Chapter 6 - 

তিনটি শ্রেণী

পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)

প্রশ্ন ১: ইউরোপীয় সমাজে ‘তিনটি শ্রেণী’ বলতে কী বোঝায়?
উত্তর:
ইউরোপীয় মধ্যযুগে ‘তিনটি শ্রেণী’ বলতে বোঝায় –
১. প্রার্থনারত শ্রেণী (Clergy) – ধর্মীয় কাজ করতেন।
২. যুদ্ধরত শ্রেণী (Nobles) – রাজা ও রাজ্যের রক্ষা করতেন।
৩. কর্মরত শ্রেণী (Peasants & Serfs) – কৃষি ও শ্রম নির্ভর কাজ করতেন।

প্রশ্ন ২: মধ্যযুগীয় ইউরোপে ভূমির গুরুত্ব কতটা ছিল?
উত্তর:
মধ্যযুগীয় ইউরোপে অর্থনীতি ছিল ভূমি-নির্ভর। সামন্তপ্রথার অধীনে জমি ছিল শক্তি ও সম্পদের উৎস। জমির মালিকরা কৃষকদের মাধ্যমে উৎপাদন করাতেন ও কর আদায় করতেন।

প্রশ্ন ৩: সামন্ত প্রথা বলতে কী বোঝায়?
উত্তর:
সামন্ত প্রথা এক ধরনের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা যেখানে রাজা বা উচ্চপদস্থ জমিদার তাদের অধীনস্থ সৈন্য বা জমিদারদের জমির মালিকানা দিতেন, এবং তার পরিবর্তে তারা রাজাকে সামরিক ও প্রশাসনিক সহায়তা করতেন।

প্রশ্ন ৪: কৃষকরা কেমন অবস্থায় থাকতেন?
উত্তর: অধিকাংশ কৃষক ছিলেন ভূমিহীন সের্ফ। তারা জমির মালিকদের জমিতে কাজ করতেন, কর দিতেন এবং প্রায় দাসত্বের মতো অবস্থায় জীবনযাপন করতেন।

অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)

প্রশ্ন ১: মধ্যযুগীয় ইউরোপে চার্চের ভূমিকা কী ছিল?
উত্তর: চার্চ ছিল ইউরোপীয় সমাজের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান। তারা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করত। পোপের নির্দেশ রাজা পর্যন্ত মান্য করতেন।

প্রশ্ন ২: ‘মনরিয়াল প্রথা’ বলতে কী বোঝায়?
উত্তর: মনরিয়াল প্রথা ছিল মধ্যযুগীয় ইউরোপে কৃষিনির্ভর স্বনির্ভর গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা। প্রতিটি ম্যানর ছিল একটি ছোট রাজ্যের মতো, যেখানে কৃষকরা জমিতে কাজ করত, আর জমিদার তাদের থেকে কর আদায় করত।

প্রশ্ন ৩: সামন্তপ্রথার পতনের কারণ কী ছিল?
উত্তর:

১. কৃষি উৎপাদনের উন্নতি
২. নগরায়ণ ও বাণিজ্যের বিকাশ
৩. কৃষকদের বিদ্রোহ
৪. রাজশক্তির বিকাশ
৫. মহামারী ও যুদ্ধের প্রভাব

প্রশ্ন ৪: মধ্যযুগীয় সমাজে নারীর অবস্থা কেমন ছিল?
উত্তর: মধ্যযুগীয় ইউরোপে নারীদের অবস্থা বেশ দুর্বল ছিল। তারা অধিকাংশ ক্ষেত্রে গৃহস্থালী কাজ ও কৃষি শ্রমে নিযুক্ত থাকতেন এবং সামাজিক ও রাজনৈতিক জীবনে তাদের ভূমিকা ছিল সীমিত।

প্রশ্ন ৫: মধ্যযুগীয় ইউরোপের কৃষকদের জীবনযাত্রা কেমন ছিল?
উত্তর:
তারা দরিদ্র, নিরক্ষর এবং জমির মালিকদের ওপর নির্ভরশীল ছিলেন। অনেকেই ভূমির সঙ্গে যুক্ত থেকে একরকম দাসত্ব জীবন যাপন করতেন এবং প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ তাঁদের জীবনকে আরও কষ্টকর করে তুলত।