Chapter -- 11
পড়তে জান এমন এক মজুব়েব় প্ৰশ্ন
---------------------------------------------------
MCQ
1. বের্টোল্ট ব্রেস্ট ছিলেন
(a) ফরাসি
(b) জার্মান ✔
(c) ইংরেজ
(d) ইটালিয়ান
2.'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতাটির কবি-
(a) টিএস এলিয়ট
(b) বের্টোল্ট ব্রেষ্ট ✔
(c) জন কিট্স
(d)উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ
3. "রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?”- যে প্রসঙ্গে এর উল্লেখ সেটি হল-
(a) ব্যাবিলন
(b) সাত দরজাওয়ালা থিব্স্ ✔
(c) চিনের প্রাচীর
(d) রোম
4. “সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?”- কোন্ জায়গার কথা বলা হয়েছে?
(a) ব্যাবিলন
(b) বাইজেনটিয়াম ✔
(c) রোম
(d) আটলান্টিস
5. চিনের প্রাচীর তৈরির কাজ শেষ হয়েছিল-
(a) সকালবেলা
(b) রাতের বেলা
(c) সন্ধ্যাবেলা ✔
(d) দিনের শেষে
6. 'আটলান্টিস' হল-
(a) মহাসাগর
(b) দ্বীপরাজ্য
(c) উপকথার রাজ্য ✔
(d) রোমের রাজধানী
7. বের্টোল্ট ব্রেস্ট কবি ছাড়াও একজন প্রখ্যাত-
(a) ঔপন্যাসিক
(b) নাট্যকার ✔
(c) গল্পকার
(d) চিত্রশিল্পী
8. "কে বানিয়েছিল…..?" কী?
(a) ব্যাবিলন
(b) থিস্প ✔
(c) চিনের প্রাচীর
(d) লিমা
9. "কে বানিয়েছিল সাত দরজাঅলা থিক্স" - থিক্স হল
(a) প্রাচীন সৌধ
(b) প্রাচীন নগরী ✔
(c) শূন্য উদ্যান
(d) দ্বীপ
10. 'বইয়ে লেখে' কার নাম?
(a) রাজার ✔
(b) রানির
(c) রাজমিস্ত্রির
(d) রাঁধুনির
11. "ব্যাবিলন এতবার গুঁড়ো হল,” ব্যাবিলন হল-
(a) ঝুলন্ত উদ্যান
(b) প্রাচীন সৌধ
(c) প্রাচীন মূর্তি
(d) প্রাচীন রাজ্য ✔
12. "সোনা-ঝকমকে লিমা যারা বানিয়েছিল।"-লিমা অবস্থিত-
(a) ভারত মহাসাগরের উপকূলে
(a) প্রশান্ত মহাসাগরের উপকূলে ✔
(c) আটলান্টিক মহাসাগরের উপকূলে
(d) বঙ্গোপসাগরের উপকূলে
13. "লিমা যারা বানিয়েছিল।"-লিমার বৈশিষ্ট্য হল-
(a) সোনা-ঝকঝকে ✔
(b) সাত দরজাঅলা
(c) জয়তোরণে ঠাসা
(d) শ্বেতপাথরের
14. "চিনের প্রাচীর যখন শেষ হল।"-চিনের প্রাচীর হল-
(a) প্রায়-বিলুপ্ত নিদর্শন
(b) উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শন ✔
(c) উপকথা-বর্ণিত নিদর্শন
(d) প্রত্নতাত্ত্বিক সৌধ
15. 'মহনীয় রোম' কী ছিল?
(a) কল্পিত নগরী
(b) প্রাচীন নগরী ✔
(c) প্রাচীন সৌধ
(d) দ্বীপরাষ্ট্র
16. "কাদের জয় করল সিজার?"-সিজার হল-
(a) রোমের নেতা ✔
(b) মিশরের নেতা
(c) স্পেনের নেতা
(d) গ্রিক নেতা
17. "এত যে শুনি বাইজেনটিয়াম,...।" বাইজেনটিয়াম সাম্রাজ্যের ওপর সর্বাপেক্ষা বেশি আধিপত্য ছিল-
(a) গ্রিকদের ✔
(b) স্পেনীয়দের
(c) রোমানদের
(d) পারসিকদের
18 . "যখন সমুদ্র তাকে খেল…"-সমুদ্র কাকে খেল?
(a) থিব্স্কে
(b) ব্যাবিলনকে
(c) আটলান্টিসকে ✔
(d) লিমাকে
19. "সেই রাতে চিৎকার উঠেছিল…"-চিৎকার ওঠার কারণ?
(a) চিনের প্রাচীর ধ্বংস হওয়া
(b) থিস্ ধ্বংস হওয়া
(c) লিমা ধ্বংস হওয়া
(d) আটলান্টিস ধ্বংস হওয়া ✔
20 . "ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল…"-কার উদ্দেশে?
(a) রাজার
(b) নাবিকের
(c) ক্রীতদাসের ✔
(d) ঈশ্বরের
Short Question Answer
1. ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত থিক্সের বিশেষত্ব কী ছিল?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত থিক্সের বিশেষত্ব ছিল এর সাতটি দরজা।
২. "কে আবার গড়ে তুলল এতবার?"-কী গড়ে তোলার কথা বলা হয়েছে?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উদ্ধৃত অংশটিতে ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলনকে পুনরায় গড়ে তোলার কথা বলা হয়েছে।
3. "সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?"- কোন্ সন্ধ্যার কথা বলা হয়েছে?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় চিনের প্রাচীরের নির্মাণকার্য শেষ হয়েছিল যে সন্ধ্যায়, সেই সন্ধ্যার কথা বলা হয়েছে।
4. ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত মহনীয় রোম কেমন ছিল?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত মহনীর রোম ছিল 'জয়তোরণে ঠাসা'।
5. "সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?"-কোথাকার কথা বলা হয়েছে?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উদ্ধৃত অংশটিতে বাইজেনটিয়াম নগরের কথা বলা হয়েছে।
6. ব্রেখটের মতে, ইতিহাসে নির্মাণকারী হিসেবে কার নাম লেখা হয়?
উত্তব়ঃ ব্রেস্টের মতে, ইতিহাসে নির্মাণকারী হিসেবে কোনো রাজার নাম লেখা হয়।
7. "কে বানিয়েছিল সাত দরজাঅলা থিস্?"-প্রশ্নটি কার?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় পড়তে জানা এক মজুরের জবানিতে প্রশ্নটি করেছেন স্বয়ং কবি।
8. "কে বানিয়েছিল সাত দরজাঅলা থিস্?"-উত্তরটি কী?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় সাত দরজাওয়ালা থিক্সের নির্মাতা হিসেবে বইয়ে রাজার নাম লেখা হয়েছে।
9. "বইয়ে লেখে রাজার নাম।"-রাজার নাম বইয়ে লেখায় কার আপত্তি এবং কেন?
উত্তব়ঃ ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় বইয়ে রাজার নাম লেখায় আপত্তি জানিয়েছেন কবি, কারণ থিক্সের প্রকৃত নির্মাতা হচ্ছেন শ্রমিকেরা।
10. "বইয়ে লেখে রাজার নাম।"-রাজার নাম বইয়ে না লিখে অন্য কার নাম লেখা দরকার বলে বক্তা মনে করেন?
উত্তব়ঃ বইয়ে রাজার নাম না লিখে সাত দরজাওয়ালা থিক্সের জন্য ঘাড়ে করে পাথর বয়ে এনেছিল যেসব শ্রমিক, তাদের নাম লেখা দরকার বলে কবি বলেছেন।
11. "রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?"-এর দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তব়ঃ ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় এই প্রশ্নের মাধ্যমে বোঝানো হয়েছে যে, থিক্সের নির্মাণকাজে রাজাদের কোনো সক্রিয় ভূমিকা ছিল না।
12. "কে আবার গড়ে তুলল এতবার?"-'এতবার' বলার কারণ কী?
উত্তব়ঃ ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় 'এতবার' শব্দটির দ্বারা ব্যাবিলনের বহুবার ধ্বংস ও পুনর্নির্মাণের কাহিনিকে তুলে ধরা হয়েছে।
13. "কে আবার গড়ে তুলল এতবার?"-কারা এতবার গড়ে তুলেছে?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় শ্রমিকেরাই বারবার ব্যাবিলন গড়ে তুলেছে।
14. "তারা থাকত কোন্ বাসায়?" কাদের কথা বলা হয়েছে?
উত্তব়ঃ 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় যারা সোনা-ঝকঝকে লিমা বানিয়েছিল সেইসব শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে।
15. "তারা থাকত কোন বাসায়?”-এই কেন?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেখটের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় বলা হয়েছে, ইতিহাস শ্রমিকদের অবদানকে অস্বীকার করায় তারা কোন্ বাসায় থাকত তার কোনো উত্তর মেলে না।
16. "সোনা-ঝকঝকে লিমা যারা বানিয়েছিল" লিমা কী?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত 'লিমা' হল পেরুর রাজধানী।
17. "সোনা-ঝকঝকে লিমা যারা বানিয়েছিল" লিমাকে 'সোনা- ঝকঝকে' বলা হয়েছে কেন?
উত্তব়ঃ ব্রেখটের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় লিমার বিত্তবৈভবের কারণে তাকে 'সোনা-ঝকঝকে' বলা হয়েছে।
18. "চিনের প্রাচীর যখন শেষ হল"-তখন কী হল?
উত্তব়ঃ 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় চিনের প্রাচীর যখন শেষ হল তারপর নির্মাতা রাজমিস্ত্রিরা লোকচক্ষুর আড়ালে চলে গেল।
19. "... সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?”-রাজমিস্ত্রিরা কোথায় গেল?
উত্তব়ঃ ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় চিনের প্রাচীর তৈরি করা রাজমিস্ত্রিরা লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিল।
20. "জয়তোরণে ঠাসা মহনীয় রোম।"-রোমকে জয়তোরণে ঠাসা বলা হয়েছে কেন? [
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় রোমের সাম্রাজ্যজয়ের ইতিহাসকে বোঝাতে রোমকে 'জয়তোরণে ঠাসা' বলা হয়েছে।
21. "কাদের জয় করল সিজার?"-সিজার কে ছিলেন?
উত্তব়ঃ সিজার অর্থাৎ জুলিয়াস সিজার (১০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৪৪ খ্রিস্টপূর্বাব্দ) ছিলেন প্রজাতন্ত্রী রোমের একজন ক্ষমতাবান সেনেটর বা প্রতিনিধি।
22. "কাদের জয় করল সিজার?"-সিজার কাদের জয় করেছিলেন?
উত্তব়ঃ সিজার গল্পের জয় করেছিলেন।
23. "সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?"-কোথাকার কথা বলা হয়েছে?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত অংশে বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী বাইজেনটিয়ামের কথা বলা হয়েছে।
24. "এত যে শুনি বাইজেনটিয়াম,” বাইজেনটিয়াম সম্বন্ধে কী জানা যায়?
উত্তব়ঃ ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত প্রাচীন গ্রিসের একটি বাণিজ্যপ্রধান নগররাষ্ট্র। এটি ছিল বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী। বাইজেনটিয়ামের পরবর্তী নাম কনস্ট্যান্টিনোপল, বর্তমান নাম ইস্তাম্বুল (তুরস্ক)। বাইজেনটাইন সভ্যতা সমৃদ্ধ হয়েছিল সেপ্টিমিয়াস সেভেরাসের আমলে।
25. "যখন সমুদ্র তাকে খেল"-সমুদ্র কী খেয়েছিল?
উত্তব়ঃ ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতা থেকে গৃহীত প্রশ্নোদ্ভূত অংশে উপকথার দ্বীপ আটলান্টিসের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, তাকে সমুদ্র খেল।
26. "যখন সমুদ্র তাকে খেল"-তখন কী হয়েছিল?
উত্তব়ঃ ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় সমুদ্র যখন আটলান্টিসকে খেয়েছিল তখন সেই উপকথার দ্বীপের সম্পন্ন অধিবাসীরা চিৎকার করে উঠেছিল ক্রীতদাসের জন্য।
27. "ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল”-কোন্ রাতের কথা বলা হয়েছে?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উপকথার দ্বীপ আটলান্টিসকে যে রাতে সমুদ্র গ্রাস করেছিল, সেই রাতের কথা বলা হয়েছে।
28. "ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল"কীসের জন্য চিৎকার উঠেছিল?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উপকথার দ্বীপ আটলান্টিসের সম্পন্ন অধিবাসীরা ডুবতে ডুবতে চিৎকার করেছিল ক্রীতদাসের জন্য।
29. থিক্স কোথায়? তার বৈশিষ্ট্য কী?
উত্তব়ঃ মিশরে নীলনদের তীরে অবস্থিত থিস্ শহর। এই শহরের বৈশিষ্ট্য হল এর সাতটি দরজা ছিল।
30. "সেই রাতে চিৎকার উঠেছিল ক্রীতদাসের জন্য।"-এর কারণ কী?
উত্তব়ঃ উপকথার দ্বীপরাষ্ট্র আটলান্টিস যখন ভূমিকম্পের ফলে সমুদ্রগর্ভে ডুবে যাচ্ছিল, তখন সেখানকার রাজা এবং পাত্র-মিত্র-অমাত্যরা প্রাণে বাঁচতে ক্রীতদাসদের উদ্দেশে চিৎকার করে উঠেছিল।
31. ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত থিক্সের বিশেষত্ব কী ছিল?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত থিক্সের বিশেষত্ব ছিল এর সাতটি দরজা।
32. "কে আবার গড়ে তুলল এতবার?"-কী গড়ে তোলার কথা বলা হয়েছে?
উত্তব়ঃ বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উদ্ধৃত অংশটিতে ধ্বংস হয়ে যাওয়া ব্যাবিলনকে পুনরায় গড়ে তোলার কথা বলা হয়েছে।
33. "ভারত জয় করেছিল…"-সে কি একাই ভারত জয় করেছিল?
উত্তব়ঃ ম্যাসিডনের রাজা আলেকজান্ডার একা নন, তাঁর বিশ্বস্ত সেনাবাহিনীর সাহায্যেই ভারত জয় করেছিলেন।
34. "গদের নিপাত করেছিল…"-গল্দের নিপাত বলতে কী বোঝানো হয়েছে?
উত্তব়ঃ ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় গল্পের নিপাত বলতে জুলিয়াস সিজারের হাতে ফ্রান্সের প্রাচীন গল্ জাতির পরাজয়ের কাহিনি বোঝানো হয়েছে।
35. "নিদেন একটা রাঁধুনি তো ছিল?"-এ কথার অর্থ কী?
উত্তব়ঃ ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় রাঁধুনির উল্লেখের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে, গল্পের নিপাতের সময় সিজার একা ছিলেন না।
Long Question Answer
প্রশ্ন 1"...সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা?" রাজমিস্ত্রিরা কী নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কী বলতে চেয়েছেন?
উত্তব়ঃ নির্মাণকার্য: প্রশ্নোশ্বত অংশে উল্লিখিত রাজমিস্ত্রিরা চিনের প্রাচীর নির্মাণ করেছিল।
▶ বক্তব্যবিষয়: কথামুখ: 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় কবি প্রথাগত ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা ইতিহাসের কাহিনি তুলে ধরেছেন পাঠকের সামনে। নির্মাণকারীর কথা: সাত দরজাওয়ালা থিক্সের জন্য জগৎজোড়া খ্যাতি পেয়েছে তার নির্মাতা রাজা। কিন্তু চোখের আড়ালে থেকে গেছে সেই নির্মাণকার্যের সঙ্গে যুক্ত শ্রমিকরা। ঠিক সেভাবেই চিনের প্রাচীর তৈরির যাবতীয় কৃতিত্ব যে রাজমিস্ত্রিদের, তারাও ইতিহাসে কোনো স্থান পায়নি। শ্রমিকের মৃত্যুদান: কিন সাম্রাজ্যের আমলে বিদেশি শত্রুর, বিশেষত হুনদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য যে চিনের প্রাচীর তৈরি শুরু হয় এবং পরে হান, সুই কিংবা মিং সাম্রাজ্য যে প্রাচীরকে গড়ে তোলে, তার নির্মাণে অজস্র শ্রমিকের মৃত্যুর সাক্ষ্য ইতিহাসেই পাওয়া যায়। কিন্তু এই ঘটনাও শ্রমজীবী মানুষদের নায়কত্বকে প্রতিষ্ঠা করতে পারেনি। অন্য ইতিহাস: এই ইতিহাস শুধুই বাইরের উজ্জ্বলতাকে মহিমা দেয়, রাজা অথবা সাম্রাজ্যবাদী শক্তির জয়ধ্বনি করে। তার আড়ালেই থাকে সাধারণ মানুষের রক্ত-ঘাম-কান্না আর শ্রমের আর-এক ইতিহাস। অচেনা ইতিহাসের সত্যতা: পুঁজিবাদী সমাজ সাধারণ শ্রমজীবী মানুষের ইতিহাসকে কখনও স্বীকার করে না। সাধারণ মানুষের চোখ দিয়ে সেই অচেনা ইতিহাসের সত্যতাকে প্রশ্নের আকারে তুলে ধরতে চেয়েছেন কবি ব্রেষ্ট আলোচ্য কবিতায়।
প্রশ্ন.2 "এত যে শুনি বাইজেনটিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকত?" কবির এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো।
উত্তব়ঃ মন্তব্যটির তাৎপর্য: শুরুর কথা: বের্টোল্ট ব্রেস্ট তাঁর 'পড়তে | জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় পৃথিবীর ইতিহাসে শ্রমজীবী মানুষের গুরুত্বই যে সবচেয়ে বেশি, সেই সত্য প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়েছেন। প্রচলিত ইতিহাস: আমাদের প্রচলিত ইতিহাসে রাজারাজড়া এবং সাম্রাজ্যবাদী শাসকের জয়কেই গুরুত্ব দেওয়া হয়। সমাজের বিত্তবান শ্রেণি বা উঁচুতলার মানুষরাই প্রধানত সেই ইতিহাসকে নিয়ন্ত্রণ করে। সেই প্রেক্ষাপটে আলোচ্য কবিতাটিতে কবি বলেছেন যে, ইতিহাসের প্রকৃত কারিগর সাধারণ শ্রমজীবী মানুষেরাই। বাইজেনটিয়াম সভ্যতা: বাইজেনটিয়াম সভ্যতার ঐশ্বর্য ইতিহাসখ্যাত। ৬৫৭ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত এই সভ্যতা ছিল বাণিজ্যসমৃদ্ধ। পরবর্তীকালে সেপ্টিমিয়াস সেভেরাসের আমলে এই সভ্যতা আরও সমৃদ্ধি লাভ করে। প্রথম কনস্টানটাইনের আমলে বাইজেনটিয়াম রাজার আবাস হয়ে ওঠে। সমৃদ্ধির আড়ালে থাকা সাধারণ মানুষ: কিন্তু বাইজেনটিয়ামের এই সমৃদ্ধির আড়ালে সেখানকার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট মিথ্যা হয়ে যেতে পারে না। তা সত্ত্বেও বৈভবের আড়ালে থাকা সেই দুঃখ-যন্ত্রণার জীবনকে অস্বীকার করে প্রথাগত ইতিহাস। শেষের কথা: বৈষম্যেভরা সমাজ বিত্তবান এবং ক্ষমতাবানদের গুরুত্ব দিয়ে শ্রমজীবী সাধারণ মানুষের কাজকে যুগ যুগ ধরে উপক্ষো করে এসেছে। এই উপেক্ষা আর বঞ্চনার বিরুদ্ধে কবির তীব্র শ্লেষ উচ্চারিত হয়েছে প্রশ্নোদ্ভূত অংশে।
প্রশ্ন.3 "জয়তোরণে
ঠাসা মহনীয় রোম।" কথাটি ব্যাখ্যা করো। প্রসঙ্গটি উল্লেখের কারণ কী?
অথবা, "জয়তোরণে ঠাসা মহনীয় রোম।/ বানাল কে?"-'মহনীয় রোম' বলা হয়েছে কেন? উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো।
উত্তব়ঃ ব্যাখ্যা: বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতা থেকে প্রশ্নোদ্ভূত অংশটি নেওয়া হয়েছে। প্রাচীন কাল থেকে রোম ছিল খ্যাতি ও বৈভবের কেন্দ্র। প্রথম এবং দ্বিতীয় শতাব্দীতে রোম হয়ে উঠেছিল পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্য। পরবর্তী প্রায় বারো শতকজুড়ে ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে রোমের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। 'জয়তোরণে ঠাসা মহনীয় রোম' বলতে রোমের এই কীর্তিকাহিনির দিকেই ইঙ্গিত করা হয়েছে।
▶ প্রসঙ্গ উল্লেখের কারণঃ প্রথাগত ইতিহাস: মানবসভ্যতায় যাঁরা ক্ষমতাবান কেবল তাঁরাই খ্যাতির আলোকে আলোকিত হন। বহুযুগ ধরে ক্ষমতাশালী কিংবা প্রভাবশালী ব্যক্তিদের নিয়েই প্রথাগত ইতিহাস লেখা হয়ে আসছে। সাধারণ মানুষের কথা: কিন্তু প্রচলিত ইতিহাসের বাইরে সভ্যতার প্রকৃত নির্মাতাদের আর এক ইতিহাস থাকে। যেমন, সাত দরজাওয়ালা থিক্সের প্রকৃত নির্মাতাদেরা আর এক ইতিহাস থাকে। দর শ্রম ছাড়া তা নির্মাণ করা সম্ভব হত না। ঠিক সেভাবেই রোমের যে বিজয়কেতন উড়েছিল তা সাধারণ না। সৈনিকদের লড়াইয়েরই ফলশ্রুতি। এমনকি সিজার যে সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তার পিছনেও সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইতিকথা: সবমিলিয়ে সাধারণ মানুষের হাতেই যে ইতিহাসের প্রকৃত চাবিকাঠি রয়েছে তা বোঝাতেই কবি প্রশ্নোধৃত মন্তব্যটি করেছেন।
প্রশ্ন.4 "বইয়ে লেখে রাজার নাম। রাজারা কি পাথর ঘাড়ে করে আনত?"-কারা, কেন পাথর ঘাড়ে করে এনেছিল?
অথবা, 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় পাথর ঘাড়ে করে আনত কারা? অথচ ইতিহাসে কাদের কথা কেন লেখা আছে?
উত্তব়ঃ উদ্দিষ্টের কথা: শঙ্খ ঘোষ অনূদিত বের্টোল্ট ব্রেস্টের কবিতা 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' থেকে প্রশ্নোদৃত অংশটি গৃহীত হয়েছে। প্রাচীন মিশরের নগররাষ্ট্র থিক্সের নির্মাণকারীর নাম উল্লেখ করতে গিয়ে কবি এই উদ্ধৃতিটির অবতারণা করেছেন। থিবস নগররাষ্ট্র গড়ে তোলার জন্য সে- রাজ্যের মজুরদেরই পাথর ঘাড়ে করে আনতে হয়েছিল।
▶ পাথর ঘাড়ে করে আনার কারণ: কথামুখ: পৃথিবীর ইতিহাসে শ্রমজীবী মানুষের ভূমিকা যে সবচেয়ে বেশি-সেই সত্য প্রতিষ্ঠা করতেই ব্রেখট কবিতাটি লিখেছেন। উপেক্ষিত শ্রমজীবী মানুষ: প্রচলিত ইতিহাসে রাজারাজড়া এবং সাম্রাজ্যবাদী শাসকদের যাবতীয় কীর্তি এবং বিজয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। সমাজের বিত্তবান শ্রেণি এবং উঁচুতলার মানুষরাই সেই ইতিহাসকে নিয়ন্ত্রণ করেন। অথচ তার আড়ালে থাকা শ্রমজীবী মানুষের ভূমিকা চিরকাল উপেক্ষিতই থেকে যায়। কবির কথা: কবি এই কবিতায় সোচ্চারে জানিয়েছেন, শ্রমিক শ্রেণিই হল ইতিহাসের প্রকৃত কারিগর। প্রাচীন মিশরে সাত-তোরণবিশিষ্ট একটি নগররাষ্ট্র গড়ে উঠেছিল। প্রাচীন গ্রিসের 'থেবাই'শহরের অনুকরণে তার নামকরণ হয়েছিল 'থিক্স'।এ এর গড়ে-ওঠা সম্বর হয়েছিল শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলেই। আক্ষরিক অর্থেই, থিক্স নগরী নির্মাণ করেছিলেন সে-যুগের শ্রমিকরা, কখনোই রাজা নন। শুধু তাই নয়, ব্যাবিলনের পুনর্নির্মাণ, লিমা নগরী নির্মাণ, চিনের প্রাচীর নির্মাণ কিংবা জয়তোরণে উজ্জ্বল রোম নগরীকে গড়ে তোলা সবই সম্ভব হয়েছে শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে। রাজাদের কখনোই এগুলির নির্মাতা বলা চলে
প্রশ্ন.5 "কে আবার গড়ে তুলল এতবার?"-কী গড়ে তোলার কথা বলা হয়েছে? এই প্রশ্নের মাধ্যমে কবি কী বলতে চেয়েছেন?
উত্তব়ঃ গড়ে তোলার বিষয়: বের্টোল্ট ব্রেস্টের শব্ঙ্খ ঘোষ অনুদিত করিত। 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' থেকে সংকলিত উক্তিটিতে প্রাচীন নগরী ব্যাবিলনের বারংবার গড়ে তোলার কথা বলা হয়েছে।
▶ কবির বক্তব্য: শ্রমজীবী মানুষের প্রতি গুরুত্ব: আলোচ্য কবিতাটির এই প্রশ্নের মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে, পৃথিবীর ইতিহাসে শ্রমজীবী মানুষের গুরুত্বই সর্বাপেক্ষা বেশি। অথচ যাঁরা ক্ষমতাবান শাসক, তাঁরাই খ্যাতির আলোকে আলোকিত হন। প্রথাগত ইতিহাস: বহুযুগ ধরে ক্ষমতাশালী ব্যক্তিদের নিয়েই প্রথাগত ইতিহাস লেখা হয়ে আসছে। আমাদের প্রচলিত ইতিহাসে রাজারাজড়া এবং সাম্রাজ্যবাদী শাসকের জয়কেই গুরুত্ব দেওয়া হয়। আর, সমাজের উঁচুতলার বিত্তবান মানুষরাই সেই ইতিহাসকে নিয়ন্ত্রণ করেন। ইতিহাসের প্রকৃত কারিগর: অথচ কবি যথার্থই এই অভিমত প্রকাশ করেছেন যে, ইতিহাসের প্রকৃত কারিগর সাধারণ শ্রমজীবী মানুষেরাই। প্রাচীনতম মেসোপটেমিয়া সভ্যতার নগররাষ্ট্র ব্যাবিলন যেমন নির্মাণ করেছেন তাঁরাই, তেমনই বারংবার ধ্বংস হবার পর তা পুনরায় গড়ে তুলেছেন ইতিহাসে স্থান না- পাওয়া সেই শ্রমজীবী মানুষরাই। শ্রমজীবী মানুষের ঘাম-রক্ত-শ্রমের ইতিহাস প্রথাগত ইতিহাসের আড়ালেই থেকে যায় এইভাবে। সাধারণ, শ্রমজীবী মানুষের হাতেই যে থাকে ইতিহাসের প্রকৃত চাবিকাঠি-প্রশ্নোদ্ভূত উক্তিটির মাধ্যমে সে- কথাই বলতে চেয়েছেন কবি।
প্রশ্ন.6" ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার।/ একলাই না কি?”- এই প্রশ্নের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন আলোচনা করো।
উত্তব়ঃ প্রাক্কথন: বের্টোল্ট ব্রেষ্ট তাঁর 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় পরিচিত এবং প্রথাগত ইতিহাসের সীমাবদ্ধতাকে পাঠকের সামনে তুলে ধরেছেন। সেই প্রসঙ্গেই আলেকজান্ডারের ভারত আক্রমণের বিষয়টির উল্লেখ করেছেন কবি। ভারতজয়: ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত বিজয়ের সূচনা হয়। ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে হিদাস্পিসের যুদ্ধে পুরুর সঙ্গে সন্ধি করতে বাধ্য হন আলেকজান্ডার। তাঁর এই জয়ের জন্য যে সাহসী সৈনিকরা তাঁকে সাহায্য করেছিলেন, ইতিহাসে তাঁদের কোনো উল্লেখ নেই। অথচ তাঁদের আত্মত্যাগ ছাড়া আলেকজান্ডারের ভারতজয়ের স্বপ্ন কিছুতেই সফল হতে পারত না। উপেক্ষিত সাধারণ মানুষ: আলোচ্য অংশে ব্রেষ্ট বলতে চেয়েছেন যে, প্রচলিত ইতিহাসের লক্ষণই হল প্রভুত্বকামী শক্তির জয় ঘোষণা করা। কিন্তু যাঁরা তাঁকে ইতিহাসের নায়ক করে, জয়ের নেপথ্যে থেকে কার্যসিদ্ধি ঘটায়-ইতিহাসের সেই প্রকৃত কারিগরদের কথা কেউ মনে রাখে না। শ্রমজীবীই হোক বা সাধারণ মানুষ-ক্ষমতাবানদের আলোয় তারা চির- উপেক্ষিতই থেকে যায়। সাত দরজাওয়ালা থিস্ট্র হোক বা ঝকঝকে লিমা- নেপথ্যের কারিগরদের কথা কেউ মনে রাখে না, থেকে যায় শুধু রাজার নাম। আলেকজান্ডারের ভারত আক্রমণের উল্লেখে একইভাবে উপেক্ষিত থেকে যায় তাঁর সেনাবাহিনীও। ব্রেষ্ট তাঁর কবিতায় প্রথাগত ইতিহাসের অসম্পূর্ণতাকে এভাবেই স্পষ্ট করেছেন।
প্রশ্ন.7"গল্পের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল?"-পঙ্ক্তিটির ঐতিহাসিক প্রেক্ষাপট উল্লেখ করো। পঙ্ক্তিটির তাৎপর্য আলোচনা করো।
উত্তব়ঃ ঐতিহাসিক প্রেক্ষাপট: বের্টোল্ট ব্রেস্ট তাঁর 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় বিভিন্ন ঐতিহাসিক প্রসঙ্গের সঙ্গে জুলিয়াস সিজারের দ্বারা গল্ জাতির পরাজয়ের ঘটনাও উল্লেখ করেছেন। পশ্চিম
ইউরোপের ফ্রান্স খ্রিস্টপূর্ব প্রথম এবং দ্বিতীয় শতকে রোমান শাসনাধীনে ছিল। ৫৮ থেকে ৫১ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই প্রাচীন ভূখন্ডে পরিপূর্ণভাবে অধিকার কায়েম করেন জুলিয়াস সিজার। পরবর্তী প্রায় পাঁচশো বছর গলের উপরে রোমান আধিপত্য বজায় ছিল।
▶ তাৎপর্য: কথামুখ; এই
ঐতিহাসিক প্রেক্ষাপটের ইঙ্গিত দিয়ে ব্রেস্ট বলতে চেয়েছেন যে, গল্-বিজয়ে
সিজারের নাম ইতিহাসে যতই বিখ্যাত হয়ে থাকুক, সেই যুদ্ধজয় সিজারের একার পক্ষে কিছুতেই
সম্ভব ছিল না। অবদানের কথা: "নিদেন
একটা রাঁধুনি তো ছিল”- কথাটির মমার্থ হল যে
যুদ্ধজয়ে সিজার আসলে একা ছিলেন না। তাঁর সেনাবাহিনীর অবদানের কথা ছেড়ে দিলেও সেনাবাহিনীর বেঁচে থাকার ন্যূনতম রসদ জোগানের দায়িত্বে থাকা রাজার বাবুর্চির কথাও কিছুতেই বিস্মৃত হওয়া সম্ভব নয়। অবদানের অস্বীকৃতি: কিন্তু প্রথাগত ইতিহাসে সাধারণ সৈনিকদের বা সাধারণ মানুষদের এই অবদানকে স্বীকার করা হয় না। রাজারাজড়া বা ক্ষমতাবানদের শ্রেষ্ঠত্বকেই গুরুত্ব দিয়ে দেখা হয়। আর চিরকালই উপেক্ষার অন্ধকারে থেকে যায় তাঁদের এই শ্রেষ্ঠত্বের নেপথ্য থাকা নায়করা। সেই উপেক্ষা আর বঞ্চনার প্রতিবাদই যেন শোনা যায় প্রশ্নোদ্ভূত পঙ্ক্তিতে।
প্রশ্ন.8" বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। / আর কেউ কাঁদেনি?"-মন্তব্যটির ঐতিহাসিক ভিত্তি উল্লেখ করো। বক্তব্যটির মর্মার্থ আলোচনা করো।
উত্তব়ঃ ঐতিহাসিক ভিত্তি: স্পেনের রাজা ফিলিপের রণতরির বহরের নাম ছিল 'দি আর্মাডা'। ১৫৮৮ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে তিনি ১৩০টি যুদ্ধজাহাজসমৃদ্ধ এই আর্মাডা পাঠান। কিন্তু প্রথম এলিজাবেথের শাসনাধীন ইংল্যান্ড শোচনীয়ভাবে তাদের পরাজিত করে। কোনোমতে মাত্র ৬৭টি জাহাজ ফেরত আসে। প্রোটেস্টান্ট ইংল্যান্ডের কাছে ক্যাথোলিক স্পেনের এই পরাজয় ফিলিপকে হতোদ্যম করে দেয়। অন্যদিকে, ইংল্যান্ডে জাতীয়তাবাদের বিকাশ ঘটে।
▶ মর্মার্থ: ফিলিপের বেদনা: এই ঐতিহাসিক ঘটনার উল্লেখ করে ব্রেস্ট তাঁর 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় বলেছেন যে, ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে আর্মাডার বিপর্যয় নিঃসন্দেহে সম্রাট ফিলিপের বেদনার কারণ হয়েছিল। স্পেনীয় জনগণের কান্না: কিন্তু সেই কান্নার চেয়ে স্পেনীয় জনগণের কান্নাও কম শোকপূর্ণ ছিল না। তাদের জাত্যভিমানে যে আঘাত লেগেছিল, সেই শোকের কথা প্রচলিত ইতিহাসে লেখা হয়নি। ঠিক যেভাবে চিনের প্রাচীর তৈরির নেপথ্যে থাকা রাজমিস্ত্রিদের কথা বা বাইজেনটিয়াম প্রাসাদের বাইরে থাকা মানুষদের কথা কোনো ইতিহাস বই-এ লেখা থাকে না, সেভাবেই রাজা ফিলিপ ছাড়াও যে অসংখ্য স্পেনীয় অধিবাসী সেদিনের ওই বিপর্যয়ে আঘাত পেয়েছিল, তাদের কথাও কোথাও লেখা নেই। ইতিহাসের সীমাবদ্ধতা: শ্রমজীবী সাধারণ মানুষদের কথা উপেক্ষা করা প্রচলিত ইতিহাসের এই সীমাবদ্ধতাকে এভাবেই ব্রেষ্ট তাঁর কবিতায় তুলে ধরতে চেয়েছেন।
প্রশ্ন.9" সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক।”-দ্বিতীয় ফ্রেডারিকের ঐতিহাসিক পরিচয় দাও। তাঁর যুদ্ধজয়ের কাহিনি উল্লেখের কারণ আলোচনা করো।
উত্তব়ঃ দ্বিতীয় ফ্রেডারিকের ঐতিহাসিক পরিচয়: বের্টোল্ট ব্রেস্টের 'পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন' কবিতায় উল্লিখিত দ্বিতীয় ফ্রেডারিক ছিলেন প্রাশিয়ার রাজা (১৭৪০-১৭৮৬ খ্রি.)। ১৭৫৬ থেকে ১৭৬৩ খ্রিস্টাব্দ সময়সীমায় সংঘটিত এই যুদ্ধে প্রাশিয়া এবং ইংল্যান্ড ছিল একদিকে এবং অস্ট্রিয়া, ফ্রান্স, রাশিয়া, সুইডেন প্রভৃতি দেশ ছিল অন্যদিকে। এই যুদ্ধ জিতে ইংল্যান্ড ঔপনিবেশিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। পাশাপাশি দ্বিতীয় ফ্রেডারিকের নেতৃত্বে প্রাশিয়াও মধ্য ইউরোপে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে।
▶ দ্বিতীয়
ফ্রেডারিকের যুদ্ধজয়ের কাহিনি উল্লেখের কারণ: দ্বিতীয়
ফ্রেডারিককে তাঁর সাম্রাজ্যবিস্তারের জন্য সাত বছরের যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছিল।
জনসমর্থনে জয় হয়েছিল ফ্রেডারিকেরই। ব্রেস্ট চেয়েছিলেন মানব- ইতিহাসের প্রকৃত
সত্যকে উদ্ঘাটন করতে। আর তা করতে গিয়েই কবির মনে হয়েছে, ইতিহাসে
সিজার কিংবা দ্বিতীয় ফ্রেডারিক-যে-কোনো রাজশক্তির সাফল্য বর্ণনা করা হলেও তাঁদের
বিজয়ের নেপথ্যে রয়েছে সাধারণ মানুষ, সাধারণ সৈনিকরা। চিনের প্রাচীর গড়ে
তুলতে রাজমিস্ত্রিদের ভূমিকাই যেমন আসল, সাত দরজাওয়ালা থিস্ যেমন শ্রমিকদের শ্রম
ছাড়া নির্মিত হত না- ঠিক সেভাবেই দ্বিতীয় ফ্রেডারিকের জয়ের নেপথ্যেও কারিগর ছিল
সাধারণ সৈনিকেরা। একা ফ্রেডারিকের পক্ষে কখনোই যুদ্ধ জেতা সম্ভব হত না। এই
ঐতিহাসিক সত্যকে উল্লেখ করতে গিয়েই কবি দ্বিতীয় ফ্রেডারিকের যুদ্ধজয়ের কাহিনির
অবতারণা করেছেন।
EDITING BY-- Liza
Mahanta