Chapter 2

 স্বাস্থ্যশিক্ষা

-------------



১. শূন্যখাল পুরণ করো:


(a) WHO-এর পুরোনাম World                    Organization.


(b) দুটি জলবাহিত সংক্রামক ব্যাধি হল                এবং                    |


(c) নির্মল গ্রাম পুরস্কার চালু হয়                   সালে।


(d) জড়বুদ্ধি                   খনিজের অভাবে দেখা দিতে পারে।


(e) অপরিচ্ছন্নতার মিলিত ফল অস্বাস্থ্য ও                      |


(f) প্রতিটি শৌচাগারে পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিক,                      সংস্থান রাখতে হবে।


উত্তর: (a) Health, (b) ডায়ারিয়া, কলেরা, (c) ২০০৩, (d) আয়োডিন, (e) রোগপ্রবণতা, (f) আলো-বাতাসের।


২. দু-এককথার উত্তর দাও :


(a) স্বাস্থ্যের সংজ্ঞা দাও।


উত্তর: ১৯৮৬ সালে WHO দ্বারা ঘোষিত স্বাস্থ্য সম্পর্কে সংজ্ঞা: 'স্বাস্থ্য দৈনন্দিন জীবনের একটি সম্পদ, এটা বেঁচে থাকার কোন উদ্দেশ্য নয়। সামাজিক ও ব্যক্তিগত জীবনে স্বাস্থ্য একটি ইতিবাচক ধারণা যা শারীরিক ক্ষমতা অর্জনে উদ্বুদ্ধ করে।'


(b) সংক্রামক ব্যাধি বলতে কী বোঝো?


উত্তর: সংক্রামক ব্যাধি বলতে সেসকল ব্যাধিকে বোঝায়, যেগুলি একজনের দেহ থেকে অপর ব্যক্তির দেহে ছড়িয়ে পড়তে পারে। এই সকল ব্যাধিসংক্রমণে বাহকরূপে বিভিন্ন পশু-পাখি-মানুষ ইত্যাদি ভূমিকা গ্রহণ করে থাকে।


(c) WHO-এর পুরো নাম কী?


উত্তর: World Health Organisation.


(d) স্বাস্থ্যবিধান বলতে কী বোঝো?


উত্তর: স্বাস্থ্য ও সুস্থতা, পরিষ্কার ও পরিচ্ছন্ন পরিবেশের উপর নির্ভর করে সমাজের উন্নতি। স্বাস্থ্যরক্ষা ও রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাকেই এককথায় স্বাস্থ্যবিধান বলে।


(e) স্বাস্থ্যবিধান না মানলে কোন্ কোন্ রোগ দেখা যায়?


উত্তর: স্বাস্থ্যবিধান না মানলে যে সকল রোগ দেখা যায়, তা হল- (i) চর্মরোগ, (ii) হেপাটাইটিস, (iii) ফাইলেরিয়া, (iv) কালাজ্বর, (v) ডায়ারিয়া, (vi) কলেরা, (vii) টাইফয়েড ইত্যাদি।


(f) আয়োডিনের অভাবে কী কী রোগ হয়? 


উত্তর: আয়োডিনের অভাবজনিত রোগ হল- (i) গলগণ্ড, (ii) স্থূলতা ইত্যাদি।


(g) কোনো দেশের মানব উন্নয়ন সূচক কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে?


উত্তর: কোনো দেশের মানব উন্নয়ন সূচক যে বিষয়গুলির উপর নির্ভর করে তা হল-


(১) শিশু মৃত্যুর হার, (২) সাক্ষরতার হার, (৩) কতজন শিশু স্কুলে যায়, (৪) জনসাধারণের গড় আয়ু, (৫) মোট ডেভেলপমেন্ট প্রোডাক্ট ইত্যাদি।


৩. সঠিক উন্নতি নির্বাচন করো:


(a) সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে- (স্বাস্থ্য/জীব/পদার্থ/ উদ্ভিদ) বিজ্ঞান।


উত্তর: স্বাস্থ্য বিজ্ঞান।


(b) প্রথমবার নির্মল বিদ্যালয় পুরস্কার দেওয়া হয়- (২০০৩/ ২০০৪/২০০৫/২০০৬) সালে।


উত্তর: ২০০৫ সালে।


(c) আয়োডিনের অভাবে আমাদের (গলগণ্ড/ বামনত্ব/ দীর্ঘকায়/ স্থূলকায়) রোগ হয়।


উত্তর: গলগণ্ড রোগ হয়।


(d) তামাকে উপস্থিত সবচেয়ে ক্ষতিকারক উপক্ষার- (আয়োডিন/ নিকোটিন/ট্যানিন/ ইথাইল)।


উত্তর: নিকোটিন।



Editing By:- Lipi Medhi