
উত্তরঃ সত্য
2. রেলের ইঞ্জিন রট আয়রন দিয়ে তৈরি করা হয়।
উত্তরঃ মিথ্যা
3. অ্যালুমিনিয়াম তাপ ও তড়িতের কুপরিবাহী।
উত্তরঃ মিথ্যা
4. ধাতু-সংকরে উপাদান হিসেবে C, Si, P ইত্যাদি থাকতে পারে।
উত্তরঃ সত্য
5. মিটার-স্কেল তৈরিতে ইনভার নামক ধাতু-সংকর ব্যবহৃত হয়।
উত্তরঃ সত্য
6. কাঁসার একটি উপাদান জিংক।
উত্তরঃ মিথ্যা
7. পিতলের উপাদান Cu ও Sn।
উত্তরঃ মিথ্যা
৪. জার্মান সিলভারের মূল উপাদান সিলভার।
উত্তরঃ মিথ্যা
9 . অ্যালুমিনিয়ামের তুলনায় তার সংকর ধাতু ডুরালুমিন বেশি শক্ত।
উত্তরঃ সত্য
10. ম্যাগনেলিয়াম সংকর ধাতুটি স্থায়ী চুম্বক তৈরিতে ব্যবহৃত হয়।
উত্তরঃ মিথ্যা
11. তামাকে মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায় না।
উত্তরঃ সত্য
12. গোল্ড-কে মুক্ত অবস্থায় প্রকৃতিতে পাওয়া যায়।
উত্তরঃ সত্য
13. সমস্ত খনিজ-ই আকরিক।
উত্তরঃ মিথ্যা
14. আয়রন পাইরাইট্স্ লোহার খনিজ হলেও আকরিক নয়।
উত্তরঃ সত্য
15. গিবসাইট হল জিংকের আকরিক।
উত্তরঃ মিথ্যা
16. চ্যালকোসাইট জিংকের আকরিক।
উত্তরঃ মিথ্যা
Editing By:- Lipi Medhi