Chapter 3
প্রাথমিক চিকিৎসা
--------------------
১. সঠিক উজ্ঞতি নির্বাচন করো:
(a) ছুরির আঘাতে-(কর্তনজনিত/বিদ্ধ/খ্যাঁতলানো/ মিশ্র) ক্ষতের সৃষ্টি হয়।
উত্তর: কর্তনজনিত।
(b) বিষধর সাপ হল- (গোখরো/অজগর/ হেলেসাপ/দাঁড়াশ)।
উত্তর: গোখরো।
(c) সাপের খাবার নয়- (ইঁদুর/ ব্যাং/ মাছ/ গাছের ফল)
উত্তর: গাছের ফল।
২. শূন্যস্থান পূরণ করো:
(a) সাপ শব্দ শুনতে পায় ,কম্পন অনুভব করে।
(b) ক্ষতের ফলে পাত হয়।
(c) ক্ষতের বিপদ ও রক্তপাত।
(d) বিভিন্ন কারণে মাংসপেশি, ত্বকসহ রক্তবাহী নালিকার সংযোগ ছিন্ন হয়, তখনই সৃষ্টি হয়।
(e) পেরেক বা কোনো সূচালো অস্ত্রের দ্বারা ক্ষতের সৃষ্টি হয়।
(f) প্রথমে রক্ত বন্ধ করতে হবে প্রত্যক্ষ ও চাপের সাহায্যে।
(g) ক্ষতস্থানে যথেষ্ট পরিমাণে তুলো দিয়ে করতে হবে।
(h) গজ দিয়ে ক্ষতস্থানটি আচ্ছাদিত করে রাখতে হবে।
উত্তর: (a) না, (জেনে রাখো সাপের বহিঃকর্ণ নেই), (b) রক্ত, (c) সংক্রমণ, (d) ক্ষতের, (e) বিদ্ধ (f) প্রেসার পয়েন্টে, পরোক্ষ, (g) প্যাডিং, (h) জীবাণুশূন্য।
৩. দু-এক কথায় উত্তর দাও :
(a) প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও।
উত্তর: কোনো ব্যক্তির চিকিৎসার প্রয়োজন হলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে তার অবস্থা ভালো করার জন্য দ্রুত যে চিকিৎসা ও সেবা দান করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বা First Aid বলে।
(b) ক্ষতের সংজ্ঞা দাও।
উত্তর: নানারকম ব্যাধিসৃষ্টিকারী জীবাণু ও ক্ষতিকারক পদার্থ বিভিন্ন বাহক দ্বারা বাহিত হয়ে শরীরে প্রবেশ করতে পারে। ফলে, মাংসপেশি, ত্বকসহ রক্তবাহী নালিকার সংযোগ ছিন্ন হয়, একেই ক্ষত বলা হয়।
(c) দুটি করে বিষধর ও নির্বিষ সাপের নাম লেখো।
উত্তর: বিষধর সাপ: গোখরো, চন্দ্রবোড়া
নির্বিষ সাপ: জলঢোঁড়া, দাঁড়াশ।
(d) বিষহীন সাপের কামড়ের লক্ষণ লেখো।
উত্তর: বিষহীন সাপের কামড়ের লক্ষণ হল-
(১) কামড়ের দাগ অনেকটা হালকা হয়। (২) ক্ষতস্থানে দুই বা ততোধিক কামড়ের দাঁতের দাগ দেখতে পাওয়া যায়। (৩) ক্ষতস্থান থেকে রক্ত বেরতে পারে।
(e) সাপের বিষ কয়প্রকার ও কী কী?
উত্তর: সাপের বিষ মূলত দুপ্রকার, যথা:
(১) নিউরোটক্সিন ও (২) হেমাটোটক্সিন
(f) মিশ্রক্ষত কাকে বলে?
উত্তর: বন্দুকের গুলি, বোমার আঘাত প্রভৃতি ক্ষেত্রে কোনো এক ক্ষতের মধ্যে একাধিক প্রকারের ক্ষতের লক্ষণ দেখা যায়-একে মিশ্রক্ষত বলে।
(g) কার্ডিয়াক ম্যাসাজ কী?
উত্তর: বুকের খাঁচার সবচেয়ে নীচের পাঁজরদুটি মাঝখানে যেখানে এসে মিশেছে, তার দু আঙুল নীচে বক্ষ অস্থির (Sternum) উপর, মধ্যরেখা বরাবর নিজের হাতের তালুর শক্তজায়গাটা দিয়ে একটা হাতের উপর অন্যহাতের তালু রেখে নিজেরকাঁধ থেকে সরল রেখায় এবং উল্লম্বভাবে দৃঢ়ভাবে চাপ দেওয়ার পদ্ধতিকে কার্ডিয়াক ম্যাসাজ বলা হয়।
(h) হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি কী কী?
উত্তর: হৃৎপিন্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি হলো-
(১) অজ্ঞান হয়ে যাওয়া। (২) নাড়ির গতিহীনতা, ক্যারোটিড ধমনী ও উরুর ধমনীতে নাড়ি না পাওয়া। (৩) হৃৎপিন্ডের স্পন্দন শোনা না যাওয়া। (৪) চোখের তারারন্ধ্র স্ফীত হওয়া।
৪. রচনাভিত্তিক প্রশ্ন :
(a) ক্ষত কীভাবে সৃষ্টি হয়? ক্ষত কয়প্রকার ও কী কী?
উত্তর: অনেক ক্ষেত্রে দুর্ঘটনার ফলে দেহের কোনো অংশ থেকে রক্তপাত হতে পারে, ফলে নানারকম ব্যাধিসৃষ্টিকারী জীবাণু ও ক্ষতিকারক পদার্থ বিভিন্ন বাহক দ্বারা বাহিত হয়ে শরীরে প্রবেশ করতে পারে। এছাড়াও কোনো কারণে মাংসপেশি, ত্বকসহ রক্তবাহী নালিকার সংযোগ ছিন্ন হলে, ক্ষতের সৃষ্টি হয়। প্রকৃতি অনুযায়ী ক্ষতের শ্রেণিবিভাগ:
ক্ষত পাঁচপ্রকার। যথা- (১) কর্তনজনিত ক্ষত, (২) ছিন্নভিন্ন ক্ষত, (৩) থ্যাঁতলানো ক্ষত, (৪) বিদ্ধ ক্ষত, (৫) মিশ্র ক্ষত।
(b) সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবিধান আলোচনা করো।
উত্তর: সাপের কামড়ে যে সমস্ত মানুষের মৃত্যু হয় তাদের একটা বেশির ভাগ অংশ মারা যায় ভয়ে হৃৎস্পন্দন বন্ধ হয়ে। তাই সাপে কামড়ালে প্রাথমিকভাবে লক্ষণীয় বিষয় হলো সাপটি বিষাক্ত না বিষহীন তা চিহ্নিত করা।
ভয় কাটিয়ে সাহস দিতে হবে আক্রান্ত ব্যক্তিকে এবং যত তাড়াতাড়ি সম্ভব নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেখানে দিবারাত্র ডাক্তার থাকে অথবা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কামড়ানোর জায়গাটা অনড় রাখতে হবে। জায়গাটি পরিষ্কার কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। সর্বোপরি রোগীকে শান্ত রাখতে হবে যাতে ব্যক্তির মনোবল বাড়ে।
দু-এক কথায় উত্তর দাও:
(1) কর্তনজনিত ক্ষত সৃষ্টি করার কারণ কোন্ যন্ত্র হতে পারে?
উত্তর: ব্লেড।
(2) একটি নির্বিষ সাপের উদাহরণ দাও।
উত্তর: অজগর।
(3) একটি ক্ষীণবিষ সাপের উদাহরণ দাও।
উত্তর: লাউডগা।
(4) কোন্ ধরনের বিষ রক্তকলার পক্ষে ক্ষতিকর?
উত্তর: হেমাটোটক্সিন।
(5) জলে ডুবতে থাকা মানুষকে বাঁচাতে কাজে লাগে এমন একটি জিনিষ।
উত্তর: লাইফ জ্যাকেট।
(6) কার্ডিয়াক ম্যাসাজ কী উদ্দেশ্যে করা হয়?
উত্তর: হৃদযন্ত্র চালু করা।
(7) একটা ভালো কনস্ট্রিকটিভ ব্যান্ডেজের উদাহরণ দাও।
উত্তর: ৪ ফিট লম্বা, আড়াই ইঞ্চি চওড়া রবার ব্যান্ডেজ।
Editing By:- Lipi Medhi