Chapter --21
বাংলা সিনেম
---------------------------------------------
MCQ
1. পৃথিবীতে প্রথম কবে চলচ্চিত্র প্রদর্শিত হয়।
(a) ১৮৯৫-এর ২৮ ডিসেম্বর ✔
(b) ১৮৯৫-এর ২৫ নভেম্বর
(c) ১৮৯৫-এর ২৫ সেপ্টেম্বর
(d) ১৮৯৫-এর ২৫ অক্টোবর
2. ভারতে চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী হয়েছিল-
(a) ১৮৯৫-এর ২৮ ডিসেম্বর
(b) ১৮৯৫-এর ২৫ নভেম্বর
(c) ১৮৯৬-এর ৭ জুলাই ✔
(d) ১৮৯৬-এর ২৫ জুলাই
3. ভারতের কোন শহরে সিনেমার প্রথম প্রদর্শনীটি দেখানো হয়?
(a) কলকাতা
(b) দিল্লি
(c) মুম্বাই ✔
(d) ব্যাঙ্গালোর
4. 'রয়াল বায়োস্কোপ কোম্পানি' তৈরি হয় কত খ্রিস্টাব্দে?
(a) ১৮৯৫
(b) ১৮৯৬
(c) ১৮৯৮ ✔
(d) ১৯০২
5. কলকাতায় প্রথম মুভি ক্যামেরা আসে কত খ্রিস্টাব্দে?
(a) ১৮৯৫
(b) ১৮৯৬
(c) ১৮৯৮
(d) ১৯০২ ✔
6. হীরালাল সেন যে দুটি তথ্যচিত্র তৈরি করেছিলেন, তার একটির নাম
(a) দিল্লি দরবার ✔
(b) বালা
(c) দ্য ইনার আই
(d) দুর্বার গতি পদ্মা
7. হীরালাল সেনের সব যন্ত্রপাতি ও ছবি বিধ্বংসী আগুনে পুড়ে যায় কত খ্রিস্টাব্দে?
(a) ১৮৯৮
(b) ১৯০২
(c) ১৯১৩
(d) ১৯১৭ ✔
8. ম্যাডানের প্রযোজনায় প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি?
(a) রাজা হরিশচন্দ্র
(b) জামাইষষ্ঠী ✔
(c) বিল্বমঙ্গল
(d) রত্নাবলী
9. ম্যাডান কোম্পানির প্রযোজনায় প্রথম বাংলা চলচ্চিত্র 'বিল্বমঙ্গল' তৈরি হয় কত খ্রিস্টাব্দে?
(a) ১৯০২
(b) ১৯১৩
(c) ১৯১৭
(d) ১৯১৯ ✔
10. প্রথম বাংলা পূর্ণাঙ্গ কাহিনিচিত্র কোনটি?
(a) বিল্বমঙ্গল ✔
(b) রত্নাবলী
(c) রাজা হরিশচন্দ্র
(d) ধ্রুব চরিত্র
11. ম্যাডান কোম্পানি মোট ক-টি চলচ্চিত্রের প্রযোজনা করেছিল?
(a) ৬০টি
(b) ৬২টি ✔
(c) ৬৮টি
(d) ৭৬টি
12. অনাদি বসুর 'অরোরা ফিল্ম কোম্পানি'র প্রথম ছবি হল-
(a) বিষবৃক্ষ
(b) প্রফুল্ল
(c) বিলেত ফেরত
(d) দস্যু রত্নাকর ✔
13. 'বিলেত ফেরত' (১৯২১) ছবিটি প্রযোজনা করে কোন্ কোম্পানি?
(a) ইন্দো-ব্রিটিশ ফিল্ম কোঃ ✔
(b) অরোরা ফিল্ম কোঃ
(c) তাজমহল ফিল্ম কোঃ
(d) গ্রাফিক আর্টস কোঃ
14. বাংলা চলচ্চিত্রে চার্লি চ্যাপলিনের ম্যানারিজম এবং ব্যঙ্গাত্মক হাস্যরসের আমদানি করেন-
(a) শিশির কুমার ভাদুড়ি
(b) প্রিয়নাথ গাঙ্গুলি
(c) জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়
(d) ধীরেন গঙ্গোপাধ্যায় ✔
15. শিক্ষিত বাঙালি মহিলাদের চলচ্চিত্রে প্রথম নিয়ে আসেন-
(a) শিশির কুমার ভাদুড়ি
(b) নীতিশচন্দ্র লাহিড়ী
(c) ধীরেন গঙ্গোপাধ্যায় ✔
(d) জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়
16.'অরোরা ফিল্ম কোম্পানি'র প্রতিষ্ঠাতা-
(a) প্রিয়নাথ গাঙ্গুলি
(b) জ্যোতিষ বন্দ্যোপাধ্যায়
(c) অনাদি বসু ✔
(d) শিশির কুমার ভাদুড়ি
17. সত্যজিৎ রায়ের পিতার নাম-
(a) অমিত রায়
(b) সুকুমার রায় ✔
(c) বিধানচন্দ্র রায়
(d) দ্বিজেন্দ্রলাল রায়
18.'পথের পাঁচালী' উপন্যাসটির রচয়িতা হলেন-
(a) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
(b) মানিক বন্দ্যোপাধ্যায়
(c) সুবোধ ঘোষ
(d) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ✔
Long Question Answer
প্রশ্ন.1 বাংলা তথ্যচিত্রের ধারা সম্পর্কে আলোচনা করো। অথবা, তথ্যচিত্র বলতে কী বোঝ? বাংলা তথ্যচিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো।
উত্তরঃ সঠিক তথ্যসমৃদ্ধ চলচ্চিত্রই তথ্যচিত্র। এর পরিসর স্বল্প, বিষয়ের ক্ষেত্রে থাকে একমুখীনতা। কোনো বিশেষ ঘটনা বা বিষয় কিংবা কোনো মহান মানুষের জীবনকাহিনিকে কেন্দ্র করেই তৈরি হয় তথ্যচিত্র। ১৮৯৩ খ্রিস্টাব্দ থেকে ধীরে ধীরে সমগ্র পৃথিবীর অন্যতম বিনোদনের মাধ্যম হয়ে ওঠে চলচ্চিকত্র। তখন কলকাতা শহরেও স্বল্পদৈর্ঘ্যের ছবি তৈরি শুরু হয়। এই কাজে অগ্রণী ব্যক্তিত্ব হলেন হীরালাল ও মতিলাল সেন, জে এফ ম্যাডান, অনাদি বসু প্রমুখ। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের নানা মুহূর্ত, গান্ধিজি, রবীন্দ্রনাথ, নেতাজি, বালগঙ্গাধর তিলক প্রমুখের বিভিন্ন স্মরণীয় দৃশ্য ও ঘটনাবলি তুলে রাখা হয় স্বল্পদৈর্ঘ্যের ছবিতে। অরোরা ফিল্ম কোম্পানির নামে অনাদি বসু ক্যালকাটা ফিল্ম গেজেটে নিয়মিতভাবে সংবাদ চিত্রমালা শুরু করেন। হরিসাধন দাশগুপ্ত, চিদানন্দ দাশগুপ্ত, শান্তিপ্রসাদ চৌধুরী, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ, বুদ্ধদেব দাশগুপ্ত, অপর্ণা সেন, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ প্রমুখ গুণী পরিচালক তৈরি করেছেন অজস্র উন্নতমানের তথ্যচিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য তথ্যচিত্রগুলি হল-সত্যজিৎ রায়ের 'রবীন্দ্রনাথ', 'ইনার আই', 'সুকুমার রায়', ঋত্বিক ঘটকের 'পুরুলিয়ার ছৌ', 'আমার লেনিন', গৌতম ঘোষের 'পরম্পরা', 'মিটিং এ মাইলস্টোন', 'মোহর', 'বিয়ন্ড দ্য হিমালয়াস্' ইত্যাদি।
প্রশ্ন.5 বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
উত্তরঃ বাংলা চলচ্চিত্রের বিস্ময়কর প্রতিভা ঋত্বিক ঘটক (৪.১১.১৯২৫-৬.২.১৯৭৬)। ঢাকায় জন্ম নেওয়া ঋত্বিক ঘটকের কৈশোর ও প্রথম যৌবনে পদ্মাপারে কাটানোর অভিজ্ঞতা তার চলচ্চিত্র নির্মাণের জীবনকে প্রভাবিত করেছিল। বিমল রায়ের সহযোগী হিসেবে চলচ্চিত্র সৃষ্টিতে তাঁর হাতে খড়ি। ১৯৫২ খ্রিস্টাব্দে তৈরি হওয়া 'নাগরিক' ছবিটি আর্থিক কারণে ১৯৭৭ খ্রিস্টাব্দে মুক্তি পায়। ১৯৫৭ খ্রিস্টাব্দে মুক্তি পাওয়া সুবোধ ঘোষের গল্প অবলম্বনে 'অযান্ত্রিক' সিনেমায় যন্ত্রের সাথে মানুষের সম্পর্ককে যেভাবে বিষয় হিসেবে ঋত্বিক তুলে ধরেন তা অভিনব। সফল চলচ্চিত্র পরিচালক হিসেবে তাঁর পরিচালিত ছবির তালিকা- 'নাগরিক' (১৯৫২), 'অযান্ত্রিক' (১৯৫৭), 'বাড়ি থেকে পালিয়ে' (১৯৫৯), 'মেঘে ঢাকা তারা' (১৯৬০), 'কোমল গান্ধার' (১৯৬১), 'সুবর্ণরেখা' (১৯৬২), 'তিতাস একটি নদীর নাম' (১৯৭৩), 'যুক্তি তক্কো আর গপ্পো' (১৯৭৪)। সংখ্যায় খুবই অল্প তাঁর পরিচালিত ছবির তালিকা, কিন্তু প্রতিটি ছবিই শিল্পনিষ্ঠ এবং নতুনত্বের সন্ধানী। 'মেঘে ঢাকা তারা'তে ভাঙনের মুখে দাঁড়ানো এক উদ্বাস্তু পরিবারের বড়ো বোনের আত্মদান সমাজবাস্তবতার এক অসামান্য দলিল। অবিভক্ত বাংলার স্মৃতি, দেশবিভাগের যন্ত্রণা, পূর্ববঙ্গের জন্য নস্টালজিয়া উঠে আসে তাঁর 'কোমল গান্ধার',
সুবর্ণরেখা'-তেও। ঋত্বিক ঘটক সম্পর্কে সত্যজিৎ রায় বলেছেন- "ঋত্বিক এনপ্রাণে বাঙালি পরিচালক, বাঙালি শিল্পী, আমার থেকেও অনেক বেশি প্রজালি। আমার কাছে সেইটেই তার সবচেয়ে বড়ো পরিচয়।"
প্রশ্ন.3 বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিউ থিয়েটার্সের অবদান কতখানি তা বুঝিয়ে দাও।
উত্তরঃ বাংলা-হিন্দি সবাক চিত্রের স্বর্ণযুগের সূচনা স্যার বি এন সরকার প্রতিষ্ঠিত 'নিউ থিয়েটার্স'-এর আমল থেকে। ১৯৩০ খ্রিস্টাব্দে ধীরেন্দ্রনাথ সরকার 'চিত্রা' সিনেমা প্রতিষ্ঠা করেন। ১৯৩১ এ নিউ থিয়েটার্স স্টুডিও থেকে মুক্তি পাওয়া প্রথম চলচ্চিত্র শরৎচন্দ্রের 'দেনাপাওনা'। ১৯৩২ খ্রিস্টাব্দে শান্তিনিকেতনের ছাত্রছাত্রীদের নৃত্যনাট্য 'নটীর পূজা'কে ক্যামেরাবন্দি করা হয় স্বয়ং রবীন্দ্রনাথের উপস্থিতিতে। এরপরে পরপর 'পুনর্জন্ম', 'চিরকুমার সভা', 'পল্লীসমাজ' ইত্যাদি মুক্তি পায়। যদিও নিউ থিয়েটার্স প্রথম খ্যাতি পায় দেবকী বসুর 'চন্ডীদাস' সিনেমাটির জন্য। বাংলা সিনেমায় প্রথম আবহসংগীতের ব্যবহার করা হয় এখানেই। নিউ থিয়েটার্স স্টুডিও প্রযোজিত প্রমথেশ বড়ুয়া পরিচালিত ও অভিনীত 'দেবদাস' ছবিটি তুমুল জনপ্রিয়তা পায়। ছবিটির হিন্দি রূপান্তরে মুখ্য চরিত্রে ছিলেন কুন্দনলাল সায়গল। একই বছরে এখান থেকে মুক্তি পাওয়া 'ভাগ্যচক্র' ছবিতে পরিচালক নীতিন বসু প্রথম প্লে-ব্যাকের প্রচলন করেন এবং দেবকী বোসের 'সীতা' ছবিটি প্রথম আন্তর্জাতিক সম্মান লাভ করে। বম্বে টকিজের ছবিতে নেপথ্য সংগীত চালু হবার আগে পর্যন্ত বিভিন্ন পরিচালক অশোক কুমার, দেবিকা রানি, মুমতাজ আলিকে দিয়ে গান গাওয়াতেন। কে. এল. সায়গল, প্রমথেশ বড়ুয়া, পাহাড়ী সান্যাল, অসিতবরণ, ছবি বিশ্বাস, কানন দেবীর মতো অভিনেতা, কিংবা রাইচাঁদ বড়াল, কৃষ্ণচন্দ্র দে, পঙ্কজ মল্লিকের মতো সংগীত পরিচালককে বাংলা সিনেমায় নিউ থিয়েটার্সই নিয়ে এসেছিল। পরবর্তীকালেও দীর্ঘদিন বাংলা সিনেমা আর নিউ থিয়েটার্স সমার্থক হয়েছিল।
EDITING BY--Liza Mahanta