Chapter 6
পথনিরাপত্তার শিক্ষা
--------------------
১. সংক্ষিপ্ত উত্তর দাও :
(a) সাইকেল চালানোর সময় কোন কোন নির্দেশ মেনে চলা উচিত?
উত্তর: সাইকেল চালানোর সময় যেসকল নির্দেশ মেনে চলা উচিত তা হল- (১) হস্ত দ্বারা সংকেত ও
(২) রাস্তার আলোের দ্বারা আলোকসংকেত।
(b) পরিযাণ ব্যবস্থার কয়েকটি অসুবিধার কথা উল্লেখ করো।
উত্তর: পরিযাণ ব্যবস্থার কয়েকটি অসুবিধা হল-
(১) অতিরিক্ত যাত্রীবহন বা মালবহনকারী যানবাহন চলাচলের ফলে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হতে পারে।
(২) গাড়ির অতিরিক্ত গতির জন্য প্রায়শই পথদূর্ঘটনা ঘটে থাকে।
(c) পথচারীদের নির্দেশগুলি আলোচনা করো।
উত্তর: পথচারীদের যেসকল নির্দেশ দেওয়া হয় তা হল-
(১) রাস্তা পারাপারের সময় মোবাইল ফোনের ব্যবহার না করা।
(২) পুরো মনঃসংযোগ রেখে রাস্তায় চলাফেরা করা উচিত।
(৩) ট্রাফিক সিগন্যাল মেনে রাস্তায় চলা উচিত।
(d) পরিযাণ চিহ্ন কয়প্রকার ও কী কী উদাহরণসহ লেখো।
উত্তর: পরিযাণ চিহ্ন তিনপ্রকার যথা-
(১) বাধ্যতামূলক বা আদেশমূলক চিহ্ন: গোলাকৃতি বোর্ডের মধ্যে যে চিহ্নগুলো দেখতে পাওয়া যায় সেগুলি বাধ্যতামূলক চিহ্ন।
(২) সতর্কতামূলক চিহ্ন: ত্রিভুজাকৃতি বোর্ডের মধ্যে যে চিহ্নগুলি দেখতে পাওয়া যায় সেগুলি সতর্কতামূলক চিহ্ন।
(৩) তথ্যমূলক চিহ্ন: চতুর্ভুজ আকৃতির বোর্ডে কোনো রাস্তায় নাগরিক পরিষেবা, ভৌগোলিক বা ঐতিহাসিক স্থান সম্পর্কে যে তথ্য থাকে তাকে তথ্যমূলক চিহ্ন বলা হয়।
(1) গাড়ির প্রবেশ নিষেধ। (2) হর্ন বাজানো যাবে না। (3) অন্য গাড়িকে অতিক্রম করা যাবে না। (4) গাড়ি দাঁড় করানো যাবে না। (5) গাড়ির গতিসীমা সর্বাধিক 50 কিমি/ঘণ্টা।
(e) তথ্যমূলক চিহ্ন কী? কয়েকটি চিহ্ন চিত্রসহ লেখো।
উত্তর: কোনো রাস্তার গন্তব্য বা দূরত্ব, সুযোগসুবিধা, রাস্তায় প্রাপ্ত বিভিন্ন নাগরিক পরিসেবা, ভৌগলিক বা ঐতিহাসিক স্থান ইত্যাদি সম্বন্ধে তথ্যপ্রদান করা হয় যে চিহ্নগুলোর মাধ্যমে সেগুলোকে তথ্যমূলকচিহ্ন বলা হয়।
Editing By:- Lipi Medhi