Chapter 5 -
কেন্দ্র ও রাজ্য পর্যায়ের আইনসভা
পাঠ্যপুস্তকভিত্তিক প্রশ্নোত্তর (Textbook Question Answer)
প্রশ্ন ১: আইন বিভাগের প্রধান কার্য কী?
উত্তর: আইন বিভাগের প্রধান কার্য হলো আইন প্রণয়ন করা।
প্রশ্ন ২: লোকসভার কোরাম কী?
উত্তর: লোকসভায় কোনো সভা অনুষ্ঠিত হওয়ার জন্য মোট সদস্য সংখ্যার দশ শতাংশ সদস্যের উপস্থিতি প্রয়োজন হয়; এটিকে কোরাম বলে।
প্রশ্ন ৩: লোকসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর: লোকসভার অধ্যক্ষ (Speaker) লোকসভায় সভাপতিত্ব করেন।
প্রশ্ন ৪: রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি কে?
উত্তর: ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভার পদাধিকার বলে সভাপতি।
প্রশ্ন ৫: ভারতের রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি লোকসভায় ২ জন সদস্য মনোনীত করতে পারেন।
প্রশ্ন ৬: রাষ্ট্রপতি রাজ্যসভায় কতজন সদস্য মনোনীত করতে পারেন?
উত্তর: রাষ্ট্রপতি রাজ্যসভায় ১২ জন সদস্য মনোনীত করতে পারেন।
প্রশ্ন ৭: সংসদের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তর:
লোকসভার অধ্যক্ষ সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন।
প্রশ্ন ৮: সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কে আহ্বান করেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করেন।
প্রশ্ন ৯: লোকসভার অধিবেশন আহ্বান বা স্থগিত ঘোষণা কে করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন আহ্বান বা স্থগিত ঘোষণা করতে পারেন।
প্রশ্ন ১০: লোকসভা কে ভঙ্গ করতে পারেন?
উত্তর: ভারতের রাষ্ট্রপতি লোকসভা ভঙ্গ করতে পারেন।
প্রশ্ন ১১: আসাম থেকে লোকসভায় কতজন সদস্য নির্বাচিত হন?
উত্তর: আসাম থেকে লোকসভায় ১৪ জন সদস্য নির্বাচিত হন।
প্রশ্ন ১২: আসাম থেকে রাজ্যসভায় কতজন সদস্য নির্বাচিত হন?
উত্তর: আসাম থেকে রাজ্যসভায় ৭ জন সদস্য নির্বাচিত হন।
প্রশ্ন ১৩: রাজ্যসভার সদস্যদের কে নির্বাচিত করেন?
উত্তর: রাজ্যসভার সদস্যগণ রাজ্য বিধানসভার সদস্যদের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন।
প্রশ্ন ১৪: লোকসভায় সাধারণ বাজেট কে পেশ করেন?
উত্তর:
রাষ্ট্রপতির সুপারিশে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় সাধারণ বাজেট পেশ করেন।
প্রশ্ন ১৫: রাজ্যসভা অর্থ বিল কতদিন পর্যন্ত স্থগিত রাখতে পারে?
উত্তর: রাজ্যসভা অর্থ বিল সর্বোচ্চ ১৪ দিন পর্যন্ত স্থগিত রাখতে পারে।
প্রশ্ন ১৬: ভারতীয় সংসদ কয়টি কক্ষ বিশিষ্ট?
উত্তর: ভারতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট; এটি লোকসভা ও রাজ্যসভা নিয়ে গঠিত।
প্রশ্ন ১৭: ভারতীয় সংসদের উচ্চ কক্ষ কোনটি?
উত্তর: রাজ্যসভা ভারতীয় সংসদের উচ্চ কক্ষ।
প্রশ্ন ১৮: ভারতীয় সংসদের নিম্ন কক্ষ কোনটি?
উত্তর:
লোকসভা ভারতীয় সংসদের নিম্ন কক্ষ।
প্রশ্ন ১৯: লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত?
উত্তর: লোকসভার বর্তমান সদস্য সংখ্যা ৫৪৩ জন।
প্রশ্ন ২০: লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত?
উত্তর: লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স ২৫ বছর।
প্রশ্ন ২১: রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত?
উত্তর: রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স ৩০ বছর।
প্রশ্ন ২২: দলত্যাগ নিরোধক আইন কখন প্রণীত হয়?
উত্তর: দলত্যাগ নিরোধক আইন ১৯৮৫ সালে প্রণীত হয়।
প্রশ্ন ২৩: সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে দলত্যাগ রোধের ব্যবস্থা গ্রহণ করা হয়?
উত্তর: সংবিধানের ৫২তম সংশোধনীর মাধ্যমে দলত্যাগ রোধের ব্যবস্থা গ্রহণ করা হয়।
প্রশ্ন ২৪: রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে?
উত্তর: রাজ্য বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা ৫০০ জন হতে পারে।
প্রশ্ন ২৫: রাজ্য বিধানসভার ন্যূনতম সদস্য সংখ্যা কত?
উত্তর: রাজ্য বিধানসভার ন্যূনতম সদস্য সংখ্যা ৬০ জন।
প্রশ্ন ২৬: রাজ্যসভার শূন্য পদ পূরণের জন্য কত বছর অন্তর নির্বাচন হয়?
উত্তর: রাজ্যসভার শূন্য পদ পূরণের জন্য প্রতি ২ বছর অন্তর নির্বাচন হয়।
প্রশ্ন ২৭: রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?
উত্তর: ভারতের উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন।
প্রশ্ন ২৮: সংসদের নিম্নকক্ষে কোনো প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়লে কে নির্ণায়ক ভোট প্রদান করেন?
উত্তর: লোকসভার অধ্যক্ষ (Speaker) নির্ণায়ক ভোট প্রদান করেন।
অতিরিক্ত প্রশ্নোত্তর (Additional Question Answer)
প্রশ্ন ১: ভারতীয় সংসদের দুটি কক্ষের নাম লেখ।
উত্তর: ভারতীয় সংসদের দুটি কক্ষ হলো –
(১) রাজ্যসভা (Upper House)
(২) লোকসভা (Lower House)
প্রশ্ন ২: রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় কেন?
উত্তর: রাজ্যসভাকে স্থায়ী কক্ষ বলা হয় কারণ একে ভঙ্গ করা যায় না। প্রতি ২ বছর অন্তর এর এক-তৃতীয়াংশ সদস্য অবসর নেয় এবং নতুন সদস্য নির্বাচন হয়।
প্রশ্ন ৩: রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য মনোনীত করেন?
উত্তর: রাজ্যসভায় রাষ্ট্রপতি ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করেন যারা সাহিত্য, বিজ্ঞান, কলা ও সমাজসেবায় বিশেষ অবদান রেখেছেন।
প্রশ্ন ৪: অর্থ বিল কোথায় প্রথম উত্থাপিত হয়?
উত্তর: অর্থ বিল প্রথমে লোকসভায় উত্থাপিত হয়।
প্রশ্ন ৫: রাজ্যসভা অর্থ বিল নিয়ে কী ভূমিকা পালন করতে পারে?
উত্তর: রাজ্যসভা অর্থ বিল সংশোধনের প্রস্তাব দিতে পারে, কিন্তু সেটি গ্রহণ করার বাধ্যবাধকতা লোকসভার নেই। রাজ্যসভা অর্থ বিল ১৪ দিনের বেশি আটকে রাখতে পারে না।
প্রশ্ন ৬: লোকসভার কার্যকাল কত বছর?
উত্তর: লোকসভার কার্যকাল ৫ বছর, তবে রাষ্ট্রপতি ইচ্ছামতো আগেও ভঙ্গ করতে পারেন।
প্রশ্ন ৭: রাজ্যসভার উপাধ্যক্ষের কার্য কী?
উত্তর: রাজ্যসভার সভাপতির অনুপস্থিতিতে উপাধ্যক্ষ সভার কার্য পরিচালনা করেন।
প্রশ্ন ৮: সংসদের অধিবেশন কত প্রকারের হয়?
উত্তর: সংসদের অধিবেশন প্রধানত তিন প্রকারের হয় –
১. বাজেট অধিবেশন
২. মনসুন অধিবেশন
৩. শীতকালীন অধিবেশন
প্রশ্ন ৯: রাজ্য বিধানসভায় অর্থ বিল উত্থাপন কে করেন?
উত্তর: রাজ্যের অর্থমন্ত্রী বিধানসভায় অর্থ বিল উত্থাপন করেন।
প্রশ্ন ১০: বিধানসভার সদস্য হওয়ার যোগ্যতা কী কী?
উত্তর: বিধানসভার সদস্য হওয়ার যোগ্যতাগুলি হলো –
১. ভারতীয় নাগরিক হতে হবে।
২. বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে।
৩. আইনত নির্বাচনের অযোগ্য না হওয়া উচিত।
প্রশ্ন ১১: রাজ্য বিধানসভার কার্যকাল কত বছর?
উত্তর: রাজ্য বিধানসভার কার্যকাল ৫ বছর।
প্রশ্ন ১২: রাজ্যসভায় আসন সংখ্যা রাজ্য অনুযায়ী কীভাবে নির্ধারিত হয়?
উত্তর: রাজ্যসভায় প্রতিটি রাজ্যের আসন সংখ্যা সেই রাজ্যের জনসংখ্যার আনুপাতে নির্ধারিত হয়।
প্রশ্ন ১৩: দলত্যাগ রোধ আইন কেন প্রণীত হয়?
উত্তর: দলত্যাগ রোধ আইন প্রণীত হয় যাতে নির্বাচিত সদস্যরা দলীয় আনুগত্য বজায় রাখেন এবং বারংবার দল পরিবর্তন রোধ করা যায়।
প্রশ্ন ১৪: সংসদীয় ব্যবস্থায় সরকারের প্রতি দায়বদ্ধতা কাদের প্রতি থাকে?
উত্তর: সংসদীয় ব্যবস্থায় সরকারের দায়বদ্ধতা সংসদের নিম্নকক্ষ তথা লোকসভার প্রতি থাকে।
প্রশ্ন ১৫: আইন প্রণয়নের মূল প্রক্রিয়া কী?
উত্তর: আইন প্রণয়নের প্রক্রিয়া হলো—
১. বিল উত্থাপন
২. আলোচনা ও সংশোধন
৩. উভয় কক্ষে পাস হওয়া
৪. রাষ্ট্রপতির অনুমোদন।