Chapter 8 -
রাজধর্ম
বহু নির্বাচনি প্রশ্ন (MCQ) – রাজধর্ম
-
‘রাজধর্ম’ অংশটি কোন গ্রন্থ থেকে গৃহীত?
(a) মহাভারত
(b) রামায়ণ
(c) গীতগোবিন্দ
(d) মনুসংহিতা
উত্তর: (a) মহাভারত -
হাইদ্ৰক্লৰিক এছিড লোৰ টুকুৰাত ঢালিলে কি হ'ব?
(a) ক্ল'ৰিন গেছ আৰু লোৰ হাইড্ৰক্সাইড প্ৰস্তুত হ'ব
(b) লোৰ লৱণ আৰ্ পানী প্ৰস্তুত হ'ব
(c) হাইড্ৰ'জেন গেছ আৰু লোৰ ক্ল'ৰাইড প্ৰস্তুত হ'ব
(d) কোনো বিক্ৰিয়া নহয়
উত্তর: (c) হাইড্ৰ'জেন গেছ আৰু লোৰ ক্ল'ৰাইড প্ৰস্তুত হ'ব -
'রাজধর্ম' অংশের বক্তা কে?
(a) দ্রৌপদী
(b) কুন্তী
(c) ভীষ্ম
(d) যুধিষ্ঠির
উত্তর: (c) ভীষ্ম -
ভীষ্মের মতে, রাজার প্রধান ধর্ম কী হওয়া উচিত?
(a) যুদ্ধ করা
(b) প্রজার সেবা করা
(c) সম্পদ অর্জন
(d) ধর্মীয় আচার পালন
উত্তর: (b) প্রজার সেবা করা -
‘রাজধর্ম’ অংশে ধর্মের কত প্রকার আলোচনা হয়েছে?
(a) দুই
(b) তিন
(c) চার
(d) পাঁচ
উত্তর: (b) তিন
পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: ‘রাজধর্ম’ অংশে ভীষ্ম কী শিক্ষা দেন?
উত্তর: ‘রাজধর্ম’ অংশে ভীষ্ম যুধিষ্ঠিরকে রাজধর্ম বা রাজাদের কর্তব্য ও দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেন। তিনি বলেন, একজন প্রকৃত রাজা কখনো নিজের স্বার্থে কাজ করেন না, বরং প্রজাদের কল্যাণ ও ধর্ম রক্ষাই তাঁর মূল কর্তব্য।
প্রশ্ন ২: রাজা ও প্রজার সম্পর্কটি কেমন হওয়া উচিত?
উত্তর: রাজা ও প্রজার সম্পর্কটি পিতা ও পুত্রের মতো হওয়া উচিত। রাজা যেমন প্রজার রক্ষক ও অভিভাবক, তেমনি প্রজারা রাজাকে শ্রদ্ধা করে এবং তার নির্দেশ মেনে চলে।
প্রশ্ন ৩: ধর্মের কোন তিনটি প্রকার উল্লেখ করা হয়েছে?
উত্তর: ভীষ্ম ধর্মকে তিন ভাগে ভাগ করেছেন –
১. আচার ধর্ম,
২. নীতি ধর্ম,
৩. রাজধর্ম।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: ভীষ্ম কেন যুধিষ্ঠিরকে রাজধর্ম শেখাচ্ছেন?
উত্তর: কুরুক্ষেত্র যুদ্ধের পর যুধিষ্ঠির মানসিকভাবে ভেঙে পড়েন ও রাজত্ব গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন। তখন ভীষ্ম তাঁকে রাজধর্ম শেখান যাতে সে তার দায়িত্ব বুঝে সঠিকভাবে শাসন করতে পারে।
প্রশ্ন ২: ভীষ্মের মতে, রাজাকে কোন কোন গুণে গুণান্বিত হতে হবে?
উত্তর: রাজাকে জ্ঞানী, দয়ালু, সাহসী, সত্যবাদী, ধৈর্যশীল এবং ধর্মনিষ্ঠ হতে হবে।
প্রশ্ন ৩: রাজধর্ম শিক্ষার আধুনিক প্রাসঙ্গিকতা কী?
উত্তর: আজকের দিনে নেতাদেরও রাজধর্ম অনুসরণ করে ন্যায়, সততা ও জনকল্যাণে কাজ করা উচিত। তাই এই শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক।