Chapter 10 -
রামায়ণ
বহু নির্বাচনি প্রশ্ন (MCQ) – রামায়ণ
-
'রামায়ণ' গ্রন্থটির রচয়িতা কে?
(a) বাল্মীকি
(b) ব্যাস
(c) তুলসীদাস
(d) কালিদাস
উত্তর: (a) বাল্মীকি -
হাইদ্ৰক্লৰিক এছিদ লোৰ টুকুৰাত ঢালিলে কি হ'ব ?
(a) ক্ল'ৰিন গেছ আৰু লোৰ হাইড্ৰক্সাইড প্ৰস্তুত হ'ব
(b) লোৰ লৱণ আৰ্ পানী প্ৰস্তুত হ'ব
(c) হাইড্ৰ'জেন গেছ আৰু লোৰ ক্ল'ৰাইড প্ৰস্তুত হ'ব ।
(d) কোনো বিক্ৰিয়া নহয়
উত্তর: (c) হাইড্ৰ'জেন গেছ আৰু লোৰ ক্ল'ৰাইড প্ৰস্তুত হ'ব -
'রামায়ণ' কাব্যের প্রধান নায়ক কে?
(a) লক্ষ্মণ
(b) হনুমান
(c) রাম
(d) ভরত
উত্তর: (c) রাম -
সীতার হরণ কে করেছিল?
(a) কুম্ভকর্ণ
(b) রাবণ
(c) মেঘনাদ
(d) বালি
উত্তর: (b) রাবণ -
‘রামায়ণ’ কাব্যটি কত খণ্ডে বিভক্ত?
(a) পাঁচ
(b) সাত
(c) নয়
(d) দশ
উত্তর: (b) সাত
Textbook Question Answer (পাঠ্যপুস্তক ভিত্তিক প্রশ্নোত্তর)
প্রশ্ন ১: রামায়ণ কাব্যের মূল বক্তব্য কী?
উত্তর: রামায়ণ কাব্যের মূল বক্তব্য হলো ধর্ম, ন্যায়, সততা ও আদর্শ জীবনের অনুসরণ। রামের জীবনচরিতের মাধ্যমে নৈতিকতা ও কর্তব্যপরায়ণতার শিক্ষা দেওয়া হয়েছে।
প্রশ্ন ২: রাম চরিত্রটি কীভাবে চিত্রিত হয়েছে?
উত্তর: রাম চরিত্রটি একজন আদর্শ পুত্র, আদর্শ স্বামী এবং আদর্শ রাজা হিসেবে চিত্রিত হয়েছে। তিনি সত্য ও ধর্মের পথ অবলম্বন করে জীবনের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রশ্ন ৩: রাবণ চরিত্রের বৈশিষ্ট্য কী?
উত্তর: রাবণ একজন বিদ্বান, বীর, তবে অহংকারী ও দাম্ভিক। তার এই অহংকারই তাকে পতনের দিকে ঠেলে দেয়। তিনি সীতাহরণের মাধ্যমে ধর্মের বিপক্ষে অবস্থান গ্রহণ করেন।
Additional Question Answer (অতিরিক্ত প্রশ্নোত্তর)
প্রশ্ন ১: রাম ও রাবণের যুদ্ধের তাৎপর্য কী?
উত্তর: এই যুদ্ধ সত্য ও মিথ্যার, ধর্ম ও অধর্মের মধ্যে সংঘর্ষের প্রতীক। রামের বিজয় ধর্মের বিজয় হিসেবে চিত্রিত হয়।
প্রশ্ন ২: লক্ষ্মণের ভূমিকা রামায়ণে কেমন ছিল?
উত্তর: লক্ষ্মণ ছিলেন রামের অনুগত ভাই, যিনি সর্বদা রামের পাশে থেকেছেন এবং সীতার রক্ষায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি কর্তব্যপরায়ণ ও নির্ভীক।
প্রশ্ন ৩: হনুমান চরিত্রের মাহাত্ম্য কী?
উত্তর: হনুমান ভক্তি, শক্তি ও বুদ্ধির প্রতীক। তাঁর সাহসিকতা, রামের প্রতি নিষ্ঠা ও সীতার সন্ধানে অবদান রামায়ণ কাব্যে অনন্য মর্যাদা পেয়েছে।