Chapter 4 - 

সুদূরের আহ্বান

বহু নির্বাচনি প্রশ্ন (MCQ) – সুদূরের আহ্বান

  1. ‘সুদূরের আহ্বান’ কবিতাটি কে রচনা করেছেন?
    (a) রবীন্দ্রনাথ ঠাকুর
    (b) জীবনানন্দ দাশ
    (c) বুদ্ধদেব বসু
    (d) সুভাষ মুখোপাধ্যায়
    উত্তর: (a) রবীন্দ্রনাথ ঠাকুর

  2. ‘সুদূরের আহ্বান’ কবিতায় মূলত কী প্রকাশ পেয়েছে?
    (a) দারিদ্রের চিত্র
    (b) প্রকৃতির সৌন্দর্য
    (c) অজানার প্রতি আকর্ষণ
    (d) মুক্তিযুদ্ধের বর্ণনা
    উত্তর: (c) অজানার প্রতি আকর্ষণ

  3. কবির ‘সুদূরের আহ্বান’ শুনে কী হয়?
    (a) সে ভয় পায়
    (b) সে একা হয়ে যায়
    (c) তার মন উদ্ভাসিত হয়
    (d) সে ঘুমিয়ে পড়ে
    উত্তর: (c) তার মন উদ্ভাসিত হয়

  4. কবিতার ভেতর ‘ঘর’ শব্দটি কী বোঝায়?
    (a) বাস্তব জীবন
    (b) সীমাবদ্ধতা
    (c) শান্তি
    (d) বিপদ
    উত্তর: (b) সীমাবদ্ধতা

  5. ‘সুদূরের আহ্বান’ কবিতায় ‘সাগর, আকাশ, হাওয়া’ – এইসব কী প্রতীক?
    (a) ভয়ের
    (b) বন্ধনের
    (c) অজানার ও মুক্তির
    (d) স্নেহের
    উত্তর: (c) অজানার ও মুক্তির

পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: 'সুদূরের আহ্বান' কবিতার মূল ভাবনা কী?

উত্তর: 'সুদূরের আহ্বান' কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর অজানার প্রতি মানুষের আকর্ষণ, নতুনকে জানার উৎসাহ, এবং নিরাপদ পরিবেশ ছেড়ে অজানার পথে চলার আহ্বানকে তুলে ধরেছেন।

প্রশ্ন ২: কবি কেন ঘর ছাড়তে চায়?

উত্তর: কবি ঘর ছাড়তে চায় কারণ ঘর তার কাছে সীমাবদ্ধতা ও নিয়মের প্রতীক। সে মুক্ত বাতাস, অসীম আকাশ ও অজানার হাতছানি থেকে টান অনুভব করে।

প্রশ্ন ৩: কবিতায় ‘আহ্বান’ শব্দের গুরুত্ব কী?

উত্তর: 'আহ্বান' শব্দটি কবিতার কেন্দ্রীয় ভাব। এটি নতুন কিছু জানার আকাঙ্ক্ষা, অন্বেষণের স্পৃহা এবং মানবমনের সাহসিকতা ও কৌতূহলের প্রতীক।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১: কবি যেই ‘সুদূরের’ কথা বলেন, তা বাস্তব না বিমূর্ত?

উত্তর: কবির উল্লেখিত 'সুদূর' একটি বিমূর্ত চিন্তা, যা অজানার প্রতীক এবং কৌতূহল ও মুক্তি লাভের আকাঙ্ক্ষাকে বোঝায়।

প্রশ্ন ২: কবিতায় ‘বাতাস, সাগর, নক্ষত্র’ ইত্যাদি কী বোঝায়?

উত্তর: এই উপাদানগুলি প্রকৃতির বিশালতা ও অজানার প্রতীক। কবি এদের মাধ্যমে আমাদের অন্তরের মুক্তির টান ও সীমাহীনতার আহ্বানকে প্রকাশ করেছেন।

প্রশ্ন ৩: কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর: কবিতাটি গীতিমূলক কাব্যভাষায় রচিত, যার মধ্যে স্বাভাবিক গতির ছন্দ ও আন্তরিক অনুভূতির প্রকাশ লক্ষ্য করা যায়।