Chapter 10 -
দেশীয় লোকদের স্থানচ্যুতি
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: ‘দেশীয় লোক’ বলতে কাদের বোঝানো হয়?
উত্তর: ‘দেশীয় লোক’ বলতে বোঝানো হয় সেই সমস্ত প্রাচীন জনগোষ্ঠীকে যারা কোনো নির্দিষ্ট অঞ্চলে বহু প্রজন্ম ধরে বাস করে আসছে এবং যাদের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও জীবিকা ব্যবস্থা রয়েছে। যেমন: আমেরিকার রেড ইন্ডিয়ান, অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন ইত্যাদি।
প্রশ্ন ২: দেশীয় লোকদের স্থানচ্যুতি কেন ঘটেছিল?
উত্তর: ১. ইউরোপীয় উপনিবেশবাদের বিস্তার।
২. নতুন জমির প্রয়োজন।
৩. খনিজ সম্পদ আহরণের আগ্রাসন।
৪. কৃষিকাজ ও শিল্পের জন্য বনভূমি দখল।
৫. ধর্মপ্রচারের অজুহাতে সংস্কৃতি ধ্বংস।
প্রশ্ন ৩: ইউরোপীয়দের আগমনে দেশীয় সমাজের কী পরিবর্তন হয়েছিল?
উত্তর: ১. তাদের জমি ও বাসস্থান কেড়ে নেওয়া হয়।
২. সংস্কৃতি ও ভাষা ধ্বংসপ্রাপ্ত হয়।
৩. নতুন রোগে প্রচুর মৃত্যু ঘটে।
৪. বাধ্যতামূলক খ্রিস্টধর্ম গ্রহণ করতে হয়।
৫. অর্থনৈতিকভাবে দাসত্বের শিকার হয়।
প্রশ্ন ৪: আমেরিকায় রেড ইন্ডিয়ানদের কীভাবে স্থানচ্যুত করা হয়েছিল?
উত্তর: রেড ইন্ডিয়ানদের জমি জোরপূর্বক কেড়ে নেওয়া হয়, বহু উপজাতিকে হত্যা করা হয় এবং অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। সরকারিভাবে ট্রিটির মাধ্যমে তাদের অধিকার কেড়ে নেওয়া হয় এবং সংরক্ষিত অঞ্চলে ঠেলে দেওয়া হয়।
প্রশ্ন ৫: দেশীয় লোকদের স্থানচ্যুতি রোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
উত্তর: ১. সংবিধানে তাদের অধিকারের স্বীকৃতি।
২. জমির মালিকানার নিরাপত্তা।
৩. সংস্কৃতি ও ভাষার সংরক্ষণ।
৪. শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন।
৫. স্থানীয় জনগণের মতামত ছাড়া কোনো প্রকল্প গ্রহণ না করা।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: অ্যাবরিজিন বলতে কাদের বোঝায়?
উত্তর: অ্যাবরিজিন হল অস্ট্রেলিয়ার প্রাচীন আদিবাসী জনগণ, যারা ব্রিটিশ বসতির আগেই বহু বছর ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করত। তাদের নিজস্ব ভাষা, ধর্ম এবং সংস্কৃতি ছিল, যা ইউরোপীয় উপনিবেশবাদের ফলে অনেকটাই বিলুপ্ত হয়ে যায়।
প্রশ্ন ২: ইউরোপীয়দের আগমনের ফলে দেশীয় লোকদের জীবনে কী ধরনের স্বাস্থ্যগত প্রভাব পড়েছিল?
উত্তর: ইউরোপীয়দের সঙ্গে আসা নতুন রোগ যেমন গুটি বসন্ত, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি দেশীয় লোকদের মধ্যে ছড়িয়ে পড়ে, যেগুলির বিরুদ্ধে তাদের কোনো প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা ছিল না। ফলে লক্ষ লক্ষ দেশীয় লোক মারা যায়।
প্রশ্ন ৩: ‘The Trail of Tears’ কী?
উত্তর: ‘The Trail of Tears’ (অশ্রুপথ) ছিল সেই যাত্রাপথ যার মাধ্যমে মার্কিন সরকার ১৮৩৮-৩৯ সালে চেরোকি উপজাতিকে পূর্ব আমেরিকা থেকে পশ্চিমে জোরপূর্বক স্থানান্তরিত করে। এই যাত্রায় হাজার হাজার চেরোকি লোক মৃত্যু বরণ করে।
প্রশ্ন ৪: উপনিবেশবাদের সময় দেশীয় লোকদের শিক্ষা ব্যবস্থায় কী পরিবর্তন এসেছিল?
উত্তর: দেশীয় ভাষা ও সংস্কৃতি নিষিদ্ধ করে খ্রিস্টান ধর্মভিত্তিক শিক্ষা চাপিয়ে দেওয়া হয়। ফলে প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যায়। দেশীয়দের মনোবল ও আত্মপরিচয় ক্ষতিগ্রস্ত হয়।
প্রশ্ন ৫: আজকের দিনে দেশীয় লোকদের পরিস্থিতি কেমন?
উত্তর: আজও অনেক দেশীয় গোষ্ঠী সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। কিছু দেশে সংরক্ষণের ব্যবস্থা থাকলেও বাস্তবে তা প্রয়োগ হয় না। অনেক দেশীয় জনগোষ্ঠী তাদের জমি, সংস্কৃতি ও ভাষা হারিয়ে ফেলেছে।