Chapter 5 - 

বছিরদ্দি মাছ ধরিতে যায়

Multiple Choice Questions (MCQ)

১) ‘বছিরদ্দি মাছ ধরিতে যায়’ গল্পটির লেখিকা কে?
(ক) তসলিমা নাসরিন
(খ) সেলিনা হোসেন
(গ) সুচেতা ভট্টাচার্য
উত্তরঃ (খ) সেলিনা হোসেন

২) বছিরদ্দি কোন অঞ্চলের মানুষ?
(ক) শহরাঞ্চল
(খ) চরাঞ্চল
(গ) পাহাড়ি অঞ্চল
উত্তরঃ (খ) চরাঞ্চল

৩) বছিরদ্দি কোন কাজটি সবচেয়ে পছন্দ করত?
(ক) হাটে যাওয়া
(খ) মাছ ধরা
(গ) কৃষিকাজ
উত্তরঃ (খ) মাছ ধরা

৪) গল্পে লেখিকা মাছ ধরা কাজে কী বিষয়টি তুলে ধরেছেন?
(ক) নারী নির্যাতন
(খ) নারীর সাহস ও স্বাধীনতা
(গ) শিক্ষার গুরুত্ব
উত্তরঃ (খ) নারীর সাহস ও স্বাধীনতা

৫) গল্পের কেন্দ্রীয় বার্তা কী?
(ক) নারীর ভয়
(খ) পরিবেশ দূষণ
(গ) নারীর সাহসী লড়াই ও আত্মনির্ভরতা
উত্তরঃ (গ) নারীর সাহসী লড়াই ও আত্মনির্ভরতা

পাঠ্যপুস্তকের প্রশ্নোত্তর (Textbook Question Answers)

প্রশ্ন ১: ‘বছিরদ্দি মাছ ধরিতে যায়’ গল্পের মূল বিষয়বস্তু কী?
উত্তরঃ এই গল্পটি একজন চরাঞ্চলের সাহসিনী নারী বছিরদ্দির জীবনের মাধ্যমে নারীর সংগ্রাম, সাহস, এবং আত্মনির্ভরতার ছবি তুলে ধরে। সামাজিক বাঁধা ও কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়ে সে স্বাধীনভাবে জীবিকা নির্বাহ করে।

প্রশ্ন ২: বছিরদ্দির চরিত্র কেমন?
উত্তরঃ বছিরদ্দি সাহসী, আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা ও স্বাধীনচেতা এক নারী। সে সমাজের ভয়ভীতি ও বাধা উপেক্ষা করে নিজের জীবিকার জন্য নদীতে মাছ ধরতে যায়। তার চরিত্র নারীর শক্তি ও ক্ষমতার প্রতীক।

প্রশ্ন ৩: লেখিকা এই গল্পের মাধ্যমে কী বার্তা দিতে চেয়েছেন?
উত্তরঃ সেলিনা হোসেন এই গল্পের মাধ্যমে নারী শক্তি, সাহসিকতা, এবং আত্মনির্ভরতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি দেখিয়েছেন যে, নারীরা চাইলে সমাজের সব বাধা অতিক্রম করে নিজেদের জায়গা তৈরি করতে পারে।

 অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answers)

প্রশ্ন ১: বছিরদ্দি মাছ ধরতে গিয়ে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়?
উত্তরঃ বছিরদ্দি সমাজের চোখরাঙানি, কুসংস্কার এবং পুরুষশাসিত মানসিকতার বাধা অতিক্রম করে মাছ ধরতে যায়। লোকজন তার কার্যকলাপে বাঁকা চোখে দেখে, কিন্তু সে সাহসিকতার সঙ্গে তাদের উপেক্ষা করে।

প্রশ্ন ২: লেখিকা গল্পের মধ্যে পরিবেশ ও চরাঞ্চলের জীবন কিভাবে তুলে ধরেছেন?
উত্তরঃ লেখিকা চরাঞ্চলের মানুষের কঠিন জীবনযাত্রা, নদীর ভাঙন, মাছ ধরা, এবং অনিশ্চিত জীবনের ছবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। চরাঞ্চলের বাস্তবতাকে জীবন্তভাবে চিত্রিত করা হয়েছে।

প্রশ্ন ৩: ‘বছিরদ্দি মাছ ধরিতে যায়’ গল্পে নারীর কোন দিকটি সবথেকে বেশি গুরুত্ব পেয়েছে?
উত্তরঃ এই গল্পে নারীর আত্মবিশ্বাস, পরিশ্রম, স্বনির্ভরতা এবং সামাজিক প্রতিবন্ধকতা অতিক্রম করার ক্ষমতাই প্রধান দিক হিসেবে তুলে ধরা হয়েছে।