Chapter 12 - 

 Father to Son 

TEXTBOOK EXERCISES

THINK IT OUT

এটা ভেবে দেখো।

1. Does the poem talk of an exclusively personal experience or is it fairly universal?

কবিতাটি কি বিশেষভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে, নাকি এটি বরং সর্বজনীন?

Answer:- No doubt, the poet talks of an exclusively personal experience in the poem. But the poem has a fairly universal appeal. What happens between the poet and his son happens to most fathers and sons. The generation gap is so wide and differences are so deep that the gap that separates those stands as it is. Every father wishes his son would live under the same roof with him and share his beliefs and love.

  নিঃসন্দেহে, কবি কবিতায় একটি বিশেষ ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন। কিন্তু কবিতাটির বেশ সার্বজনীন আবেদন রয়েছে। কবি এবং তার ছেলের মধ্যে যা ঘটে তা বেশিরভাগ ক্ষেত্রেই পিতা এবং পুত্রদের ক্ষেত্রে ঘটে। প্রজন্মগত ব্যবধান এতটাই বিস্তৃত এবং পার্থক্য এতটাই গভীর যে তাদের আলাদা করার ব্যবধানটি যেমন আছে তেমনই রয়ে গেছে। প্রতিটি বাবাই চান তার ছেলে তার সাথে একই ছাদের নীচে থাকুক এবং তার বিশ্বাস এবং ভালোবাসা ভাগ করে নিুক।
2. How is the father’s helplessness brought out in the poem?

   কবিতায় বাবার অসহায়ত্ব কীভাবে ফুটে উঠেছে?

Answer:- Father is quite helpless. There is no dialogue between the son and the father. Silence surrounds and separates them. He doesn’t understand him and he is a stranger to him. He wants his prodigal son to return and live with him. But it remains only a wishful thinking. They remain separated as before.

      আমার বাবা বেশ অসহায়। ছেলে এবং বাবার মধ্যে কোনও সংলাপ নেই। নীরবতা তাদের ঘিরে ধরে এবং আলাদা করে। সে তাকে বোঝে না এবং সে তার কাছে অপরিচিত। সে চায় তার অপব্যয়ী ছেলে ফিরে এসে তার সাথে থাকুক। কিন্তু এটা কেবলই একটা ইচ্ছাকৃত চিন্তা। তারা আগের মতোই আলাদা থাকে।            
3. Identify the phrases and lines that indicate distance between father and son?
তুমি কি সেই বাক্যাংশ এবং লাইনগুলো চিহ্নিত করবে যা পিতা এবং পুত্রের মধ্যে দূরত্ব নির্দেশ করে?

Answer:- The following phrases bring out the deep differences that separate both of them:
i) ‘I don’t understand this child’ (stanza 1)
ii) ‘I know nothing of him’ (stanza 2)
iii) ‘We speak like strangers’  (stanza 2)
iv) ‘....What he loves, I can’t share’(stanza 2)
v) ‘Silence surrounds us’ (stanza 3)
vi) ‘He speaks, I can’t understand’ (stanza 4)

 নিম্নলিখিত বাক্যাংশগুলি দুটির মধ্যে পার্থক্যকারী গভীর পার্থক্যগুলি তুলে ধরে: ক) 'আমি এই শিশুটিকে বুঝতে পারছি না' (পঙ্ক ১) খ) 'আমি তার সম্পর্কে কিছুই জানি না' (পঙ্ক ২) গ) 'আমরা অপরিচিতদের মতো কথা বলি' (পঙ্ক ২) ঘ) '...' সে যা ভালোবাসে, আমি তা ভাগ করে নিতে পারি না' (স্তবক ২) ঙ) 'নিরবতা আমাদের ঘিরে আছে' (স্তবক ৩) চ) 'সে কথা বলে, আমি বুঝতে পারি না' (স্তবক ৪)

4. Does the poem have a consistent rhyme scheme?

   কবিতাটিতে কি কোন ধারাবাহিক পরিকল্পনা আছে?                                                   
Answer:- Definitely, the poem has a consistent rhyme scheme. Every stanza consists of six lines having the rhyme scheme a,b,b,a,b,a.

   অবশ্যই, কবিতাটির একটি সামঞ্জস্যপূর্ণ প্লট পরিকল্পনা রয়েছে। প্রতিটি পদের ছয়টি পংক্তি রয়েছে যার ষষ্ঠ স্কিম A, B, B, A, B, A।                          


SHORT ANSWER TYPE QUESTIONS

সংক্ষিপ্ত উত্তর ধরণের প্রশ্ন
                                  

1. Why is the father unhappy and what is his problem?
    বাবা কেন অসন্তুষ্ট এবং তার সমস্যা কী?         
                                                         
Answer:- The father is unhappy. His problem is that he has no dialogue with his son. They don’t understand each other and are like strangers. Though they lived under the same roof, they have nothing common in them. Their outlook and temperament are so different that they remain separated from each other.

    তার বাবা অসন্তুষ্ট। তার সমস্যা হলো তার ছেলের সাথে তার কোন যোগাযোগ নেই। তারা একে অপরকে বোঝে না এবং অপরিচিতের মতো। যদিও তারা একই ছাদের নিচে বাস করত, তাদের মধ্যে কোনও মিল ছিল না। তাদের দৃষ্টিভঙ্গি এবং মেজাজ এতটাই আলাদা যে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন।      
                                                         
2. Why does the father want to build a relationship with the son?
    কেন পিতা পুত্রের সাথে সম্পর্ক রাখতে চান?

Answer:- There is literally no dialogue between the father and the son. They don’t understand each other. Inspite of their living under the same roof for years, they are strangers to each other. So the helpless father wants to build a relationship with his estranged son.

বাবা ও ছেলের মধ্যে আক্ষরিক অর্থেই কোনও সংলাপ নেই। তারা একে অপরকে বোঝে না। বহু বছর ধরে একই ছাদের নিচে বসবাস করলেও, তারা একে অপরের কাছে অপরিচিত। তাই অসহায় বাবা তার বিচ্ছিন্ন ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলতে চান।
3. How did the father feel helpless inspite of the fact that the son is built to his design?

ছেলেকে তার নিজের আদলে তৈরি করা হলেও বাবা কীভাবে অসহায় বোধ করেছিলেন?

Answer:- Physically, the son is built up as his father wished him to be. But this similarity is deceptive. The father feels helpless as he is like a stranger to his son. They can’t talk to each other. Nor have they any kind of understanding between them.

শারীরিকভাবে, ছেলেকে তার বাবা যা চেয়েছিলেন, সেইভাবে গড়ে তোলা। কিন্তু এই মিলটি প্রতারণামূলক। ছেলের কাছে অপরিচিত হওয়ায় বাবা অসহায় বোধ করেন। তারা একে অপরের সাথে কথা বলতে পারে না। অথবা তাদের মধ্যে কোন বোঝাপড়া নেই।

4. What does the father think of his ‘prodigal’ son?

বাবা তার 'অপব্যয়ী' ছেলে সম্পর্কে কী ভাবেন?

Answer:- The father is in a mood to forgive his son. He wants that his prodigal son may return to his father ‘s house and start living under the same roof with him. He doesn’t want that he should create and live in the world of his own.

বাবা তার ছেলেকে ক্ষমা করার মেজাজে আছেন। সে চায় তার অশ্লীল ছেলে তার বাবার বাড়িতে ফিরে যাক এবং তার সাথে একই ছাদের নীচে বসবাস শুরু করুক। সে চায় না যে সে তার নিজস্ব জগৎ তৈরি করুক এবং তাতে বাস করুক। 

5. Does the father want his son to lead an independent life? Give your comments.

বাবা কি চান তার ছেলে স্বাধীন জীবনযাপন করুক? আপনার মন্তব্য করুন।

Answer:- No, the father wants his  prodigal son to return to his father’s house. He should not ‘move’ out and ‘make’ his own world. The father doesn’t want the son to lead an independent life. On the other hand, he wants him to live under the same roof and share his love and beliefs.

না। বাবা চান তার অপব্যয়ী ছেলে তার বাবার বাড়িতে ফিরে আসুক। তার 'স্থানান্তর' করা এবং নিজের পৃথিবী 'তৈরি' করা উচিত নয়। বাবা চান না তার ছেলে স্বাধীন জীবনযাপন করুক। অন্যদিকে, সে চায় যে সে একই ছাদের নীচে থাকুক এবং তার ভালোবাসা এবং বিশ্বাস ভাগ করে নিুক।

6. ‘...... we must live on the same globe and the same land’. Explain the significance of these lines.

  '...... আমাদের একই পৃথিবীতে এবং একই দেশে বাস করতে হবে' এই লাইনগুলির তাৎপর্য বর্ণনা করো।

Answer:- The father wants to convince his estranged son. Inspite of their deep differences, they must live on the same globe. They will have to live in the same world. Living together in the same world, it becomes necessary that they should develop mutual understanding. They should build up a relationship between them.

বাবা তার বিচ্ছিন্ন ছেলেকে ব্যাখ্যা করতে চান। তাদের গভীর পার্থক্য থাকা সত্ত্বেও, তাদের একই পৃথিবীতে বাস করতে হবে। তাদের একই পৃথিবীতে বাস করতে হবে। একই পৃথিবীতে একসাথে বসবাস করার ফলে তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা জরুরি হয়ে পড়ে। তাদের মধ্যে সম্পর্ক গড়ে তোলা উচিত।

7. ‘Father to son’ doesn’t talk of an exclusive personal experience only but it has a fairly universal appeal. Justify this statement.

 ছেলের বাবা কেবল একটি নির্দিষ্ট ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেন না বরং এর একটি সার্বজনীন আবেদন রয়েছে। এই মন্তব্যের যুক্তি প্রমাণ করুন।

Answer:- In the poem the poet does talk of an exclusive personal experience. He talks about the deep differences that separate both of them. But the poem does have a universal appeal. The father and the son represent the generation gap that separates every father and every son  in every family.

কবিতায় কবি একটি বিশেষ ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন। তিনি তাদের দুজনকে আলাদা করে এমন গভীর পার্থক্য সম্পর্কে কথা বলেন। কিন্তু কবিতাটির একটি সার্বজনীন আবেদন রয়েছে। পিতা এবং পুত্র সেই প্রজন্মের ব্যবধানের প্রতিনিধিত্ব করে যা প্রতিটি পরিবারের প্রতিটি পিতা এবং প্রতিটি পুত্রকে পৃথক করে।