Chapter 1 -

সংবিধান প্রণয়নঃ সংবিধানঃ কেন এবং

1. 1. নিচের কোন আইনটি সাংবিধানিক নয়?

(ক) সংবিধান নাগরিকদের অধিকার রক্ষা করে।

(খ) সংবিধান নিশ্চিত করে যে ভালো মানুষ ক্ষমতায় আসবে।

(গ) সংবিধান সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা স্পষ্ট করে।

(d) সংবিধান কিছু মূল্যবোধ প্রকাশ করে।

উত্তর:-(খ)


2. 2. নিচের কোন যুক্তিটি সবচেয়ে ভালো প্রমাণ করে যে সংবিধানের কর্তৃত্ব সংসদের চেয়ে বেশি?

(ক) সংসদ গঠনের আগে সংবিধান প্রণীত হয়েছিল। 

(খ) সংবিধান প্রণেতারা সংসদ সদস্যদের চেয়ে বেশি বিশিষ্ট নেতা।

(গ) সংবিধান সংসদের গঠন এবং এর ক্ষমতার প্রকৃতি নির্ধারণ করে।

(d) সংসদ সংবিধান সংশোধন করতে পারে না।

উত্তর:- (গ)


3. 3. কেন আমাদের একটি সংবিধান দরকার? 

উত্তর:- একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি দেশের একটি সংবিধান থাকতে হবে।


4. সংবিধানে কি সাধারণত নাগরিকদের অধিকারের কথা বলা আছে?

উত্তর:- সংবিধান সাধারণত নাগরিকদের নির্দিষ্ট কিছু অধিকারকে সংরক্ষিত করে, যা নাগরিকদের অধিকারের নিশ্চয়তা দেয়।


5. 5. কেন একটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থার জন্য সংবিধান প্রয়োজনীয়?

উত্তর:- একটি ফেডারেল সরকার ব্যবস্থায় একটি সংবিধান অপরিহার্য। কারণ এ ধরনের শাসনব্যবস্থায় দুই ধরনের সরকারের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্বের সম্ভাবনা থাকে। যাইহোক, সংবিধানের মাধ্যমে এই ধরনের দ্বন্দ্ব নিরসনের পাশাপাশি, সরকারগুলির মধ্যে ক্ষমতার বিভাজনও সংঘাতের ঝুঁকি হ্রাস করে।


6. 6. সংবিধান কি নাগরিকদের মৌলিক পরিচয়ের নিশ্চয়তা দেয়?

উত্তর:- সংবিধান নাগরিকদের মৌলিক পরিচয়ের নিশ্চয়তা দেয়।


7. 7. সংবিধান কি সরকারি ক্ষমতা প্রয়োগকে সীমিত করে?

উত্তর:- সংবিধান সরকারের ক্ষমতার প্রয়োগকে সীমিত করে।


8. 8. ভারতের সংবিধান কে প্রণয়ন করেন?

উত্তর:- ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা খসড়া করা হয়েছিল।


9. দেশভাগ কি গণপরিষদের কাজকে ব্যাহত করেছিল?

উত্তর:- দেশভাগের ফলে গণপরিষদের কাজ ব্যাহত হয়।


10. 10. ভারতে "ক্যাবিনেট মিশন" কোন সালে আসে?

উত্তর:- ভারতে ‘ক্যাবিনেট মিশন’ আসে


11. 11. "ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1947" কোন সংসদে পাশ হয়েছিল?

উত্তর:- ব্রিটিশ পার্লামেন্টে "ভারতের স্বাধীনতা আইন, 1947" পাশ হয়।


12. মুসলিম লীগের নেতার নাম কি?

উত্তর:- মুসলিম লীগের নেতা মিঃ জিন্নাহ।


13. 13. গণপরিষদের সভাপতির নাম কি?

উত্তর:- গণপরিষদের সভাপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ।


14. 14. ভারতের সংবিধান কোন সালে কার্যকর হয়?

উত্তর:- ভারতের সংবিধান 26 জানুয়ারি কার্যকর হয়


15. 15. ভারতের সংবিধানের একটি উৎস উল্লেখ কর।

উত্তর:- ভারতের সংবিধানের অন্যতম উৎস হল ব্রিটিশ সংবিধান।


16. 16. ভারত ভাগের প্রধান নায়ক কে ছিলেন?

উত্তর:- ভারত ভাগের প্রধান নায়ক ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।


* সংক্ষিপ্ত উত্তর প্রশ্নঃ

1. 1. সংবিধানের প্রয়োজনীয়তাগুলো সংক্ষেপে ব্যাখ্যা কর।

উত্তর:- একটি দেশকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিটি দেশের একটি সংবিধান থাকতে হবে। একটি দেশে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হলে দেশের একটি সংবিধান দরকার। সংবিধান একটি লিখিত দলিল। সংবিধান সরকারের ক্ষমতা লিপিবদ্ধ করে। সরকার সংবিধান প্রদত্ত ক্ষমতা ব্যতীত অন্য কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না এবং তা করতে গিয়ে আদালত সরকারকে অসাংবিধানিক ঘোষণা করে নিয়ন্ত্রণ করতে পারে। সরকারের স্বৈরাচার নিয়ন্ত্রণ করে সংবিধান জনগণের অধিকার রক্ষা করে।


2. 2. সংবিধান সমন্বয় এবং প্রতিশ্রুতি অনুমোদন করে। ব্যাখ্যা করুন।

উত্তর:- সংবিধানের প্রথম কাজ হল মৌলিক নীতিগুলি নির্ধারণ করা যা একটি দেশের সকল শ্রেণীর মানুষের মধ্যে ন্যূনতম সমন্বয় স্থাপন করে। রাজ্যের প্রত্যেককে অবশ্যই কিছু মৌলিক নিয়ম মেনে চলতে হবে। তদুপরি, প্রত্যেকে তাদের আনুগত্য করতে বাধ্য এবং যে কেউ তাদের অমান্য করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। একটি দেশে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য সংবিধানের মাধ্যমে এ ধরনের প্রতিশ্রুতি দেওয়া যেতে পারে।


3. 3. সংবিধানে সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। ব্যাখ্যা করুন।

উত্তর:- সংবিধান সরকারের ক্ষমতার প্রয়োগকে সীমিত করে। তাই সরকার কখনোই তার সীমার বাইরে গিয়ে নাগরিকদের অধিকারে হস্তক্ষেপ করতে পারে না। সংবিধান নাগরিকদের অধিকার রক্ষা করে। সংবিধান কোনো বিশেষ কর্তৃপক্ষকে আইন প্রণয়ন বা নীতি গ্রহণের ক্ষেত্রে অধিক ক্ষমতা প্রদান করলেও তা ক্ষমতার সীমা অতিক্রম করতে পারে না। কর্তৃপক্ষ জনগণের ক্ষতি করে এমন আইন করতে পারে না।


4. সংবিধান কীভাবে একটি সমাজের আকাঙ্ক্ষা পূরণ করে? 

উত্তর:- সংবিধান সমাজের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করতে সক্ষম করে এবং একটি ন্যায়সঙ্গত সমাজ গঠনের পরিবেশ তৈরি করে। সংবিধান তাদের সমাজের আকাঙ্খা পূরণের জন্য বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়। সংবিধান সরকারকে সমাজ থেকে বৈষম্য ও জাতিগত বৈষম্য দূর করার জন্য ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেয়। সমাজে বসবাসকারী জনগণ যাতে ন্যূনতম মর্যাদা ও আত্মসম্মানে বসবাস করতে পারে সেজন্য ব্যবস্থা গ্রহণের জন্যও সংবিধান সরকারকে নির্দেশ দেয়।


5. সংক্ষেপে গণপরিষদ সম্পর্কে লিখুন।

উত্তর:- "গণপরিষদ" ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের দায়িত্ব অর্পণ করেছিল। 1946 সালের মে মাসে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদ গঠনের প্রস্তুতি শুরু হয়। অবশেষে 26 নভেম্বর 1946 তারিখে সংবিধান গৃহীত হয় এবং গণপরিষদের 284 জন সদস্য উপস্থিত ছিলেন এবং এতে স্বাক্ষর করেন। সভায় সভাপতিত্ব করেন ডঃ রাজেন্দ্র প্রসাদ এবং খসড়া কমিটির সভাপতি ছিলেন ডঃ বি আর আম্বেদকর।


6. জওহরলাল নেহেরুর "উদ্দেশ্য সহ প্রস্তাব" এর যে কোন তিনটি নীতির নাম বলুন

উত্তর:- জওহরলাল নেহেরুর "উদ্দেশ্য সহ প্রস্তাব" এর তিনটি নীতির যে কোন একটি নীচে উল্লেখ করা হয়েছে: 

 1. 1. ভারতকে একটি স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করা এবং এর ভবিষ্যত শাসনের জন্য একটি সংবিধান প্রণয়ন করা।

 2. 2. সংখ্যালঘু, অনুন্নত এবং উপজাতীয়দের পাশাপাশি সুবিধাবঞ্চিত এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীকে সুরক্ষা দেওয়া হবে।

 3. 3. সার্বভৌম স্বাধীন ভারত, এর সাংবিধানিক রাজ্য এবং সরকারের অঙ্গগুলি জনগণের কাছ থেকে ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ করবে।


7. 7. ইংল্যান্ডের সংবিধান অনুসরণ করে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত তিনটি নীতির নাম বলুন।

উত্তর:-ইংল্যান্ডের সংবিধান অনুসরণ করে, ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত তিনটি নীতি হল: 

   1. 1. সংসদীয় সরকার ব্যবস্থা।

  2. 2. আইনের শৃঙ্খলার ধারণা।

  3. 3. আইন প্রণয়নের পদ্ধতি।


8. 8. মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া এবং ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত দুটি নীতির নাম দিন।

উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া এবং ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা দুটি নীতি হল:

    1. 1. মৌলিক অধিকার।

   2. 2. বিচার বিভাগ এবং বিচার বিভাগীয় পর্যালোচনার স্বাধীনতা।


9. কোন নীতিটি আয়ারল্যান্ডের সংবিধান থেকে ধার করা হয়েছে এবং ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর:-আয়ারল্যান্ডের সংবিধান থেকে ধার করা এবং ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা নীতি হল রাজ্যের নির্দেশমূলক নীতি।


10. 10. কানাডার কোন নীতিগুলি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর:-কানাডা থেকে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত নীতিগুলি হল:

 1. 1. আধা-ফেডারেল সরকার ব্যবস্থা।

 2. 2. শক্তিশালী কেন্দ্রীয় সরকার সহ ফেডারেল ব্যবস্থা।

 3. 3. অবশিষ্ট ক্ষমতার ধারণা।


11. 11. ফরাসি সংবিধানের কোন নীতিগুলি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে?

উত্তর:- ফরাসি সংবিধান থেকে ভারতের সংবিধানে যে নীতিগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে তা হল স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব।


12. বিভাজন কীভাবে গণপরিষদের কাজকে প্রভাবিত করেছিল তা সংক্ষেপে লিখুন।

উত্তর:- দেশভাগ গণপরিষদের কাজকে ব্যাপকভাবে প্রভাবিত করে। নানা রকম অপ্রীতিকর পরিবেশ ছিল। গণপরিষদের গঠনও বদলাতে হয়েছিল। দেশ ভাগের ফলে, 31 ডিসেম্বর 1947 তারিখে গৃহীত চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রদেশগুলি থেকে নির্বাচিত সদস্যদের সংখ্যা 229-এ নামিয়ে আনা হয়, পাকিস্তানের ভূখণ্ড থেকে নির্বাচিতদের বাদ দিয়ে। ভারত জুড়ে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়, হাজার হাজার মানুষ নিহত হয় এবং সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি হয়। এই পরিস্থিতিতে গণপরিষদের কাজ ব্যাপকভাবে ব্যাহত হয়। এভাবে দেশভাগের ফলে গণপরিষদের কাজে প্রভাব পড়ে।


13. ভারতের সংবিধানের তিনটি সূত্র লেখ।

উত্তর:- ভারতের সংবিধানের তিনটি উৎস হল:

 1. 1. ভারত সরকার আইন:-ভারত সরকার আইন, 1935 ভারতের সংবিধানের খসড়া দ্বারা রাজ্যগুলিতে ক্ষমতা পৃথকীকরণ, যুক্তরাষ্ট্রীয়তা, স্বায়ত্তশাসন, জরুরি ক্ষমতা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নীতিগুলিকে অন্তর্ভুক্ত করেছে।

 2. 2. ব্রিটিশ সংবিধান:-সংবিধানের খসড়াকারীরা ব্রিটিশ সংসদীয় সরকার ব্যবস্থা অনুসরণ করে ভারতের কেন্দ্র ও রাজ্যগুলিতে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেছেন। ভারতে সংসদীয় শাসন ব্যবস্থা ব্রিটিশ সংবিধানের প্রত্যক্ষ প্রভাব।

 3. 3. স্বাধীনতা আন্দোলন:-স্বাধীনতা আন্দোলন ভারতের সংবিধানের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। পণ্ডিত জওহরলাল নেহরুর "উদ্দেশ্যপূর্ণ রেজোলিউশন" ভারতের সংবিধানের খসড়ার ভিত্তি হিসাবে গৃহীত হয়েছিল। নতুন সংবিধানে ব্রিটিশ সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের দাবিকৃত সাম্য, নাগরিকদের স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতাও অন্তর্ভুক্ত রয়েছে।