Chapter 14 -
সামাজিক ন্যায়
ৰচনাধৰ্মী প্ৰশ্ন ( Essay Type Question ) :
1) ন্যায়বিচারের বিভিন্ন নীতি আলোচনা কর।
উত্তৰঃ ন্যায়বিচারের বিভিন্ন নীতি হল:
1. 1. সকলের প্রতি সমান মর্যাদা এবং সমান আচরণের নীতি প্রয়োগ করুনকরা হয়নি।
2. 2. দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে যোগ্যদের পুরস্কৃত করা।
3. 3. দুর্বল এবং অনগ্রসর শ্রেণী এবং ব্যক্তিদের উন্নয়নের জন্য বিশেষ সুবিধা প্রদান।
2) ন্যায়বিচার কি? ন্যায়বিচার সম্পর্কে প্লেটোর মতামত আলোচনা কর।
উত্তৰঃ ন্যায়বিচার হল সকল প্রকার অপরাধের শাস্তি এবং শান্তি ও সমতা রক্ষা করা।
প্লেটো ন্যায়বিচার সম্পর্কে উল্লেখ করেছেন যে তিনি মানুষের মনকে তিনটি ভাগে বিভক্ত করেছেন: উপভোগ করার প্রবৃত্তি, সাহস এবং চিন্তা। এই তিনটি প্রবৃত্তি একটি সমাজে উৎপাদনের জন্য উপযুক্ত। প্লেটো ন্যায়ের ধারণাকে সামাজিক ও ব্যক্তিগত দুই ভাগে ভাগ করেছেন। সামাজিক ক্ষেত্রে, ন্যায়বিচার হল সমাজের সেই শ্রেণীর লোকদের নিয়োগ করা যারা কাজের জন্য উপযুক্ত। সেই ক্ষেত্রে যারা দক্ষ তাদের অবশ্যই উৎপাদনে জড়িত থাকতে হবে। একইভাবে ব্যক্তিগত ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিকে কাজে মনোনিবেশ করতে হবে। সেক্ষেত্রে শিক্ষকদের উচিত শিক্ষকের কাজ, কৃষকের উচিত কৃষকের কাজ এবং ডাক্তারদের উচিত ডাক্তারের কাজ।
3. ন্যায়ের অর্থ ব্যাখ্যা কর।
উত্তৰঃ ন্যায়বিচার শব্দটি গ্রীক শব্দ 'Dikaiosume' থেকে উদ্ভূত হয়েছে এর অর্থ হল সকল প্রকার অন্যায়ের শাস্তি দিয়ে শান্তি ও সমতা বজায় রাখা। অন্য কথায়, ন্যায়বিচার হল অন্যের প্রতি অবিচার না করে নিজের দায়িত্ব পালন করা।
4. ন্যায়বিচারের আধুনিক ধারণা ব্যাখ্যা কর।
উত্তৰঃ আধুনিক সময়ে, ন্যায়বিচারের ধারণাটিকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হত। অধ্যাপক বার্কারের মতে, "ব্যক্তির উপলব্ধির জন্য প্রয়োজনীয় স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের তিনটি উপাদানের ভারসাম্য রক্ষার নামই ন্যায়বিচার।
ন্যায়বিচারের ধারণাটি গতিশীল এবং তাই সময় এবং পরিস্থিতির সাথে পরিবর্তিত হয়। এই ধারণার সাথে নৈতিকতা, ধর্ম, সম্পত্তি, অর্থনৈতিক অবস্থা, আইন, স্বাধীনতা এবং সমাজের রীতিনীতির মতো অনেক বিষয় জড়িত। তাই সময় ও পরিবেশের সাথে সাথে এর অর্থ পরিবর্তিত হয়। বিচার বলতে আজ যা বোঝা যায়, কয়েক বছর পর বিচারের নতুন ধারণা গড়ে ওঠে।
5. ন্যায়বিচারের আধুনিক শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা কর।
উত্তৰঃ আধুনিক সময়ে, ন্যায়বিচারের ধারণাটি পাঁচটি বিভাগে বিভক্ত: প্রাকৃতিক, আইনি, সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক।
(ক) প্রাকৃতিক ন্যায়বিচার: প্রাকৃতিক ন্যায়বিচারের ধারণাটি সাধারণত প্রাকৃতিক আইনের ধারণা থেকে উদ্ভূত বলে বলা হয়। মানুষ স্বাভাবিকভাবেই সামাজিক জীব। প্রাচীনকাল থেকেই মানুষ নিরাপত্তা ও প্রাকৃতিক কারণে সামাজিকভাবে বসবাস করে আসছে। প্রাকৃতিক বিচার মানুষের স্বাভাবিক প্রকৃতি এবং আদর্শের উপর ভিত্তি করে।
(খ) বৈধিক ন্য়ায়ঃ প্রচলিত আইনের মাধ্যমে জনগণের মধ্যে বিরোধ নিষ্পত্তি এবং দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের প্রক্রিয়াকে আইনি বিচার বলে। যে সমাজে জাতীয় আইন নিরপেক্ষভাবে প্রয়োগ করা হয় তাকে আইনি ন্যায়বিচারের উপর ভিত্তি করে বলা হয়।
(গ) সামাজিক ন্য়ায়ঃ বর্তমান যুগে এক জাতি, এক দেশ বা এক ভাষা, এই ব্যবস্থা খুঁজে পাওয়া যায় না। একটি দেশ বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ এবং ভাষার মানুষের বাসস্থান। যে সমাজে জাতি, ধর্ম, ভাষা, জন্ম ইত্যাদির ভিত্তিতে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই তাকে সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলা হয়।
(ঘ) রাজনৈতিক ন্যায়বিচার: ন্যায়বিচারের ধারণাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও বিবেচনা করা হয়। যে সমাজে সকল শ্রেণীর লোকের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ থাকে রাজনৈতিক ন্যায়বিচারের উপর ভিত্তি করে।
(ঙ) অর্থনৈতিক ন্যায়বিচার: অর্থনৈতিক ন্যায়বিচার ছাড়া রাজনৈতিক ন্যায়বিচার বা সামাজিক ন্যায়বিচার অর্থহীন। অর্থনৈতিক ন্যায়বিচার বলতে দুটি জিনিস বোঝায়:
1. 1. কোন বিশেষ শ্রেণীর মানুষের জন্য কোন বিশেষ সুবিধা থাকা উচিত নয়।
2. 2. সমস্ত লোকের জীবনযাত্রার ন্যূনতম মানের অ্যাক্সেস থাকা উচিত। অর্থনৈতিক ন্যায়বিচার না থাকলে সমাজে ধনী-দরিদ্র এই দুই শ্রেণীর মানুষ সৃষ্টি হয়। তাই সামাজিক ন্যায়বিচার ব্যাহত হচ্ছে।
6. "প্রত্যেক ব্যক্তির যা প্রাপ্য তা পাওয়া উচিত" এই নীতিগুলি কী বোঝায়? কিভাবে এই ধারণা সময়ের সাথে পরিবর্তিত হয়েছে?
উত্তর
7. এই অধ্যায়ে বর্ণিত ন্যায়বিচারের তিনটি নীতি আলোচনা কর। উদাহরণ সহ প্রতিটি নীতি ব্যাখ্যা করুন।
উত্তর
8. বিশেষ চাহিদার নীতিটি কি সবার সাথে সমান আচরণ করার নীতির বিরোধিতা করে? আলোচনা
উত্তর
9. জন রলস তার ভেলি অফ এলগনোরেন্স-এ
আলোচনায় আপনি কীভাবে সামাজিক ন্যায়বিচারের ধারণা ব্যবহার করেছেন?
উত্তর
10. সুস্থ ও সৃজনশীল জীবনযাপনের জন্য মানুষের মৌলিক চাহিদাগুলি কী কী? এ ধরনের মৌলিক চাহিদা পূরণে সরকার কী ভূমিকা রাখতে পারে?
উত্তর
11. সামাজিক ন্যায়বিচার বলতে কী বোঝায় তা ব্যাখ্যা কর।
উত্তৰঃ সামাজিক ন্যায়বিচার মানে চরম সমতা। একটি সমাজে ব্যাপক আর্থ-সামাজিক বা সাংস্কৃতিক-রাজনৈতিক বৈষম্য থাকলে সেখানে সামাজিক অবিচার হয়। চিকিৎসা খরচ মেটাতে তাদের সম্পত্তি বিক্রি করে ভারতের একটি বড় শতাংশ মানুষ দরিদ্র হয়ে পড়ে। ভারতে, প্রায়ই এমন ঘটনা ঘটে যে বাবা-মা তাদের পরিবারকে সমর্থন করতে পারে না এবং তাদের সন্তানদের স্কুলে যাওয়ার পরিবর্তে কাজে পাঠায়। এই ধরনের পরিস্থিতিতে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অর্থ হল সকলের জন্য স্বাস্থ্যকর ও নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করা।
বিশ্বের অধিকাংশ দেশ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অনেক নীতি গ্রহণ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং ইউনিসেফের মতো অনেক আন্তর্জাতিক সংস্থা এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। ভারত সরকার সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বশিক্ষা অভিযান, মিড-ডে মিল স্কিম, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন এবং সম্পূর্ণ স্যানিটেশন প্রচার মিশনের মতো এই প্রকল্পগুলি গ্রহণ করেছে।
12. সামাজিক ন্যায়বিচারের বিভিন্ন দিক ব্যাখ্যা কর।
উত্তর
13. ন্যায়বিচারের প্রেক্ষাপটে সমান আচরণ আলোচনা করুন।
উত্তর
14. সমতার অধিকার বলতে কী বোঝায় এবং সমান যোগ্যতার লোকেদের সাথে সমান আচরণ বলতে কী বোঝায় তা আলোচনা কর।
উত্তর
15. আনুপাতিক ন্যায়বিচার বলতে কী বোঝায় তা ব্যাখ্যা কর।
উত্তর
16. সঠিক বন্টন বলতে কি বুঝায়? এই নীতি কি ভারতে প্রযোজ্য?
উত্তর
17. মুক্তবাজার ব্যবস্থা কীভাবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সাহায্য করবে তা ব্যাখ্যা কর।
উত্তর
18. জন রলসের ন্যায়বিচারের তত্ত্ব সংক্ষেপে আলোচনা করুন।
উত্তর
19. আইন এবং ন্যায়বিচারের মধ্যে সম্পর্ক বিবেচনা করুন।
উত্তর
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ( সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন):
1) ন্যায়ের অর্থ ব্যাখ্যা কর।
উত্তৰঃ ন্যায়বিচার শব্দটি গ্রীক শব্দ 'ডিকাইওসুম' থেকে এসেছে যার অর্থ সকল প্রকার অন্যায়ের শাস্তি দিয়ে শান্তি ও সমতা বজায় রাখা।
সেফালাসের মতে, "ন্যায়বিচার হল সত্য বলা এবং অন্যের পাওনা পরিশোধ করা"। পোর্লেমার্কাসের মতে, "ন্যায়বিচার হল যাকে তার প্রাপ্য তা দেওয়া"।
2) সামাজিক ন্যায়বিচার কাকে বলে?
উত্তৰঃ একটি দেশ বিভিন্ন জাতি, ধর্ম, ভাষা ও বর্ণের মানুষের বাসস্থান। যে সমাজে জাতি, ধর্ম, ভাষা, জন্ম ইত্যাদির ভিত্তিতে মানুষের কোনো বিভাজন নেই, তাকে সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলা হয়। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য হলো এ ধরনের বৈষম্য দূর করা।
3. অর্থনৈতিক ন্যায়বিচারের উপর একটি নোট লিখুন।
উত্তৰঃ অর্থনৈতিক ন্যায়বিচার ছাড়া রাজনৈতিক ন্যায়বিচার বা সামাজিক ন্যায়বিচার অর্থহীন। অর্থনৈতিক ন্যায়বিচার বলতে দুটি জিনিস বোঝায়:
(ক) কোনো বিশেষ শ্রেণীর ব্যক্তির জন্য কোনো সুযোগ-সুবিধা থাকা উচিত নয়।
(b) সকল মানুষের জীবনধারণের ন্যূনতম উপায় থাকবে। যে সমাজে নির্দিষ্ট শ্রেণির মানুষের জন্য কোনো বিশেষ সুযোগ-সুবিধা নেই এবং প্রত্যেকের জীবনধারণের জন্য ন্যূনতম সুযোগ-সুবিধা রয়েছে তাকে অর্থনৈতিক ন্যায়বিচার বলে।
4. রাজনৈতিক ন্যায়বিচার বলতে কী বোঝায় সে সম্পর্কে একটি নোট লিখুন।
উত্তৰঃ যে সমাজে সব শ্রেণীর লোকের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ থাকে তাকে বলা হয় রাজনৈতিক ন্যায়বিচারের ভিত্তিতে। রাজনৈতিক ন্যায়বিচারের কিছু ব্যবস্থা নীচে আলোচনা করা হল:
1. 1. জাতি, ধর্ম, বর্ণ ও ভাষা নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটের অধিকার থাকা উচিত।
2. 2. সকল যোগ্য নাগরিকের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পথ খোলা থাকা উচিত।
3. 3. সমস্ত যোগ্য নাগরিকদের সরকারি চাকরির জন্য আবেদন করার সুযোগ থাকতে হবে।
5. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত যে কোন চারটি পদক্ষেপের নাম বলুন।
উত্তৰঃ
6. আনুপাতিক ন্যায়বিচারের ধারণা কীভাবে সমাজে সমতা প্রতিষ্ঠায় সাহায্য করে তা ব্যাখ্যা করুন।
উত্তর
7. সংরক্ষণ কি কখনও সংঘাতের দিকে নিয়ে যেতে পারে?
উত্তর
8. আপনি কি মনে করেন যে ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ সামাজিক ন্যায়বিচার থেকে বঞ্চিত?
উত্তর
9. ন্যায়বিচারের জন্য বিশেষ চাহিদাগুলি কীভাবে স্বীকৃত হয় তা লিখুন।
উত্তর
10. আপনি কি মনে করেন যে আজ ভারতীয় সমাজে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে? উত্তরের সমর্থনে যুক্তি দাও।
উত্তর
11. জন রলসের ন্যায়বিচারের ধারণা সংক্ষেপে ব্যাখ্যা কর।
উত্তর
12. একটি মুক্ত বাজারের সাধারণ সুবিধা কি কি?
উত্তর
13. বিভিন্ন সংস্কৃতি বা সভ্যতার ন্যায়বিচারের ধারণাটি সংক্ষেপে আলোচনা করুন।
উত্তর
14. সঠিক বন্টন কি তা ব্যাখ্যা কর।
উত্তর
15. মুক্ত বাজারের পক্ষে চারটি যুক্তি দাও।
উত্তর
16. সামাজিক ন্যায়বিচারের তিনটি বৈশিষ্ট্যের নাম দাও।
উত্তর
17. J. H. মিলের ন্যায়বিচারের ধারণা ব্যাখ্যা কর।
উত্তর
18. বিতরণকারী সংজ্ঞায়িত করুন। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত দুটি পদক্ষেপের উল্লেখ করুন।
উত্তর
খুব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (খুব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন)
1) Raw1 এর ন্যায় তত্ত্ব কি?
উত্তর
2. দুইজন চিন্তাবিদদের নাম বলুন যারা ন্যায়ের চেয়ে অন্যায়কে ভালো বলে মনে করেন।
উত্তৰঃ
3. কোন জার্মান দার্শনিক ন্যায়বিচারের ধারণাকে মানব মর্যাদার সাথে যুক্ত করেছিলেন?
উত্তর
4. ন্যায়বিচারের দুটি নীতি উল্লেখ করুন।
উত্তৰঃ ন্যায়বিচারের দুটি নীতি হল:
1. 1. সকলের প্রতি সমান মর্যাদা এবং সমান আচরণের নীতি প্রয়োগ করুননা এবং
2. 2. দক্ষতা এবং মেধার ভিত্তির যোগ্যদের পুরস্কৃত করা।
5. ন্যায়বিচারের দুটি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করুন।
উত্তৰঃ
6. মুক্ত বাজার নীতির দুটি সুবিধা উল্লেখ করুন।
উত্তর
7. মুক্ত বাজারের দুটি অসুবিধা লেখ।
উত্তর
8. ন্যায়বিচারের দুটি সূত্র লিখুন।
উত্তর
9. সঠিক এবং ভুল নির্বাচন করা:
(ক) সামাজিক ন্যায়বিচার ও সমতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র রয়েছে।
উত্তর
(খ) বৈষম্য দূরীকরণ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্য নয়।
উত্তর
(গ) ভারতীয় সংস্কৃতিতে, ন্যায়ের ধারণাটিকে ধর্মও বলা হয়।
উত্তর
(d) সম্পদের পুনর্বন্টন সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার উপায় নয়।
উত্তর
10. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত দুটি প্রকল্পের নাম বলুন।
উত্তর
11. সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দুটি নীতি উল্লেখ কর।
উত্তর
12. সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক ন্যায়বিচারের মধ্যে দুটি পার্থক্য বলুন।
উত্তর
13. যেকোনো দুই বিচারপতির নাম বলুন।
উত্তৰঃ প্রাকৃতিক ন্যায়বিচার এবং সামাজিক ন্যায়বিচার।
14. ন্যায়ের নীতি সম্বলিত বইটির নাম কি?
উত্তর
15. জন রলসের বইটির নাম কি?
উত্তৰঃ জন রাওয়ালসের বইটির নাম "এ থিওর্ট অফ জাস্টিস"
16. মুক্তবাজার অর্থনীতির দুইজন প্রবক্তার নাম বলুন।
উত্তৰঃ মুক্তবাজার অর্থনীতির দুই প্রবক্তা হলেন:
(a) F.A. হায়েক এবং (b) রবার্ট নজিক।
17. 'Dikaiosime' কোন ভাষার শব্দ?
উত্তৰঃ 'Dikaiosime' গ্রীক শব্দ।
18. এরিস্টটলের ন্যায়বিচারের ধারণাকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং সেগুলো কী কী?
উত্তৰঃ অ্যারিস্টটল ন্যায়বিচারের ধারণাকে দুটি ভাগে ভাগ করেছেন এবং সেই অংশগুলি হল:
(a) বিতরণমূলক ন্যায়বিচার এবং (b) সংশোধনমূলক ন্যায়বিচার।
19. দুই গ্রীক দার্শনিকের নাম বলুন যারা প্রাচীনকালে ন্যায়বিচার সম্পর্কে মতামত প্রকাশ করেছিলেন।
উত্তৰঃ দুই গ্রীক দার্শনিক যারা প্রাচীনকালে ন্যায়বিচার সম্পর্কে মতামত প্রকাশ করেছিলেন তারা হলেন:
(ক) পোর্লেমার্কাস এবং (খ) সেফালাস।
20. 'অজ্ঞতার পর্দা' কার ধারণা?
উত্তৰঃ 'অজ্ঞতার পর্দা' এই ধারণাটি জন রাওলাস দ্বারা উত্থাপন করা হয়েছিল।
21. জন রলস ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যে দুটি নীতির পক্ষে ছিলেন?
উত্তৰঃ জন রলস ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যে দুটি নীতির সমর্থন করেছিলেন তা হল:
(a) সমতার নীতি এবং (b) অসমতার নীতি।
উদ্দেশ্যমূলক প্রশ্ন (অবজেক্টিভ প্রশ্ন):
1) মানুষ প্রকৃত ন্যায়বিচার উপভোগ করে -
(a) একনায়কতন্ত্রে (b) সর্বগ্রাসী রাষ্ট্রে (c) রাজতন্ত্রে
(d) গণতন্ত্রে
2) ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এটি প্রয়োজনীয় -
(a) প্রতিশ্রুতিবদ্ধ বিচার বিভাগ (b) স্বাধীন বিচার বিভাগ
(c) কাপুরুষ বিচারক (d) অসৎ বিচারক
3) যিনি ন্যায়বিচার পরিচালনা / পরিচালনা করেন
(a) নির্বাহী (b) বিচার বিভাগ
(c) আইনসভা (d) রাজনৈতিক দল
4. ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায়বিচারের কথা বলা হয়েছে?
(a) সামাজিক ন্যায়বিচার (b) অর্থনৈতিক ন্যায়বিচার
(c) রাজনৈতিক ন্যায়বিচার (d) সাংস্কৃতিক ন্যায়বিচার
5) মানুষ প্রকৃত বিচার পেতে পারে -
(a) একনায়কতন্ত্রে (b) সর্বগ্রাসীবাদে (c) রাজতন্ত্রে
(d) গণতন্ত্রে