Chapter 9 -
শিল্প বিপ্লব
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: শিল্প বিপ্লব বলতে কী বোঝায়?
উত্তর: শিল্প বিপ্লব বলতে সেই সময়কালকে বোঝায় যখন হাতে তৈরি সামগ্রীর পরিবর্তে যন্ত্রচালিত উৎপাদন শুরু হয় এবং কৃষি নির্ভর অর্থনীতি থেকে শিল্প নির্ভর অর্থনীতিতে রূপান্তর ঘটে। এই পরিবর্তন প্রথম ইংল্যান্ডে ১৮শ শতকে শুরু হয়।
প্রশ্ন ২: শিল্প বিপ্লব কেন প্রথম ইংল্যান্ডে ঘটেছিল?
উত্তর:
১. পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ যেমন কয়লা ও লৌহ আকর।
২. আন্তর্জাতিক বাণিজ্য ও উপনিবেশ থেকে অর্জিত মূলধন।
৩. উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রযুক্তিগত উন্নয়ন।
৪. স্থিতিশীল সরকার ও আইন-শৃঙ্খলা।
৫. কৃষি বিপ্লবের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও শ্রমিকের প্রাচুর্য।
প্রশ্ন ৩: শিল্প বিপ্লবের প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী?
উত্তর: ১. যন্ত্রপাতির ব্যবহার ও কারখানা ব্যবস্থা গড়ে ওঠা।
২. উৎপাদনের পরিমাণ বৃদ্ধি।
৩. দ্রুত পরিবহন ব্যবস্থা (রেল, জাহাজ)।
৪. নগরায়ণ বৃদ্ধি।
৫. সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন।
প্রশ্ন ৪: শিল্প বিপ্লব সমাজে কী পরিবর্তন এনেছিল?
উত্তর: ১. কৃষি সমাজ থেকে শিল্প সমাজে রূপান্তর।
২. নতুন শ্রমিক শ্রেণির উদ্ভব।
৩. শহরায়ণ ও নগর সমস্যা বৃদ্ধি।
৪. পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক চিন্তার উদ্ভব।
৫. ধনী-দরিদ্র ব্যবধান বৃদ্ধি।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: শিল্প বিপ্লবের আগে ইউরোপের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল?
উত্তর: শিল্প বিপ্লবের আগে ইউরোপে অর্থনীতি প্রধানত কৃষিনির্ভর ছিল। উৎপাদন ছিল হস্তশিল্প ভিত্তিক ও সীমিত। গৃহশিল্প ছিল প্রচলিত এবং উৎপাদনের গতি ছিল ধীর।
প্রশ্ন ২: শিল্প বিপ্লবের ফলে নারীদের জীবনে কী প্রভাব পড়েছিল?
উত্তর: নারীরা শিল্প স্থানে সস্তা শ্রমিক হিসেবে নিযুক্ত হয়। তারা দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করতো, কিন্তু মজুরি ছিল কম। এতে নারী শ্রমশক্তির সামাজিক স্বীকৃতি বাড়লেও তাদের শোষণও বেড়ে যায়।
প্রশ্ন ৩: শিল্প বিপ্লব পরিবেশের ওপর কী প্রভাব ফেলেছিল?
উত্তর: শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া ও বর্জ্য পরিবেশ দূষণ ঘটায়। বনাঞ্চল ধ্বংস, নদী দূষণ ও জনস্বাস্থ্যের অবনতি ঘটে। এতে পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়।
প্রশ্ন ৪: শিল্প বিপ্লব এবং উপনিবেশবাদের মধ্যে কী সম্পর্ক ছিল?
উত্তর: শিল্প বিপ্লবের ফলে ইউরোপের দেশগুলি কাঁচামালের জোগান ও বাজার খোঁজার জন্য উপনিবেশ স্থাপন করে। উপনিবেশগুলি থেকে কাঁচামাল এনে শিল্প উৎপাদন বৃদ্ধি পায় এবং উপনিবেশেই প্রস্তুত দ্রব্য বিক্রি করা হতো।
প্রশ্ন ৫: শিল্প বিপ্লবের ফলে নতুন কোন নতুন চিন্তাধারার উদ্ভব হয়?
উত্তর: শিল্প বিপ্লবের ফলে পুঁজিবাদ, সমাজতন্ত্র ও মার্ক্সবাদী চিন্তাধারার উদ্ভব হয়। কার্ল মার্ক্স শ্রমিক শোষণের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং শ্রেণী সংগ্রামের তত্ত্ব প্রদান করেন।