তড়িৎপ্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া ৮.৩
---------------------------------------------------------

দীর্ঘ প্রশ্নোত্তর


1. তড়িৎ পরিবাহী কাদের বলে? এরা কয় প্রকার ও কী কী?


উত্তর: যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তাদের তড়িৎ পরিবাহী বলে। যেমন-বিভিন্ন ধাতু, গলিত বা দ্রবীভূত তড়িবিশ্লেষ্য পদার্থ প্রভৃতি। কার্বন অধাতু হলেও এর রূপভেদ গ্রাফাইট, গ্যাসকার্বন তড়িতের সুপরিবাহী। [ তড়িৎ পরিবাহী প্রধানত দু-প্রকার-ইলেকট্রনীয় পরিবাহী ও তড়িবিশ্লেষ্য পদার্থ। ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহণ করে মুক্ত ইলেকট্রন। অপরপক্ষে, তড়িদ্বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহণ করে আয়ন। নীচে তড়িৎ পরিবাহী পদার্থের শ্রেণিবিভাগ দেখানো হল-



2. তড়িবিশ্লেষ্য বলতে কী বোঝায়? উদাহরণ দাও।   


উত্তর: যেসব যৌগিক পদার্থ গলিত অবস্থায় বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে এবং তড়িৎ পরিবহণের ফলে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থে পরিণত হয়, তাদের তড়িদ্বিশ্লেষ্য পদার্থ বলে। বিভিন্ন তড়িদ্বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা বিভিন্ন হয়।

HCI, CH3COOH প্রভৃতি অ্যাসিড, NaOH, KOH প্রভৃতি ক্ষার এবং NaCI, AlCI3 প্রভৃতি লবণ হল তড়িদ্বিশ্লেষ্য পদার্থ।


3. 'সব তড়িবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবাহী কিন্তু সমস্ত তড়িৎ পরিবাহী তড়িদ্‌দবিশ্লেষ্য পদার্থ নয়'- ব্যাখ্যা করো। 


উত্তর: যেসব যৌগিক পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে এবং তড়িৎ পরিবহণের ফলে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে, সেইসব পদার্থকে তড়িবিশ্লেষ্য পদার্থ বলে। তড়িদ্বিশ্লেষ্য পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায় আয়নে বিয়োজিত হয় ও আয়নগুলিই তড়িৎ পরিবহণ করে। বিভিন্ন অ্যাসিড (যেমন-HCI), ক্ষার (যেমন-NaOH) ও লবণ (যেমন- NaCl) তড়িদ্বিশ্লেষ্য পদার্থের উদাহরণ। অন্যদিকে, যেসব পদার্থ তড়িৎ পরিবহণ


করলেও তড়িৎ পরিবহণকালে রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন এমবিশিষ্ট পদার্থে রূপান্তরিত হয় না তাদের তড়িদ্‌বিশ্লেষ্য পদার্থ বলা যায় না। যেমন-লোহা, তামা ইত্যাদি ধাতব পরিবাহী ও গ্রাফাইট অধাতব পরিবাহীর উদাহরণ। এদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন দ্বারা তড়িৎ পরিবাহিত হয়। তড়িৎপ্রবাহ বন্ধ হয়ে গেলে পদার্থগুলি আবার আগের অবস্থায় ফিরে আসে। সুতরাং, বলা যায় সব তড়িদ্‌বিশ্লেষ্য পদার্থই তড়িৎ পরিবাহী কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িদ্বিশ্লেষ্য নয়।


4. তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে? উদাহরণ দাও।


উত্তর: কে যেসব যৌগিক পদার্থ গলিত বা কোনো দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে না, তাদের তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ বলে। তড়িৎ- অবিশ্লেষ্য পদার্থগুলি গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়ন উৎপন্ন করে না, তাই এরা তড়িৎ পরিবহণ করতে পারে না। বিশুদ্ধ জল, বেঞ্জিন, অ্যালকোহল, চিনি, গ্লুকোজ, ইউরিয়া ইত্যাদি যৌগগুলি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ।


5. নীচের পদার্থগুলি থেকে তড়িদবিশ্লেষ্য ও তড়িৎ-অবিশ্লেষ্য বেছে নাও: [1] চিনির জলীয় দ্রবণ, গলিত সোডিয়াম ক্লোরাইড, তরল HCI, পারদ। [ii] কেরোসিন, গলিত পটাশিয়াম ক্লোরাইড, চিনির জলীয় দ্রবণ, খাদ্যলবণের জলীয় দ্রবণ।


উত্তর: 



তড়িদবিশ্লেষ্য পদার্থ

তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ

[I]

গলিত সোডিয়াম ক্লোরাইড

চিনির জলীয় দ্রবণ, পারদ, তরল HCI

[Ⅱ]

গলিত পটাশিয়াম কেরোসিন, চিনির জলীয় দ্রবণ

ক্লোরাইড, খাদ্যলবণের জলীয় দ্রবণ


6. তড়িদবিশ্লেষ্য পদার্থের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অনুরূপ প্রশ্ন, তড়িদ্বিশ্লেষ্য পদার্থের তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো।


উত্তর: তড়িবিশ্লেষ্য পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলি হল- ① তড়িবিশ্লেষ্য পদার্থগুলি সাধারণত তড়িৎযোজী বা আয়নীয় প্রকৃতির যৌগ। ② এরা গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় আয়নে বিয়োজিত হয় এবং এই আয়নগুলিই তড়িৎ পরিবহণের জন্য দায়ী। ③গলিত বা দ্রবীভূত তড়িবিশ্লেষ্যের বিয়োজনে উৎপন্ন আয়নগুলির চলাচলের ফলেই তড়িৎ পরিবহণ সম্ভব হয় এবং তড়িৎ পরিবহণের ফলে এরা রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে।


④ তড়িদ্বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতা-তড়িদ্বিশ্লেষ্যের প্রকৃতি, দ্রবণে তড়িবিশ্লেষ্যের গাঢ়ত্ব ও উন্নতার ওপর নির্ভর করে।


7. তড়িবিশ্লেষ্য ও তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। উত্তর তড়িবিশ্লেষ্য ও তড়িৎ-অবিশ্লেষ্যের মধ্যে পার্থক্যগুলি হল-


তড়িদবিশ্লেষ্য

তড়িৎ-অবিশ্লেষ্য

① প্রধানত তড়িৎযোজী এবং কিছু সমযোজী যৌগ জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িবিশ্লেষ্য-রূপে আচরণ করে।

① তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থগুলি প্রধানত সমযোজী প্রকৃতির যৌগ।




তড়িবিশ্লেষ্য

তড়িৎ-অবিশ্লেষ্য

তড়িদ্বিশ্লেষ্য পদার্থগুলি সাধারণত ধ্রুবীয় দ্রাবকে (যেমন-জল) দ্রাব্য।

সাধারণত ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য। ব্যতিক্রম-চিনি, গ্লুকোজ ইত্যাদি তড়িৎ-অবিশ্লেষ্য হলেও জলে দ্রাব্য।

গলিত অবস্থায় বা ধ্রুবীয় দ্রাবকে তড়িবিশ্লেষ্যগুলি আয়ন উৎপন্ন করে

গলিত অবস্থায় বা ধ্রুবীয় দ্রাবকে তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থগুলি আয়ন উৎপন্ন করে না।

গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ-পরিবহণে সক্ষম।

গলিত অবস্থায় বা দ্রবণে তড়িৎ- পরিবহণে অক্ষম।

গলিত বা দ্রবীভূত অবস্থায়⑤ তড়িৎপ্রবাহের দ্বারা তড়িদবিশ্লেষ্যগুলি রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়।

তড়িৎ পরিবাহী নয়, তাই তড়িৎপ্রবাহের ফলে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা নেই।



৪. ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ এবং তড়িবিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণের মধ্যে দুটি পার্থক্য লেখো। অনুরূপ প্রশ্ন, ধাতব পরিবাহী ও তড়িদ্‌বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য লেখো।


উত্তর: ধাতব পরিবাহীর মধ্য দিয়ে ও তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের পার্থক্যগুলি হল-


ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ

তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ

তড়িৎপ্রবাহের ফলে ধাতব পরিবাহীতে কেবলমাত্র ভৌত পরিবর্তন ঘটে।

তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়।

ধাতব পরিবাহীতে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহণ করে।

তড়িবিশ্লেষ্যের ক্ষেত্রে ক্যাটায়ন ও অ্যানায়ন তড়িৎ পরিবহণ করে।

ধাতব পরিবাহীগুলি কঠিন বা③ তরল অবস্থায় (যেমন- পারদ) তড়িৎ পরিবহণ করতে পারে।

তড়িবিশ্লেষ্যগুলি বিগলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থাতেই কেবল তড়িৎ পরিবহণে সক্ষম।

ধাতব পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ পরিবহণের সময় ধাতব পরমাণুর স্থানান্তর ঘটে না।

তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণের সময় আয়নগুলির স্থানান্তর ঘটে।

উন্নতা বৃদ্ধিতে ধাতব পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, ফলে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়।

উয়তা বৃদ্ধিতে আয়নগুলির গতিবেগ বৃদ্ধি পায়। ফলে তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়।

ধাতব পরিবাহীর তড়িৎ পরিবাহিতার মান তড়িবিশ্লেষ্য পদার্থের তুলনায় বেশি হয়।

তড়িবিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতার মান ধাতব পরিবাহীর তুলনায় কম হয়।


9. [i] তড়িদার কাকে বলে? [ii] ক্যাথোড ও অ্যানোড কী?

 

উত্তর: গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি সুপরিবাহী ধাতব (যেমন-কপার, সিলভার ইত্যাদি) বা অধাতব (যেমন-গ্রাফাইট, গ্যাসকার্বন ইত্যাদি) পাত বা দন্ড-এর একপ্রান্ত আংশিকভাবে ডুবিয়ে রেখে ওই পাত বা দণ্ডদুটির অপর প্রান্ত ব্যাটারির সঙ্গে যুক্ত করলে তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িতের প্রবাহ ঘটে। উক্ত পাত বা দণ্ডদুটিকে তড়িদ্ধার বলে।


[i] যে তড়িদ্দারকে ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা হয়, তাকে ক্যাথোড এবং যে তড়িদ্দারকে ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত করা হয়, তাকে অ্যানোড বলে।


10. [i] তড়িদারে ইলেকট্রন গ্রহণ ও বর্জনের দৃষ্টিকোণ থেকে ক্যাথোড এবং অ্যানোডের সংজ্ঞা দাও। অনুরূপ প্রশ্ন, ক্যাথোড ও অ্যানোড তড়িদ্দ্বার বলতে কী বোঝায়? [ii] কোন্ তড়িদ্দারে বিজারণ ও কোন্ তড়িদ্দারে জারণ ঘটে?


উত্তর: [i] যে তড়িদ্দ্বারে ক্যাটায়নগুলি ইলেকট্রন গ্রহণ করে প্রশম পরমাণু বা মূলকে পরিণত হয় তাকে ক্যাথোড বলা হয়। অপরদিকে, যে তড়িদ্বারে অ্যানায়নগুলি ইলেকট্রন ত্যাগ করে প্রশম পরমাণু বা মূলকে পরিণত হয় তাকে অ্যানোড বলা হয়।


[ii] তড়িবিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে।


11. ক্যাথোড ও অ্যানোডের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো।


উত্তর: ক্যাথোড ও অ্যানোডের মধ্যে পার্থক্যগুলি নিম্নরূপ-


ক্যাথোড

অ্যানোড

এই তড়িদ্বারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত।

এই তড়িদ্দ্বারটি ব্যাটারির ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত।

ক্যাথোডে ক্যাটায়নের তড়িৎমুক্তি ঘটে।

অ্যানোডে অ্যানায়নের তড়িৎমুক্তি ঘটে।

ক্যাটায়নগুলি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বিজারিত হয়।

অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন বর্জন করে অর্থাৎ জারিত হয়।


12. [i] পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোল্টি তড়িবিশ্লেষ্য ও কেন?

[ii] জলে দ্রাব্য একটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের নাম উল্লেখ করো।


উত্তর: পারদ তরল অবস্থায় তড়িৎ পরিবহণ করলেও এটি একটি মৌলিক পদার্থ এবং তড়িৎপ্রবাহের ফলে পারদের রাসায়নিক পরিবর্তন ঘটে নতুন পদার্থ উৎপন্ন হয় না। তাই পারদ তড়িবিশ্লেষ্য নয়। কিন্তু, অম্লায়িত জলের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে জল রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয় এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাই অম্লায়িত জল তড়িবিশ্লেষ্য পদার্থ।


ii ] জলে দ্রাব্য একটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ হল চিনি (C12H22O11)


13. কোনো একটি পদার্থ তড়িবিশ্লেষ্য না তড়িৎ-অবিশ্লেষ্য তা পরীক্ষার সাহায্যে কীভাবে প্রমাণ করবে? এই পরীক্ষায় প্রাপ্ত ফলাফল থেকে পদার্থটির তড়িৎ পরিবাহিতা সম্পর্কে কী ধারণা পাওয়া যাবে?  


উত্তর: পরীক্ষণীয় পদার্থটিকে প্রথমে বিগলিত বা জলে দ্রবীভূত করে একটি বিকারে নিয়ে এর মধ্যে দুটি তড়িদ্দ্বারকে (গ্রাফাইট রড বা প্ল্যাটিনাম ধাতুর পাত) আংশিকভাবে ডুবিয়ে রাখা হয়। এবার তড়িদ্দ্বার দুটিকে একটি কম শক্তির ইলেকট্রিক বাল্ব, একটি ব্যাটারি ও একটি চাবির সঙ্গে শ্রেণি সমবায়ে যুক্ত করা হয় [চিত্র 1]। বিকারের তরল যদি তড়িৎ- অবিশ্লেষ্য হয় তবে চাবি টিপে তড়িৎ-বর্তনী সম্পূর্ণ করলেও বাল্বটি জ্বলবে না। কিন্তু তরলটি তড়িবিশ্লেষ্য হলে চাবি টিপে বর্তনী সম্পূর্ণ করা মাত্রই বর্তনী দিয়ে তড়িৎ প্রবাহিত হয়ে বাল্বটি জ্বলে উঠবে। [ বাল্বের আলোর উজ্জ্বলতা থেকে পরীক্ষণীয় পদার্থটির তড়িৎ পরিবহণের ক্ষমতা বা মাত্রা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পদার্থটি তড়িতের সুপরিবাহী হলে বাল্বটি উজ্জ্বলভাবে জ্বলবে, কিন্তু তড়িৎ পরিবাহিতার মাত্রা কম হলে বাল্বটি মিটমিট করে জ্বলবে।


14. তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম নয়, কিন্তু গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহণে সক্ষম-ব্যাখ্যা করো


উত্তর: হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ। তাই তরল অবস্থায় HCI অণুগুলি আয়নিত হয় না, অণু-রূপে বিরাজ করে। স্বভাবতই তরল হাইড্রোজেন ক্লোরাইড একটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ এবং এটি তড়িৎ পরিবহণ করতে পারে না।


অপরদিকে সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎযোজী যৌগ এবং গলিত সোডিয়াম ক্লোরাইডে অণুর কোনো অস্তিত্ব নেই। এক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে Na+ ও CI- আয়নরূপে বিরাজ করে। আয়নের উপস্থিতির জন্যই এটি একটি তড়িবিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ পরিবহণে সক্ষম।


15. [ii] কঠিন NaCl তড়িৎ পরিবহণ করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করে কেন? [ii] চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে। কেন?


উত্তর: i] Na+ ও CI- আয়নের মধ্যে তীব্র কুলম্বীয় আকর্ষণের জন্য আয়নগুলির গতিশীলতা নেই বললেই চলে। তাই কঠিন NaCl তড়িৎ পরিবহণ করে না। অপরপক্ষে গলিত অবস্থায় Na+ ও CI- আয়নের

মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল হ্রাস পাওয়ায় এদের গতিশীলতা বৃদ্ধি পায়, যার নতুন সহজে তড়িৎ পরিবহণ করতে পারে। আবার, দ্রবীভূত অবস্থায় NaCl-এর বিয়োজনে উৎপন্ন N a^ + ও CI- আয়ন পৃথকভাবে দ্রাবকায়িত হয়ে বিচ্ছিন্ন হয়, যার ফলে এদের গতিশীলতা বৃদ্ধি পায়। তাই গলিত বা দ্রবীভূত অবস্থায় NaCl তড়িৎ পরিবহণ করে।


ii] সমযোজী যৌগ চিনি জলীয় দ্রবণে আয়নিত হয় না। দ্রবণে আয়নের অনুপস্থিতির জন্য চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করতে পারে না। অপরপক্ষে, সোডিয়াম ক্লোরাইড (NaCl) অর্থাৎ সাধারণ লবণ একটি তীব্র তড়িদ্বিশ্লেষ্য পদার্থ। ফলে এটি জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ আয়নিত হয়ে


Na+ এবং Cl - আয়ন উৎপন্ন করে: NaCl → Na+ + Cl- দ্রবণে উপস্থিত এই আয়নগুলির চলাচলের জন্যই সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে।


16. [i] অনার্স HCI তড়িৎ পরিবহণ করে না কিন্তু HCI-এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহণ করে কেন?

অনুরূপ প্রশ্ন, HCI সমযোজী যৌগ হলেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবাহী হয় কেন? অনুরূপ প্রশ্ন, বিশুদ্ধ জল তড়িবিশ্লেষ্য নয়। বিশুদ্ধ HCI ও তড়িবিশ্লেষ্য নয়। কিন্তু এই দুটির মিশ্রণ তীব্র তড়িদ্বিশ্লেষ্য পদার্থ-ব্যাখ্যা করো। [ii] CCI, যৌগটি তড়িবিশ্লেষ্য নয় কেন?


উত্তর: [i] HCI একটি সমযোজী গ্যাসীয় পদার্থ। স্বভাবতই অনার্দ্র HCI তড়িৎ পরিবহণ করতে পারে না। তবে জলীয় দ্রবণে HCI অণুর সমযোজী বন্ধন ছিন্ন হয়ে যায় এবং এটি H+ (বা,H3O+) ও Cl - আয়নে বিয়োজিত হয়।


HCl + H2O H3O+ + Cl-

আয়নের উপস্থিতির জন্যই HCI-এর জলীয় দ্রবণ তড়িবিশ্লেষ্য-রূপে আচরণ করে এবং তড়িৎ পরিবহণ করতে পারে।


[ii] CCl4 যৌগটি সমযোজী। এর ফলে এটি জলীয় দ্রবণে ক্যাটায়ন ও অ্যানায়নে বিয়োজিত হয়। তাই CCI4যৌগটি তড়িবিশ্লেষ্য নয়।


17. তরল অ্যামোনিয়া তড়িৎ পরিবহণ করে না, কিন্তু অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মৃদু তড়িদ্বিশ্লেষ্য কেন? 


উত্তর: অ্যামোনিয়া সমযোজী গ্যাসীয় যৌগ। চাপ প্রয়োগে বা শীতল করে গ্যাসীয় অ্যামোনিয়াকে তরলে পরিণত করা হলেও তার মধ্যে কোনো আয়ন না থাকায় তরল অবস্থায় অ্যামোনিয়া তড়িৎ পরিবহণ করে না। কিন্তু জলীয় দ্রবণে অ্যামোনিয়া, NH4+ ও OH- আয়ন গঠন করে।

NH3+ H2O NH4+ + OH-

অ্যামোনিয়ার জলীয় দ্রবণ O H^ - আয়নের উপস্থিতির জন্য মৃদু ক্ষারধর্মী হয়। অ্যামোনিয়ার জলীয় দ্রবণে NH4+ ও OH- আয়নের উপস্থিতির জন্য এটি মৃদু তড়িৎবিশ্লেষ্যের মতো আচরণ করে।


18. ক্লোরোফর্ম, বেঞ্জিন ইত্যাদি যৌগিক তরল পদার্থ তড়িৎ পরিবহণ করে না কেন? একটি জৈব যৌগের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে।


উত্তর: তরলে ক্যাটায়ন ও অ্যানায়ন উপস্থিত থাকলে তবেই ওই তরল তড়িৎ পরিবহণ করে। তরল অবস্থায় থাকলেও ক্লোরোফর্ম বা বেঞ্জিন সমযোজী যৌগ হওয়ায় ক্যাটায়ন ও অ্যানায়নে বিয়োজিত হয় না। তাই, ক্লোরোফর্ম ও বেঞ্জিন তড়িৎ পরিবহণ করে না।


অ্যাসিটিক অ্যাসিড (CH₃CO₂H) হল এমন একটি জৈব যৌগ যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে।


19. তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে তড়িদ্বিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে-ব্যাখ্যা করো।


উত্তর: গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িদ্বিশ্লেষ্য পদার্থগুলি আয়নে বিয়োজিত হয়। এই অবস্থায় তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে ক্যাটায়নগুলি ক্যাথোডে গিয়ে উপযুক্ত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে ও অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে প্রয়োজনমতো ইলেকট্রন ত্যাগ করে প্রশম পরমাণু বা মূলকে পরিণত হয়। এভাবে ক্যাথোডে ও অ্যানোডে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় যাদের ধর্ম তড়িদ্বিশ্লেষ্যের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং, তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে। যেমন, অ্যাসিড-মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস ও অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যাদের ধর্ম জলের ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক।


20. তড়িদ্বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?


উত্তর: তড়িদ্বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে—-


① তড়িবিশ্লেষ্য পদার্থের প্রকৃতি: তীব্র তড়িবিশ্লেষ্যের ক্ষেত্রে অণুগুলি সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। এর ফলে গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে আয়নের সংখ্যা বেশি হয় ও তার ফলে তড়িৎ পরিবহণের ক্ষমতাও বেশি হয়। মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থ আংশিকভাবে বিয়োজিত হয়ে অল্প সংখ্যক আয়ন মুক্ত করে, তাই এক্ষেত্রে তড়িৎ পরিবহণ ক্ষমতা তুলনামূলকভাবে কম হয়।


② তড়িদবিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব: দ্রবণে তড়িবিশ্লেষ্য পদার্থের গাঢ়ত্ব যত বেশি হয় দ্রবণে উৎপন্ন আয়ন সংখ্যাও তত বৃদ্ধি পায়, ফলে তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়।


③ উন্নতা: উয়তা বৃদ্ধির ফলে আয়নগুলির গতিবেগ তথা গতিশক্তি বৃদ্ধি পায়, এর ফলে ক্যাটায়ন ও অ্যানায়ন দ্রুত ক্যাথোডে এবং অ্যানোডে পৌঁছোতে পারে। ফলে তড়িৎ পরিবহণ ক্ষমতা বৃদ্ধি পায়।


21. [i] গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িদ্বিশ্লেষ্য পদার্থের উন্নতা বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতার কীরূপ পরিবর্তন ঘটে? [ii] তড়িৎপ্রবাহের ফলে ধাতুর কীরূপ পরিবর্তন হয়? [iii] ধাতুর উন্নতা বৃদ্ধি করলে তড়িৎ পরিবাহিতার কীরূপ পরিবর্তন ঘটে?


উত্তর: [i] উন্নতা বৃদ্ধি করলে গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির গতিবেগ বৃদ্ধি পায় এবং নির্দিষ্ট তড়িদ্বারের দিকে এদের গমন দ্রুত হয়। আয়নগুলির গতিবেগ বৃদ্ধি পাওয়ার ফলে তড়িবিশ্লেষ্যের তড়িৎ পরিবাহিতাও বৃদ্ধি পায়।


ii] তড়িৎপ্রবাহের ফলে ধাতু উত্তপ্ত হয়ে ওঠে এবং কখনো-কখনো ভাস্বর হয়ে আলো বিকিরণ করে। তবে তড়িৎপ্রবাহ বন্ধ করে দিলে ধাতু বা ধাতব পরিবাহী আবার আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ তড়িৎপ্রবাহের ফলে


ধাতুর ভৌত পরিবর্তন ঘটে। [iii] ধাতুর উন্নতা যত বৃদ্ধি করা হয় ধাতুর রোধ তত বৃদ্ধি পায়, ফলে তড়িৎ পরিবাহিতা হ্রাস পায়।


22. গাঢ় H2SO2 এবং লঘু SH2SO4-এর মধ্যে কোনটির তড়িৎ পরিবহণ ক্ষমতা বেশি এবং কেন?


উত্তর: গাঢ় H2SO4 -এর চেয়ে লঘু H2SO4এর তড়িৎ পরিবহণ ক্ষমতা বেশি। গাঢ় H2SO4 এ বিপরীতধর্মী আয়নগুলি H+ ও SO42- কাছাকাছি অবস্থান এদের মধ্যে আকর্ষণ বলের প্রভাব বেশি ক্যাটায়ন ও অ্যানায়নগুলির চলাচল বাধাপ্রাপ্ত হয় ও তড়িৎ পরিবহণ ক্ষমতা কম হয়।

লঘু H2SO4 দ্রবণে বিপরীতধর্মী ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মধ্যে দূরত্ব বেশি আকর্ষণ বলের প্রভাব কম হয়। এই অবস্থায় আয়নগুলি স্বাধীনভাবে চলাচল করতে পারে এবং এরা দ্রুত তড়িৎ পরিবহণ করতে পারে। তাই লঘু  H2SO4এর পরিবহণ ক্ষমতা গাঢ় H2SO4-এর চেয়ে বেশি হয়।


23. গলিত বা দ্রবীভূত তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ সম্পন্ন কীভাবে হয় তা আলোচনা করো। এক্ষেত্রে ইলেকট্রনের কোনো ভূমিকা আছে কি?  


উত্তর: গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িদ্বিশ্লেষ্য পদার্থ আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। এই ঘটনাকে তড়িৎ-বিয়োজন বা আয়োনাইজেশন বলে। তড়িবিশ্লেষ্যের বিয়োজনে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলিই তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ করে। দুটি উপযুক্ত তড়িদ্বার ও ব্যাটারির সাহায্যে উক্ত তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নগুলির বিপরীত অভিমুখে সরণ ঘটে। ক্যাটায়নগুলি ক্যাথোডের অভিমুখে ও অ্যানায়নগুলি অ্যানোডের অভিমুখে ধাবিত হয় [চিত্র 2]। নির্দিষ্ট তড়িদ্দারের দিকে এরূপ গমনের মাধ্যমে আয়নগুলি তড়িৎ পরিবহণ সম্পন্ন করে।গলিত বা দ্রবীভূত তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণে ইলেকট্রনের কোনো ভূমিকা নেই। অর্থাৎ, এই ধরনের তড়িৎ পরিবহণে তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করে না।


চিত্র 2: ক্যাটায়ন ও অ্যানায়নের বিপরীত অভিমুখে গমন


24. তড়িবিশ্লেষণের সময় গলিত বা দ্রবীভূত তড়িদবিশ্লেষ্যের দ্রবণে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন থাকলেও দ্রবণটি তড়িৎ প্রশম হয় কীভাবে?


উত্তর: গলিত অবস্থায় বা দ্রবণে, তড়িবিশ্লেষ্য পদার্থ থেকে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান হতে পারে বা নাও হতে পারে। আবার একটি ক্যাটায়ন ও একটি অ্যানায়নের আধান বা চার্জ, সমান বা আলাদা হতে পারে। তবে যাই হোক না কেন, ক্যাটায়নগুলির মোট ধনাত্মক আধান, অ্যানায়নগুলির মোট ঋণাত্মক আধানের সমান হবেই। এই হিসেবে, গলিত বা দ্রবীভূত তড়িবিশ্লেষ্যের মধ্যে অসংখ্য ক্যাটায়ন ও অ্যানায়ন থাকলেও তড়িবিশ্লেষ্য পদার্থ সামগ্রিকভাবে নিস্তড়িৎ থাকে। অন্যভাবে বলা যায়, তড়িৎ পরিবহণকালে যে-কোনো মুহূর্তে গলিত বা দ্রবীভূত তড়িবিশ্লেষ্যের তড়িৎ-নিরপেক্ষতা বজায় থাকে।


25. তড়িৎ-বিয়োজন কাকে বলে? উদাহরণ দাও।


উত্তর: বিগলিত কিংবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িদবিশ্লেষ্য পদার্থগুলি স্বতঃস্ফূর্তভাবে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িবিশ্লেবা পদার্থের এরূপ বিয়োজনকে তড়িৎ-বিয়োজন বা আয়োনাইজেশন বলে। * সোডিয়াম ক্লোরাইড (NaCl) যৌগটি বিগলিত কিংবা জলে দ্রবীভূত অবস্থায় বিয়োজিত হয়ে Na+ ও Cl - আয়ন মুক্ত করে।

NaCl (গলিত বা দ্রবীভূত) Na+ + CI-


26. বিয়োজন মাত্রা বলতে কী বোঝ? বিয়োজন মাত্রার সঙ্গে তড়িবিশ্লেষ্যের তড়িৎ পরিবহণ ক্ষমতা কীভাবে সম্পর্কিত?


উত্তর: কোনো কোনো তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা বেশি আবার কারও ক্ষেত্রে এই ক্ষমতা খুবই কম। এর কারণ গলিত অবস্থায় বা দ্রবণে সব তড়িদ্বিশ্লেষ্য পদার্থের বিয়োজন সর্বদা সম্পূর্ণ হয় না।


কোনো ক্ষেত্রে গলিত বা দ্রবীভূত তড়িবিশ্লেষ্যের সবটাই বিয়োজিত (আয়নিত) হয়, আবার কোনো ক্ষেত্রে তড়িবিশ্লেষ্য আংশিকভাবে বিয়োজিত হয়। গলিত বা দ্রবীভূত তড়িদ্বিশ্লেষ্যের মোট পরিমাণের যত অংশ আয়নিত হয় তাকে ওই তড়িদ্বিশ্লেষ্যের বিয়োজন মাত্রা বলে। বিয়োজন মাত্রা বৃদ্ধির সঙ্গে সংশ্লিষ্ট তড়িবিশ্লেষ্যের তড়িৎ পরিবহণ ক্ষমতাও বৃদ্ধি পায়।


27. তড়িৎ পরিবাহিতার ক্ষমতা অনুযায়ী তড়িবিশ্লেষ্য পদার্থগুলিকে কতগুলি ভাগে ভাগ করা যায় এবং কী কী? প্রতিক্ষেত্রে সংজ্ঞা এবং উদাহরণ দাও। অনুরূপ প্রশ্ন, কীসের ভিত্তিতে তড়িদ্বিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িদবিশ্লেষ্য হিসেবে শ্রেণিবিভাগ করা হয়েছে? তীব্র তড়িদবিশ্লেষ্যেএকটি উদাহরণ দাও। অনুরূপ প্রশ্ন, তীব্র তড়িবিশ্লেষ্য বলতে কী বোঝায়?  


উত্তর: তড়িৎ পরিবাহিতার ক্ষমতা অনুযায়ী তড়িবিশ্লেষ্য পদার্থগুলিকে দুটি ভাগে বিভক্ত করা যায়। এগুলি হল তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ ও মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ।


তীব্র তড়িদিদ্বশ্লেষ্য পদার্থ: গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণের মাত্রা খুব বেশি হয়, তাদের তীব্র তড়িদ্বিশ্লেষ্য বলে। গলিত বা দ্রবীভূত অবস্থায় তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থগুলি সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং প্রচুর সংখ্যক আয়ন উৎপন্ন করে।


উদাহরণ: HCI,H2SO4 প্রভৃতি তীব্র অ্যাসিড; NaOH, KOH প্রভৃতি তীব্র ক্ষার; NaCl, KCI, CaCl₂ প্রভৃতি ধাতব লবণ।


মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ: গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণের মাত্রা খুব কম হয়, তাদের মৃদু তড়িবিশ্লেষ্য বলে। গলিত বা দ্রবীভূত অবস্থায় মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থগুলির অসম্পূর্ণ বিয়োজন ঘটে এবং কম সংখ্যক আয়ন উৎপন্ন হয়।


উদাহরণ:  H2CO3, HCOOH,  H2CO3 HCOOH CH3 COOH ইত্যাদি মৃদু অ্যাসিডং NH2OH , Mg (OH)2 ইত্যাদি মৃদু ক্ষার।


28. তীব্র তড়িদ্‌ বিশ্লেষ্য ও মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থের বিয়োজনকে কীভাবে প্রকাশ করা হয় এবং কেন? NaOH তীব্র তড়িবিশ্লেষ্য হলেও NH4OH মৃদু তড়িবিশ্লেষ্য কেন?


উত্তর: তীব্র তড়িদ্বিশ্লেষ্যের বিয়োজনকে বোঝানোর জন্য সাধারণ একমুখী তির চিহ্ন ব্যবহার করা হয়। যেমন—- HCl→ H+ + Cl- [সম্পূর্ণ বিয়োজন]

মৃদু তড়িবিশ্লেষ্যের বিয়োজনকে বোঝানোর জন্য সর্বদা উভমুখী তির চিহ্ন ব্যবহার করা হয়। যেমন—

CH3COOH CH3COO- + H+ [অসম্পূর্ণ বিয়োজন] [

দ্রবীভূত বা গলিত অবস্থায় NaOH প্রায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয় এবং বহুসংখ্যক আয়ন উৎপন্ন করে। দ্রবণে Na+ আয়ন ও OH- আয়নের সংখ্যা বেশি হওয়ায় NaOH -এর তড়িৎ-পরিবহণের মাত্রা বেশি হয়। তাই - NaOH তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ। NaOH → Na+ + OH-

অপরপক্ষে, দ্রবণে NH4 OH-এর আংশিক বিয়োজন ঘটে।

NH4OH NH4+ + OH-

দ্রবণে NH4+ + ও OH- আয়নের সংখ্যা কম হওয়ায় NH4OH -এর তড়িৎ পরিবহণের মাত্রা কম। তাই NH4OH মৃদু তড়িদ্বিশ্লেষ্য ।


29. দুই শ্রেণির তড়িবিশ্লেষ্যের উল্লেখ করো। এদের মধ্যে পার্থক্য করা যায় কীভাবে?

অনুরূপ প্রশ্ন, তীব্র তড়িবিশ্লেষ্য ও মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থের পার্থক্য উল্লেখ করো।


উত্তর: দুই শ্রেণির তড়িদ্বিশ্লেষ্য হল-মৃদু ও তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ। [* তীব্র ও মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থের পার্থক্যগুলি নিম্নরূপ—-


তীব্র তড়িদবিশ্লেষ্য

মৃদু তড়িদ্বিশ্লেষ্য

এরা গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে প্রচুর সংখ্যক আয়ন উৎপন্ন করে।

এরা দ্রবণে আংশিকরূপে বিয়োজিত হয়ে অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে।


এগুলি সাধারণত তড়িৎযোজী যৌগ। যেমন-NaCl, NaOH ইত্যাদি। ব্যতিক্রম- HCI সমযোজী হলেও এর জলীয় দ্রবণ তীব্র তড়িবিশ্লেষ্য।

এগুলি সাধারণত সমযোজী যৌগ। যেমন-অ্যামোনিয়া (NH_{3}) অ্যাসিটিক অ্যাসিড ( CH_{3} COOH) প্রভৃতি।


এই পদার্থগুলি তড়িতের সুপরিবাহী।

এই পদার্থগুলির তড়িৎ পরিবাহিতা তুলনামূলকভাবে কম।


30. X,Y ও Z তিনটি তড়িবিশ্লেষ্য পদার্থকে তিনটি আলাদা বিকারে নিয়ে, তাদের মধ্যে তিনটি আলাদা তড়িৎ বর্তনী ও বাল্ব (A, B \in C) যুক্ত করা হল। তড়িৎ চালনা করলে এ বালবটি উজ্জ্বলভাবে ও ৪ বাল্বটি হালকাভাবে জ্বলে। কিন্তু C বাল্বটি জ্বলে না। [I] X.Y ও Z প্রত্যেকে কী ধরনের তড়িবিশ্লেষ্য? [U] X,Y ও Z এর প্রত্যেকটির একটি করে উদাহরণ দাও। 


উত্তর: [i] X = তীব্র তড়িবিশ্লেষ্য, Y = মৃদু তড়িবিশ্লেষ্য, Z = তড়িৎ-অবিশ্লেষ্য


ii] তীব্র তড়িবিশ্লেষ্যের উদাহরণ-NaCl, মৃদু তড়িদবিশ্লেষ্যের উদাহরণ-H2CO3 ও তড়িৎ অবিশ্লেষ্যের উদাহরণ-বেঞ্জিন।


31. [1] H₂SO₄ ও CH₂COOH-এর তড়িৎ পরিবহণ ক্ষমতা কি একই? যুক্তি দাও। [i] মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থের বিশ্লেষণের মাত্রা কীভাবে বৃদ্ধি করা যায়? অনুরূপ প্রশ্ন, মৃদু তড়িদ্‌বিশ্লেষ্যের আয়নীভবনের মাত্রা কীভাবে বাড়ানো যায়?

 

উত্তর: [i] H₂SO₄ ও CH3COOH -এর তড়িৎ পরিবহণ ক্ষমতা আলাদা হয়। কারণ H₂SO₄ তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ যা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে প্রচুর পরিমাণে H+ ও SO42-- আয়ন উৎপন্ন করে। অন্যদিকে CH3COOH মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ যা জলীয় দ্রবণে সামান্য বিয়োজিত হয়ে অল্প পরিমাণে H+CH3COOH- আয়ন উৎপন্ন করে। তাই H₂SO₄ -এর তড়িৎ পরিবহণ ক্ষমতা CH₂COOH-এর তড়িৎ পরিবহণ ক্ষমতার চেয়ে বেশি হয়।


[ii] মৃদু তড়িদ্বিশ্লেষ্য পদার্থের দ্রবণকে লঘু করলে (অর্থাৎ দ্রবণের গাঢ়ত্ব কমালে) ওদের বিয়োজন বা বিশ্লেষণের মাত্রা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বৃদ্ধি করা যায়।


32. তড়িদ্‌দদিদ্বশ্লেষণ কাকে বলে? গলিত মোমের তড়িবিশ্লেষণ সম্ভব কি?


উত্তর: গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িদ্বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করে পদার্থটির রাসায়নিক বিয়োজন ঘটিয়ে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করার প্রক্রিয়াকে তড়িদ্বিশ্লেষণ বলে।

লিত মোম তড়িবিশ্লেষ্য পদার্থ না হওয়ায় গলিত মোমের তড়িবিশ্লেষণ সম্ভব নয়।



সঠিক উত্তরটি নির্বাচন করো


1 .তড়িদবিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহণ করে—--


(a) কঠিন অবস্থায়

(b) গলিত অবস্থায়

(c) জলীয় দ্রবণে

(d) (b) ও (c)


উত্তর: (d) (b) ও (c)


2. গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার—----


(a) পরিবর্তন হয়

(b) রাসায়নিক পরিবর্তন হয়

(c) ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন হয় 

(d) কোন পরিবর্তন হয় না 


উত্তর: ভৌত ও রাসায়নিক উভয় পরিবর্তন হয় 


3. একটি তীব্র তড়িদবিশ্লেষ্য পদার্থ হল—--


(a) ল্যাকটিক অ্যাসিড 

(b) সাইট্রিক অ্যাসিড

(c) অ্যাসিটিক অ্যাসিড

(d) মিউরিয়েটিক অ্যাসিড   


উত্তর: মিউরিয়েটিক অ্যাসিড   


4. মৃদু তড়িদ্‌বিশ্লেষ্য অজৈব লবণের উদাহরণ হল—---


(a) KNO3

(b), ZnCI2

(c) CaCl₂

(d) CaI3(PO4)2


উত্তর: CaI3(PO4)2


5. নীচের কোনটি জলীয় দ্রবণে একটি মৃদু তড়িবিশ্লেষ্য?


(a) CH₂COOH

(b) NaOH

(c) H₂SO₄

(d) NaCl


উত্তর: CH₂COOH


6. নীচের কোনটিন্ট তড়িৎ পরিবহণ করতে পারে?


(a) গলিত NaC

(b) তরল HCI

(c) কঠিন NaC

(d)l গ্লুকোজের জলীয় দ্রবণ


উত্তর: গলিত NaC


7. মৃদু তড়িদবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে পাওয়া যাবে—---


(a) কেবল অণু

(b) কেবল আয়ন

(c) আয়ন ও অণু উভয়ই

(d) কোনোটিই নয়


উত্তর: আয়ন ও অণু উভয়ই


৪. তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের দ্রবণে পাওয়া যাবে—---


(a) কেবল অণু

(b) কেবল আয়ন

(c) আয়ন ও অণু উভয়ই

(d) কোনোটিই নয়


উত্তর: কেবল অণু


9. নীচের যৌগগুলির মধ্যে তড়িৎ-অবিশ্লেষ্য হল—---


(a) অ্যাসিটিক অ্যাসিড

(b) কার্বনিক অ্যাসিড

(c) ক্লোরোফর্ম

(d) ফর্মিক অ্যাসিড


উত্তর: ক্লোরোফর্ম


10. উন্নতা বৃদ্ধি করলে ধাতুর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের মাত্রা—---


(a) বৃদ্ধি পায়

(b) হ্রাস পায়

(c) অপরিবর্তিত থাকে

(d) পায় অথবা বৃদ্ধি পায় হ্রাস


উত্তর: হ্রাস পায়


11. তড়িবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণকে উত্তপ্ত করা হলে আয়নগুলির গতিবেগ—---


(a) হ্রাস পায়

(b) বৃদ্ধি পায় 

(c) হ্রাস পায় অথবা বৃদ্ধি পায়

(d) অপরিবর্তিত থাকে 


উত্তর: বৃদ্ধি পায়


12. উন্নতা বৃদ্ধিতে তড়িবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণের তড়িৎ পরিবাহিতা—-


(a) বৃদ্ধি পায়

(b) হ্রাস পায়

(c) বৃদ্ধি পায় অথবা হ্রাস পায়

(d) অপরিবর্তিত থাকে


উত্তর: বৃদ্ধি পায়


13. ধাতব রিবাহীর তড়িৎ পরিবাহিতা তড়িদ্বিশ্লেষ্য পদার্থের থেকে—------


(a) কম

(b) বেশি

(c) কম অথবা বেশি

(d) কেIনোটিই নয়


উত্তর: বেশি


14. কঠিন অবস্থায় কোল্টি তড়িৎ পরিবহণ করে না?


(a) NaCl

(b) PbBr₂ 

(c) বরফ

(d) সবকটিই


উত্তর: সবকটিই


15. কোন্ যৌগটির জলীয় দ্রবণে তার অণু এং আয়ন দুইই থাকে?


(a) NaCl34

(b) CH3 COOH

(c) CH3CH₂OH

(d) CHCI3


উত্তর: CH3 COOH


16. নীচের পেন্টি তড়িবিশ্লেষ্য পদার্থ নয়?


(a) খাদ্যলবণ

(b) তুঁতে

(c) নাইট্রিক অ্যাসিড

(d) ইউরিয়া


উত্তর: ইউরিয়া


17. নীচের পদার্থগুলির মধ্যে কোল্টি তড়িবিশ্লেষ্য?


(a) পারদ

(b) চিনির জলীয় দ্রবণ

(c) লবণ জল

(d) ব্রোমিন


উত্তর: লবণ জল


18. কোন্ ক্ষারকটি মৃদু তড়িবিশ্লেষ্য?


(a) Ca(OH)2

(b) NH4OH

(c) NaOH

(d) KOH


উত্তর: NH4OH


19. জলের তড়িবিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত—--


(a) 1:8

(b) 2:1

(c) 2:3

(d) 3:1


উত্তর: 1:8


20. লঘু এবং গাঢ় HCI দ্রবণের তড়িবিশ্লেষণে অ্যানোডে মুক্ত আধানগুলি হল যথাক্রমে—--


(a) OH এবং CI-

(b) CI- এবং OH-

(c) উভয়ক্ষেত্রেই CI-

(d) উভয়ক্ষেত্রেই OH-


উত্তর: OH এবং CI-

 

21. কোনো তড়িম্বারে একটি আয়নের আধানমুক্ত হওয়ার তুলনামূলক প্রবণতা নির্ভর করে—---


(a) তড়িৎ-রাসায়নিক সারিতে সংশ্লিষ্ট মৌলটির অবস্থানের ওপর

(b) দ্রবণে আয়নটির গাঢ়ত্বের ওপর

(c) তড়িদ্বারটি কী পদার্থ দিয়ে তৈরি তার ওপর

(d) সবকটির ওপর 


উত্তর: সবকটির ওপর


22. নীচের কোন্ ক্যাটায়নটি জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকে না?


(a) H+

(b) Na+

(c) K+

(d) Cu2+


উত্তর: H+ 


23. কোনটির জলীয় দ্রবণের তড়িদ্বিশ্লেষণে ক্যাথোডে ধাতুটি মুক্ত হয়?


(a) NaCl

(b) KCI

(c) CuSO4

(d) AICI3


উত্তর: CuSO4


24. গলিত বা দ্রবীভূত তড়িদ্‌বিশ্লেষ্যের মধ্যে তড়িৎ পরিবহণের জন্য দায়ী—-----


(a)  প্রোটনের সরণ

(b)  ইলেকট্রনের সরণ

(c) আয়নের সরণ

(d) অণুর সরণ


উত্তর: আয়নের সরণ


25. নীচের কোনটির তড়িৎ পরিবরণ ক্ষমতা সর্বাধিক?


(a) বিশুদ্ধ জলের

(b) চিনির জলীয় দ্রবণের

(c) অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ


উত্তর: অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ


26. জলের তড়িদ্‌বিশ্লেষণে ক্যাথোডে 11.21 গ্যাস উৎপন্ন হল। একই চাপ ও উন্নতায় অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন—--


(a) 5.6 L

(b) 11.2L

(c) 22.4L

(d) 44.8 L


উত্তর: 5.6 L

 

27. নীচের কোন অধাতুটি তড়িৎ পরিবহণ করতে পারে?


(a) ফসফরাস

(b) বোরন

(c) গ্রাফাইট

(d) সালফার


উত্তর: গ্রাফাইট

 

28. তড়িবিশ্লেষণের সময় যে তড়িদ্ধারটি ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে বলে—-


(a) ক্যাথোড

(b) অ্যানোড

(c) সক্রিয় তড়িদ্বার

(d) নিষ্ক্রিয় তড়িদ্বার


উত্তর: ক্যাথোড


29. CuSO4 জলীয় দ্রবণে কীভাবে বিয়োজিত হয়?


(a) CuSO4 , Cu + SO4

(b) CuSO4→ Cu + SO42- 

(c) CuSO4 → Cu++ SO42-

(d) CuSO4 → Cu2+ + SO42-


উত্তর: CuSO4 → Cu2+ + SO42-


30. Cu -তড়িদ্দার দ্বারা CuSO4 দ্রবণের তড়িবিশ্লেষণ করলে অ্যানোডে কোন্ বিক্রিয়াটি ঘটে?


(a) 4OH- - 4e 2H2O + O2

(b) Cu2+ - 2e Cu

(c) 2H++ 2e H2

(d) Cu Cu2+ + 2e


উত্তর: Cu Cu2+ + 2e


31. তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোড—---


(a) ক্যাটায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে

(b) অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে

(c) ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে

(d) অ্যানায়নকে ইলেকট্রন প্রদান করে


উত্তর: ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে


32. জলের তড়িবিশ্লেষণের সময় অ্যানোড বিক্রিয়াটি হল—--


(a) H+ + e H

(b) OH- OH + e

(c) O2- O + 2e

(d) H H+ + e


উত্তর:  OH- OH + e


33. কপার তড়িদ্বার ব্যবহার করে CuSO4, দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে দ্রবণের নীল বর্ণ—--


(a) আরও গাঢ় হয়

(b) হালকা হয় 

(c)অপরিবর্তিত থাকে

(d) দ্রবণটি বর্ণহীন হয়ে যায়


উত্তর: অপরিবর্তিত থাকে


34. কপার বা প্ল্যাটিনাম তড়িদ্ধার ব্যবহার করে CuSO4, দ্রবণের তড়িবিশ্লেষণ করলে ক্যাথোডে পাওয়া যাবে—--


(a) H4

(b) Cu

(c) O2

(d) Cu2+


উত্তর: Cu

 

35. তড়িদবিশ্লেষণ ঘটানো হয় যে যন্ত্রে সেটি হল—--


(a) ভোল্টামিটার

(b) অ্যামমিটার

(c) থার্মোমিটার

(d) ভোল্টমিটার


উত্তর: ভোল্টামিটার


36. তড়িদবিশ্লেষণের সময় ভোল্টামিটারের অ্যানোডে কোন ধরনের বিক্রিয়া হয়?


(a) জারণ

(b) বিজারণ

(c) বিনিময়

(d) কোনোটিই নয়


উত্তর: জারণ


37. NaCI-এর জলীয় দ্রবণের তড়িবিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয়—--


(a) Na

(b) H2

(c) CI2

(d) O2


উত্তর: H2 


38. Cu-তড়িম্বার ব্যবহার করে CuSO4, দ্রবণের তড়িদ্‌বিশ্লেষণ করলে—---


(a) দ্রবণে CuSO4, এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না

(b) দ্রবণে CuSO4, এর গাঢ়ত্ব হ্রাস পায়

(c) দ্রবণে CuSO4, -এর গাঢ়ত্ব প্রথমে বৃদ্ধি পায় ও পরে হ্রাস পায়

(d) দ্রবণে CuSO4, -এর গাঢ়ত্ব প্রথমে হ্রাস পায় ও পরে বৃদ্ধি পায়


উত্তর: দ্রবণে CuSO4, এর গাঢ়ত্বের কোনো পরিবর্তন হয় না


39. জলের তড়িবিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়—---


(a) H2S

(b) H4

(c) O4

(d) H2H2


উত্তর: O4


40. তড়িবিশ্লেষণের সময় কোন ধরনের শক্তি কোন্ ধরনের শক্তিতে রূপান্তরিত হয়।


(a) রাসায়নিক শক্তি তড়িৎশক্তি

(b) রাসায়নিক শক্তি শব্দশক্তি

(c) তড়িৎশক্তি রাসায়নিক শক্তি

(d) তড়িৎশক্তি আলোক শক্তি


উত্তর: তড়িৎশক্তি রাসায়নিক শক্তি


একটি বা দুটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও


1. একটি জৈব পদার্থের নাম লেখো যা জলীয় দ্রবণে তড়িৎ পরিবহণ করে 


উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) হল এমন একটি জৈব পদার্থ যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী।


2. একটি তরল পদার্থের নাম লেখো যা তড়িৎ পরিবহণ করে অথচ তড়িবিশ্লেষ্য নয়।


উত্তরঃ পারদ হল এমন একটি তরল পদার্থ যা তড়িৎ পরিবহণ করে অথচ তড়িবিশ্লেষ্য নয়।


3. একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও, যা তড়িৎ পরিবহণ করে না।


উত্তরঃ ব্রোমিন (Br) হল এমন একটি তরল মৌলিক পদার্থ যা তড়িৎ পরিবহণ করে না।


4. তড়িৎ পরিবহণ করলেও আয়নিত হয় না এমন একটি অধাতব পদার্থের উদাহরণ দাও।


উত্তরঃ তড়িৎ পরিবহণ করলেও আয়নিত হয় না এমন একটি অধাতব পদার্থ হল গ্রাফাইট।


5. তড়িৎ পরিবহণ করে অথচ তড়িৎ-অবিশ্লেষ্য এমন একটি পদার্থের নাম করো।


উত্তরঃ তড়িৎ পরিবহণ করে অথচ তড়িৎ-অবিশ্লেষ্য এমন একটি পদার্থ হল গ্রাফাইট।


6. একটি অধাতুর উদাহরণ দাও যা তড়িৎ পরিবহণ করে।


উত্তরঃ কার্বনের বহুরূপ গ্রাফাইট হল একটি অধাতু যা তড়িৎ পরিবহণ করতে পারে।


7. ইলেকট্রনীয় পরিবাহীর উদাহরণ দাও।


উত্তরঃ যে-কোনো ধাতুই ইলেকট্রনীয় পরিবাহীর উদাহরণ। যেমন-তামা (Cu), নিকেল (Ni) ইত্যাদি।


৪. সামান্য খাদ্যলবণ-মিশ্রিত চিনির সরবত কি তড়িৎ পরিবহণ করবে?


উত্তরঃ চিনির দ্রবণ তড়িতের অপরিবাহী হলেও, খাদ্যলবণের দ্রবণ তড়িতের পরিবাহী। তাই এই মিশ্র দ্রবণটি তড়িৎ পরিবহণ করবে।


9. NaCl ও HCI-এর মধ্যে কোন্টি বিশুদ্ধ অবস্থায় তড়িদ্বিশ্লেষ্য নয়?


উত্তরঃ NaCl ও HCI-এর মধ্যে HCI বিশুদ্ধ অবস্থায় তড়িবিশ্লেষ্য নয়।


10. একটি অজৈব তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো।


উত্তরঃ সিলিকা (SiO₂) একটি অজৈব তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ।


11. তড়িবিশ্লেষ্য ও তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থগুলিকে চিহ্নিত করো: বিশুদ্ধ জল, কস্টিক সোডার দ্রবণ, গ্রাফাইট


উত্তরঃ তড়িবিশ্লেষ্য পদার্থ: কস্টিক সোডার দ্রবণ। তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ: বিশুদ্ধ জল, গ্রাফাইট।


12. তড়িৎ-অবিশ্লেষ্য কিন্তু জলে দ্রাব্য এমন তরল যৌগের উদাহরণ দাও।


 উত্তরঃ ইথাইল অ্যালকোহল (C₂H₂OH) জলে দ্রাব্য একটি তরল যৌগ যা তড়িৎ-অবিশ্লেষ্য।


13. তীব্র তড়িদবিশ্লেষ্য ও মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থগুলিকে চিহ্নিত করো: গলিত NaOH, KCI -এর জলীয় দ্রবণ, H₂CO₃, CH3COOH, HCN, ZnSO4 দ্রবণ, Al(OH)3


উত্তরঃ তীব্র তড়িবিশ্লেষ্য: গলিত NaOH, KCI-এর জলীয় দ্রবণ, ZnSO4 দ্রবণ। মৃদু তড়িদ্বিশ্লেষ্য: H₂CO₃, CH3COOH, HCN, Al(OH)3 |


14. একটি মৃদু তড়িদ্বিশ্লেষ্য লবণের উদাহরণ দাও।


উত্তরঃ সোডিয়াম কার্বনেট (Na₂CO₃) হল মৃদু তড়িবিশ্লেষ্য লবণের উদাহরণ।


15. একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িবিশ্লেষ্য।


উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) -এর জলীয় দ্রবণ মৃদু তড়িবিশ্লেষ্য।


16. ভোল্টামিটার কাকে বলে?


উত্তরঃ তড়িদ্বিশ্লেষ্য রাখার পাত্র, তড়িবিশ্লেষ্য ও তড়িদ্দার মিলিয়ে সম্পূর্ণ ব্যবস্থাটিকে ভোল্টামিটার বলে।


17. কোনো দ্রাবকের ডাই-ইলেকট্রিক ধ্রুবক কাকে বলে?


উত্তরঃ তড়িদ্বিশ্লেষ্য পদার্থের অণুকে আয়নে পরিণত করার শক্তিকে দ্রাবকের ডাই-ইলেকট্রিক ধ্রুবক বলে।


18. তড়িবিশ্লেষণ প্রক্রিয়ায় কী প্রকার তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়? অনুরূপ প্রশ্ন, তড়িবিশ্লেষণে কোন্ প্রকারের তড়িৎপ্রবাহ ব্যবহার করা হয়?


উত্তরঃ তড়িবিশ্লেষণ প্রক্রিয়ায় সমপ্রবাহী তড়িৎ (DC) ব্যবহার করা হয়।


19. একটি অ্যাসিডধর্মী তীব্র তড়িদ্বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। 


উত্তরঃ হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCI)


20. তড়িবিশ্লেষণের সময় তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের অভিমুখ কীরূপ হয়?


উত্তরঃ তড়িবিশ্লেষণের সময় ব্যাটারি থেকে তড়িৎপ্রবাহ অ্যানোডের মাধ্যমে তড়িবিশ্লেষ্যে প্রবেশ করে এবং ক্যাথোডের মাধ্যমে আবার ব্যাটারিতে ফিরে আসে।


21. তড়িদ্বিশ্লেষণের সময় কোন্ ইলেকট্রোডকে ক্যাথোড বলা হয়? 


উত্তরঃ তড়িবিশ্লেষণের সময় ব্যাটারির ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত তড়িদ্বার বা ইলেকট্রোডটিকে ক্যাথোড বলে।


22. তড়িবিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অথবা, তড়িদ্বিশ্লেষণের সময় কোন্ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? 


উত্তরঃ তড়িবিশ্লেষণের সময় তড়িৎশক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী।


23. তড়িদবিশ্লেষণের সময় ক্যাটায়নগুলি যে তড়িদ্দার অভিমুখে যাত্রা করে তাকে কী বলে?


উত্তরঃ তড়িদিদ্বশ্লেষণের সময় ক্যাটায়নগুলি যে তড়িদ্দ্বার অভিমুখে যাত্রা করে তাকে ক্যাথোড বলে।


24. তড়িবিশ্লেষণের সময় অ্যানায়নগুলি যে তড়িদ্দ্বার অভিমুখে যাত্রা করে তাকে কী বলে? অনুরূপ প্রশ্ন, 'অ্যানোড' কী?


উত্তরঃ তড়িবিশ্লেষণের সময় অ্যানায়নগুলি যে তড়িদ্দার অভিমুখে যাত্রাতে তাকে অ্যানোড বলে।


25. ক্যাটায়নগুলি কোন্ তড়িদ্দ্বার থেকে ইলেকট্রন গ্রহণ করে?


উত্তরঃ ক্যাটায়নগুলি ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে।


26. কোনো তড়িবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদিদ্বশ্লেষণের সময় দ্রবণে। তড়িতের বাহক কারা?


উত্তরঃ কোনো তড়িবিশ্লেষ্যের জলীয় দ্রবণের তড়িদ্বিশ্লেষণের সময় সংশ্লিষ্ট ক্যাটায়ন ও অ্যানায়নগুলি দ্রবণে তড়িতের বাহক হয়।


27. তড়িবিশ্লেষণের সময় অ্যানোডে কী ধরনের বিক্রিয়া ঘটে?


উত্তরঃ তড়িদ্বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে।


78.তড়িৎবিশ্লেষণের সময় কোন তড়িদ্বারে বিজারণ ঘটে?


উত্তরঃ তড়িৎবিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে।


29. তড়িৎবিশ্লেষ্য পদার্থের বিয়োজনের ফলে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা কি সর্বদা সমান হয়?


উত্তরঃ তড়িৎবিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন কাটিয়েন ও অ্যানায়নের সংখ্যা সমান হতে পারে (যেমন-NaCl এর ক্ষেত্রে) বা নাও হতে পারে (যেমন -Na₂SO₄ এর ক্ষেত্রে)।


30. গাঢ় NaCl এর জলীয় দ্রবণের তড়ি বিশ্লেষণে অ্যানোডে কোন্ পদার্থ উৎপন্ন হয়।


উত্তরঃ পাড় NaCl এর জলীয় দ্রবণের তড়িবিশ্লেষণে অ্যানোডে ক্লোরিন (Cl₂) উৎপন্ন হয়।


31. ক্যাথোডে Na নিষ্কাশন করতে গেলে কী তড়িবিশ্লেষ্য ব্যবহার করা হয়?


উত্তরঃ ক্যাথোডে Na নিষ্কাশন করতে গেলে গলিত NaCl ব্যবহার করা হয়।


32. NaCl -এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে ভোল্টামিটারে প্রাপ্ত দ্রবণের মধ্যে কী অবশেষ থাকে?  


উত্তরঃ NaCl -এর জলীয় দ্রবণের তড়িবিশ্লেষণে ভোল্টামিটারে NaOH এর দ্রবণ অবশিষ্ট রূপে থাকে।


33. OH- ও Na+' আয়নের মধ্যে কোল্টি অ্যানোডে মুক্ত হবে?


উত্তরঃ OH- ও Na+ ' আয়নের মধ্যে OH- মুক্ত হবে। আয়নটি অ্যানোড তড়িদ্দ্বারে


34. বিশুদ্ধ জল তড়িৎ পরিবহণ করে না কেন?  


উত্তরঃ বিশুদ্ধ জলে H+ বা OH- আয়নের পরিমাণ নগণ্য হওয়ায় এটি তড়িৎ পরিবহণ করে না।


35. প্ল্যাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অম্লায়িত জলের তড়িদবিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো।


উত্তরঃ ক্যাথোড বিক্রিয়া: H+ + e H; H H2


36. অম্লায়িত জলের তড়িবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির আয়তনের অনুপাত কত?


উত্তরঃ অম্লায়িত জলের তড়িবিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির আয়তনের অনুপাত 2:1।


37. জলের তড়িবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলিকে একসঙ্গে কী বলে? 


উত্তরঃ জলের তড়িবিশ্লেষণের সময় ক্যাথোডে উৎপন্ন হাইড্রোজেন (H₂) গ্যাস ও অ্যানোডে উৎপন্ন অক্সিজেন (O₂) গ্যাসকে একসঙ্গে 'ইলেকট্রোলাইটিক গ্যাস' বলে।


38. জলের তড়িবিশ্লেষণে ক্যাথোড হিসেবে কোন্ ধাতু ব্যবহার করা হয়?


উত্তরঃ জলের তড়িবিশ্লেষণে ক্যাথোড হিসেবে প্ল্যাটিনাম (Pt) ধাতু ব্যবহার করা হয়।


39. বিশৃঙ্খ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে উৎপন্ন দ্রবণের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের থেকে বেশি হয় কেন?


উত্তরঃ বিশুদ্ধ জলে অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড যোগ করলে জলের বেশিরভাগ অণু বিয়োজিত হয়ে প্রচুর সংখ্যক 11' এবং OH আয়ন উৎপন্ন করে, ফলে জলে আয়নের সংখ্যা বহুল পরিমাণে বৃদ্ধি পায়। এই অবস্থায় জলের তড়িৎ পরিবাহিতা বিশৃঙ্খ জলের থেকে বেশি হয়।


40. জলের তড়িদবিশ্লেষণের ফলে ক্যাথোডে উৎপন্ন গ্যাসের মধ্যে একটি জ্বলন্ত শিখাযুক্ত পাটকাঠি প্রবেশ করালে কী দেখা যাবে?


উত্তরঃ পাটকাঠিটি নিভে যাবে এবং গ্যাসটি নীল শিখায় জ্বলে উঠবে।


41. CuSO4, এর জলীয় দ্রবণে কী কী আয়ন থাকে?


উত্তরঃ CuSO4 এর জলীয় দ্রবণে Cu2+, SO42-, H+,ও OH-, আয়ন থাকে।


42. Cu-তড়িদ্ধার ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণের তড়িদ্‌দবিশ্লেষণে কোন্ আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয়?


উত্তরঃ Cu তড়িদ্বার ব্যবহার করে CuSO4, এর জলীয় দ্রবণের তড়িদবিশ্লেষণে কিউপ্রিক আয়ন (Cu2+) ক্যাথোডের দিকে ধাবিত হয়।


43. Cu2+H+ আয়নদুটির মধ্যে ক্যাথোডে আধানমুক্তির প্রবণতা কার বেশি?


উত্তরঃ Cu2+ H+ আয়নদুটির মধ্যে ক্যাথোডে আধানমুক্তির প্রবণতা Cu2+ আয়নের বেশি।


44. Cu -তড়িদ্দ্বারের সাহায্যে CuSO4,দ্রবণের তড়িবিশ্লেষণ করলে অ্যানোডে কী পরিবর্তন দেখা যাবে?


উত্তরঃ Cu-তড়িদ্বারের সাহায্যে CuSO4, দ্রবণের তড়িদবিশ্লেষণ করলে অ্যানোড থেকে Cu-পরমাণুগুলি  Cu2+ আয়ন-রূপে দ্রবণে চলে আসবে এবং এর ফলে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে।



শূন্যস্থান পূরণ করো


1. NaCl—------ অবস্থায় তড়িতের কুপরিবাহী।


উত্তরঃ কঠিন


2. তড়িবিশ্লেষ্য পদার্থগুলি সাধারণত—----- যৌগ হয়।


উত্তরঃ আয়নীয়


3. সমযোজী যৌগগুলি সাধারণত—----- হয়।


উত্তরঃ তড়িৎ-অবিশ্লেষ্য

 

4. —----একটি অধাতব পদার্থ যাকে তড়িদ্বার হিসেবে ব্যবহার করা যায়।


উত্তরঃ গ্রাফাইট


5. তড়িৎকোশের যে তড়িদ্বারটি ব্যাটারির পজিটিভ মেরুর সাথে যুক্ত থাকে তাকে—-------- বলে।


উত্তরঃ অ্যানোড


6. তড়িৎকোশের যে তড়িদ্বারটি ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত থাকে তাকে বলে—------


উত্তরঃ ক্যাথোড


7. তড়িৎপ্রবাহের ফলে বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের ভাস্বর হয়ে আলো বিকিরণ করা একটি—------ পরিবর্তন।


উত্তরঃ ভৌত


8. জলীয় দ্রবণে তড়িবিশ্লেষ্য-রূপে আচরণ করে এমন একটি সমযোজী পদার্থ হল—-------


উত্তরঃ HCI


9.-------- দ্রাবকে HCI গ্যাস তড়িৎ পরিবহণ করে না।


উত্তরঃ অধুবীয় (জৈব)


10. ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহণ করে—-------


উত্তরঃ মুক্ত ইলেকট্রন


11. ধাতুর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের সময়—------ স্থানান্তর হয় না।


উত্তরঃ পরমাণুর


12. তড়িবিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহের সময়—-- --গুলির স্থানান্তর ঘটে।


উত্তরঃ আয়ন


13. দ্রবীভূত বা গলিত তড়িবিশ্লেষ্যের—------- অণুগুলি তড়িতের বাহক নয়।


উত্তরঃ অবিয়োজিত


14. উয়তা বৃদ্ধির সাথে তড়িবিশ্লেষ্য দ্রবণের রোধ—------- পায় ও পরিবাহিতা পায়।


উত্তরঃ হ্রাস, বৃদ্ধি


15. তড়িবিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষ্য দ্রবণের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ—------- থেকে— --এর দিকে ঘটে।


উত্তরঃ ক্যাথোড, অ্যানোড


16. তড়িৎ পরিবহণকালে যে-কোনো মুহূর্তে তড়িবিশ্লেষ্যের—------- বজায় থাকে।


উত্তরঃ তড়িৎ-নিরপেক্ষতা


17. তীব্র তড়িদবিশ্লেষ্য পদার্থ জলীয় দ্রবণে—-------আয়নে বিয়োজিত হয়।


উত্তরঃ সম্পূর্ণরূপে


18. HCOOH হল—------ তড়িবিশ্লেষ্য।


উত্তরঃ মৃদু


19. মৃদু তড়িদ্‌বিশ্লেষ্যের বিয়োজন বোঝানোর জন্য সর্বদা—--------তির চিহ্ন ব্যবহৃত হয়।


উত্তরঃ উভমুখী

 

20. মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থের জলীয় দ্রবণে খুব কম সংখ্যক অণুই—---- অবস্থায় থাকে।


উত্তরঃ আয়নিত


21. গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িবিশ্লেষ্য পদার্থের ক্যাটায়ন ও অ্যানায়নে বিচ্ছিন্ন হওয়াকে—----- বলে।


উত্তরঃ তড়িৎ-বিয়োজন


22. তড়িবিশ্লেষণ একটি—------ প্রক্রিয়া।


উত্তরঃ জারণ-বিজারণ


23. তড়িদবিশ্লেষণের সময় ক্যাথোডে—-------- বিক্রিয়া ঘটে।


উত্তরঃ বিজারণ


24. আয়নগুলি তড়িদ্দারে গিয়ে—------ মুক্ত হয়।


উত্তরঃ আধান


25. ক্যাটায়নগুলি ক্যাথোডে গিয়ে ইলেকট্রন—----- করে—-হয়।


উত্তরঃ গ্রহণ, বিজারিত


26. অ্যানায়নগুলি অ্যানোডে গিয়ে ইলেকট্রন—------করে—-----হয়।


উত্তরঃ বর্জন, জারিত


27.---------- প্রবাহের তড়িৎ ব্যবহার করে তড়িদ্‌বিশ্লেষণ ঘটানো যায় না।


উত্তরঃ পরিবর্তী


28. NaCl -এর গাঢ় জলীয় দ্রবণের তড়িদ্বিশ্লেষণ করলে অ্যানোডে—-------- গ্যাস পাওয়া যায়।


উত্তরঃ ক্লোরিন


29. Na+ জমা হয়—--------


উত্তরঃ ক্যাথোডে


30. ক্যাথোডে H+ এর আধানমুক্তির প্রবণতা Na+ অপেক্ষা—----------


উত্তরঃ বেশি


31. বিশুদ্ধ জলের প্রায় সবকটি অণুই—--------অবস্থায় থাকে।


উত্তরঃ অবিয়োজিত


32. বিশুদ্ধ জলে সামান্য—----- বা—----- যোগ করলে এর পরিবাহিতা বেড়ে যায়।


উত্তরঃ অ্যাসিড, ক্ষার


33. জলের তড়িবিশ্লেষণের ফলে—---------- উৎপন্ন গ্যাসটি নীল শিখায় জ্বলতে থাকে।


উত্তরঃ ক্যাথোডে


34. জলে সামান্য তড়িবিশ্লেষ্য পদার্থ যোগ করলে জলের তড়িৎ পরিবাহিতা বিশুদ্ধ জলের তুলনায় —--------পায়।


উত্তরঃ বৃদ্ধি


35. জলের তড়িদবিশ্লেষণে অ্যানোডে—-------- গ্যাস উৎপন্ন হয়।


উত্তরঃ অক্সিজেন

 

36. জলের তড়িবিশ্লেষণ দ্বারা প্রমাণ করা যায় জলের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের আয়তনিক অনুপাত—------


উত্তরঃ 2:1


37. Cu-তড়িদ্দার ব্যবহার করে CuSO4-এর তড়িবিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন—------হয়।  


উত্তরঃ Cu2+


38. Cu -তড়িম্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িবিশ্লেষণ করার সময়—----- ক্রমশ ক্ষয়প্রাপ্ত হয়।


উত্তরঃ অ্যানোড


39. তড়িদবিশ্লেষণের সময় তড়িদবিশ্লেষ্যের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহণ করে—-----


উত্তরঃ আয়ন


সত্য/মিথ্যা নির্বাচন করো


1. তড়িবিশ্লেষ্য পদার্থ যে-কোনো অবস্থায় তড়িৎ পরিবহণ করে।


উত্তরঃ মিথ্যা


2. তড়িবিশ্লেষ্য পদার্থ মৌল অথবা যৌগ উভয়ই হতে পারে।

 

উত্তরঃ মিথ্যা


3. সমস্ত তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণ ক্ষমতা সমান।


উত্তরঃ মিথ্যা


4. যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহণ করতে পারে না, সেইসব পদার্থকে তড়িবিশ্লেষ্য পদার্থ বলে।


উত্তরঃ মিথ্যা


5. একটি অধাত তড়িৎ পরিবাহী হল গ্রাফাইট।


উত্তরঃ সত্য


6. কুঁতে একটি তড়িদ্‌বিশ্লেষ্য পদার্থ।


উত্তরঃ সত্য


7. ধাতু কঠিন বা গলিত যে-কোনো অবস্থাতেই তড়িৎ পরিবহণ করতে পারে।


উত্তরঃ সত্য


৪. মোম গলিত অবস্থায় তড়িৎ পরিবহণ করে না কারণ এটি তড়িবিশ্লেষ্য পদার্থ নয়।


উত্তরঃ সত্য


9. তড়িৎ পরিবহণ-সংক্রান্ত পরীক্ষায় ইলেকট্রিক বাল্ব, ব্যাটারি ও চাবি পরস্পর সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে।


উত্তরঃ মিথ্যা


10. গলিত বা দ্রবীভূত তড়িবিশ্লেষ্যের যে ভগ্নাংশ আয়নিত হয় তাকে ওই তড়িবিশ্লেষ্যের বিয়োজন মাত্রা বলে।


উত্তরঃ সত্য


11. মৃদু তড়িবিশ্লেষ্যের দ্রবণ লঘু করলে তার তড়িৎ পরিবহণ ক্ষমতা হ্রাস পেতে থাকে।


উত্তরঃ মিথ্যা


12. তড়িবিশ্লেষণের সময় তড়িদ্‌বিশ্লেষ্য পদার্থ ইলেকট্রনের মাধ্যমে তড়িৎ পরিবহণ করে।

অথবা, তড়িবিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহণ করে।


উত্তরঃ মিথ্যা


13. গলিত বা দ্রবীভূত তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ পরিবহণকালে যে-কোনো মুহূর্তে

ক্যাটায়ন ও অ্যানায়নগুলির মোট আধান সমান থাকে।


উত্তরঃ সত্য


14. তড়িবিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাটায়ন ও অ্যানায়নের সরণ পরস্পরের অভিমুখে ঘটে থাকে।


উত্তরঃ মিথ্যা


15. Mg(OH)₂ একটি তীব্র তড়িদ্‌বিশ্লেষ্য পদার্থের উদাহরণ।


উত্তরঃ সত্য


16. CH3COOH একটি তীব্র তড়িবিশ্লেষ্য।


উত্তরঃ মিথ্যা


17. NH4OH হল একটি মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ।  


উত্তরঃ সত্য


18. তড়িবিশ্লেষণ প্রক্রিয়ায় আয়ন তড়িৎ পরিবহণ করে।


উত্তরঃ সত্য


19. ক্যাথোডে ইলেকট্রন বর্জন ও অ্যানোডে ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়া ঘটে।


উত্তরঃ মিথ্যা


20. গলিত NaCl -এর তড়িদ্‌বিশ্লেষণে অ্যানোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়।

 

উত্তরঃ মিথ্যা


21. NaCl -এর জলীয় দ্রবণের তড়িদ্বিশ্লেষণে ক্যাথোডে H₂ প্যাস উৎপন্ন হয়।


উত্তরঃ সত্য


22. বিশুদ্ধ জল উত্তম তড়িবিশ্লেষ্য পদার্থ।


উত্তরঃ মিথ্যা


23. জলের তড়িদ্বিশ্লেষণে ক্যাথোডে ০₂ গ্যাস উৎপন্ন হয়।


উত্তরঃ মিথ্যা


24. কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িবিশ্লেষণ করলে অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়।


উত্তরঃ মিথ্যা


25.কপার সালফেটের জলীয় দ্রবণকে কপার তড়িদ্বার দিয়ে তড়িদ্বিশ্লেষণ করা হলে দ্রবণে

কিউপ্রিক আয়নের গাঢ়ত্ব একই থাকে।


উত্তরঃ সত্য


26. কপার তড়িদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িবিশ্লেষণ করলে ক্যাথোডের ভর ক্রমশ বৃদ্ধি পায়।  


উত্তরঃ সত্য


27. কঠিন NaCl -এর তড়িৎ পরিবাহিতা গলিত NaCl -এর তড়িৎ পরিবাহিতার থেকে বেশি।


উত্তরঃ মিথ্যা



দীর্ঘ প্রশ্নোত্তর


1. তড়িবিশ্লেষণের ব্যাবহারিক প্রয়োগগুলি উল্লেখ করো। অনুরূপ প্রশ্নঃ তড়িবিশ্লেষণ প্রক্রিয়ার তিনটি ব্যাবহারিক প্রয়োগ উল্লেখ করো।


উত্তর: ① তীব্র তড়িৎ-ধনাত্মক ধাতু, যেমন-Na, K, Ca, Mg, Al প্রভৃতি ধাতুর নিষ্কাশন প্রক্রিয়া তড়িবিশ্লেষণের সাহায্যে সম্পন্ন করা হয়। ② কিছু কিছু ধাতু, যেমন-Cu, Ag, Al প্রভৃতির পরিশোধন প্রক্রিয়ায় তড়িদ্বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয়। ③ হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, সোডিয়াম হাইড্রক্সাইড প্রভৃতির শিল্পোৎপাদনে এই পদ্ধতি প্রয়োগ করা হয়। ④ তড়িৎ-লেপন প্রক্রিয়াটি তড়িবিশ্লেষণের সাহায্যে সম্পন্ন করে।


2. ধাতু নিষ্কাশন কী? ধাতু নিষ্কাশনে তড়িবিশ্লেষণের প্রয়োগ ব্যাখ্যা করো।  


উত্তর: কোনো ধাতুর আকরিক থেকে সংশ্লিষ্ট ধাতুটিকে পৃথক করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে। আকরিক মধ্যস্থ বিভিন্ন অশুদ্ধিগুলি দূর করে বিশুদ্ধ ধাতু পাওয়ার জন্য ধাতু নিষ্কাশন করা হয়।

 Na, K, Ca, Al প্রভৃতি তীব্র তড়িৎ-ধনাত্মক সক্রিয় ধাতুগুলিকে তড়িদবিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। Na, K ও Ca ধাতুর ক্লোরাইড লবণকে এবং Al -এর অক্সাইড যৌগকে গলিত অবস্থায় নেওয়া হয়। এরপর উপযুক্ত তড়িদ্দ্বারের সাহায্যে উক্ত যৌগগুলির তড়িদ্বিশ্লেষণ করা হলে সংশ্লিষ্ট ধাতুগুলি ক্যাথোডে জমা হয়।


3. তড়িদ্‌দবিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় তা ব্যাখ্যা করো।

অনুরূপ প্রশ্ন, তড়িবিশ্লেষণের সাহায্যে অ্যালুমিনিয়ামের নিষ্কাশনের জন্য যে গলিত মিশ্রণের তড়িদবিশ্লেষণ করা হয় তাতে বিশুদ্ধ অ্যালুমিনা ছাড়া আর কী কী থাকে? এই তড়িবিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কী কী ব্যবহৃত হয়?


উত্তর: তড়িদ্বিশ্লেষ্য: বিশুদ্ধ অ্যালুমিনাকে (AI2O3) গলিত ক্রায়োলাইট (Na2AIF6) ও ফ্লুওস্পার (CaF2 ) সঙ্গে মিশিয়ে তড়িদবিশ্লেষ্য ব্যবহার করা হয়।


তড়িবিশ্লেষণ পাত্র ও তড়িদ্দার: ① আয়রনের তৈরি ট্যাংক তড়িবিশ্লেষণের পাত্র হিসেবে ব্যবহৃত হয়। ② ট্যাংকের ভেতরের দেয়ালে পুরু গ্যাসকার্বনের আস্তরণ থাকে যা ক্যাথোড হিসেবে কাজ করে। ③ ট্যাংকের ওপরের দিক থেকে বেশ কয়েকটি গ্রাফাইটের দণ্ড তড়িদ্বিশ্লেষ্যের মধ্যে আংশিকভাবে নিমজ্জিত থাকে। এগুলি অ্যানোড-রূপে ব্যবহৃত হয়।


পদ্ধতি: ① প্রথমে অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইট (AI2O3. 2H2O) থেকে অশুদ্ধিগুলি দূর করে বিশুদ্ধ অ্যালুমিনা (AI2O3) প্রস্তুত করা হয়। ② তড়িদ্বিশ্লেষণের ট্যাংকটিতে ভর হিসেবে 60% ক্রায়োলাইট  Na2AIF6), 20% অ্যালুমিনা (AI2O3) এবং 20% ফ্লুওস্পার (CaF2)) -এর মিশ্রণ নেওয়া হয়। বিশুদ্ধ (AI2O3)  এর গলনাঙ্ক প্রায় 2000C । কিন্তু ক্রায়োলাইট ও ফ্লওস্পার মেশানোর ফলে তড়িবিশ্লেষ্য মিশ্রণটির গলনাঙ্ক হ্রাস পেয়ে 900C হয়। অর্থাৎ 900C এ মিশ্রণটি গলিত অবস্থায় থাকে। ④ এই উয়তায় গলিত তড়িবিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করা হলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু গলিত অবস্থায় জমা হয় এবং অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়।


তড়িৎ-বিয়োজন: AI2O3 (গলিত) 2AI3 + 3O2-


ক্যাথোড বিক্রিয়া: 2AI3+ + 63+ + 6e 2Al [বিজারণ: AI3+ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে AI -এ পরিণত হয়]


অ্যানোড বিক্রিয়া: 3O2- 3O + 6e, 30 + 30 3O2 [জারণ:O2- আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করে ০-জারিত হয় যা ক্রমে O2 অণু গঠন করে]


4. তড়িবিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় বিশুদ্

অ্যালুমিনার সাথে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার যোগ করা হয় কেন? অনুরূপ প্রশ্ন, অ্যালুমিনার তড়িদবিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মেশানো হয় কেন?


উত্তর: তড়িদ্বিশ্লেষণ পদ্ধতিতে Al ধাতু নিষ্কাশনের সময় বিশুদ্ধ অ্যালুমিনার সাথে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার যোগ করা হয়। কারণ- ① বিশুদ্ধ AI2O3 -এর গলনাঙ্ক প্রায় 2000C । এই উচ্চ উয়তায় গলিত অ্যালুমিনার তড়িবিশ্লেষণে উৎপন্ন Al -এর বেশিরভাগই বাষ্পীভূত হয়ে নষ্ট হয় এবং এতে প্রচুর তড়িৎশক্তির ব্যয় হয়। অ্যালুমিনার সাথে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার যোগ করায় মিশ্রণটির গলনাঙ্ক হয় প্রায় 900C । এক্ষেত্রে মিশ্রণটি কম উয়তায় বিগলিত হয় বলে তড়িৎশক্তির খরচ কম হয়। ② ফুওস্পার গলিত মিশ্রণের সান্দ্রতা (viscosity) কমিয়ে দেয়। ফলে গলিত তড়িবিশ্লেষ্যের মধ্যে আয়নের চলাচল সহজ হয় অর্থাৎ মিশ্রণটির তড়িৎ পরিবাহিতা বৃদ্ধি পায়।


5. CuSO4, -এর আম্লিক দ্রবণের তড়িদ্বিশ্লেষণে ক্যাথোডে Cu মুক্ত হয়। কিন্তু AI লবণের আম্লিক দ্রবণের তড়িদ্বিশ্লেষণে ক্যাথোডে AI মুক্ত হয় না কেন?


উত্তর: CuSO4 -এর জলীয় দ্রবণে Cu2+H+ আয়ন ক্যাটায়ন-রূপে উপস্থিত থাকে।

CuSO4Cu2+ + SO42-; H2O H+ + OH-

দ্রবণটির মধ্য দিয়ে তড়িৎ চালনা করলে H+ অপেক্ষা Cu2+ আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি হয়। এরফলে Cu2+ আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে Cu-পরমাণুরূপে মুক্ত হয়।

ক্যাথোড বিক্রিয়া: Cu2++ 2e → Cu

অপরপক্ষে, অ্যালুমিনিয়াম লবণের আম্লিক দ্রবণে AI3+H+আয়ন ক্যাটায়ন-রূপে উপস্থিত থাকে। যেমন,

AI2(SO4)3 2AI3++ 3SO42-; H2O H++ OH-

এই দ্রবণে তড়িৎ চালনা করলে AI3+ অপেক্ষা H+ আয়নের ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি হওয়ায় এক্ষেত্রে AI3+ -এর পরিবর্তে H+ আয়ন ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে প্রশম পরমাণুতে পরিণত হয়। ২টি করে H-পরমাণু যুক্ত হয়ে H₂ অণু উৎপন্ন করে। তাই এক্ষেত্রে ক্যাথোডে Al ধাতু মুক্ত হয় না। ক্যাথোড বিক্রিয়া: H++ e  → H; H + H → H2


6. ধাতুর তড়িৎ-পরিশোধন কী? এর মূল নীতিটি লেখো।  


উত্তর: [সাধারণ পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুতে বিভিন্ন ধরনের অশুদ্ধি থাকে। তড়িবিশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে সেই অশুদ্ধিগুলি দূর করে বিশুদ্ধ ধাতু প্রস্তুত করার পদ্ধতিকে তড়িৎ-বিশোধন বা তড়িৎ-পরিশোধন বলা হয়। তড়িৎ-পরিশোধন পদ্ধতিতে অবিশুদ্ধ ধাতুর মোটা পাত বা দণ্ডকে অ্যানোড-রূপে, ওই ধাতুরই বিশুদ্ধ পাত বা দণ্ডকে ক্যাথোড-রূপে এবং ধাতুটির কোনো লবণের জলীয় দ্রবণ তড়িবিশ্লেষ্য-রূপে ব্যবহার করে তড়িবিশ্লেষণ সম্পন্ন করা হয়। তড়িদ্বিশ্লেষণের ফলে অ্যানোড থেকে ধাতব পরমাণুগুলি আয়ন-রূপে দ্রবণে আসে। এই আয়নগুলি ক্যাথোডে এসে ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হয় এবং বিশুদ্ধ ধাতু-রূপে ক্যাথোডে সঞ্চিত হয়।




Editing By:- Lipi Medhi