Chapter 13 - 

প্রাচীন কামরূপের শাসননীতি

Multiple Choice Questions (MCQ)

১) প্রাচীন কামরূপ রাজ্যের প্রধান শাসনব্যবস্থা ছিল—
(ক) সামন্ততান্ত্রিক
(খ) প্রজাতান্ত্রিক
(গ) একনায়কতান্ত্রিক
উত্তরঃ (ক) সামন্ততান্ত্রিক

২) 'ভাস্করবর্মন' কোন শাসকবংশের অন্তর্গত ছিলেন?
(ক) পাল বংশ
(খ) বৰ্মন বংশ
(গ) সেন বংশ
উত্তরঃ (খ) বৰ্মন বংশ

৩) কামরূপ রাজ্যে প্রশাসনিক বিভাগগুলি কী নামে পরিচিত ছিল?
(ক) নগর
(খ) জনপদ
(গ) ভুক্তি
উত্তরঃ (গ) ভুক্তি

৪) কামরূপে জমি মাপার একক ছিল—
(ক) বিঘা
(খ) ধাম
(গ) পতাকা
উত্তরঃ (গ) পতাকা

৫) হিউয়েন সাং কোন কামরূপ শাসকের সময়ে ভারতে এসেছিলেন?
(ক) মহেন্দ্র বৰ্মন
(খ) ভাস্করবৰ্মন
(গ) সুশেন বৰ্মন
উত্তরঃ (খ) ভাস্করবৰ্মন

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: প্রাচীন কামরূপ রাজ্যে শাসনব্যবস্থা কেমন ছিল?
উত্তরঃ প্রাচীন কামরূপ রাজ্যে শাসনব্যবস্থা ছিল এক কেন্দ্রীভূত রাজতান্ত্রিক ব্যবস্থা। রাজা ছিলেন সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি। রাজ্যকে প্রশাসনিক কারণে বিভিন্ন ‘ভুক্তি’ বা অঞ্চলে ভাগ করা হয়েছিল। প্রতিটি ভুক্তির শাসক ছিলেন রাজা নিযুক্ত আধিকারিক।

প্রশ্ন ২: কামরূপ রাজ্যের রাজাদের ভূমিকা কী ছিল?
উত্তরঃ কামরূপের রাজারা শুধু প্রশাসকই ছিলেন না, তাঁরা ধর্মরক্ষক, ন্যায়বিচারক এবং প্রজাদের রক্ষাকর্তা হিসেবেও বিবেচিত হতেন। রাজারা দেবতা বিষ্ণুর প্রতিনিধিরূপে শাসন করতেন এবং সমাজে ধর্মীয় ও নৈতিক আদর্শ স্থাপন করতেন।

প্রশ্ন ৩: ভাস্করবৰ্মনের শাসনকাল সম্পর্কে যা জানা যায় তা কী?
উত্তরঃ 
ভাস্করবৰ্মন ছিলেন বৰ্মন বংশের একজন খ্যাতিমান রাজা। হিউয়েন সাং তাঁর রাজত্বকালে কামরূপে এসেছিলেন এবং কামরূপের প্রশাসন ও সমৃদ্ধির প্রশংসা করেছিলেন। তাঁর শাসনকালে কামরূপ ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে উন্নত।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)

প্রশ্ন ১: 'পতাকা' কী ছিল? এর তাৎপর্য কী?
উত্তরঃ 
পতাকা’ ছিল প্রাচীন কামরূপে জমি পরিমাপের একটি একক। এটি জমির পরিমাণ নির্ধারণে ব্যবহৃত হতো এবং কর নির্ধারণের ক্ষেত্রেও এর গুরুত্ব ছিল।

প্রশ্ন ২: কামরূপে রাজ্যশাসনের ধর্মীয় দিক কী ছিল?
উত্তরঃ রাজ্যশাসনের সঙ্গে ধর্ম ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। রাজা নিজেকে বিষ্ণুর প্রতিনিধি হিসেবে মানতেন। রাজকীয় আদেশ, দানপত্র ইত্যাদিতে ধর্মীয় উপাদান এবং পৌরাণিক উল্লেখ প্রচুর দেখা যায়।

প্রশ্ন ৩: হিউয়েন সাং-এর বিবরণ থেকে কী জানা যায় কামরূপ সম্পর্কে?
উত্তরঃ 
হিউয়েন সাং-এর বিবরণ অনুযায়ী কামরূপ ছিল সুন্দর ও সমৃদ্ধ রাজ্য। সেখানে দক্ষ প্রশাসন, সাংস্কৃতিক উৎকর্ষ এবং ধর্মীয় স্বাধীনতা ছিল। তিনি ভাস্করবৰ্মনের প্রজ্ঞা ও সৌজন্যের প্রশংসা করেছেন।